এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩৭ | 168.26.215.13
  • ক্রিস হ্যারিস ভালো ফিল্ডিং করত আর লেগ কাটার বল।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩৫ | 122.248.183.1
  • ক্রিস হ্যারিস নিউজিল্যান্ডের। ঃ-))
  • Netai | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩৪ | 121.241.98.225
  • আর একজন ছিল ক্রিস হ্যারিস।
    এমনিতে টুপি পরে বেশ ভালোই দেখতে। যেই টুপি খুলে বল করতে এলো, তখন পুরো মাথা খালি। খাঁ খাঁ করছে টাক। মনে হত ক্রিকেট খেলা দেখা ছেড়ে ফুটবল খেলে আসি। ঐ টাকে।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩৪ | 168.26.215.13
  • ধুস আমারই ভুল কিথ ফ্লেচার ইংলণ্ডের। নাঃ আজ আর তথ্য নিয়ে কোন কথা নয়। ঃ)

    তবে ওয়েসেলস কার হয়ে খেলতে এল? হিউজ? নাকি বর্ডার?
  • Netai | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩২ | 121.241.98.225
  • নাম বলার কম্পিটিশন চলছে?
    তাইলে এই দুটো নাম ও নোট করো।
    অ্যাড্রিয়ান কুইপার আর রিচার্ড স্নেল।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩১ | 168.26.215.13
  • ক্লাইভ রাইস তো সাউথ আফ্রিকার সময়ে। অস্ট্রেলিয়ায় খেলার সময়ে নিঘ্‌ঘাত কিথ ফ্লেচার। দাঁড়াও গুগলে দেখি।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৭:২২ | 122.248.183.1
  • উহার নাম ক্লাইভ রাইস।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৭:১৬ | 122.248.183.1
  • না।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৭:১০ | 75.76.118.96
  • হ্যা কিম হিউজ। কিথ ফ্লেচারের সাথে কেপলার ওয়েসেলস এসেছিল, না?
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৭:০৯ | 122.248.183.1
  • রডনি হগ হলে কিম হিউজ হওয়াই স্বাভাবিক ....
  • kc | ২৩ এপ্রিল ২০১২ ১৬:২০ | 194.126.37.78
  • কিথ ফ্লেচার না কিম হিউজ?
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৬:০৬ | 75.76.118.96
  • ডিডি দা যার কথা বললেন তার না রডনি হগ। কিথ ফ্লেচারের অস্ট্রেলিয়ার সাথে ভারতে এসেছিল। সে বার ই সূর্য্যগ্রহণ হয়েছিল, টিভিতে পথের পন্‌চলি দেখিয়েছিল। হগ বল করতে এসে ওভারে অন্তত একবার রান আপে পড়ে যেত।
  • kc | ২৩ এপ্রিল ২০১২ ১৪:১৫ | 194.126.37.78
  • ঝিকি, আমাকে মেল করলে আমি ওদের ডিটেইল তোমারে ফরোয়ার্ড করে দেব। kousikchakrabarty অ্যাট জিমেল
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৪:১৪ | 219.83.85.197
  • S এর দ্বিতীয় লাইনকে বড় করে ক।
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৪:১২ | 219.83.85.197
  • kc, কেম্ব্রিজ রেসিডেন্সির সাইটে যে কনট্যাক্ট নং দেওয়া ছিল, সেটা অনেকবার চেষ্টা করেও পাই নি, আপনি অন্য কোন কনট্যাক্ট নং জানেন?
  • S | ২৩ এপ্রিল ২০১২ ১৪:০৫ | 129.115.2.75
  • অস্ট্রেলিয়ার সাথে ভারতের একটা লাভ হেট রিলেশনশিপ তৈরি হয়েছে লাস্ট ২০ বছরে। সবথেকে বেশি গালাগালিও ওদেরকেই দি, আর সবথেকে বেশি রেসপেক্টও ওদেরি করি।

    একটা টিমের খেলা আমার খুব ভালো লাগলো - সাউথ আফ্রিকা। মানে ঐসব কেস হওয়ার আগে। আর জন্টির ফিল্ডিঙ্গ - আহাহা।
  • kc | ২৩ এপ্রিল ২০১২ ১৪:০১ | 194.126.37.78
  • আমরা খেলাটাকে ভালবেসেই খেলা দেখতাম, কোনও খেলোয়ারকে কিউপিডের ব্যাথা ছাড়াই ভাল লাগত। সে এক অন্য যুগের কথা। ঃ-)
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৫৬ | 219.83.85.197
  • জাদেজাদের দেখতে যাইনি, তবে যখন দেবেগৌডা এসেছিল, তাঁর ব্ল্যাকক্যাট কম্যন্ডোদের ঝারি করার জন্য প্রায় দু ঘন্টা অ্যালমনি হাউসের সামনে অপেক্ষা করেছিলাম ঃ)
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৪৬ | 117.194.242.65
  • আরে, কলেজে কাম্বলি-জাদেজা আসার ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। ঝিকির পোস্ট পড়ে মনে পড়ে গেল।

    যতদুর মনে পড়ে, অশেষ, ভদ্র এরা যুক্ত ছিল ব্যাপারটার সঙ্গে। আমি আবার একপিস প্যারডি লিখে ফেলেছিলাম যথারীতি
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩৮ | 219.83.85.197
  • ইমরান-আক্রামের প্রতি প্রবল ব্যাথা থাকা সঙ্কেÄও পাকিস্তান টিমটাকে ৯২-এর ফাইনালে সাপোর্ট করতে পারি নি........ এখন কিন্তু ভারতের পরেই নেক্সট ফেভারিট পাকিস্তান, তিনে ওঃ ইঃ আর চারে সাঃ আঃ....................... সবশেষে অষ্ট্রেলিয়া।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 122.248.183.1
  • ঝিকি ঃ-)
  • lcm | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 69.236.168.55
  • উফ্‌, গাভাসকার আর বেদী-র মধ্যে বোরিং ক্যাপ্টেইন্সি নিয়ে তো রীতিমত ...
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 122.248.183.1
  • গাওয়ার র টাচ অনবদ্য ।

    আর হার না মানা চোখ পিটপিট করা রবিন স্মিথ ।

    ডেরেক আন্ডারউড?

    জন এমবুরি?
  • lcm | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 69.236.168.55
  • ও হ্যাঁ, ঐ দিনে একটিই গুরুত্বপূর্ন ঘটনা - আজাহার-এর সেঞ্চুরি এবং আবির্ভাবেই পরপর তিন টেস্ট সেঞ্চুরির রেকর্ড।
  • ppn | ২৩ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 112.133.206.20
  • ঐসময় গাভাসকার কিছু বোরিং ক্যাপ্টেনসি করত। শেষদিকে ইংল্যান্ডের একটা ফিল্ডার বোর হয়ে মাঠে কাগজ পড়া শুরু করল।
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৯ | 219.83.85.197
  • বব উইলিস কেমন যেন রোমান স্কাল্পচারের মত দেখতে! আমার ভাল লাগত বোথামকে!

    বোথাম, ওয়ার্নে, লারা এইসব দুষ্টুছেলেদের আমার বড়ই ভাল লাগে ঃ)
  • ppn | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৮ | 112.133.206.20
  • আম্মো আজহারের প্রবল ফ্যান ছিলাম। যদ্দিন না ওই লবিবাজি চালু করল।

    সেই প্রথম তিনটে টেস্টে পর পর সেঞ্চুরি, রেডিও চালিয়ে অধীর উৎকন্ঠার সাথে কমেϾট্র শোনা আর তার পরে বেনসন হেজেস সিরিজে প্রথম টিভিতে খেলতে দেখা।
  • kc | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৭ | 194.126.37.78
  • সেই ইংল্যান্ডে আমার ফেবারিট ছিল, গাওয়ার, আর হালকা দাড়িওয়ালা বথাম।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৭ | 122.248.183.1
  • সেই সাউথ আফ্রিকা তে সেঞ্চুরি টা? যেটা তে ২১ টা না ২২ টা চার মেরেছিল।আমি বেলুড় থেকে হাজরা যাবার পথে রিলে শুনছিলাম। পৌঁছানোর একটু পরেই শুনি শতরান হয়ে গেছে।
  • d | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৫ | 14.96.110.182
  • বব উইলিসকে বা ওর চুলগুলোকে ভীষণ ভাল লাগত।
  • lcm | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৫ | 69.236.168.55
  • ক্রিস ওল্ড-এর পায়ের স্টেপিং একদম মাপে মাপে পড়ত। পায়ের ছাপের দাগ পড়ে যেত।

    আমার দেখা শেষ টেস্ট ক্রিকেট ডে। সকালে আজাহার-শাস্ত্রী ব্যাট হাতে ঢুকল, বিকেলেও সেই দুজন একসাথে। মাঝে একসাথে লাঞ্চও খেলো (একসাথে খেয়েছিল কি না অবশ্য জানি না, আমাকে ডাকে নি)। কি বোর, পড়ন্ত বিকেলে শেষে অ্যালান ল্যাম্ব ডিগবাজি খেয়ে নানারকম জিমন্যাস্টিক কসরৎ দেখালো।
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২৪ | 219.83.85.197
  • আমাদের থার্ড ইয়ারে বোধহয় একবার জাদেজা আর কাম্বলি কলেজে এসেছিল, কেন কে জানে...... জেসব মেয়েরা জন্মেও ক্রিকেট দেখত না, খালি ছবি দেখে জাদেজাকে চিনত, তারা সব হুমড়ি খেয়ে অটোগ্রাফ আনতে গেছিল!
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২১ | 122.248.183.1
  • বোঝো!!! ঃ-)))
  • Tim | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২১ | 98.249.6.161
  • হ্যাঁ জাদেজা সিন্ড্রোম খুবই প্রবল ছিলো। সেইসব দেখেই মনে হয়, আবাপ রিপোর্টে লিখেছিলো "" ইউনিসের এক ওভারে অমন প্রহারের পর মাঠে উপস্থিত সমস্ত যুবতী জাদেজাকে নিজেদের হৃদয় ছিঁড়ে দিতে পারতেন..."" ইত্যাদি।
    ধন্যি রিপোর্টিং। ঃ)
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২১ | 219.83.85.197
  • ব্রতীন এসব বলে না..... বুকের ভেতরটা হু-হু করে উঠছে....... সেসব কত আগেকার কথা.....আজহারের নিখুঁত থ্রো, ঠিক উইকেটে এসেই লাগবে....... বয়সটা সত্যি বেড়ে যাচ্ছে ঃ(
  • lcm | ২৩ এপ্রিল ২০১২ ১৩:২১ | 69.236.168.55
  • ডি মনে করিয়ে দিল। ক্রিস ওল্ড, বব উইলিস, অ্যালান নট, টোনি গ্রেগ, ডেরেক আন্ডারউড, মাইক ব্রিয়ারলি --- সেই ইংল্যান্ড।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৮ | 122.248.183.1
  • আজাহারের কব্জির মোচড়, কাঁধের কলার তুলে হাঁটা, আর চাবুকের মতো ফিল্ডিং।
    কোন কথা হবে না।
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৮ | 219.83.85.197
  • আর অডি গাড়ী? শাস্ত্রীর দৌলতেই সেই নাম প্রথম শোনা।
  • ppn | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৮ | 112.133.206.20
  • আমাদের ক্লাসের মেয়েরা জাদেজার ফ্যান ছিল। জাদেজা একবার বাদ পড়ল তখন নিজেরা আলোচনা করত এত সুন্দর দেখতে ছেলেকে কী করে বাদ দেয়।
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৭ | 219.83.85.197
  • টিম, আমি-ও সমব্যথী.... তবে বলতে নেই আজও মনে একটু নরম জায়গা আছে ক্রিকেটার আজহারের জন্য ঃ(
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৬ | 117.194.242.65
  • আমি যখন ক্লাস থ্রি তে পড়ি, পাশের বাড়ির কাকিমা "খেলার আসর' ম্যাগাজিন দেখিয়ে আমার মাকে বলছিলেন "দেখুন দিদি, এই ছেলেটার নাম রবি শাস্ত্রী। দুএক বছরের মধ্যেই ইন্ডিয়া টিমে চান্স পাবে দেখবেন।' সেবারই শাস্ত্রীর নাম প্রথম শুনি
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৬ | 122.248.183.1
  • ক্রিস ওল্ড এক বার ইডেনে নব বর্ষের দিনে ২৭ রানে নট আউট ছিল। সেই ম্যাচ প্রসন্ন আর চন্দ্রা ম্যাচ জিতিয়েছিল।
  • Tim | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৪ | 98.249.6.161
  • আম্মো ফ্যান ছিলাম ক্রিকেটার আজহারের। ক্যাপ্তেন হয়ে প্রবল লবিবাজির সময়ও গাল দিইনি। কিন্তু শেষে ম্যাচ ফিক্সিং এর সময় আর নেয়া গেলনা। স্বর্গ হইতে বিদায়।
  • d | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১৩ | 14.96.110.182
  • সেই কোন বাচ্চাবেলায় আমি ক্রিস ওল্ডের প্রেমে পড়েছিলাম। তখন টিভিও ছিল না, ম্যগাজিনের ছবিছাবাও সব প্রায় সাদা কালো।

    কিন্তু শাস্ত্রীকে ধরে একটু ছোবড়া দিয়ে ঘষে দিতে সাধ হয় বড়। কি লম্বা চওড়া বাকতাল্লা! ওফ!
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১৩:১০ | 219.83.85.197
  • আর শাস্ত্রী!! ক্লাস সিক্সের মেয়েদের স্কুলের বই-এর পাতায় পায় শুধু শাস্ত্রীর পিকচার পোস্টকার্ড....... লোকজনের এত শাস্ত্রী প্রেম দেখে আমি দুম করে আজহারের প্রেমে পড়ে গেলাম....... কি সুন্দর কচি কচি দেখতে ছিল তখন, আর কবজির মোচড়.........
  • Tim | ২৩ এপ্রিল ২০১২ ১৩:০৮ | 98.249.6.161
  • হ্যাঁ সেই হায় হায় ব্যারাকিং আজীবন মনে থাকবে।
  • ppn | ২৩ এপ্রিল ২০১২ ১৩:০৩ | 112.133.206.20
  • শাস্ত্রী যখন আজকালকার প্লেয়ারদের রানরেট মাথায় রেখে খেলতে জ্ঞান দেয়, মনে হয় গিয়ে সপাটে দুটো চাঁটি মেরে আসি।
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৩:০১ | 115.184.84.156
  • টিম ঃ-))

    দেবাশীষ মহান্তি, বুক চিতিয়ে বল করতো, ডেলিভারির আগে দুটো হাতই বাঁই করে একসাথে ঘুরে যেত।

    এখনের কমে¾ট্রী শুনে মনে হয় শাস্ত্রী আর শিবরামকৃষ্ণন - দুটোকে একসাথে গিঁট বেঁধে দিই। আর ড্যানি মরিসন! ওফ্‌ফ্‌ফ্‌। এটাকে বলিউডে ওমরিশ পুরী-২ এর ভূমিকা দিলে ভালো করবেই।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৩:০১ | 122.248.183.1
  • সেই গান টাতেও মধ্যপ্রদেশ থেকে হীরুয়ানি ছিল । সেই যে ' মিলে সুর ..'
  • Jhiki | ২৩ এপ্রিল ২০১২ ১২:৫৯ | 219.83.85.197
  • হীরু ভাই-এর (হিরওয়ানি) কথা কেউ বলে না...... ও ই কে কি নাচটাই না নাচিয়েছিল!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত