টার্কিশ ডিলাইট সত্যি টার্কিতে পাওয়া যায়। ওরা কয় লোকুম। খেতে খুব একটা ভাল না। ঠিক যেন দিল্লীর লাড্ডু। তবে ফর ফেয়ারনেস সেক, দিল্লীর লাড্ডু খেতে টার্কিশ ডিলাইটের চেয়ে ঢের ভাল। অবিশ্যি দিল্লীর সব লাড্ডুকেই দিল্লীর লাড্ডু বলে কিনা জানি না। সিকি জানবে মনে হয়।
তো ইস্তানবুলে একটা বাজার আছে, সেটাকে সাহেবেরা বলে মশলা বাজার। আমরা কোন দুঃখে মশলা বাজার বলতে যাব? মিশির-চারসিসী মানে যে ইজিপ্সীয়ান মার্কেট সে কি আমরা জানি না? তো সেই বাজারে দেখি আমির খান লোকুম বিক্কিরি করছে। আমির খান আমাকে বলল একেবারে মিশর থেকে আমদানী করা দারুচিনি দে এই সব লোকুম তৈরী করা হয়েছে। তাই মোটে চল্লিশ ডলার কিলো কিনে নে গেলে বড়ই দাঁও মারা হবে। আমি শুনে বল্লুম, দু ডলার কেজি দে দাও, কিলো তিনেক নে বাড়ি যাই। আমার সাথে যে দুটি সাহেব ছেল তারা দেখি গুটি-গুটি পিছু হটছে। আমি গে তাদের কলার ধরে টেনে আনলুম। আমির খানকে মদত দিতে আশে-পাশের গুটি দশেক দোকানদার তাদের কাজের ছেলেগুলিকে নিয়ে হাজির হয়েছে, আর তোমরা এই শত্তুরপুরীতে আমাকে ফেলে পাইলে যাচ্ছ!! ছ্যাঃ, ছ্যাঃ। তো দু ডলার কিলো শুনে আমির খান খুব দুঃখু দুঃখু মুখ করে কইলে - আজ আমার জম্মোদিন, আর তুমি কিনা ভোরব্যালাটায় এই নোকসান দিতে চাইছ? আমি বল্লুম - ওরে ব্যাটা ভেলভেলেটা, জম্মোদিন আগে কইবি তো? তাইলে কি আর পয়সা সেধে তোর মনে কষ্ট দেই। নে আয়, মুরুব্বিকে কদমবুসি কর, দোয়া নে। তারপর তোর ভাবীর জন্যে দু কিলো লোকুম দিয়ে দিলে কি আর আমি না করব? বাজারের লোকজন ভারী সমজদার। ততক্ষণে তারা দু-ভাগ হয়ে একভাগ আমিরের দিকে, আর অন্য ভাগ আমার দিকে সাপোর্টাচ্ছে। আমিরের সাপোর্টারেরা যদি বলে - চিনির দাম কত হয়েছে খবর রাখ? তো আমার সাপোর্টারেরা বলে - আরে কালই তো চায়ের চিনি কিনলাম, দাম তো একটু কমেছে বলেই মনে হল। তো এই সব করে শেষে ছয় ডলার কেজি লোকুম কিনলুম, আমার সাথে সাহেব দুটোকেও কিনে দিলুম। আমির কাঁধের গামছা দিয়ে কপালের ঘাম মুছে কনফার্ম করল - ইন্ডিয়ান তো? আমি বিজয়-গর্বে বল্লুম, ইন্ডিয়ান তো বটেই, বাঙালী। শুনে আমির কার্ড দিয়ে বলল - ফের লোকুম কিনতে চাইলে দ্মিশরি অর্সিওকানে এসে নোকসান না করে যেন ফোং করি। হোটেলের ঘরে সওদা পৌঁছে যাবে।
আমিরের আসল নাম হল উসমান। মঙ্গল পান্ডে দেখে ঐ রকম গোঁফ বানিয়েছিল। বিশ্বাস না হলে আমার ফেসবুকে আছে, দেখে এস। ইংরাজীতে লেখে ozman।
a | ১৬ এপ্রিল ২০১২ ২৩:৩১ | 65.204.229.11
দারুন, আবারো ধন্যযোগ। বাকিগুলো? ঃ)
SS | ১৬ এপ্রিল ২০১২ ২৩:০০ | 131.193.196.214
ইউটিউবের লিংকঃ ডাউনলোড না করতে চাইলে।
a | ১৬ এপ্রিল ২০১২ ২২:৫৩ | 65.204.229.11
ধন্যযোগ সিকি। BBB.part1.rar ইত্যদি ফাইল আসছে, এদের কি ডাউনলোড করে নিতে হবে?
আকাদা শুধু চাকরি বাকরি ইত্যাদি নয়, প্রতিদিনকার সুযোগ সুবিধে অনেক পাল্টেছে। বারুইপুর থেকে শুরু করে সেই সুদুরের কাঁটাবেনে, যেখানে আগে হেঁটে যাওয়া ছারা উপায় ছিল না, সেখানে ট্রেন, পাকা রাস্তা হয়েছে। কমিউনিকেশান অনেক ভাল হয়েছে। কারেন্ট এসেছে, স্কুল তৈরি হয়েছে, আশে পাশে কলেজেরও অ্যাকসেস আছে। ছোটবেলার বারুইপুর হসপিটাল এখন আর নেই। আগে রাস্তার পাশে হাঁটলে মনে হতো একটা হানাবাড়ি। এখন অগের থেকে ভালো চিকিৎসা হয়। গত বছর বাবার পা ভাঙা, কিছুদিন আগে পিসেমশাই র কিডনির সমস্যা এগুলোর চিকিৎসা হয়েছে। পাশাপাশি আবার প্রাইভেট ডাক্তারের হাল, অ্যাম্বুলেন্সের অ্যাভেলেবিলিটি বেশ খারাপ। কিন্তু সব মিলিয়ে এই দিকের চারপাশ বেশ পাল্টেছে আর সেগুলোর সব কিছুই মুক্ত বাজার নয়। বারুইপুর মিউনির বাইরে পঞ্চায়েত এলাকাতেও জল, কমলা হ্যালোজেন পৌঁছে গেছে। এই গুলো হয়তো সব জায়গায় সমান ভাবে পৌছায় নি। কিন্তু অনেক জায়গাই পাল্টেছে।
Du | ১৬ এপ্রিল ২০১২ ১৯:১৩ | 117.194.202.108
যারা দেখোনি এখনও তাদের জন্য ঃ)
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৮:২৫ | 121.242.160.180
ও। আমি ভাবলুম কিকিদিকে বেডরুম দেখতে বারণ করার ইঙ্গিত। ;-))
aka | ১৬ এপ্রিল ২০১২ ১৮:২৪ | 168.26.215.13
ব্ল্যাংক সেদিন উত্তর দেওয়া হয় নি। বিভিন্ন ঝামেলায় আছি।
তুমি যা বললে মন্টেক সিং ও একই কথা বলে এবং কথাটা খুব সত্যি। গত দুই দশকে ভারতে লোকের হাতে প্রচূর পয়সা এসেছে। তার বেশিটাই হয়েছে বাজারের হাত ধরে। উন্মূক্ত বাজারে অনেকে ভারতে এসেছে, ইনভেস্ট করেছে, চাকরি হয়েছে, লোকের হাতে পয়সাও বেড়েছে। যা শুনলে তথাকথিত বামপন্থীরা তেলে বেগুনে জ্বলে ওঠে সেই ট্রিকল ডাউনের এফেক্ট আর কি। কিন্তু বাজার ক্যান ওনলি ডু সো মাচ। পয়সা বেড়ে লাভ কি যদি কলকাতার ৩৫ কিমি দুরে থেকেও এখনও হার্ট অ্যাটাকের ১০ ঘন্টা পরে চিকিৎসা শুরু হয়? পয়সা দিয়ে নতুন নতুন রেস্তোরায় খাওয়া যায়, কিন্তু অনেক পয়সা থাকলেও দোকানে না পাওয়া গেলে অ্যাস্পিরিন কেনা যায় না। তুমি বোধহয় বলতে চাইলে আগের থেকে অবস্থার উন্নতি তো হল। হল তো, কিন্তু তাতে সরকারের ভূমিকা কোথায়? পঃবঃয়ের সরকার এবং জনগণ উন্নয়ন কি? এবং তাতে সরকার ও আপামোর জনগণের কি ভূমিকা তাই নিয়ে চূড়ান্ত কনফিউজড। প্রথমত, বামপন্থী উন্নয়ন না ডানপন্থী উন্নয়ন। সবাই একবার এই বলে তো আবার ভুল শুধরে সরি সরি বলে অন্যটা বলে। পঃবঃয়ের রাজনীতি সাইক্লিকালি এই কনফুশনে ঘুরে চলেছে, চলেইছে, চলেইছে ভাগ্যের চাকার মতন। যখন সরকারের ভূমিকা সবথেকে বেশি তখন সরকার হয় নন্দীগ্রামে পেশী প্রদর্শনে ব্যস্ত বা নেটে কার্টুন খুঁজতে। এই করতে করতে নিজেরাই বড় কার্টুনে পরিণত হয়েছে সাথে পঃবঃও।
achintyarup | ১৬ এপ্রিল ২০১২ ১৮:২৩ | 115.111.248.6
এই... জেনারেলি
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৮:২১ | 121.242.160.180
অচিন্ত্যদা অছুব্বু লাইনগুলা কারে লিখ্যা গেল?
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৮:১১ | 122.248.183.1
না কাটি।
achintyarup | ১৬ এপ্রিল ২০১২ ১৮:১০ | 115.111.248.6
মদনগঞ্জে গেলে পরে কামকুম্ভীরে ধরবয় তরে পড়বি রে ফেরে
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৭:০৫ | 122.248.183.1
ইয়ে, 4:08 আসল
kiki | ১৬ এপ্রিল ২০১২ ১৭:০৩ | 59.93.244.46
ইকি! কাজু! আমার নাম ভচকানো আর বানাম তো দেখে গেলুম। লিকলুম ও তো! তবে এখন আমি কম ই আসি।মানে সময় প্রায় পাচ্ছি না।
খোকা স্কুলে গেলেই দেখবো। তবে চাপ নেই। আমার সিন্মা সে ভুলেও দেখেনা। ভারী একঘেঁয়ে নাকি লাগে তার ঐ বকবকম সার সিন্মা। কয়ে দেছে।ঃ)
এখান কোনটা যে আসল ব্রতীন বুঝতে পারি না।ঃ(
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৬:৫৯ | 121.242.160.180
ভালো রিভ্যু তো আবাপ-তে বেইরেছেল। পুরো গল্প বলে দিয়ে এক যে ছিল আবীর, চাকরি বাঁচাতে এই এই করল, বলেই খেল খতম করে দেয়া রিভ্যু, ওরম ভালো না। ধারপাশ দিয়ে লোকের দেখার আগ্রহ উস্কে দিয়ে চলে যেতে হবে। তবে পার্ণো বড় ঝাঁঝালো এতে, মানে কাজে কম্মে। কথা তো কোন খাদে যে বলে গেল, শোনাই দায়। ওর দাপটে পাওলি একেবারে ভালোমানুষ হয়ে গেছে।
রংমিলান্তি দেখেও কাল ভারি ভালো লেগেছে। কী ১০ রাউন্ড পরীক্ষা দিল চাট্টে ছেলে ! তবে না কমলিকাকে পাবে ! অনেক কিছু শিখলাম। ভালো War's Half বা Warrior Half হতে কী কী চাই।
kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 122.160.159.184
দেখে একখানা রিভ্যু নেকো দিকিনি।
বড়াই আর রিভ্যু লেখে না?নেত্য?
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৬:২১ | 121.242.160.180
ও হ্যাঁ, জন-অরণ্যের সাথে একটা ব্যাপারে খানিকটা মিল আছে যেন।
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৬:১৪ | 121.242.160.180
কতদিন পরে কিকিদি আমায় কিছু জিগেস করল। কত কী বকি, সাড়াই দেয় না। ঃ))
যাই হোক, হ্যাঁ দেখে ফ্যালো না, ভয় কী? সুর্যবিজ্ঞান তো হাতের মুঠোর মধ্যে। তবে একা দেখো। তোমার খোকা যেন ধারেপাশে না থাকে। আমার আবীর-পাওলির পার্টগুলো যদিও বেশী ভালো লেগেছে।
তনুশ্রীর জন্যে দুঃখটা ওখান থেকেই এল।
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৬:০৮ | 122.248.183.1
হ্যাঁ তোমার আর কিসের ভয়? ঃ-)
kiki | ১৬ এপ্রিল ২০১২ ১৬:০২ | 59.93.244.46
অ কাজু, বেডরুম কেমন দেখলা? সাহস করে দেখে ফেলবো কি?
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৫:০১ | 121.242.160.180
টইতে দিয়ে এলাম। এখানে তোমরা ডোবাবেই সে কি জানি না?
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৪:৫৫ | 121.242.160.180
খালি বাজারে একটা পিজে ফেলে দিয়ে যাই পচা মাছের মত।
বলুন তো দিকি,
থিয়োরিটিকালি সমরেশ বসুর প্রিয় মাছ কী?
sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৪:৫১ | 121.241.218.132
কেসি, তাহলে ঐটেও মানে হেঁ হেঁ। ঃ-D
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৪:১৫ | 121.242.160.180
মানে, স্থায়ী চাকরির ভরসা পাইয়া সে গাত্র ঢিলা দিল এবং জলওয়া দিখানো বন্ধ করিল ! পাজি কেত্তন তো তাইলে !
Jhiki | ১৬ এপ্রিল ২০১২ ১৪:১০ | 182.253.0.99
আমাদের থার্ড ইয়ারের শেষের দিকে হোস্টেলে কীর্তন নামের এক পুরুষ রাঁধুনীর আবির্ভাব ঘটেছিল। সে কারো বদলী হিসেবে কাজ করতে এসেছিল....... প্রায় প্রতি সপ্তাহে সে পটলের দোলমা খাওয়াত, আর বাকি খাবারেরও ও সে কি স্বাদ....... আমরা গণভোট দিয়ে তার চাকরী স্থায়ী করে দিলাম..... ব্যস, পটলের দোলমা উধাও, সেইসব সুস্বাদু ব্যঞ্জন উধাও...আবার সেই হোস্টেলের একঘেয়ে রান্না....
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৪:০৪ | 121.242.160.180
*মাছের পুর
উহাই তো প্রকৃতপক্ষে দোর্মা সনাতন মতে। এসব কিমাটিমা তো এক্ষপেরিমেন্ট।
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৪:০২ | 121.242.160.180
আম্মো তো এযাবৎ বাছের পুর দিয়েই খেইচি। ওঃ আবার মায়ের হাতের জিনিস ! কিমা সেই অর্থে পটলের কাছে একটু অপরিচিত জিনিস/। তাই না জিগেস করল, কী মা? বোzhএন্না ক্যান !
dd | ১৬ এপ্রিল ২০১২ ১৪:০২ | 110.234.159.216
পটলের মধ্যে মাছের পুর হচ্ছে আদি ও অকৃত্তিম পটলের দোলমা। এক্কেবারে অথেন্টিক অ্যান্ড অরিজিন্যাল।
কিমাটা নব্য আবিষ্কার। কিন্তু জমেছিলো।
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৪:০১ | 122.248.183.1
/নাম
Jhiki | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৫৯ | 182.253.0.99
আমাদের বাড়ীতে ঐরকম-ই, পুজোতে ষষ্ঠী থেকে নবমী নিরামিষ, এছাড়া লক্ষ্মী আর সরস্বতী পুজোর দিন, দোলের দিনও নিরামিষ!!
বেচারার কোন দোষ নেই!
এখন জিগ্গেস করতে পারো আমরা কেন নিরামিষ খাই, জবাব একটাই .... ছোটবেলা থেকে তাই খেয়ে এসেছি....... আশা রাখি বড় হয়ে ছেলেও তাই বলবে...... একটু পারিবারিক সংস্কার আর কি!
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৫৯ | 122.248.183.1
কিন্তু আমাকে শ্বশুর বাড়ি তে গেলে পটলের মধ্যে মাছের পুর ভরে যেটা খেতে দেয়। তার ভালো নাকি কী?
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৫৫ | 121.242.160.180
কী কথা শোনালে ঝিকি অপবাদ দিল ইকি ! সব কিছু দিয়ে বাদ নন-ভেজে আনো স্বাদ ঠেসে মুখে পোরো দিকি চোটিওলা সম ওর খাড়া হয়ে যাক টিকি
dd | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৫৪ | 110.234.159.216
পটলের দোলমা কিমা ? এটা ও প্রশ্নো করতে হয় ? আপনাদের কবিত্বশক্তি এতো কম?
কিমার পুর সাঁটিয়ে পটলের দোলমা - মানে শরীরটা কিমার কিন্তু তাকে ঢেকে আছে পটলের বর্ম। অর্থাৎ কিনা কিমাকার অন্তরাত্মা, আর বর্মাত্মা পটলের। আস্তো পটলের মধ্যে কিমার চমৎকারী। বুঝলেন?
টার্কিশ ডিলাইট একটি টার্কিশ খাবার। কাজু পিস্তা দিয়ে একটা বোম্বে হালুয়া টাইপের আধা ন্যাবেঞুস বাকীটা টফি- এইরকম একটা ভুলভাল মিষ্টি।
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৪৯ | 122.248.183.1
ঝিকি, এ কী অপবাদ!! ঠেসে নন ভেজ খাইয়ে দাও ছেলে কে ঃ-))
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:৪৮ | 122.248.183.11
অ। ঃ)
Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:২৪ | 121.242.160.180
এ পটলের গালে আগে টোল ছিল না। ভার্জিন পটল তো।
আর ইয়ে, টারkiss ডিলাইট আমি লিখতে পারব না। মানে পারব, কিন্তু তোমরা বড়দের জন্যে হয়ে যাচ্ছে বলে আপত্তি করবে, তাই।
Jhiki | ১৬ এপ্রিল ২০১২ ১৩:২৩ | 182.253.0.99
আমার নববর্ষ সকালে ঘুম থেকে উঠে ছেলেকে উইশ কললাম, সে শুকনো মুখে জিগ্গেস করল "টুডে অলসো ভেজি অ্যান্ড পনীর?' বেচারা মনে করে "বেঙ্গলী ফেস্টিভাল' হলেই খালি ঘাস খেতে হয়!!
Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:২২ | 122.248.183.11
ইয়ে, বেশীর ভাগ পটলের গালে তো আগে থেকে ই টোল ফেলা থাকে। সেক্ষেত্রে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন