এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:১০ | 144.160.226.53
  • নিনা, আমার বাড়ী থেকে JFK দেড় ঘন্টা, হুতোর বাড়ী থেকে আড়াই। সে এক কাল ছিল বটে, সারা রাত আড্ডা মেরে ভোরবেলা সী বীচে সূর্যোদয় দেখতে গেলাম, ফিরে এসে টেনিস খেলা - স্মৃতি সততই সুখের।
    সুতোর সঙ্গে এক্ষুণি কথা হল। তোমাদের সবার সাথে ভাটের লোভ তো আছেই। কমিট করি নি, কিন্ত ডেফিনিটলি চেষ্টা করব।
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৫ | 12.149.39.84
  • এখান থেকেই চলে যেও না হয় JFK
    আর বয়েস হয়েছে শুনে ---হো হো হোহোহোহোহো
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৩ | 144.160.226.53
  • নিনা, মনে হয় পারব না । শনিবার ভোর ছটায় JFK যেতে হবে। আজকাল রাত জাগলে ড্রাইভ করতে কষ্ট হয়। বয়স হয়ে গেল ঃ-(
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫০ | 12.149.39.84
  • এই তো অরণ্য--আসছ কি? শুক্কুরবার?
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৮ | 144.160.226.53
  • বন্ধ-টা কি মোটামুটি শান্তিপূর্ণ ছিল ? খুন-জখম হয় নি তো?
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 12.149.39.84
  • হঠাৎ করে দেখি কাখনও গুরু খুলে দিয়েছে আপিশ---ঢুকে পড়ি --আবার কখনও যেই না কিছু লিখে পোস্টাতে যাব--লা আ ল চোখ--বন্ধ ঃ-( কে জানে এটাই পোস্টানো যাবে কিনা।

    অনেক দিন পর সান্দা কে দেখে খুব ভাল লাগল---ভাল আছিস সান্দা? এদিক পানে কবে আসবি?

    পাই রেও জিগাই--কবে আসবি?

    কুমু উ উ উ উ
    দ্যাখতেই পায়না আময় ঃ-((( পরের জন্মে কাঠবেড়ালী হই যেন !

    ছোটাই লেখাগুলো ব্লটিং পেপারের মতন শুষে নিচ্ছি---

    লামার নাম দেখে টই তে দৌড়ে খুল্লাম--ধ্যুস! কোনো ল্যাখা নেই! ফোহাগ কে বলে দেব দিঠু খুব পচা!
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৮ | 168.26.215.13
  • কুমুদি, আর কি খারাপ লাগে, কিন্তু অন্যদিকে নিজেদের একটা পার্স্পেক্টিভ দেয়। জটিল দুনিয়ায়, জটিল রোগ ভোগ।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৭ | 168.26.215.13
  • পাই, দুটো কিডনিই সাইলেন্টলি খারাপ হয়েছিল। একটা বাদ দিতে হয়েছিল, তারপরে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাক।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৬ | 168.26.215.13
  • তাতে কি? আমি এলাম না তাতেও সান্দা চলে গেল।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৫ | 122.177.217.207
  • ব্যস, আমি এলাম আর সান্দা চলে গেল।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৫ | 122.177.217.207
  • সান্দা, আমি এই ফিরলাম দুর্গতি ময়দান থেকে। তাজা তাজা।

    বল কী বলবি। কার ঠ্যাং দেখাবি?
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৯ | 115.242.135.129
  • আকাদা', হেহে, গোয়া জয় এত্ত সহজ নয়, তাও নর্থ গোয়া, পর্তুগীজ খানা। বাদবাকি হাতে রইল কী? নষ্টামি আর ঘন্টা। আর এদিকে হুইটনি হিউস্টন রওয়ানা দিলেন। হাওয়া মোরগ, হাওয়া মোরগ।
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৫ | 115.242.135.129
  • কেশীদা', দিক্‌শূণ্যপুরের একটা ওয়ান-ওয়ে টিকেট মজুত আছে। তবে সেই দুনিয়ার কোনও কিছুই ঠিক মেলাতে পারবে না, আর সে বড়ো ভালো জায়গাও নয়, শুনতেই ওই। ঃ-)
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:০১ | 72.83.80.169
  • এরকম বয়সে মৃত্যু আরৈ মেনে নেওয়া যায় না। দুরারোগ্য অসুখ ছিল ?
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৮ | 122.160.159.184
  • আকা,খুব খারাপ লাগল শুনে।

    মৃত্যু নয়,ধ্বংস নয়,নহে বিচ্ছেদের ভয়,শুধু সমাপন।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৩ | 72.83.80.169
  • ঠিক হ্যাজ ঃ)
    এবার মতি নন্দীর উত্তরটা ফোটোগ্রাফিক মেমরি থেকে পাওয়া যাবে কি ? ঃ)
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫১ | 117.194.227.108
  • গুরু নিয়ে যেতে আমিও চাইছিলাম। কিন্তু সবকিছু কেমন তাড়াহুড়োয় হয়ে গেল। নজর রাখছি, কেউ যায় কিনা আগামী কয়েকদিনে
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৯ | 117.194.227.108
  • ব্রতীন, আগরতলায় গিয়েছিলাম খুড়তুতো শালার বিয়েতে। ফাঁকতালে উদয়পুর (১৯৮১ সালের পর ছেড়ে এসেছিলাম) ঘুরে এলাম।

    আর বইমেলার সময় ইস্তফা দিয়েছিলাম। সেটাই তখন বলছিলাম। তবে ইস্তফাটা কোংপানী নিল না, ফলে আমার চাকরিটা বেঁচে গেল ঃ)
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৯ | 168.26.215.13
  • সান্দা গোয়া বেড়িয়ে ফিরল মনে হয় যেন আলেকজান্দার যুদ্ধ জয় করে ফিরল। আমিও তো কদিন আগে কোথায় জানি গিয়েছিলাম, কই তখন কেউ কিছু বলল না। নিরপেক্ষতা বলে দুনিয়ায় কিছুই নেই।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৭ | 72.83.80.169
  • ওহো। আর কেউ পরিচিত কি আগরতলায় যাবেন ? কিছু গুরু পাঠাতে হত, কল্লোলদাও জানতে চাইছিল। চটিও পাঠাতে হবে।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৬ | 168.26.215.13
  • দুশালা কিস্যু ভালো লাগে না। জলজ্যান্ত একটা ছেলে (৩৫ হবে) দুমাস কিডনির সমস্যায় ভুগে মরে গেল। কাল থেকে মন বড় খারাপ।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৫ | 14.99.177.208
  • লামা, আগরতলা তে কী করতে?

    বইমেলায় বললে কী সব বলবে, তার পরে হাওয়া হয়ে গেলে তো!! ঃ-((
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 117.194.227.108
  • পাই, আগরতলা থেকে ফিরেছি। "এলোপাথাড়ি, আবোলতাবোল' টইতে লিং দিলাম আগরতলার ছবির
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 178.61.96.29
  • আজকে তাইলে দিকশুন্‌য়্‌পুরেও বন্‌ধ হচ্ছে। তাইতো সায়ং এখানে। তা যাই হোক সায়ংকে দেখে খুব, মানে খুব্‌স ভাল লাগল।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 14.99.177.208
  • ঃ-)))
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০ | 115.242.135.129
  • উফ্‌ফ্‌, বোতিন্দা ফুল সেন্টু করে দিল!! :-P
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২২ | 72.83.80.169
  • বাংলাদেশের এক বন্ধু জানতে চেয়েছেন । কারুর জানা থাকলে দেবে(ন) ?

    "বছরখানেক আগে লেখাটা লিখেছিলাম আরেকটা লেখার সূত্র ধরে। মোহনবাগানের আইঈফ শিল্ড নিয়ে। প্রসঙ্গতই মনে পড়ছিলো পুজা সংখ্যা দেশ কিংবা আনন্দমেলায় এই বিষয়ে একটা উপন্যাসের কথা, সম্ভবত মতি নন্দী লিখেছিলেন। কেউ কি স্মরণ করতে পারেন? কিংবা কারো সংগ্রহে আছে কি লেখাটা? যোগাড় করে দেওয়া যাবে?"
    http://www.somewhereinblog.net/blog/omipialblog/29080017
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২০ | 14.99.177.208
  • ও সায়ন, বহু দিন বাদে তোমাকে দেখে খুব ভলো লাগলো। এত দিনে আমাদের মনে পড়লো?
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৬ | 72.83.80.169
  • লামাদা কি আগরতলায় ?
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৪ | 115.184.8.105
  • অ্যাভেইলেবল ফর সেল!

    ওয়ান বিহেইচকে সেমি-ফার্নিশড স্টুডিও, ব্রিগেড মেট্রোপলিস, মহাদেবপুরা (ফিনিক্স মল'এর কাছে), ১৮থ ফ্লোর, ৭০০ স্কোঃ ফীঃ সুপার বিল্ট আপ

    কেউ ইন্টারেস্টেড থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৯ | 59.93.201.18
  • ব্যস, আমিও চল্লাম। ছেলের পরীক্ষা আর আমি পড়াশুনা করছি। এত্থেকে কষ্টের আর কি হতে পারে!
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৭ | 202.91.136.71
  • হ্যাঁ, বৈদেহীতে।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৭ | 59.93.201.18
  • ডিডিদাদা,
    পাল্লেন এমন বলতে!ঃ(

    দে,
    হারিয়ে ফেলেছি। খুঁজে দেখবো।ঃ)

    আমার মনে হয় সমাজটা পচে গেছে। ও কোনো দাদা বা দিদির সাধ্য নেই ঠিক করার।একটা শক্ত পোক্ত রুল চাই। তার বিরুদ্ধে কেউ থাকবে না। ডিক্টেটরসিপ টাইপের।সবাইকে মাথায় গেঁথে দিতে হবে নিয়মে চলা। তারপর আবার পার্টি ফার্টি ফিরে আসুক। ( ইসে, লোকজন আমাহেন অশিক্ষিত লোকজনের মতামত দেখলে খচে, তবু আমি আমার গনতান্ত্রিক অধিকার ছাড়ছি না, ছাড়বো না :P)
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৬ | 115.184.8.105
  • ওক্কে। কল্লোলদার দোকান কি আমাদের পাড়ায় উঠে এসেছে, সেরকমই শুনছিলাম না!
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৪ | 115.184.8.105
  • কিক্স, থাঙ্কু। দ্য ফীলিং'জ মিউচুয়াল ঃ-)
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৩ | 202.91.136.71
  • চল, বাড়ি কাটলাম।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪২ | 202.91.136.71
  • * দুয়েক
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪১ | 202.91.136.71
  • আমার একটু ঝাড় যাচ্ছে ক'দিন। আর হপ্তাদ্যেক চলবে। তারপরে চল।

    কল্লোলদাকে পারলে একবার ফোং করিস।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪০ | 59.93.201.18
  • খানিকটা হেঁটে এসে এক্কাপ কফি খাও।

    ভাল্লাগছে আবার তোমাকে দেখে।
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৮ | 115.184.8.105
  • ইসে, শেষ মনে আছে রোব্বার সন্ধ্যেয় বেশ ক'খানি (গুনি নাই) রেস্টিল খেয়ে নিদ্রা গেছিলাম, এবং এখনও ঘুম ঘুম আছে। কী করিতে হইবে? (এটা ফুলটস ভাবলে ব্যথা আছে)
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৫ | 115.184.8.105
  • ক্ষী অশ্লীল! সেই কবে থেকে কাউন্টার কলচর বলে বলে হাঁটু ব্যথা হয়ে গেল তাও কি শুনবে! @#$%%$#
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩২ | 202.91.136.71
  • সান্দা এলি? ঠ্যাঙের ছবি দেখিয়ে শেষে আনতে হল? ;-)
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৩ | 115.184.8.105
  • এবং এসবের মাঝে দূরে কোথাও বেহালা বাজছে!! ভাবা যায়!!! নাকটা এখনও সিন্নির মত হয়ে আছে।
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২১ | 115.184.8.105
  • বটেই তো। কিন্তু কুশল কে?
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৯ | 122.160.159.184
  • ছো-টা-আ-আ-আ-আ-আ-আ-আই!!
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৭ | 122.177.182.89
  • এইও সান্দা
    সব কুশল মঙ্গল???
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৬ | 115.184.8.105
  • একী! এগুলো আমি লিখিনি। কুমুদি', হুঁ, সব ভালো আর কই। এই পোড়া লুরুতেই ইত্যাদি। কাঠবিড়ালিরা ভালো।
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১০ | 115.184.8.105
  • কুমুদি', না তো! এই তো দেখতে দেখতে কেটে গেল। মানে গুড মর্ণিং আর কী। এবার সন্ধ্যে দেখাতে হবে। তাও হ্যাপী বাড্ডে বলে যাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত