এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:২২ | 178.61.96.29
  • সাইটের সিক্রেট ফাঁস করিয়া দিবার জন্যি তিমিকে (09:19 PM) আসামী সোপোর্দ করা হইল।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:২১ | 198.82.22.68
  • এমা সিকিই তো কয়ে দিয়েছে। একটু ঢুলছি কিনা.... যাগ্গে
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:২০ | 198.82.22.68
  • কমরেড প্পনকে আগাম হ্যা বি বা। ঃ্‌)
    (এইরকম করে বল্লে বেশ একটা এক্সোটিক ভাব আসে)
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৯ | 122.177.217.207
  • অফিস থেকেই করে বোধ হয়। মানে কোনও অডিট ফার্ম থেকে করায়।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৯ | 198.82.22.68
  • ব্যাঙদি পুউরো বুকা। আঃ শুঃ মানে আগাম শুভেচ্ছা। আয়রনিক শুভেচ্চাও হতে পারে অবশ্য। ;-)
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৪ | 112.133.206.22
  • মানে কার অডিট করার কথা? অফিসের ফাইনান্স টিম না আইটি অফিস?
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৩ | 122.177.217.207
  • অপ্পন সঠিক। উত্তাল খিস্তি লিখেছিলাম ঃ-)
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৩ | 122.177.217.207
  • না, পজেজন লেটার জমা দেওয়াটা বাধ্যতামূলক নয়। অডিটের সময়ে কখনও সখনো চেয়ে বসে। আমার আজ পজ্জন্ত একবারই চেয়েছিল।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৭ | 112.133.206.22
  • আমি তো ভাবলাম উঃ মানে উত্তাল!
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৫ | 112.133.206.22
  • সিকি যা লিখলে তাই বোধহয় ঠিক।

    কিন্তু আমি আমার কলকাতার ফ্ল্যাটের জন্য ট্যাক্স বেনিফিট ক্লেইম করেছিলাম তার জন্য তো পজেশন সার্টিফিকেট জমা দেইনি। যদিও পজেশন পেয়ে গেছিলাম। কেউ অডিট করে না?
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৫ | 122.177.217.207
  • কাছাকাছি গেছে ঃ-) আমি খিস্তি মেরেছিলাম, তবে ওটাকে খিল্লি বলেও ভাবা যেতে পারে। ঃ-))
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 122.177.217.207
  • ব্যাঙের জন্য উঃখিঃ। আঃশুঃ মানে আগাম শুভেচ্ছা।

    অপ্পন, বিপ্লবী অভিনন্দন, কালকের জন্য।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 122.167.94.242
  • উঃ খিঃ মানেই বাকী? উৎকৃষ্ট খিল্লি?
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০১ | 122.177.217.207
  • কান্তিবাবু,

    নয়ডা সেক্টর এগারো কিলোমিটারের হিসেবে আমার বাড়ি থেকে আট ন' কিলোমিটার দূর। সময়ের হিসেবে কুড়ি মিনিট বাইকে, চল্লিশ মিনিট গাড়িতে।

    দরকার থাকলে অবশ্যই মেল করবেন। নয়ডার অলমোস্ট প্রতিটা গলি প্রতিটা রাস্তা আমার চেনা।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০০ | 122.167.94.242
  • আমি অনেক চেষ্টা করেও আঃ শুঃয়ের একটাই মানে বার করতে পারলাম - আরে/আরেকটা শুয়ার। প্পন কি তাহলে ম্যা অ্যা তে পর্ক রোস্ট খেতে চলেছে?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯ | 112.133.206.22
  • ছাগলের চাষ। ঃ-)))

    সবাইকে থ্যাংকু জানিয়ে দিলাম একবারে।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯ | 122.177.217.207
  • যে কোনও একটা হোম লোনে স্পাউসের সঙ্গে জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট থাকলে, একটা হোম লোন নিজে আরেকটা স্পাউস ট্যাক্স বেনিফিটের জন্য ক্লেইম করতে পারে।

    ডিঃ স্পাউস কর্মরত হলে তবেই ট্যাক্স বেনিফিটের গল্প আসবে ঃ-)

    দ্বিতীয় গল্পঃ হোম যতক্ষণ না পজেজন পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই বাবদ কাটা লোনে কোনও ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন না। যে হোম লোন ট্যাক্স বেনিফিটের জন্য পেশ করছেন, আপনাকে সেই হোমেই থাকতে হবে।

    অথবা,

    হোম লোন নেওয়া হোমটি যদি আপনার বাস করা শহরের বাইরে অন্য শহরে হয়, তা হলে আপনি সেই হোমে না থেকেও ক্লেম করতে পারেন, কেবল পজেজনটি আপনাকে পেতে হবে। পজেজন না পেলে সেই হোম লোন ক্লেম করা যায় না।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৮ | 122.167.94.242
  • আঃ শুঃ মানেই বা কী? প্পণ যখন ওটার মানে জিগালি না, তখন ওটা নিশ্চয়ই বুঝেছিস, আমাকে তাহলে আঃ শুঃ য়ের মানে বলা হোক এক্ষুনি।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪ | 122.167.94.242
  • কিন্তু কথা হল, আমাদের নেতাইয়ের কী হল? আকা, সকালবেলায় ওকে হাই ই ই ই নেতাই ই ই ই বলার পর থেকেই ছেলেটা বেপাত্তা হয়ে গেল কেন?
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫২ | 122.167.94.242
  • আমি তো ছাঃ চাঃ মানেও বুঝি নি। ওটা কি ছাগলের চাষ হবে?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫১ | 72.83.80.169
  • দ্বিঃ বিঃ ঃ অশ্রুপূর্ণ চক্ষুদ্বয় ঃ)
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৮ | 112.133.206.22
  • ও বুয়েচি। সঃঃ মানে সংসার।

    কিন্তু দুইখান বিসর্গ ক্যানো?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৪ | 72.83.80.169
  • প্‌প্‌ন, আঃ শুঃ রইলো।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৩ | 112.133.206.22
  • কিন্তু আমি কুমুদির সঃঃ মানে বুঝি নাই। আছে কেউ সহৃদয় যে বুঝায়ে দিবে?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪০ | 112.133.206.22
  • হ্যাঁ, থ্যাংকু।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৭ | 168.26.215.13
  • প্পনের কাল কি? ম্যাঅ্যা
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৬ | 168.26.215.13
  • আরও আছে

    1932 – Adolf Hitler obtains German citizenship by naturalization, which allows him to run in the 1932 election for Reichspräsident.
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৬ | 122.167.94.242
  • প্পন আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। কাল ফাগুনের কাঁচামিঠে রোদ্দুরে কোথও থেকে বেরিয়ে আয় তিনজনে।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৫ | 122.167.94.242
  • কুমুদি সন্ন্যেস নেওয়ার আগে নেত্যর একটা ব্যবস্থা কোরো। সেই ভোর পৌনে ছটা থেকে নেত্য জগিং করা শুরু করেছে।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৪ | 202.91.136.71
  • খুব একটা ভালো দিন নয় কুমুদি।

    অনেক বছর আগে এইদিনেই আমি শহীদ হয়েছিলাম।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৩ | 168.26.215.13
  • কুমুদি কোথায় সন্ন্যেস নিলেন জানিয়ে নিয়েন। মোবাইল টাওয়ার থাকবে তো?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৩ | 202.91.136.71
  • কোয়ার্ক, হ্যাঁ পাবে।
  • kumu | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫১ | 122.176.32.39
  • আগামী কাল,২৫ ফেব্রু কেমন দিন?
    ভাবচি,সন্ন্যাস নোব,কালই।

    ছাঃ চাঃ,সঃঃ-((((((((((((((((
  • umesh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩১ | 80.254.147.148
  • যে কোনো একটা লোনের বেনিফিট পাবে।
    নিজের নামে দুটো লোন বা বাড়ি হলেও দুটো লোনের বেনিফিট এক সাথে পাবে না।
    এখন কি নিয়ম জানি না। ২০০৬ নাগাদ নিয়ম তাই ছিলো।
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৩ | 14.139.199.1
  • প্রশ্নটা ছিল, নিজের নামে কেনা ফ্ল্যাটে থাকলে, দ্বিতীয় ফ্ল্যাটের জন্য নেওয়া লোনে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় কিনা।
  • umesh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৬ | 80.254.147.148
  • quark, EMI দেবার মতো pay slip থাকলে n নম্বর হোম-লোন নেওয়া যায়। আমার নিজের একটা সময় দুটো হোম-লোন প্যারালাল চলতো।
    তবে যে কোনো একটা হোম-লোন এর জন্যে Tax বেনিফিট পাবে। দুটো লোনের একসাথে বেনিফিট পাবে না।
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫০ | 14.139.199.1
  • গুরু ভ্রাতা ও ভগিনীগণ,

    একটি প্রশ্ন। নিজের নামে কেনা বাড়ী (বা ফ্ল্যাটে) থাকিলে, দ্বিতীয় বাড়ি/ফ্ল্যাটের জন্যে লোন নেওয়া যায় কি? যদি যায়, সেক্ষেত্রে সেই লোনের ট্যাক্স বেনিফিট পাওয়া যায় কি?
  • Kaju | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৯ | 121.242.160.180
  • এখন হেব্বি ব্যস্ত। আম্রিগান রিপোর্টিং ম্যাঞ্জার ফোনে মাথা খাচ্ছে ওনার। এক ঘন্টার আগে আবার থামে না সে ব্যাটা ঃ))
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৬ | 175.136.194.130
  • আমার আসল নাম অরিন্দম সেনগুপ্ত। আর যার সুত্রে ওনার সঙ্গে আমার আলাপ তার নাম প্রেমাশীষ দাঁ।
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৪ | 175.136.194.130
  • আর যার সুত্রে ওনার সঙ্গে আলাপ হয় - সেই হতভাগা এখন দেম্বার কলীগ। ঃ)) ঐ জন্যই কইলাম পৃথিবী টা গোল। ঃ))
  • Kaju | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৪ | 121.242.160.180
  • ঝড়ের আসল নাম জানলে গিয়ে বলে আসতাম তোমার কথা। ঃ)
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৩ | 175.136.194.130
  • হুঁ কাজু - দেবাশিস দার কথা বলছি। সেই জন্যই তখন নামটা এত চেনা চেনা লাগছিল। এখন linked in এ ওনার ছবি দেখে মনে পড়ল। অবশ্য বহুবছর আগের কথা -
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১১ | 175.136.194.130
  • কি শেষ হল? মিটিন? ঃ))
  • Kaju | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১১ | 121.242.160.180
  • ঝড় কি আমার স্যারের কথা বলছ? ঃ))
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৩ | 121.241.218.132
  • বাবা গো। এতক্ষণে শেষ হল।
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৭ | 175.136.194.130
  • পৃথিবী টা গোল - ঃ)
  • jharh | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৪ | 175.136.194.130
  • দেখেছ কান্ড! এতো দেবুদা - এর সঙ্গে আমি তো কাজও করেছি - অবশ্যই ফ্রীল্যান্সে!

    শমীক কে চিনবে না এই পৃথিবী তে কজন এমন অভাগা আছে?
  • kanti | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৬ | 202.90.105.210
  • শমিককে, নয়্‌ডা, সেকটর-১১ থেকে কত দূরে থাকেন?
    না, তাড়াহুড়োর কিছু নেই।আমি লিখলে ধীরেসুস্থেই লিখব।মেইল ঠিকানার জন্য ধন্যবাদ।কান্তি।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৪ | 155.136.80.36
  • প্পন, ২৮ ফেব্রুয়ারি। আখরি চরণ। গাজিয়াবাদ, নয়ডা, মীরাট, বুলন্দশহর।

    কাল রাজপুত্তুর এসেছিলেন আমাদের পাড়ায়।
  • Kaju | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৯ | 121.242.160.180
  • ওঃ সে তো আমাদেরও তাই বলেছে। তবে যা মনে হয়, ৩ তারিখ শনিবার আপিস আনা করাবে। ঃ(

    **************************
    (বা-শ্রা থেকে সুভাষিতাবলী উত্তাল ঝেড়ে দিলুম বন্ধডাকা পার্টির উদ্দেশ্যে !)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত