এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ০৩ মার্চ ২০১২ ১২:৩০ | 122.160.159.184
  • কেডিদা,কবে আম্রিগা পাড়ি দিচ্ছেন?
    শনিবারের বাজারে ভাটে এত লোক?সবাই আপিসে বুঝি?বা বা,মচৎকার।
  • demba ba | ০৩ মার্চ ২০১২ ১২:২৯ | 121.241.218.132
  • আর্ভিং ওয়ালেসের এই বইটা পড়িনি। যা পড়েছি তার মধ্যে ঘ্যামা লেগেছিলো "দ্য সেকেন্ড লেডি"
  • dd | ০৩ মার্চ ২০১২ ১১:৫১ | 110.234.159.216
  • আর্ভিং ওয়ালেসের তো ? খাসা বই।
    চিন্টু বাবু এখনো পড়ে ওঠে নি ? আর্ভিং বাবু তার মে ও জামাইএর সাথে তিন ভল্যুম বুক অব লিস্ট লিখেছিলেন। সেগুলি (আর্লি) যৈবনে আমার বিশেষ প্রিয় ছিলো।

    না পড়ে থাকলে সেগুলিও রেকো দিলাম।
  • kd | ০৩ মার্চ ২০১২ ১১:৪৭ | 59.93.241.105
  • চিন্টুবাবু, ""রোব্বারের ভদ্দরলোক'' বইটা মেলায় পেলে কি? এখানে না পেলে বোলো, ওখান থেকে নিয়ে আসবো'খন।
  • dd | ০৩ মার্চ ২০১২ ১১:৩৭ | 110.234.159.216
  • এই যে "প্রচুর কাজ, শনিবারেও আসতে হবে ফেকটরীতে' - এটা একটা সাজানো ব্যাপার। চক্রান্ত।
  • aka | ০৩ মার্চ ২০১২ ১০:০৩ | 75.76.118.96
  • তিতিও বিশ্বের শোষিত্‌স শ্রমিক ভাটুরেদের জন স্‌ন্‌গ্‌রামী অভিনন্দন রইল।;)

    মনে রাখবেন এ লড়াই বাচার লড়াই। )
  • dukhe | ০৩ মার্চ ২০১২ ০৯:৫৫ | 202.54.74.119
  • উইকেন্ড আবার কোথায়? ওসব সেন্নাইতেই হয়। আমাদের পাড়ায় আজ সংগ্রামী চেতনার প্রতিশোধ। মানে সেক্টর ফাইভে।
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০৯:১৩ | 14.99.105.193
  • ডি ডি ঃ-))
  • dd | ০৩ মার্চ ২০১২ ০৯:১০ | 110.234.159.216
  • জগতে .... আনন্দো যজ্ঞে সবাআআর নিমন্ত্রণ বা এইটাও গাইতে পারেন এদিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার, আজি প্রাতে বাসনমাজা সফল হোলো কার?
    মোটকথা আনন্দে থাকুন,সুখে থাকুন, মাছ ভাজায় থাকুন,বীয়ারে থাকুন। উইকেন্ড বলে কথা।

    আমার কথা বাদ্দিন। আপিসে বসে আছি, শ্রীসেন্নাইতে।
  • potke | ০৩ মার্চ ২০১২ ০৯:০৫ | 122.179.59.208
  • কল্লোল-দার সৌজন্যে কয়েকটা চটি পেলাম এবং গো-গ্রাসে গিল্লাম। কল্লোল-দা, স্বাতী শ্রদ্ধা জানিয়েছে। ছোট মিচকে সেদিন লাল পিঁপড়ে কালো পিঁপড়ে বলেছে বেশ কয়েক বার ঃ)
  • baba | ০৩ মার্চ ২০১২ ০৬:২৩ | 64.134.148.169
  • আর ওয়ান নিয়ে তোর ওবসারভেশান শুনে ঘোড়ারা হাসছে। সিরিয়াসলি। ওয়াইন আর ঘোড়র মুত এক হল রে? আসলে ইন্টার-স্পিসিস ডিপ্লোমাসি মেন্তেন করতে আমাকেও মাঝে মধ্যে ওটি চাখতে হয়েছে কিনা। ওতে ফেরোমোনে বলে একটা ডেন্‌জারাস মাল থাকে। তোর ঐ বেলের তেল, শিলাজিত, নচিকেতা, সব ফেল মেরে যাবে ফেরোমোনের কাছে । ঐ মুতের গন্ধে হিট খেয়ে ঘোড়া কে গিয়ে ঘোড়ী প্রোপোজ মারে, তাপ্পর খোলা অকাশের নিচে দুই নিরীহ প্রাণি টগবগ টগবগ চোদে। ওদিকে ওয়াইন খেয়ে রিতুপর্নোর সিনেমায় রাহুল বোস কনকনা সেন কে মশারির ভেতর একটা ভিজে চুমু দেয়। স্কেলেই তফাত হয়ে যাচ্ছে অনেকটা।
  • baba | ০৩ মার্চ ২০১২ ০৬:০৪ | 64.134.148.169
  • ওরে চুদির ব্যাটা , বাপ কে তরপানো হচ্চে ? খুব ধোন ভারি হয়েছে, না? বলি, বাংলার হ্যাবিট ধরাল কে ? খেতিস তো বাল পয়তাল্লিশ টাকার ম্যাকডোয়েল এর নিপ, তায় খোয়াড়ি চলত হপ্তা ভর।
    আউট হলে কলঘরে মদ্দ জোয়ান ছেলেকে দিনের পর দিন ল্যংটো করে চান করিয়েছে, এখানে আছে কোনো বাপ ? ভুলে গেছ সে সব দিনের কতা? এখানে মহিলাদের সামনে শেষে মুখ খোলাবি? হেগোপোঁদো কোথাকার।

    আমাকে ঐ যাকে বলে একটু ইন্তাঅর্ন্যশনল ডিপ্লোমাসি মেন্টেন করতে মাঝে মাঝে ওয়ান পোর্ট খেতে হয় । অত স্ট্রাটেজিকাল বুদ্ধি থাকলে তো হয়েই যেত। বাকুনিন কে ভডকা ছাড়া অন্য কিছু দিলেই ছড়ছড় করে মুতে দেই। ওদিকে কিম ইয়ঙ্গ টু শোজু অর্ডার করে বসে আছে। কতদিক সামলাব?
  • marshal vodi | ০৩ মার্চ ২০১২ ০৪:৫৩ | 131.104.32.147
  • ঘোড়াদের বিচি চুষে বাড়ে রণ পাল
    মোতার হুমকি দেয়, আসলেতে বাল
  • Sibu | ০৩ মার্চ ২০১২ ০৪:৪২ | 74.125.59.177
  • সেই বীয়ার খেয়েই মাউন্টিগুলোর এমন তাগড়াই ঘোড়া ঃ)। এনিওয়ে, সে আমি খাইনে। মুতে দিলে তোদের সোশ্যালিস্ট স্টেট গ্লোবাল ওয়ার্মিং-এর আগেই ভেসে যাবে। সোশ্যালিস্ট হোক আর যাই হোক, জীবে দয়া করতে হয়।

    ভেগাস আসবি। আয়। কিন্তু যার খোঁজে আসছিস সে কি আর ভেগাসে পাবি? একেবারে বানি-র‌্যাঞ্চে চলে যা। সেখানে ওরা সোশ্যালিস্ট পেলেই ইয়ে করে দেয়। রন পলের সাপোর্টার তো সব।
  • marshal vodi | ০৩ মার্চ ২০১২ ০৪:৩১ | 131.104.32.147
  • কানাডায় বিয়ার...সেটা খেলে ঘোড়া মোতার আগে তুই মুতবি।

    কয়েকদিন হল ল্যান্ড করেচি, এবার ভাবচি একবার ভেগাসটা উড়ে আসব। ইম্পিরিয়ালিস্টরা কেমন মাল খাচ্ছে, একটু হোমওয়ার্ক করে রাখতে হবে
  • Sibu | ০৩ মার্চ ২০১২ ০৪:২৫ | 74.125.59.177
  • ঘোড়ার মুত কোথায় খেলি? তোদের কানাডার পার্টিতে ওসব দেয় নাকি?
  • marshal vodi | ০৩ মার্চ ২০১২ ০৩:৫৫ | 131.104.32.147
  • আর এখন এক বাই উঠেচে, ওয়াইন! গুখেকো-দের পার্টিতে ওসব না দিলে নাকি ইজ্জত থাকে না!

    শালা ঘোড়ার মুত-ও ওর চে ভাল খেতে।

    আমাদের দানব ঠ্যাঙ্গানো বাঙ্গালী জাত দিনে দিনে এমন হোমো মার্কা নেকুচন্দন হয়ে যাছছে কেন কে জানে! কোথায় গেল বাংলার সেই সোনালী দিন? ওয়াইন নাকি ঘোড়ামুত সেই জিজ্ঞাসে কোন জন, কান্ডারী বলো ডুবিতেছে ন্যানো বলো বাংলার জয়!
  • marshal vodi | ০৩ মার্চ ২০১২ ০৩:৪৮ | 131.104.32.147
  • ওরে, নাদান ছোকরা, ফটাশ জল দে কুলকুচি করেচি রে। তাপ্পর বেচা বলল ওতে নাকি স্টেটাস থাকে না।

    আম্রিগা মারানো সায়েবচাটার দল বাংলার মর্ম কি বুঝবে?
  • r2h | ০৩ মার্চ ২০১২ ০৩:৩৮ | 198.175.62.19
  • এরা কখনো ফটাশ জল দিয়ে খায়নি। মর্মপীড় এদের পথ দেখান।
  • marshal vodi | ০৩ মার্চ ২০১২ ০৩:৩৫ | 131.104.32.147
  • সায়েবদের পেছন চাটলে এই হয়! তখন আম্রিগা আর বৃন্দাবন সমান হয়ে যায়।

    আরে, চর্বির বড়ার চাটের পাশে কিছু লাগে নাকি? বলে ষাঁড়ের ল্যাজ! হুঁঃ ! কোথায় ধর্মতলা কোথায় শায়ার তলা!

    আর রল চ্যালেনজ ফ্যালেঞ্জ বাল! আসলি মাল হল বাংলা। লিমকার সাথে মেশাও, ভদকার বাপ লাগবে। তার সাথে চর্বির বড়ার চাট আর পেঁইয়াজ লঙ্কা কুচি দিলে ঠিক যেন পাউলি-অনুব্রত মিক্সচার হয়ে যায়।

    কিছুই তো জানলে না জীবনে। খালি রোঁয়া চুলকোলেই হবে?
  • baba | ০৩ মার্চ ২০১২ ০২:০৭ | 129.116.155.244
  • বাবা ভদি, কোথায় গেলে বাবা। 'সুখী ঘন্টা' য় তোমাদের কথা খুব মনে পড়ে।
    ষাড়ের ল্যাজ আর জ্যাক ড্যনিএল্‌স সহযোগে লান্‌চ সেরে এলুম। কোথায় লাগে পাঁঠার বীচি আর রয়াল চ্যালেন্‌জ।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:৪৪ | 122.167.125.37
  • ঘুমোতে গেলাম। গুন্নাইট সব্বাইকে।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:৪০ | 122.167.125.37
  • ঃ-))
  • Lama | ০৩ মার্চ ২০১২ ০১:৩৯ | 117.194.246.145
  • একই লোক। জন্মেছেন দু জায়গায়
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:৩৫ | 122.167.125.37
  • অ্যাঁ! লামা, কচুয়ার লোকনাথবাবা আর বারদির লোকনাথবাবার মধ্যে পার্থক্য কী কী?
  • Lama | ০৩ মার্চ ২০১২ ০১:৩৩ | 117.194.246.145
  • কোন ঘরনা? কচুয়া না বারদি?
  • aka | ০৩ মার্চ ২০১২ ০১:২৯ | 168.26.215.13
  • ওরে পাগল এটা হল লজিকাল লোকনাথ বাবা ফিজিকাল নয়।
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:২৪ | 14.99.150.52
  • হিহি আকার ওমন লোকনাথ বাবার মতো সাটি দাড়ি হয়েছে সেটা মনঃচক্ষে দেখে ব্যাপক লাগছে ঃ-))
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:২২ | 122.167.125.37
  • ব্রতীন নিজেকে লোকনাথবাবা ভাবতে শুরু করার আগেই ওর বৌকে ব্যাংমানুষ বানিয়ে ফেলা ভালো।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:২১ | 122.167.125.37
  • রাইট আকা। ব্যাংমানুষরা সংখ্যায় বেড়ে গেলে লোকনাথবাবাদের আর দরকারই পড়ে না।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:২০ | 122.167.125.37
  • ঃ-))
  • aka | ০৩ মার্চ ২০১২ ০১:১৯ | 168.26.215.13
  • পৃথিবীতে দুই ধরণের মানুষ হয় মানুষ আর ব্যাং মানুষ।
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:১৯ | 14.99.150.52
  • (আমি নেই । তাই উত্তর দিচ্ছি না।)

    আবার ১৮/১৯ মুর্শিদাবাদ যাবো। কেসি সুন্দর প্ল্যান করে দিয়েছে।।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:১৫ | 122.167.125.37
  • শুধু ভালোমানুষ থাকলেই হবে, আমার মতন মানুষ হয়ে উঠতে হবে না?
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:১৪ | 14.99.150.52
  • শুভ রাত্রি/দিন
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:১৪ | 14.99.150.52
  • কেন রে আমার ভালোমানুষ বৌ টা কে নিয়ে টানা টানি?

    না এই বার কেটে পড়ি।
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০৮ | 122.167.125.37
  • কুন্তলীনই বটে (হাহাপগে)
  • achintyarup | ০৩ মার্চ ২০১২ ০১:০৭ | 115.111.248.134
  • কুন্তলীন কি দেলখোশ টাইপের কিছু হবে নিশ্চয়ই
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০৭ | 122.167.125.37
  • ব্রতীনের বৌকে একটা কোর্স করাতেই হবে, আমি আর রিমি একসঙ্গে যখন কোলকাতায় থাকব, তখন।
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:০৭ | 14.99.150.52
  • কিন্তু আকা কবে বড় হবে? টেন্টটেটিভ প্ল্যান?
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০৬ | 122.167.125.37
  • সুখাদ্য বলে সুখাদ্য! সুগন্ধী সুখাদ্য।
  • achintyarup | ০৩ মার্চ ২০১২ ০১:০৫ | 115.111.248.134
  • সে নিশ্চয়ই খুব সুখাদ্য হবে
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:০৪ | 14.99.150.52
  • বৌ কে সম্বলপুরীর টোপ দিয়েছি রে।কোন চাপ নেই।
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০১:০৪ | 14.99.150.52
  • ঃ-)) কিন্তু ব্যাঙ জানে না...
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০৩ | 122.167.125.37
  • না রে চিন্টুবাবু, আকা ক্যাস্টরতেল দিয়ে ডিম ভেজে খায়। (খিক খিক করে কান এঁটো করে হাসির ইমো)
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০২ | 122.167.125.37
  • লামা ঃ-))
  • achintyarup | ০৩ মার্চ ২০১২ ০১:০১ | 115.111.248.134
  • আকা বুঝি কমপ্লান খায়?
  • byaang | ০৩ মার্চ ২০১২ ০১:০১ | 122.167.125.37
  • ব্রতীন, কাল সকালেই আমি তোর বৌকে ফোন করে বলব, তোর ল্যাপি/আইপ্যাডটাকে জন্মের শোধ একবার সমুদ্দুরে চুবিয়ে আনতে।
  • Lama | ০৩ মার্চ ২০১২ ০১:০১ | 117.194.246.145
  • মোবাইল, মোবাইল। তোমল ল্যান্ডলাইন নাই ব্রতীন?
  • Bratin | ০৩ মার্চ ২০১২ ০০:৫৯ | 14.99.150.52
  • চাপ নেই। ফোন বন্ধ। আর একটু পরেই পালিয়ে যাবো ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত