এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২০ | 59.93.203.14
  • এল ডোরাডো কি দম?

    আমার যে ক্ষী মুস্কিল হয়েছে, এখেনে সেখেনে একি ও শুধিয়ে চলেছি। আর লোকজন খেপে যাচ্ছে, আর তাও থামছি না।ঃ(
  • EL d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১২ | 220.227.106.153
  • @de

    পঞ্চায়েতে জেতা তো দুরের কথা, দক্ষিণবঙ্গের অধিকাংশ গ্রামেগঞ্জে সিপিএম বা বামেদের মনোনয়ন জমা দেওয়ার কষ্ট যাতে না করতে হয় সে আয়োজন সগৌরবে চলিতেছে
  • bb | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৯ | 14.99.68.237
  • দুখে পুরুলিয়ার লোক, উনি ঠিক বলছেন।
  • gandhi | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৭ | 203.110.246.25
  • এই কান্ডের জন্য প্রতিবার এই ট্রেনে ফেরার সময় দেখি... দলে দলে পেসেন্‌জার খরগপুর স্টেসনে দৌড়াদৌড়ি করে.... ভুল করে অন্য ট্রেনে উঠে পরে...
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৪ | 112.133.206.22
  • ও আচ্ছা, আরণ্যকটা আলাদা তালে। আমি ধোলিতে চাপতুম, সেইখানে এক প্যাসেঞ্জার একবার এইরকমই বলেছিল। এখন দেখছি সত্যি অপোপ্পোসার।
  • gandhi | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০২ | 203.110.246.25
  • সল্টলেকের একটা ট্যাঙ্কের নাম দিয়েছে বোধহয়.... সিওর নই...
  • dukhe | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 202.54.74.119
  • বিভূতিভূষণ ? স্টেশনের নাম হয়ে যাবে নির্ঘাত। নিক্কো পার্কের মুখে হলে কেমন হয় ? আর উইপ্রোর মুখে বিভূতি মুখুজ্জে ? লে এবার কে কোনটায় নামবি ঘেঁটে ঘ ।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৭ | 121.241.218.132
  • আরণ্যকের সঙ্গে পঃবঃ-র সম্পর্ক কী? লেখকের সঙ্গে আছে - তো বিভূতিভূষণ নাম দিলেই তো হত!
  • dukhe | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৪ | 202.54.74.119
  • ধুর, ধৌলি আর রুপসী বাংলা একসাথে । খড়গপুরে ভেঙে যায় । আরণ্যক অন্য ট্রেন । তার সঙ্গে জোড়েটোড়ে না। যত্ত অপোপ্পোসার ।
  • gandhi | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৩ | 203.110.246.25
  • ভুল হলো... আরন্যক অন্য একটা ট্রেন... সেটা শালিমার থেকে ছেড়ে সান্তালদিহি যায়....

    রুপসী বাংলা ধৌলির লেজ হয়ে আসে.. তারপর ৫ টা কামরার এক্সপ্রেস হয়ে সব স্টেশনে দাড়িয়ে দাড়িয়ে যায়....
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৩ | 112.133.206.22
  • ট্রেনের ব্যপারটা নতুন দেখল নাকি লোকজন? হাওড়া থেকে সকাল সকাল ধৌলি এক্সপ্রেস ছাড়ে যার ল্যাজটা আবার রূপসী বাংলা। খড়গপুরে পৌঁছে সেই ল্যাজ আলাদ হয়ে আরেকটা মুড়োর সাথে জুড়ে পুরুলিয়া অভিমুখে যায়। সেইটার নাম আবার আরণ্যক।

    কার আমলে চালু হয়েছিল গেস করার জন্য কোন পুরস্কার নেই। ঃ-)
  • quark | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৯ | 14.139.199.1
  • কাল সাঁঝের বেলায় মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধীদের চুপ ক'রে থাকার মেয়াদ ১০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করেছেন।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৬ | 121.241.218.132
  • আমরা ভিতরে ঢুকতে পারিনি - এত ভিড়, কাজেই মাথার ওপর ক্যামেরা তুলে যতটুকু তোলা গেছে।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৪ | 180.149.51.67
  • শেষ দুটো ছবিতে তো জনসমুদ্র রীতিমতো! এর প্রভাব পঞ্চায়েতে পড়বে কিনা কে জানে?
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২১ | 121.241.218.132
  • http://tinyurl.com/7yuvzar

    একটু এক্সপেরিমেন্ট করে আরো কিছু তুলবো।
  • kd | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২১ | 59.93.196.88
  • হ্যাঁ, পুরো চিটিংবাজি। তবে এটা নতুন কিছু নয়, প্লেন কোম্পানিগুলো অনেকদিন ধরেই করছে। কলকাতা থেকে দিল্লি যে প্লেনে গেলুম, সেটাই অন্য নম্বর নিয়ে জয়পুর (না যোধপুর, ঠিক মনে নেই) গেলো দিল্লিতে নামার ঘন্টাখানেক বাদেই।

    আরও মজার কথা, বছর তিনেক আগে AI101 ধরে কলকাতা থেকে নিউইয়র্ক গেলুম, শালারা মাঝরাস্তায় প্লেনটাকেই পাল্টে দিলো, এয়ারবাস থেকে ৭৭৭। ফেরার সময়ও তাই (মানে ৭৭৭ থেকে এয়ারবাস)। ক্ষী ক্ষান্ডো!
  • EL d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২১ | 220.227.106.153
  • তবে এটা ঠিক যে শাসক সিপিএমের বাঁধাগত ব্রিগেড দেখে দেখে ক্লান্ত মানুষের কাছে গতকালের 'বিরোধী' ব্রিগেড বেশ রিফ্রেশিং।

    তবে এটাও আবার ঠিক যে শহিদ স্মরণে ২১শে জুলাইয়ের ব্রিগেডে পাগলু ড্যান্স আরো অ নে এ ক বেশি রিফ্রেশিং ছিল ঃ)
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৯ | 180.149.51.67
  • দেখি, দেখি, কেমন কলা বেচলেন? :)
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৩ | 121.241.218.132
  • প্যাঁক না দিলে ছবি দেখাতে পারি কিছু। কাল রথ দেখার সঙ্গে কলা বেচার ইনটেনশন নিয়ে গেছিলাম।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৩ | 180.149.51.68
  • bb, ডেম্বাবুর মতো কমবয়সীরা যতো বেশী করে যায় ততৈ ভালো :))
  • bb | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৩ | 14.99.68.237
  • @De আমার বাবা ৭৯,অসুখ থেকে সেরে ওঠেনি, কিন্তু তাও গিয়েছিলেন। শুনে আমারও উৎসাহ হচ্ছিল যেতে, ৮০এর দশকে মিছিলে হেঁটেছি-অরিজিৎ এর উৎসাহ দেখে মনে পড়ল সেই কথা।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৫ | 180.149.51.68
  • গুরুর সার্ভার এমন বিমাতৃসুলভ ব্যবহার কল্লো গত ক'দিনে -- যখনই খুলতে যাই দেখি ডাউন :(((

    মা এখন আমার কাছে, কালকে বাবাকে ফোন করেছি -- ফোন তুলে বলে আমি তো ব্রিগেডে, কত লোক হয়েছে জানিস! যতক্ষণ না বাড়ি ফিরলো আবার টেনশনে আমরা -- চুয়াত্তর বছর বয়েস হলো!
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৫ | 121.241.218.132
  • যায় না? কেউ কিন্তু বলেছিলো যায়। গুচ-তেইঃ-(
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৪ | 112.133.206.22
  • মানে সিট অ্যাভাইলেবিলিটি, পিএনআর স্টেটাস ইত্যাদি চেক করাও যায়।
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১১ | 112.133.206.22
  • এইটা দিয়ে তো টাইমটেবল দেখা যায়। টিকিট কাটাও যায় নাকি?
  • phutki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬ | 121.241.218.132
  • তাইলে জানি না।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬ | 121.241.218.132
  • পেয়েছি - http://erail.in/

    কারো হাতে গরম এক্ষপিরিয়েন্স আছে এটা ব্যবহার করার?
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫ | 121.241.218.132
  • না, এটা তো IRCTC-তে পাঠিয়ে দেয়। টাইমটেবল বা কারেন্ট স্টেটাস দেখার জন্যে এটা ভালো।

    অন্য একটা ছিলো।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৯ | 121.241.218.132
  • IRCTC ছাড়া আরেকটা সাইট ছিলো যেখানে ট্রেনের টিকিট কাটা যায়। কারো মনে আছে? যাত্রা বা মেকমাইট্রিপ নয়, অন্য কী একটা যেন - শুধু ট্রেনের টিকিট কাটার জন্যেই।
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২০ | 128.173.35.134
  • এই শুভদিনে সোনার তৃপভূ টইগুলো ফিরে পড়তে ইচ্ছে হয়।
  • oparhar chele | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১ | 14.99.182.155
  • খোরাক নায় সিম্পিল চিটিংবাজি
  • achintyarup | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 141.0.8.133
  • TOI-এ যেটা খুব পরিশ্‌কার ভাবে লেখা নেই, সেটা হল দময়ন্তী আর জভেদরা আগে থেকেই সে¾ট্রাল ডেপুটেশনের জন্যে অ্যাপ্লাই করে রেখেছে।
  • Netai | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৫ | 122.177.235.189
  • কী খোরাক!!!
    http://www.anandabazar.com/20raj7.html
    খোরাক কিনা ঠিক বুঝতে পারছিনা।

    একটা ট্রেন মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাবার সময় যা নাম। সেই একই ট্রেন যখন ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার জন্য রওয়ানা হল তখন অন্য নাম!!!
    ট্রেন রইলো একটাই কিন্তু হল দুটো ট্রেন!!!!
  • lcm | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৯ | 69.236.174.254
  • আনন্দবাজারে পড়লাম। দশ লাখ লোক হয়েছিল বলছে।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০ | 121.241.218.132
  • পনেরো বছর পর ব্রিগেডে গেলাম। মাঝে ছিলাম না, তার পরে মতে মেলেনি। কাল মনে হল ফের যাওয়া দরকার। যাদবপুর থেকে মিছিলে গেছি। রাসবিহারী ক্রসিং-এর পর আর মিছিল মিছিল ছিলো না, জনস্রোত ছিলো।
  • EL d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৮ | 220.227.106.153
  • তৃণমুলের হামলায় আরো প্রায় ১২৫ টি বাস গতকাল পৌঁছতেই পারে নি

    http://www.anandabazar.com/20raj5.html

    নানা কান্ডে জর্জরিত তৃণমুলেরও এবার জ্বলতে শুরু করেছে , ঠিক সিপিএমের যেটা হয়েছিল সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের সময়।
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৬ | 122.252.231.10
  • এদিকে কাল ব্রিগেডে বিশাল জমায়েত হয়েছে। টিভিতে দেখলাম।
  • EL d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১ | 220.227.106.153
  • কুডোস টু দময়ন্তী সেন

    এবার উনি যেন পুলিশি অভব্যতারও তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করেন
    http://www.anandabazar.com/20cal7.html
  • EL d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 220.227.106.153
  • * মায়া সেন
  • El d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:১০ | 220.227.106.153
  • আজ সকালে মায় সেন চলে গেলেন
  • lcm | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 69.236.174.254
  • উল্টে দেখুন, পাল্টে গেছে
    বদল নয়, বদলা চাই
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 122.177.217.207
  • হুম্‌ম্‌।

    আকা ইজ প্রুভড রাইট আগেইন। কলকাতায় যে মানুষ বেঁচে আছে, এটা জাস্ট চান্স ফ্যাক্টর।

    আসলে কেউই বোধ হয় বেঁচে নেই।
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২ | 122.177.217.207
  • এটা কোন কাগজের খবর?

    রাস্তায় নামা উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে। পুরো কলকাতার রাস্তায় নামা উচিত।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৮ | 121.241.218.132
  • পার্ক স্ট্রীট কান্ডের প্রতিশোধ শুরু হয়ে গেলো দময়ন্তী সেনকে দিয়ে। কাগজে বলছে উনি কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনের জন্যে অ্যাপ্লাই করেছেন। কারণটা অজানা। TOI এও বলছে যে এটা এমনিতে রেগুলার হলেও এত সিনিয়র এবং চ্যালেঞ্জিং পোজিশনের কেউ কখনো করে না। বেয়ারা মন বলছে...
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১০:০২ | 122.177.217.207
  • ক। প্রতিদিন একটি **জ্বালানো কাগজ হয়ে উঠেছে। এমন পা-চাটা রিপোর্টিং বাংলা খবরের কাগজে এর আগে দেখি নি।

    দিল্লি বইমেলায় সবচেয়ে খালি স্টল এবং সবচেয়ে বড় স্টল ছিল প্রতিদিনের। ঢুকলেই চোখে পড়ে, এবং চোখে পড়া মাত্রই জ্বলে যায় ঃ-)
  • hu | ২০ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫১ | 24.13.11.220
  • বহুলোক শুধু নয়, বহু মেয়ে এমন মনে করে। আরো দুঃখের কথা তারা বয়সে প্রাচীনা নন, ২৫ থেকে ৪০ এজ গ্রুপের। ফেবুতে বিভিন্ন কমেন্ট ফলো করে আজ আমি অবাক হয়ে গেছি।
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৬ | 117.194.196.83
  • এই বাজারে দোলা সেন চুপচাপ টোল চেকারকে চড় মেরে আরামসে বেরিয়ে গেল
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত