এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • blank | ২১ এপ্রিল ২০১২ ১১:০২ | 106.198.227.20
  • , ম্যক্রো লেন্স থাকলে টিকটিকি পালায়
  • m | ২১ এপ্রিল ২০১২ ১০:৫৫ | 50.82.180.165
  • নাঃ,দেখছিলাম তুমি 'আমরা' না 'ওরা'ঃ)
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১০:৪৭ | 110.234.159.216
  • না, কাঁঠাল খাই না। অ্যাকদম না।
    আমার ল্যাখা পড়ে তোমার অম্নি মনে হোলো বুঝি ?
  • Du | ২১ এপ্রিল ২০১২ ১০:৪৫ | 117.194.199.66
  • টিম ঃ) একদম ঠিক উপমা।
  • m | ২১ এপ্রিল ২০১২ ১০:৪৫ | 50.82.180.165
  • দীপ্তেন্দা, তুমি কি কাঁঠাল খাও?
  • m | ২১ এপ্রিল ২০১২ ১০:৪৪ | 50.82.180.165
  • টিকটিকি তাড়ানোর একটা সহজ উপায়

    একটা ডিমের খোলা কোন একটা হুকে গলিয়ে রেখে দেওয়া।সেদ্ধ ডিমে কাজ হবে না।
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১০:৪২ | 110.234.159.216
  • মম চিত্তো করে নেত্য
    টাক ডুম ডুম টাক ডুম ডুম
    টাক ডুম ডুম
    এই শনিবারে ফের আপিসে
    অপদার্থ
    লোকে খাচ্ছে, কি ঘুমাচ্ছে কোনো তাড়া নেই
    নাক ডাকছে হাই তুলছে কোনো সাড়া নেই

    এ তো করবেই। চলো ফুর্ত্তি
    খুসী মাত্র

    আমি বানভাসি ছেন্নাইবাসী
    আমি ব্রাত্য।

    মম চিত্তো ...... ইত্যাদি ।।

    * শুনুন, কোনো মন্ত্রী বা কোনো টেকো লোককে নিয়ে কোথাও কটাক্ষ করা হয় নি। নালিশ কর্বেন্না।
  • Tim | ২১ এপ্রিল ২০১২ ১০:৪১ | 128.173.38.236
  • দুদি,
    পপাই দ্য সেলারের মত হাত? সেতো ভালো কথা গো।
  • d | ২১ এপ্রিল ২০১২ ১০:২৪ | 14.99.56.33
  • কিন্তু কেন মরেনা?? তার মানে ঐ টিকিটা আবার উঠে আসবে?
  • blank | ২১ এপ্রিল ২০১২ ০৯:৪৯ | 106.198.228.251
  • ,এন জে পি স্টেশন কতদিন পরে
  • Du | ২১ এপ্রিল ২০১২ ০৯:৪৩ | 117.194.199.66
  • টিকটিকিরা ভয়ংকর বেড়ে গেছে। কাল তাদের দাপটে আমার একটি ফুলদানীর পঞ্চত্বপ্রাপ্তি ঘটলো।

    দ্বিতীয় বক্তব্য, আজকাল জিম করা হাতগুলো স্বাভাবিকের চেয়ে অত্যন্ত বেশী বেশি হয়ে যাচ্ছে । কেউ জন আঅব্রাহাম দের বলুক ক্ষ্যামা দিতে, মাথার চেয়ে বড় হাত মানবজাতির স্বার্থের পরিপন্থী।

    তিন নম্বরটা মনে পড়লোনা।
  • pi | ২১ এপ্রিল ২০১২ ০৯:১৩ | 137.187.241.7
  • মরেনা।

    ওদিকে সুজাতা সান্যালের পায়েসে কাজু, কিসমিস সংক্রান্ত আলোচনা হতে না হতেই পত্রিকা কাজুর কিসমিস কিম্বা সুজাতাকে নিয়ে হাজির ;)
  • d | ২১ এপ্রিল ২০১২ ০৮:৫৯ | 14.99.56.33
  • ব্যাঙ নামের শেষে একটা 'দি' লাগিয়েছে কেন? যাই হোক ব্যাঙকে জানিয়ে যাই কাল রাত্তিরে আমি পিটিয়ে পিটিয়ে তিনটে মাঝারি সাইজের টিকটিকি মেরে ফেলেছি। আর একটা বড় টিকিকে ঝাঁটা দিয়ে ঠিক কায়দা করতে পারছিলাম না বলে ঠ্যালাধাক্কা দিয়ে তিনতলার বারান্দা থেকে ফেলে দিয়েছি।

    তিনতলা থেকে প্যারাবোলিক পাথে নীচে পড়লে টিকটিকিরা মরে কিনা - এ সম্পর্কে কারো কোনও পরিস্কার ধারণা আছে?
  • d | ২১ এপ্রিল ২০১২ ০৮:৫৪ | 14.99.56.33
  • ভুতোকে জন্মদিনের হইহই শুভেচ্ছা। মিঠুর বলা আটখানার ওপর আরো চারখানা বাচ্চা হোক ভুতোর। ভুতো ঝটপট এক ডজন শিশুটক লিখতে শুরু করে দিক।
  • d | ২১ এপ্রিল ২০১২ ০৮:৪৭ | 14.99.56.33
  • অ কুমু, কুমুদিনী, বাড়ী আছ?তোমাদের xx তম ফুলশয্যাবার্ষিকীতে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ইত্যাদি নিও। ফুলে ফুলে ভরা আরো অনেক ফুলশয্যাবার্ষিকী কাটুক হইহই করে।
  • pi | ২১ এপ্রিল ২০১২ ০৪:২৮ | 137.187.241.7
  • আর লাগবেনা। একজন পাঠিয়ে দিয়েছে।
  • pi | ২১ এপ্রিল ২০১২ ০৪:০৮ | 137.187.241.7
  • এই পেপারটার অ্যাকসেস আছে কারো ? থাকলে একটু palbhowmicki জিমেইলে ..

    Malaria and the Narmada-river development in India: a case study of the Bargi dam

    Authors: Singh N.; Mehra R. K.; Sharma V. P.

    Source: Annals of Tropical Medicine and Parasitology, Volume 93, Number 5, 1 July 1999 , pp. 477-488(12)


    আগাম ধন্যযোগ। ঃ)
  • I | ২১ এপ্রিল ২০১২ ০১:৩৫ | 14.96.104.78
  • দুদিন হেব্বি ঘুমিয়েছি। সকাল সাড়ে দশটায় ঘুম থেকে ওঠা আবার সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়া। তিনটের সময় উঠে চান-খাওয়া, তারপর আবার ঘুমের চেষ্টা .... ইদিকে ফেসবুক আর গুরুতে কেউ নেই কিচ্ছু নেই বাসনাসম্বল। ঘরে ও বাইরে গরমতা, খাবারে বৈরাগ্য, দাল-লেবু। ল্যাদ ও লেখাহীনতা।
  • I | ২১ এপ্রিল ২০১২ ০১:২৭ | 14.96.104.78
  • জন্টির বর্তমান প্রতিদিনের মত।
  • jonty | ২১ এপ্রিল ২০১২ ০১:২০ | 151.141.84.239
  • বড়াই, তুমি তো যেকোনো লোকের বর্তমান বলতে পারো। বলো তো জন্টির বর্তমান কীরকম?
  • I | ২১ এপ্রিল ২০১২ ০১:১৮ | 14.96.104.78
  • অচিন্টি একদম শেষ করে না। আমারি মত। খালি হ্যাসবোল্টের ইস্কুরুপ কিনে কিনে এনাজ্জি ক্ষইয়ে দেয়।
  • byaang | ২১ এপ্রিল ২০১২ ০১:১৩ | 122.172.225.118
  • আজকাল শুক্কুরের রাতগুলো কেমনধারা হয়ে গেছে যেন! ডিডিদার পদ্য নাই, হুতো-তিমির টিকির দেখা নাই, কেউ আর ভাটায় না। এদিকে আমার ডিডিদা আর কুমুদিকে কত কিছু শুধোবার ছিল। ঃ-(
  • achintyarup | ২১ এপ্রিল ২০১২ ০১:১০ | 115.111.248.6
  • ডাক্তার আবার কোথায় চলে গেল?
  • achintyarup | ২১ এপ্রিল ২০১২ ০০:৫৮ | 115.111.248.134
  • তাও তো সেদিন কাজু আমাকে নতুন আধখানা গল্প লিখতে দিল না। আমার আর কি। বাংলা সাহিত্যই বুঝবে। অসমাপ্ত রচনাসমগ্র প্রকাশ করতেও দেরি হবে।
  • jonty | ২১ এপ্রিল ২০১২ ০০:৫৮ | 151.141.84.239
  • "সূর্যদীঘল বাড়ি" সিনিমাটা দেখছিলাম। সেখানে একজায়্‌গায় একজন ঘর বানানোর কাজ করতে করতে পাশের লোককে কইতেছেন, "গেরাইম্যা কামে খাটনি কেমুন দেখছস নি?" যাকে বলছিলো, সে বলে, "টাউনের কামেও খাটনি কম না। দেখসি টাউনে আছিলাম যহন"।
    শেষে তাদের দুজনেই একমত হোলো,"হকল কামেই জবর খাটনি।খাটনি ছাড়া কাম নাই, কাম ছাড়া ভাত নাই।"

    ল্যাখালেখিতে খাটনি শুইনা এইটা মনে পইড়া গেলো। ঃ-)
  • achintyarup | ২১ এপ্রিল ২০১২ ০০:৫৬ | 115.111.248.134
  • এইয়ো ডাগদার, বলি আমাকে খামোকা গাল দিচ্ছ কেন হ্যা?
  • I | ২১ এপ্রিল ২০১২ ০০:৫৫ | 14.96.104.78
  • আহা, মামু কী ভালো ঝর্ঝরিয়ে লেখে ! মামুর পুরনো বুলবুলভাজা এইমাত্তর পড়ছিলাম।
  • I | ২১ এপ্রিল ২০১২ ০০:৫৩ | 14.96.104.78
  • যে কোনো ভালো কাজেই এত খাটনি করতে হয় কেন যে ! গড়গড়িয়ে ঝর্নাধারার মত ভালো লেখা বেরোয় না কেন যে !
  • I | ২১ এপ্রিল ২০১২ ০০:৫২ | 14.96.104.78
  • আসলে কেমন ভুলে ভুলে মতন গেছি। বইটা আর সিনেমাটা আবার পড়তে হবে। সে বড় খাটনির ব্যাপার।

    পাইকে বল্লাম।
  • byaang | ২১ এপ্রিল ২০১২ ০০:৪৯ | 122.172.225.118
  • ভুতো, হ্যাপ্পি বাড্ডে। কবে ফিরলি?
  • pi | ২১ এপ্রিল ২০১২ ০০:৩৫ | 137.187.241.5
  • সত্যি রূপকথা আর লিখবেনা ? সত্যি ?
  • jonty | ২১ এপ্রিল ২০১২ ০০:৩৫ | 151.141.84.81
  • জন্টি সেদিন এক ভয়ানক কানের ফ্যাশন দেখলো। কানের লতিতে ছিদ্র করে সেটা স্ট্রেচ করেছে কেমন করে জানি, মস্ত বড়ো হয়েছে সেই ছিদ্র, আর ইয়া বড়ো বড়ো বৃত্তাকার গয়না ফিট করেছে তাতে। উফ্‌ফ।
  • byaangdi | ২১ এপ্রিল ২০১২ ০০:৩২ | 122.172.225.118
  • মোট্টেও নেলপালিশের গপ্পো লিখবে না। বরং সেই বীভৎস রসের টই তে লেখ না কেন?
  • jonty | ২১ এপ্রিল ২০১২ ০০:৩০ | 151.141.84.81
  • ভ্যানিটি ব্যাগে হয়তো সবুজও ছিলো। ঃ-)

    ভাবতে পারো কেউ গাঢ় সবুজ লিপস্টিক দিয়েছে ঠোঁটে, নীল রঙ করেছে চুলে আর গলায়, নখে জংলা প্রিন্টের মতন চিত্রবিচিত্র করেছে নেলপলিশ গিয়ে? ঃ-)
  • I | ২১ এপ্রিল ২০১২ ০০:২৭ | 14.96.104.78
  • অচিন্টির মত অবস্থা হয়ে গেছে। লেখা শুরু করে টানতে পারি না। প্রচুর অসমাপ্ত টইয়ের আমি জন্মদাতা।
  • I | ২১ এপ্রিল ২০১২ ০০:২৬ | 14.96.104.78
  • সবুজ নীল কোথায়, নীল আর গোলাপী নেলপলিশ।
  • jonty | ২১ এপ্রিল ২০১২ ০০:১০ | 151.141.84.81
  • কেন বড়াই, সেই সিঁড়িটা নিয়ে লেখো, সেই যে উঠেই গেছে উঠেই গেছে নীল আকাশের দিকে, শেষে নাকি কী এক অলোকসামান্য মন্দির! বিস্তর ফটো টটো ও তুলেছ তার, এক লাল আলখাল্লা পরা লোক উঠছে, হাতে কমন্ডলু, তিনজন মেয়ে উঠছে, রঙ্‌চঙে চুরিদার পরা, হাতে গোলাপী ফোন আর নখে সবুজ নীল নেলপালিশ?
  • I | ২০ এপ্রিল ২০১২ ২৩:৫৮ | 14.96.104.78
  • একদম লেখা পাচ্ছে না কেন বলুন দেখি? এই যে পাক্কা দু দিন ছুটি নিয়ে ঘরে বসে রইলাম, একটুও লিখতে ইচ্ছে করল না। আবার ইচ্ছে করছেও। কিন্তু কি নিয়ে লেখা যায় তা-ই মাথায় আসছে না।
  • Nina | ২০ এপ্রিল ২০১২ ২৩:১৩ | 12.149.39.84
  • সব্বাইরে কয়ে যাই

    নিনাদির এক্ষণে শিরে সংক্রান্তি---মেয়ের বিয়ের জোগাড়ে বেশ কিছু সময় কোনো দিকেই তাকাতে পারবোনা গো---
    এ হে হে হে --সিকি --কই নাই বুঝি? বই তো পাইদিদি সেই কব্বে দে দেছে--সহেব এক প্রস্থ প্লেনে নিয়ে ঘুরে এসে দিল্লীর সেই ভাল ছেলেটি শমীক যে কত ভাল আর তাকে কত ধইন্যবাদ দেছে--কিচু বলা হয়নাই---
    বিয়ে ন্যে বড্ড ব্যস্ত রে --সবাই ক্ষমে দিও মোরে--কোথ্‌থাও হল পাচ্ছিনা--৬০০+ লোক শুনে আম্রিগান হলওয়ালা ভিরমি খাচ্ছে---মনের মতন সুন্দর জায়গা হলে --লোক আঁটবেনা--আর (মেয়ের ভাষায়)--সার্কাস হলে--জায়গা সেই তাঁবু মার্কা হয়ে যাচ্ছে---আর দুই মিলিয়ে করতে গেলে--পকেট বলচে ----(হরি হে) কাট ইয়োর কাপড় অ্যাকর্ডিং টু মাই সাইজ
    সব মিলিয়ে দুরবস্থা র সাইজ প্রকান্ড
    ঃ-(((((((((((((((((
  • aka | ২০ এপ্রিল ২০১২ ২৩:১২ | 168.26.215.13
  • এইটুকু জানি দৈর্ঘ্য ছোট এবং প্রস্থ বড় হলে তাকে বল বলে।
  • pi | ২০ এপ্রিল ২০১২ ২৩:০৭ | 137.187.241.7
  • আরে আমিতো 'প্রস্থ' র মাপজোখ জান্তে চাইলুম ঃ)
  • jonty | ২০ এপ্রিল ২০১২ ২৩:০৪ | 151.141.84.239
  • হেই, কেউ জানেন না তিন টাকা এগারো আনা তিন পাই মানে কত?
  • jonty | ২০ এপ্রিল ২০১২ ২২:৫৯ | 151.141.84.239
  • আচ্ছা, এক পাই ঠিক কত কেউ জানেন? সেই টাকা আনা পাই এর সময়ের কথা জিগ্গেস করছি।
  • Bhuto | ২০ এপ্রিল ২০১২ ২২:৫৯ | 123.238.26.67
  • aw সেই নীল কেস??
  • Netai | ২০ এপ্রিল ২০১২ ২২:৫৮ | 122.177.201.226
  • রিভ্যু লেখা ছেড়ে দিছি। উহাতে বড্ড সময় অতিবাহিত হয়ে যায়।
    এখন তাই লিখে যাই কালজয়ী কবিতা।
    অল্প।
    মানে যে কটা পারি।
  • jonty | ২০ এপ্রিল ২০১২ ২২:৫৫ | 151.141.84.239
  • কবি হে, কটা কাব্য লেখো আর কটা সিনেমা রিভ্যু লেখো, পিলিজ লাগে। ঃ-)
  • jonty | ২০ এপ্রিল ২০১২ ২২:৫১ | 151.141.84.239
  • পুরাতন প্রস্থ মনে হয় খুবই কম ছিলো। মানে ছিলিম ছিলেন তখন কবি। তাই নির্ভয়ে খেতেন ও পান কত্তেন। ঃ-)
  • Netai | ২০ এপ্রিল ২০১২ ২২:৫০ | 122.177.201.226
  • পুরা এক লাইন লাইন ধরে বিস্তারিত বিবরণ নিচে দিয়েছি।
    তাও পাইদি পড়া করেনা।
  • m | ২০ এপ্রিল ২০১২ ২২:৪৯ | 50.82.180.165
  • ও,পায়েস মিল্কমেডের হলে গেলাসে খাওঃ)
  • jonty | ২০ এপ্রিল ২০১২ ২২:৪৯ | 151.141.84.239
  • তাই ভূত ভবিষ্যত বর্তমান সব কিছুরই একটা হিল্লে হোতো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত