এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 122.248.183.11
  • বাছা প্রাইভেট টিউশ্যন আছে। ম্যানেজমেন্ট স্কুল এ পড়ানো আছে। মাঝে মাঝে মিটিং মিছিল আছে।
  • b | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩৪ | 125.20.82.164
  • কুমু, কিভাবে বলব, ছাত্রদের তো দেখি নি!

    যখন পড়াতেন, টিচার হিসেবে সুনাম ছিলো, এমন শুনেছি। নিশ্চয় গতানুগতিকতার বাইরে কিছু একটা এক্স ফ্যাক্টর দিতে পারতেন। সেটা হয়ত কেউ কেউ নিতে পেরেছে, যেমন সব ক্ষেত্রেই হয়।

    আমি ওনার নিষ্ঠা দেখেছি শুধু। অবশ্যই তা সাইকেল চালিয়ে গিয়ে পড়িয়ে বাড়ি ফিরে আসা-র জেনেরালাইজেশন এর সাথে মেলে না।
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩১ | 134.58.253.57
  • এগজ্যাক্টলি। আম্মো সেরকম হিসেব করছিলাম।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩০ | 61.95.189.220
  • অ তাহলে অত পয়সার দরকার নাই, ওর থেকে মেঝেতে শোয়াও ভালো।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩০ | 121.241.218.132
  • তবে ব্যাপারটা অত নয়। কলকাতায় নিজের বাড়ি না থাকলে একটু ভালো জায়গায় একটা স্ট্যান্ডার্ড টু বেডরুম ফ্ল্যাটের ভাড়া ১৫-২০। ছেলেমেয়ের ইস্কুলের মাইনে, গাড়িভাড়া, মাসের বাজার সব নিয়ে হিসেব করলে...
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩০ | 170.153.65.102
  • আরে কত জিনিস কেনার আছে জগতে। একটা ফুল ফরম্যাট ক্যামেরার দাম ৩/৪ লাখ। একটা ভালো টেলি লেন্স, অন্তত ১ লাখ। বছরে একটা বড় বেড়ানো, অন্তত ৫০,০০০ ... এমনি কত খরচা
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৯ | 121.241.218.132
  • খাটে পেতে শোবে;-)
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৭ | 121.241.218.132
  • অন্য পথও আছে - ইন্ডাস্ট্রীতে স্যাবাটিকাল। সেখানেও হাই লেভেলের লোক হলে মাসে দুই আড়াই পেয়ে যায়। আমাদের এখানেই দিয়েছে।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৭ | 61.95.189.220
  • আমার প্রশ্নের কেউ উত্তর দেয় না কেন? অত পয়সা দিয়ে কি হবে?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৬ | 121.241.218.132
  • আগের পোস্টেই উত্তর আছে।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৪ | 121.241.218.132
  • একদম টপ লেভেলের লোক হলে এটা সেটা কনসাল্টেন্সী করে কলেজের মাইনের চেয়ে বেশি রোজগার করতে পারে। সেরকম লোকও আছে। তবে "টপ' বলতে কোয়ালিটি নাও হতে পারে;-)
  • rajdeep | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২৪ | 220.227.106.153
  • স্কেল তো নাহয় বোঝা গেল

    কিন্তু দিকে দিকে সরকারি প্রফেরা দামী গাড়ি বাড়ি লাইফস্টাইল হাঁকাচ্ছেন তার রহস্যটা কি?

    মানে ওভারটাইম বা প্রাইভেট টিউশান থেকেও কি আরও ইনকাম হয় ?
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২২ | 170.153.65.102
  • ১০ বছর এক্ষপেরিয়েন্সে ৭৮ গ্রস টা বেশ কম ইন্ড্রাস্ট্রির সাথে তুলনায়
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:২১ | 134.58.253.57
  • ও, বইলাম। তাইলে লাইফে বেশ চাপ। মানে ৪৮ হাজারে সংসার চালানোতে।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৮ | 121.241.218.132
  • সরি, টপ প্রফ হলে মাসে ম্যাক্স ৬৭+১১ মাইনাস ট্যাক্স
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৭ | 170.153.65.102
  • ১০ বছরে এটা বেশ কম। সফটওয়ার কনসালটেন্সি গুলোতে এর ডাবল না হলেও অনেক টা বেশী পায় ১০ বছরে। ওটা বছর ১২/১৪ হয়ে গেলে ডাবল হয়ে যায়
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৭ | 121.241.218.132
  • ধুৎ, মাসে ম্যাক্স ৬০। মিনিমাম ৪৮।
  • kumu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৭ | 122.160.159.184
  • বি,একটা কথা জানতে ইচ্ছা হয়,আপনার আত্মীয়র ছাত্ররা ওনার নতুন interpretationগুলো কি যথোচিত আগ্রহের সঙ্গে শোনে ও কাজে লাগায়?

    বা তারা মুখস্ত বিদ্যাতেই বেশী আগ্রহী?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৬ | 121.241.218.132
  • IIT/IISC ইত্যাদিতে ফ্রেশার অ্যাসি প্রফ হয় না। মিনিমাম ৩ বছর এক্ষপিরিয়েন্স লাগে।

    এগুলো ছাড়াও IIT অন্তত খান দশেক জার্নাল পাব্লিকেশনের দাবী রাখে।
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৫ | 134.58.253.57
  • ফুল প্রফ মাসে ১।২ পায়? তার মানে বছরে ১৪।৪ তো !! এ তো আফনার আইবিএম এর মত হইল।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৪ | 121.241.218.132
  • প্রাইভেটে অনেক গলতা আছে। অ্যাডে এক লেখা, দেয় আরেক। চ্যালেঞ্জ করার কোনো রাস্তা নেই।

    ব্ল্যাংকি -

    প্রফ - মিনিমাম ১০ বছরের টিচিং/রিসার্চ/ইন্ডাস্ট্রী যার মধ্যে ৪ বছর অ্যাসো প্রফ (IISC/IIT/IIM লেভেলে)

    অ্যাসো প্রফ - মিনিমাম ৬ বছর, তার মধ্যে ৩ বছর অ্যাসি প্রফ লেভেলে

    অ্যাসি প্রফ - মিনিমাম ৩ বছর।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৪ | 61.95.189.220
  • অত পয়সা দিয়ে কি হবে? ব্লাডসুগার?
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৩ | 134.58.253.57
  • এই সব স্কেলের মানে ফানেই জানি না।
    ঃ(
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১৩ | 122.248.183.11
  • বুনান, শুরু তেই অ্যাসি। তারপরে ক্রমশঃ প্রকাশ্য
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১১ | 121.241.218.132
  • IIT KGP-র রিসেন্ট অ্যাড থেকে -

    প্রফেসরঃ ৩৭,৪০০-৬৭,০০০, এজিপি ১০,৫০০, মিনিমাম পে ইন পে ব্যান্ড ৪৮,০০০

    অ্যাসো প্রফঃ ৩৭,৪০০-৬৭০০০/৯,৫০০/৪২,৮০০

    অ্যাসি প্রফঃ ১৫,৬০০-৩৯,১০০/৮০০০/৩০,০০০
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১১ | 134.58.253.57
  • আমার বেন আর্ফার কোম্পানিতে একটা চাগরি চাই। হাওয়াই, নিউজিল্যান্ড, ইত্যাদি সব ঘোর যাবে কন্‌ফারেন্সের সুবাদে।
    ঃ)
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১০ | 122.248.183.11
  • কিন্তু অরি, প্রাইভেটে কিন্তু অনেক বেশী। ধর অ্যাসোসিয়েট প্র লেভেলে গ্রস ১ লাখ দিতেও দেখেছি(অ্যাড অনুযায়ী)। অবশ্য হাতে কট অআসে জানি না। এরা ১০ বছর এক্স চাইছে।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:১০ | 170.153.65.102
  • কিন্তু এগুলো হতে গেলে কত দিনের এক্ষপেরিয়েন্স লাগে?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৭ | 121.241.218.132
  • Assistant Professor: Rs 15,600-39,100 (AGP: Rs 6000), total amount: Rs 45,000/- per month

    Associate Professor: Rs 37400-67000 (AGP Rs 9000), total amount: Rs 80,000/- per month

    Professor: Rs 37400-67000 (AGP Rs 10,000), total amount: Rs 82,000-120,000/- or little more per month
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৬ | 122.248.183.11
  • তাই কি? আমার বন্ধু স্কুলে পড়ায় ঐ তো হাতে পায় ২৭-২৮ মতন।
  • kumu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৬ | 122.160.159.184
  • ডিএসটি থেকে গ্র্যান্ট বের করে বিদেশ যাওয়া আর গোপালভাঁড়ের সেই চাঁদের আলোয় খিচুড়ি রাঁধা একই কথা।
  • b | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৫ | 125.20.82.164
  • stoic-কে
    কিছুটা সিস্টেমের-ও তফাৎ আছে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাতে অ্যাকাডেমিক্স কে দেখা হয় টিচার হিশেবে। আর বিদেশে (লিবেরাল আর্টস কলেজগুলো বাদ দিলে) স্কলার হিসেবে।
    খুব কাছের এক আত্মীয়কে (সোশাল সাইন্সে) দেখেছি, রাত জেগে, বই ঘেঁটে ঘুঁটে, বই প্লাস নিজস্ব ইন্টারপ্রিটেশন নোটবুকে লিখতে, প্রায় রিসার্চ-ই বলা যায় সে সব নোট। কিন্তু সেই নতুন চিন্তা বা ইন্টারপ্রিটেশন পেপার বা বই লেখার জন্যে নয়, নেহাৎ-ই আন্ডারগ্র্যাজুয়েট কলেজের ছাত্রদের জন্যে।

    তবে আগের জেনারেশনের ব্যাপার। এখন পাবলিকেশন না থাকলে সরকারী কলেজেও রিডার (অ্যাসোসিয়েট প্রফেসর) বা ফুল প্রফেসর হওয়া চাপের আছে।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৪ | 170.153.65.102
  • এই ৬০ পেতে গেলে কত বছরের এক্ষপেরিয়েন্স লাগে??
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০৩ | 134.58.253.57
  • হ্যাঁ, এখন দ্যাশে আইআইটি বা আইআইএসসি প্রফের গ্রোস ইনকাম কত?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০২ | 121.241.218.132
  • কেটেকুটে হাতে পায় ৬০ মতন। অ্যাপ্রক্স। আইআইটিতে একটু বেশি।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০১ | 121.241.218.132
  • বরং আমাদের এইটা সহজ। কোথাও - যে কোনো কনফারেন্সে পেপার নামালেই পাঠায়ে দেবে। সে বছরে যতবারই হোক না কেন।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০০ | 121.241.218.132
  • আর অ্যাকাডেমিকে ওই বাইরে যেতে হলে, এমনকি কনফারেন্স হলেও গ্রান্ট যোগাড় করতে ফেটে যায়। ডিএসটি ইত্যাদি থেকে গ্রান্ট না আনতে পারলে কাজও হয় না, কিসুই হয় না।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৬:০০ | 170.153.65.102
  • এখোন প্রোফেসর দের স্কেল কেমন?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫৮ | 121.241.218.132
  • উঁহু, আমি একদম ম্যাঙ্গো স্টাফের স্যালারি বল্লাম। সিইও, সিএফও রা কত পায় জানবো ক্যামনে?
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫৬ | 121.241.218.132
  • আইটি ইন্ডাস্ট্রীতে এক্কেরে ফ্রেশার এখন ঢুকছে তিন থেকে চারে - কমন কোম্পানিগুলোতে। আমাদের ল্যাবে ফ্রেশারদের দেয় প্রায় ছয়। ফেসবুক-টুকের কথা ধরলাম না।
  • dd | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫৬ | 110.234.159.216
  • মিন মিডিয়া মোড - এরা য্যানো ফ্যালনা। সবাই সিইও সিএফোর মায়না দ্যাখে।

    অপ্পনের এক বস - খপরের কাগজে তার মায়না দেখিয়েছে বারো কোটি টাকা। আর রিএমবার্সমেন্টগুলো ধরলে আরো চার পাঁচ কোটি টাকা। কিন্তু ম্যাংগো স্টাফে এমন মাইনা পায় না কি? এগুলই হাইপড হয়।

    অধ্যাপকেরা এখন ভালো মায়না পায়। কথায় কথায় হুট হাট বিলেত আম্রিগা ঘোরে। একটু অ্যাপ্লায়েড লাইনে থাকলে কনসালটেন্সী মেলে।ঐ সব সিইওটাইপের কম্পেন্সেসনের সাথে তুলনা না করলে সব মিলিয়ে লাইফ প্যাকেজটা মন্দ নয়। বিদেশে ওটা আরো চমৎকার।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫৫ | 170.153.65.102
  • টি সি এস ও খুব কম দিচ্ছে শুনলাম
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫৩ | 121.241.218.132
  • নাঃ এই মুল্লুকে প্রায় অর্ধেকই। যাদপ্পুরের প্রোফেসরের মাইনে আর আইবিএম-এ ১২-১৪ বছরের এক্ষপিরিয়েন্সওয়ালা লোকের মাইনে দ্যাখো।
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৫০ | 134.58.253.57
  • অ্যাকাডেমিয়ার মাইনে ইনডাস্ট্রির আদ্দেক এটা বোধহয় এখন আর নেই, দেশে বিদেশে কোথাও। মানে কম ডেফিনিটলি তবে আদ্দেক নয়।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৪৯ | 121.241.218.132
  • ইনফি মাইনে বাড়াবে না বলেছে নাকি? তাহলে তো বাকি আর কেউই বাড়াবে না। ছুতো পেয়ে যাবে।
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৪৭ | 122.248.183.11
  • ইনফি তে আবার কী হল? ওদের রেজাল্ট ভালো হয় নি তো...
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৪৫ | 170.153.65.102
  • ইনফির কথা ভেবে কেমন মাইনে নিয়ে ভয়ে আছি। কত কিছু কেনা বাকি এই কেনা বাকি এ জেবনে
  • ppn | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৪৩ | 204.138.240.254
  • এখনো ইনফিতে থাকলে এইটা কেরিয়ারের তৃতীয় বছর হত যে মাইনে বাড়ত না।
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৪১ | 122.248.183.11
  • বুনান এমনি তেই প্রায় ই হিমালয়ে যায়। কিন্তু থেকে না গিয়ে ফিরে আসে ঃ-)
  • kc | ২৬ এপ্রিল ২০১২ ১৫:৩৯ | 194.126.37.78
  • ধুর ধুর, চাপ ছাড়া লাইফে জিনে মজা নেহি হ্যায় লাল্লু। আমার বাবাকে দেখেছি, রোজ নিয়মকরে ডালভাত খেয়ে সাইকেল চালিয়ে কলেজ গিয়ে কেলাশ নিয়ে বাড়ি আসতে, কোনও পেশাগত চাপফাপ নাই। আমার ঐ লাইফটা ভাল লাগেনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত