এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৯ | 202.91.136.71
  • ব্যাটিং ভালো আরো টিমের আছে। বোলিংটা আলাদা করে বলার মত।
  • d | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৮ | 14.96.8.184
  • অবাস্তব, আমি এইটা জানি। মানে ছেড়েওছি এইভাবে। যেই মিষ্টি খেতে ইচ্ছে হবে বা হাতে নেবেন, ঝাঁ করে একবার পেস্ট দিয়ে দাঁতটা মেজে নেবেন। তীব্র পিপারমিন্ট দেওয়া পেস্ট হএল ভাল কাজ হয়।

    দাঁত মেজে এসে মিষি্‌ত খান, দেখুন ততটা ভাল্লাগবে না।
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৭ | 122.248.183.11
  • আর ব্যাটিং টা বলো। শেহবাগ, টেলর,পিটারসন আর জয়বর্ধনে। সাথে পাঠান
  • Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৬ | 69.132.108.212
  • নায়াগ্রা, শিকাগো, ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, ব্লু-রিজের একাংশ, রিচমন্ড ইত্যাদি; মে ২৬ এ নিউ ইয়র্কের প্ল্যান হ্যাজ, কাল টিকিট কেটেছি ঃ)
  • rajdeep | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৬ | 220.227.106.153
  • পান্ডে- উথাপ্পাকে দিল্লী আউট করছে না !

    পুরো খনি
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৫ | 202.91.136.71
  • দিল্লির টিমটার বোলিং লাইন আপ বহুত ভালো। টুর্নামেন্টের সেরা।
  • rajdeep | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৪৪ | 220.227.106.153
  • পুনে আজ টেষ্ট মোডে আছে

    এখনও অব্দি

    ইসকে আগে টোটো বা আত্মহত্যা মোডে যাবে কিনা এখনও জানা যায় নি
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৩৬ | 122.248.183.11
  • ঃ-))

    ও দেশে কোথায় কোথায় ঘুরলে?
  • Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 69.132.108.212
  • আপাততঃ আমি অবজার্ভার, আমার কথা ফলে যাওয়ার সম্ভবনা দেখতে পাচ্চি, পঞ্জিকা নিয়ে বসি, গুনে দেখি
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৬:৩১ | 122.248.183.11
  • সুদীপ্ত টা কেমন 'আকা' হয়ে যাচ্ছে ঃ-))
  • rajdeep | ২৪ এপ্রিল ২০১২ ১৬:২৭ | 220.227.106.153
  • বলতে বলতে এক ওভারে দশ রান
  • Netai | ২৪ এপ্রিল ২০১২ ১৬:২৪ | 121.241.98.225
  • আজ সৌরভ ১ রান করে আউট। রাইডার ও প্যাভিলিয়ানে। পুনে খোঁড়াচ্ছে। ২ উইকেটে ১৪।
  • Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১৬:২৩ | 69.132.108.212
  • দেকোচো, এই হল কাপ্তান, কেমং অন্যদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিলে; শুধু নিজে খেল্লে হবে, এরেই কয় টিম ম্যান ;)
  • Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১৬:২১ | 69.132.108.212
  • প্রচুর মিষ্টি খান; লোভ হল প্রবৃত্তি, ভোগেই তাহার নিবৃত্তি, বিরিঞ্চিবাবা উবাচ
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৬:১৮ | 122.248.183.11
  • যায় না। সুগার বাড়লে লোকে চাপের মধ্যে একটা মরিয়া চেষ্টা নেয়। এই অবধি।
  • abastab | ২৪ এপ্রিল ২০১২ ১৬:১৫ | 61.95.189.220
  • কিন্তু মিষ্টির নেশা কি করে ছাড়া যায়?
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৬:০৯ | 122.248.183.1
  • ১ রানে ২ উইকেট। তিনি আর রাইডার।
  • Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১৬:০৮ | 69.132.108.212
  • তিনি চলে গেলেন ঃ)
  • Kaju | ২৪ এপ্রিল ২০১২ ১৬:০৪ | 121.242.160.180
  • সিগারেট ছেড়ে আরেকটায় শিফট্‌ করা সে আমার বাবাও করেছিলেন। নস্যিতে। সে-ও একদিন আমি আর মা পালা করে পেছনে লাগলাম, 'ইস নাক দিয়ে লাল লাল জল পড়ে, ছ্যাঃ' ! এইভাবে গোটা রোববার একদিন প্রতি ১৫ মিনিটে চলল এই ডোজ। ব্যস, পরদিন সোমবার থেকে কোথায় সে কৌটো? দ্বিতীয় নেশাও বিদেয় হল। তারপর আজ অব্দি কিস্যু ধরেন নি। বরং ওইসব ছেড়ে আরো কী চমৎকার ফিটনেস এসে গেল।
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৬:০১ | 202.91.136.71
  • নাঃ, কিছু না হলেও সকালে একখানা লাগেই।
  • aka | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৯ | 75.76.118.96
  • যারা উইকেন্ডে খান না, তারা আমার মতনই। চাপ নিয়েন না। আস্তে আস্তে এক একটা দিন কমাতে থাকুন, একসময়ে দেখবেন ছেড়ে দিলেও অসুবিধা নেই। ভারতে একটা মুশকিল হল সবাই চোখের সামনে এত ফোকে। ক®¾ট্রাল করা এক্টু মুশকিল।
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৯ | 122.248.183.1
  • আমি ছাত্রাবস্থায় প্রচুর খেতাম। পরে দিকে অল্প স্বল্প।এখন খাই নি। কদা কচিৎ।
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৭ | 202.91.136.71
  • হুঁ, একই ব্যপার।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৬ | 121.241.218.132
  • আর এই নিকোরেট এর পাতায়, দিনে কুড়িটা বা তার বেশি খেলে তাকে হেভী স্মোকার বলছে। এ কেমন হিসেব মাইরি। দিনে ২০ টা সিগারেট খেয়ে লোকে কদ্দিন বাঁচে কে জানে।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৫ | 121.241.218.132
  • এক্স্যাক্টলি, প্রায় কোনো শনি রবিবারই খাই না। কিন্তু একা থাকলেই খেতে ইচ্ছে করত। এখন কর্লেই একটা গাম মুখে পুরে দিই।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৪ | 121.241.218.132
  • আমার বাবাও দু-একদিন এর মধ্যে ছেড়ে দিয়েছিল, কিন্তু তার বদলে কয়েকদিনের মধ্যেই ধরল জর্দা পান। সে একই চাপ।
  • Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৪ | 121.241.218.132
  • হুঁ, আমারও সিঁফোর মত। ছুটির দিন বাড়িতে থাকি, খাই নে তো (এক যদি না দোকান টোকান যাই)। আপিসে এলেই ইচ্ছে করে।
  • aka | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫৩ | 75.76.118.96
  • সিগ্রেট ছাড়ুন। এক্বারে হলে ভালো, নেশা ফিরে এলে চাপ খাবেন না। আবার চেষ্টা করতে হবে। লক্ষ্য হল বছর দু তিনের মধ্যে ক্রেভিঙ্গটা সম্পুর্ণ কমিয়ে ফেলা। ছাড়া ইস্তক ভালো আছি। দীর্ঘদিনের অ্যাসিড রিফ্লাক্স -যার জন্য রোজ ওষুধ খেতে হত -তাও ম্যাজিকালি অনেক বেটার।
  • Kaju | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫১ | 121.242.160.180
  • সিগারেট ছাড়তে জাস্ট দুটো জিনিস চাই -

    ছাড়ার প্রকৃত ইচ্ছে
    নিজের মনের ওপর রাশ টানার ক্ষমতা

    এ দুটো যার নেই, সে ছাড়ে আধ বেলার মধ্যেই 'ধুর কী হবে' বলে আবার ফোঁকার জন্যে। সে রকম লোকই বেশী। এর ব্যতিক্রম জাস্ট একজনকে দেখেছি। আমার বাবা। এক সঙ্গে অনেকে এই চ্যালেঞ্জ নিয়েছিল। তারা কেমন ছেড়েছিল, সে তো আগেই বল্লাম।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৫০ | 121.241.218.132
  • খুবই কম।
    mg ১০ টা চিউয়িং গাম এর দাম ৬৫।
    mg ১০ টার দাম ৫০।

    mg টা যারা দিনে ২০টার বেশি সিগু খায় তাদের জন্য।

    mgটা ২০র নিচে যারা খায় তাদের জন্য।

    কিন্তু ওতে যে ডোজ বলা আছে সেটা একটু ভয়াবহ -

    প্রথম সপ্তাহ - ১২/দিন
    দ্বিতীয় - ১১/দিন
    ...
    ...
    ...

    দ্বাদশ সপ্তাহ - ১/দিন

    আমি শুরু থেকেই দিনে ৩-৪ টে খাই, কিন্তু এখন চিন্তা হচ্ছে ১২ সপ্তাহে এটা ছাড়তে পারব কিনা।

    a,

    আমার মাথাও ধরত না, কিছুই হতো না। শুধু খেতে ইচ্ছে করত। মানে withdrawal symptom ছিল না, craving ছিল। সেই craving ভুলে থাকাটা চাপ হত একটু।
  • shrabani | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৪৯ | 117.239.15.102
  • নেতাই, সেক্টর বাষট্টির কিচেন ক্যালকাটার খাবার খেয়েছিস?
  • Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৪৮ | 121.241.218.132
  • ছাড়তেই হইব এমন মাথার দিব্যি দিসেই বা কেডা?
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৪৭ | 202.91.136.71
  • ওসব হলে ঠিক ছিল। তার সাথে কাজে এমন বসে না, খালি তেষ্টা পায়, ঘুম আসে না আরো কত কী ল্যাঠা।
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৪৭ | 202.91.136.71
  • * মন বসে না
  • a | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 125.16.135.194
  • আরে ওসব ভাট। বিত্তাল ছেড়ে দাও। প্রথম এক হপ্তা মাথা ফাথা ধরবে, ইসে হবে না সকালে, ইত্যাদি হবে। তারপর সব ঠিকঠাক।
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৩৭ | 202.91.136.71
  • নিকোরেটের মাসিক দক্ষিণা কত? এই ধর যে দিনে ৫-৭ টার মত সিগারেট খায়?
  • sinfaut | ২৪ এপ্রিল ২০১২ ১৫:৩৫ | 121.241.218.132
  • আমি তো একমাস না কী তার বেশিই হলো ছেড়ে দিয়েছি। তার বদলে নিকোরেট চিবৈ। উফ্‌ফ, কিন্তু নিকোরেট কবে ছাড়তে পারব কে জানে।
  • kumu | ২৪ এপ্রিল ২০১২ ১৫:১৩ | 122.160.159.184
  • কেসি,কুমিদি ক্যানো?কে না জানে কুমীর টিকি এইসব প্রাণীদের আমি ঘোর অপছন্দ করি।
  • apu | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫৯ | 122.248.183.1
  • তাও ভালো ' ডানহিল' নয় ঃ))
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫৭ | 202.91.136.71
  • তুমি আমার বাড়ি এসে একটা ই-সিগারেট গিফটাও।

    ব্যস, ছেড়ে দেব। ডান্ডিল।
  • kumu | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫৫ | 122.160.159.184
  • আজ,এখনই।

    তাইলে লুরু গিয়ে তোমার বাড়ী যাব।
  • kc | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫৫ | 194.126.37.78
  • কুমিদির পোস্টটা পুউরো একখান ফুলটস। দ্দাঁড়িয়ে দাঁড়িয়ে মারলেও ছয় হবে।
  • ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫৩ | 202.91.136.71
  • হুঁ, ছাড়তে হবে (কবে? কবে? কবে?)
  • kumu | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৫২ | 122.160.159.184
  • অর্পণ,স্মোক কোরো না,শ্যামলদা আগে খুবি কর্তেন,এখন ছাড়িয়ে দিইচি,ঃ-))

    গল্পটা লিখে ফ্যালো।তবে ও রকম হয়েই থাকে,সব টোনাটুনির সংসারের বাজার একই রকম তো।

    আর আমার মিটিন শেষ (করে দিইচি)।
  • Kaju | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৪৭ | 121.242.160.180
  • নেত্যকে আমি উঠতে বসতে রোজ যে কত ইনসাল করি, তার তো ইয়ত্তা নেই !
  • Netai | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৪৫ | 121.241.98.225
  • আপ তো গোয়েন্দা হো
    আপ বোলো
  • kc | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৪৩ | 194.126.37.78
  • এই মামাটিমানুষটা কে? কোনও টাইপো করছেনা, লিং ভেঙে যাচ্ছেনা, বালেনক দিয়ে ঠিকঠাক টাইপ করছে। ক্ষে এটা?
  • Kaju | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৪০ | 121.242.160.180
  • কী নৃশংস ! টিকটিকিগুলোকে মেরে বারান্দায় সাজিয়ে রাখা, যাতে কাক এসে ঠুকরে ঠুকরে খায়, আর বাকি টিকটিকিগুলো দেখে নিজেদের ভয়াবহ পরিণতির কথা ভেবে আর ও মুখো না হয় ! এরকম স্পার্টায় করত না? মেরে কবর না দিতে দিয়ে ওপেন ফেলে রাখত যাতে, যাতে শ্যাল কুকুরে ছিঁড়ে খায়?
  • Netai | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৩৯ | 121.241.98.225
  • এদিকে বাংলা গানের টইতে প্পন্দা কাজুকে পাতি ইনসাল্ট করে গেলো।
    মান সম্মান যেন কাগের প্রাণ !!
  • Netai | ২৪ এপ্রিল ২০১২ ১৪:৩৫ | 121.241.98.225
  • কাক টিকটিকি খেলে মরে যায়না??
    হয়তো সুইসাইড করবে বলেই টিকটিকি খায়।
    খেয়ে ক্রেঁয়াও ক্রেঁয়াও করে কাঁদে। তারপর মরে যায়।
    এই ভাবেই দেশে কাকের সংখ্যা কমে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত