এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৭ মার্চ ২০১২ ১১:৪২ | 155.136.80.36
  • অ্যাঁ?

    কোথায় খবর দিয়েছে?
  • aka | ০৭ মার্চ ২০১২ ১১:৪২ | 75.76.118.96
  • জ্জিও পাগলা সপাট থাপ্পড়। লেঃ
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:৪১ | 202.91.136.71
  • সপা ক্ষমতায় এয়েচে বলে সুগার স্টক চড়চড়িয়ে বাড়ছে।
  • y | ০৭ মার্চ ২০১২ ১১:৩৯ | 61.12.12.84
  • দময়ন্তী সেন রিজাইন করেছেন।
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১১:৩৭ | 121.241.218.132
  • একটা লিঙ্ক দিচ্ছি - http://beta.epw.in/newsItem/comment/191095/

    ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। সবাই পড়ে দেখতে পারো।
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:৩৬ | 202.91.136.71
  • বসন্তদিন? হাঃ। বিচ্ছিরি গরম। গনগনে রোদ। বিকেল না হওয়া অব্দি বসন্তসেনারাও এসি রুমে সেঁদিয়ে রয়েছেন।
  • aka | ০৭ মার্চ ২০১২ ১১:৩৫ | 75.76.118.96
  • অ্যাটেনশন সিকিঙ্গ বিহেভিয়ার।
  • dd | ০৭ মার্চ ২০১২ ১১:৩৩ | 110.234.159.216
  • অ্যাকচুয়ালি এইসব শিশুসুলভ গালি গালাজ লিখে যারা আনন্দ পান তাদের বেসিক মেন্টালিটি হচ্ছে ইন্ডিসেন্ট এক্সপোজারদের মতন।

    যারা তাদের দেখে আঁতকে উঠলেন বা রেগে গেলেন - তো সেটাই মজা। ঐ রকম রিয়াকশন না পেলে কোনো লাভই নেই।

    এইসব পোস্টিং তাই ১০০% ইগনোর করতে হয়। বুঝিয়ে বলারও কিছু নেই, আর রেগে গিয়ে পাল্টা খিস্তি করলে তো আরো মজা। ঐটাই ছিলো উদ্দেশ্য।

    জাস্ট ইগনোর।
  • Du | ০৭ মার্চ ২০১২ ১১:৩১ | 117.194.195.103
  • খারাপ পাওয়াই তো বলি ঃ)
  • Kaju | ০৭ মার্চ ২০১২ ১১:২৬ | 121.242.160.180
  • বুরা পায়া মানে কী? খাটের পায়াটা নড়বড়ে আর কী। পোকায় খাওয়া পুরনো বাজে কাঠ হলে আর হবে না?
  • kumu | ০৭ মার্চ ২০১২ ১১:২৫ | 122.160.159.184
  • এমন বসন্তদিনে কোন মধুর আলোচনা হলে হত না?
    এই যেমন ব্যাং আকাকে বিয়ে করতে চাইল আর্তাতে রিমি বেজায় খুশী,তারপর নেতাইএর বদ্দিতে মধুচন্দ্রিমা,ডিডিদার সেন্নাই-প্রেমিকা,চিন্টুবাবু,কাজু- এদের হহপাপ্রে এইসব আর কী।

    ভালোবাসা/খারাপ বাসা,ভালপাই/খারাপপাই-সবই শোনা যায় তো।

    সিকি,১০-৫৬,একদম ঠিক কথা,সাপোর্ট,সাপোর্ট।
  • pi | ০৭ মার্চ ২০১২ ১১:২৩ | 128.231.22.249
  • 'আচ্ছা পায়া' চলে নাকি হিন্দিতে ?

    'বুরা পায়া' কি 'বুরা লাগা'র মতই কমন ? সিকি ?
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১১:২০ | 121.241.127.1
  • আমারও রিসেল। আগের ওনার তার পার্টের সব মিটিয়ে রেখেছে - কিছু রসিদ আছে, বাকিটা কর্পোরেশনের সাইট থেকে কনফার্ম করেছি যে ২০০৭ অনওয়ার্ডস সব পেইড। ২০০৭-এ কমপ্লেক্সটা তৈরী হয়েছিলো। কিন্তু তার আগে ওখানে বিনানিদের জমি ছিলো - সেই মান্ধাতার আমল থেকে। এখন ভয়ে ভয়ে আছি যে সেই আমলের ডিম্যান্ড এসে হাজির না হয়।
  • Kaju | ০৭ মার্চ ২০১২ ১১:২০ | 121.242.160.180
  • কান্তদিদি যে তিনখানা লাইন দিয়েছিল, দেখে কী ভয় পেয়ে গেলাম, স্পেশালি ২য় টা। ঘামটাম দিয়ে দিল এই এসিতে বসে !

    একটা তো দুখেদা বলে নিশ্চিন্ত করল উহা রবিকা-র। ২য় টা তো নির্ঘাত বিষ্ণু দে হবে, মাথাটা বাঁইবাঁই করে ঘুরে গেল ! শেষেরটা কার?
  • Du | ০৭ মার্চ ২০১২ ১১:১৯ | 117.194.195.103
  • কে এমসি থেকে কিন্তু জল(?) করের একটা ভালো মত কিছু পাঠিয়েছে লেক গার্ডেন্সে। নিজে দেখে ডিটেল বলতে পারবো।
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:১৭ | 202.91.136.71
  • যাক, কেসি আমারে বনেদি বাঙাল কয়েছে! কার মুখ দেখে উঠেছিলাম আজ? ঃ)
  • pi | ০৭ মার্চ ২০১২ ১১:১৬ | 128.231.22.249
  • 'খারাপ পাসনে', এ কথাটা পুরানো কোন সিনেমায় শুনেছি বলে মনে হচ্ছে যেন। নাকি বইয়ে পড়েছি ?
  • kc | ০৭ মার্চ ২০১২ ১১:১৪ | 194.126.37.78
  • খারাপ পাওয়া, ভাল পাওয়া এই কথাগুলো নব্য বাঙালদের আমদানি (বানামটা কেমং লাগছে)।
  • aka | ০৭ মার্চ ২০১২ ১১:১৪ | 75.76.118.96
  • আমার ছোটো কাকিমা আসামের। উনি তো খারাপ পেলি ই বলতেন। দুদি কইতে পারবে।
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১১:১৩ | 121.241.218.132
  • নথিপত্র নেই বলেই তো সমস্যাটা। কর্পোরেশনের কি একটা অ্যাক্ট অনুযায়ী এই onus পুরোপুরি মালিকের ওপর। তুমি যার কাছ থেকেই কিনে থাকো না কেন, সে বা তারও আগের ওনার, বা তারও আগে যখন খালি জমি ছিলো - তার ওনার - এরা যদি ট্যাক্স না দিয়ে থাকে, বা দিয়ে থাকলেও সেই ডকুমেন্ট যদি মিসিং হয়, বিল আসবে তোমার কাছে। পুরনো রসিদ থাকলে বেঁচে গেলে, নইলে...
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:১৩ | 202.91.136.71
  • * কী
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:১২ | 202.91.136.71
  • কাজে লাগা বনাম কাজে আসাঃ দিন্দা যদি সত্যি বলে থাকে কাজে এসেছে, তালে আবাপ'র কি লেখা উচিত ছিল?

    আজকাল কাউকে কাউকে বলতে শুনছি খারাপ পেলি না তো? এইটা কবে থেকে চালু হল কে জানে!!
  • ppn | ০৭ মার্চ ২০১২ ১১:০৬ | 202.91.136.71
  • সিকি দিল্লির বাইরে কিস্যু জানে না।

    কিরণময় নন্দ তো সপা-ই!
  • siki | ০৭ মার্চ ২০১২ ১০:৫৯ | 155.136.80.36
  • উনিশশো ষাট থেকে নথিপত্র সব আছে তো পৌরসভায়?

    আমার ফ্ল্যাটটা রিসেলে কেনা। আসলে ১৯৯৭তে তৈরি, প্রথম মালিক কোনওদিন পজেশন নেন নি, এবং ট্যাক্সের টাকাও জমা করেন নি। ২০০৫-এ এসে আমি যখন কিনলাম এবং পজেশন নিলাম, একদিন গাজিয়াবাদ নগর নিগম থেকে বিল এল সাঁইতিরিশ হাজার টাকার। ১৯৯৭ থেকে জুড়ে জুড়ে। আসলে গলতি আমারই, বাড়ি কেনার আগে এটা চেঅক করে নেওয়া উচিত ছিল আগের মালিক সব ডিউ মিটিয়ে রেখেছে কিনা।

    কী আর করা, আপিসে গিয়ে এক কেরানীর সাথে ঠেক করলাম, আড়াই হাজার টাকায় ব্যাপারটা মিটে গেল।
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:৫৭ | 122.248.183.1
  • তবে এখন তৃণমুলী থেকে সিপিএম খোঁজাই কঠইন। দিদি র ছড়ানো সঙ্কেÄও।

    তবে দিদি কে অনেক সতর্ক হয়ে কথা বলতে হবে। আর রাজ্যের সব বিষয়ে ওনাকা বক্তব্য দিতেই হবে এমন দিব্যি কে দিয়েছে।

    আর সমস্ত বিষয় জেনে বুঝে কমেন্ট করতে হবে। এই রকম উল্টো পাল্টা স্টেটমেন্ট দেওয়া খুব চাপ হবে।
  • siki | ০৭ মার্চ ২০১২ ১০:৫৬ | 155.136.80.36
  • আরেকটা কথা ছোট্ট করে বলে দিয়ে যাই, যে-ই হোন, আমার মনে হল বলা দরকার।

    ইদানিং রাতের দিকে এই মার্শাল ভদি আর পুরন্দর ভাটের কিছুকিঞ্চিৎ পোস্ট পড়ে থাকে ভাটিয়ালির পাতায়। নিজেদের রুচির পরিচয় তাঁরা প্রথম দিন থেকেই দিয়ে চলেছেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই, কেবল পোস্টগুলো দেখে মনে হয় নিকোনো উঠোনে ইতস্তত ছড়িয়ে আছে কুকুরের বিষ্ঠা। দু এক টুকরো বিষ্ঠা সহজেই ইগনোর করে নেওয়া যায়, কিন্তু বিষ্ঠার পরিমাণ বাড়তে থাকলে আবার ঝাঁটা বালতি হাতে নামতে হয়। হাতে আছে আইপি অ্যাড্রেস।

    মার্শাল ভদি আর পুরন্দর ভাট, একটু ভেবে দেখবেন।
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১০:৫৫ | 121.241.218.132
  • সবাই বেচবে? কিনবে কে?
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:৫৩ | 122.248.183.1
  • কেসি , তোমাকেও লালের সাথে সাথে ভালো করে বাঁদুরে রং মাখিয়ে দিলুম । মঠ আর জিলিপি দিলুম খেতে।
  • kc | ০৭ মার্চ ২০১২ ১০:৫৩ | 194.126.37.78
  • বাড়ি বেচে দ্যাও।
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:৫২ | 122.248.183.1
  • আজকে আমি মর্নিং ওয়াক থেকে ফেরার সময় বাড়ি তে বাড়ি তে গিয়ে চেতাবনি দিয়ে এসেছি। কালকে না রং খেললে কপালে দুঃখ আছে। ঃ-))
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১০:৫২ | 121.241.218.132
  • কেসি দর বাড়াচ্ছে।

    কার এত দায় পড়েছে? আগে তো ওর্কুট খুলতে হবে - যেটা কিনা গত দুই বছরে ডাইনোসর প্রজাতিতে পরিণত হয়েছে, তার মধ্যে তিনোমুলী গ্রুপ খুঁজতে হবে - মোস্ট লাইকলি একাধিক, সেগুলোর মেম্বারলিস্ট ব্রাউজ করতে হবে...

    নেহাত কোষ্ঠকাঠিন্য না হয়ে থাকলে কেউ করতে যাবে না।

    কিন্তু লোকজন টেলিগ্রাফ পড়েও ভয় পাচ্ছে না? যদি ১৯৬০ থেকে ট্যাক্সো চেয়ে বাড়িতে বিল আসে, তখন?
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:৫১ | 122.248.183.1
  • কালকে আমার একলা আমলা বন্ধু র সাথে ভাট মারতে গিয়েছিলাম পৌর ভবনে। সে আবার মন্ত্রী পার্থ প্রতিম র প্রাইভেট সেক। তো কালকে মন্রী মশাই ছিলেন না গুছিয়ে ভাট হল।
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:৪৯ | 122.248.183.1
  • তবে সব থেকে মজার ব্যাপার হলঃ গুরু তে এমন কিছু জনতা আছেন আবহাওয়া দেখে তার রং বদলান। দু দলের হয়েই এঁদের মন্তব্য আমি খুব উপভোগ করি ঃ-))
  • kc | ০৭ মার্চ ২০১২ ১০:৪৭ | 194.126.37.78
  • সিকি, খুঁটে খাও।
    আকা, আইপ্যাড / আইফোন থেকে বালেনক দিয়ে লিখলে বাংলা দ্যাখা যায়, কিন্তু পোস্ট হয়না। বাআমদি দিয়ে লিখলে পোস্ট হয় কিন্তু বাংলা দ্যাখা যায়না। ওই ক্রোম থেকে বালেনকের বাগটা কাটালেই হয়ে যাবে বলে মনে হয়। ইহা অবশ্যই ননআইটি ভঁইসের বিশ্বাস। ঃ-)

    বোতীনকে তিণোমূলি রং ছেড়ে সবুজ রঙে ভুত করে দিলাম। হেপ্পি হোলি।
  • dukhe | ০৭ মার্চ ২০১২ ১০:৪৭ | 202.54.74.119
  • হিন্দি বুলির মিশ্রণে আবাপই বা পিছিয়ে কোথায় ?
    http://anandabazar.com/7khela8.html
    হেডলাইন - "এরিক সিমন্সের টোটকা কাজে এসেছেঃ দিন্দা"।
    এখন আর কাজে 'লাগে' না, 'আসে'। শুনে মজা 'আসছে' না ?
  • aka | ০৭ মার্চ ২০১২ ১০:৪১ | 75.76.118.96
  • আইপ্যাডে ডানপনে বান্‌গ্‌লাঅ আনা যায় এমনে?
  • shola the mackem slayer | ০৭ মার্চ ২০১২ ১০:৪০ | 121.241.218.132
  • না করার কী আছে? কিরণময় তো সপা!
  • siki | ০৭ মার্চ ২০১২ ১০:৩৮ | 155.136.80.36
  • কেশী, প্যাটে চাপ লাগছে, শীগ্গির ঐ তিনজন তিনোমুলির নাম কইয়া দাও। ঃ)

    এদিকে কিরণময়বাবু নাকি অখিলেশের হয়ে ক্যাম্পেনিং করতে উত্তর প্রদেশে বসে ছিলেন? এমনি করে অন্য পার্টির লোককে ভাড়া নেওয়া যায় ক্যাম্পেনিংয়ের জন্য? আমি তো ঘেঁটে ঘ।

    তিন মাস লক্ষ্ণৌ থেকে নাকি তাঁর বাংলায় হিন্দি বুলির মিশ্রণ ঘটে গেছে। মুদ্দা টুদ্দা বলেন।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ১০:৩৩ | 198.82.20.232
  • এবং চিরসবুজ
  • aka | ০৭ মার্চ ২০১২ ১০:৩২ | 75.76.118.96
  • বোতিন হল গিয়ে দলমত নির্বিশেষে পুসি। ব্যাস।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ১০:৩০ | 198.82.20.232
  • বোতিন্দা তিনোমুলি না? আমি তবে কী? স্পাইডারম্যান?
  • aka | ০৭ মার্চ ২০১২ ১০:২৯ | 75.76.118.96
  • আমার পাঋটির মোটো হল বাম দিকে মুখ করে থকাঅ ডানঅন্থী পাঋতি।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ১০:২৭ | 198.82.20.232
  • কি পার্টি? তাসা? তাইলে আমায় বোলো, নাম লেখাবো।
  • aka | ০৭ মার্চ ২০১২ ১০:২৫ | 75.76.118.96
  • আমি ভাবছি একটা নতুন পার্টি খুলব।
  • PM | ০৭ মার্চ ২০১২ ১০:২৪ | 86.96.226.87
  • সুনীল-ও রিমিকে নিয়ে স্বপ্ন দেখলেন । ঘাবড়েও গেলেন ঃ)

    http://www.anandabazar.com/7edit3.html

    শেষ প্যরা দ্রস্টব্য ঃ)
  • dukhe | ০৭ মার্চ ২০১২ ১০:২২ | 202.54.74.119
  • সম্প্রতি পাওয়া খবরে প্রকাশ দুখে এই মুহূর্তে তিনোমুলী কিনা বোঝা যাচ্ছে না, সপাও হয়ে যেতে পারে। এ পাড়ায় মন্ত্রী হওয়া সহজ, কিরণময় ছাড়া কম্পিটিটর নেই।
    পরবর্তী পূর্বাভাস বৈকাল চার ঘটিকায়।
  • kc | ০৭ মার্চ ২০১২ ১০:২১ | 194.126.37.78
  • বোতীন, তা বলব কেন? ঃ-)) খুঁটে খাওয়ার অভ্যেস কর। আর তাছাড়া পাঞ্চিং ব্যাগ থিওরিতে ঠিকমত আস্থাও নাই আমার।
  • dukhe | ০৭ মার্চ ২০১২ ১০:১৮ | 202.54.74.119
  • নিশির ১ - পত্রপুটের তিন নং কবিতা - নাম কি ছিল ? http://www.rabindra-rachanabali.nltr.org/node/14151
    শম্ভুবাবু কি এটাকে 'পৃথিবী' নামে অবৃত্তি করতেন?
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:১৭ | 14.99.98.89
  • সে কি কথা কেসি? তারা কারা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত