এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬ | 122.178.243.231
  • রিমি ঃ-)) কী মিল কী মিল, আমিও বাংলায় ১১০ পেয়েছিলাম।
  • timi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬ | 168.26.205.19
  • গুড পয়েন্ট টিমি ঃ-))
  • rimi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫ | 168.26.205.19
  • অরন্য, আমি পেয়েছিলাম ১১০।

    আঁকার টিচারের উপরে হেভি রাগ ছিল আমার। শনিবার সকালে বাবার কাছে পড়তে আসা ছাত্রদের মধ্যে একজন ছিল আমার বেজায় ব্যথা। কিন্তু আঁকার স্যারের বাঘ কিম্বা হাতি কিম্বা কুঠার আঁকার চোটে তাকে ঝারি মারার মহা মূল্যবাণ সময় প্রায়ই হাতছাড়া হয়ে যেত।

    একদিন প্লাস্টিকের সাপ স্যারের পাশে শতরঞ্চির উপরে রেখে "সাপ" "সাপ" বলে চেঁচালাম দুই বোন। স্যার তো ভয় পেয়ে সোজা টেবিলে উঠে গেলেন আর চেঁচাতে লাগলেন। তারপরে আমাদের হাসির চোটে প্রায় চোকড হতে দেখে স্যার রেগে ফায়ার হয়েছিলেন ঃ-(
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫ | 117.194.97.116
  • এছাড়া আমার আঁকা অত সুন্দর টিয়া পাখি রে দিদিমনি বলেছিলেন এটা কী হয়েছে ট্যাঁপা পাখি? দোষের মধ্যে মাথা টা একটু তুবড়ে গিয়েছিল !! এক ঘর ছেলে র সামনে কী অপমান!! ঃ-((
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫ | 168.26.215.13
  • আমাদের যখন উৎওপাদনাত্মক ও সৃজনাত্মক কার্যাবলী ছিল তখন একবার যাদব স্যার ঘটি পেয়ারা আঁকতে দিয়েছিলেন। আমার বেস্ট এফর্ট টা স্যার দেখে বলেছিলেন - এটা তো কুমড়ো হয়েছে। ভাগ্যিস ওনারা কেউ মোটর স্কিল টিল জানতেন না।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৩ | 122.178.243.231
  • রিমি, আমি পারলে সব ছাড়িয়ে তাকে বাড়িতে বসিয়ে রাখি। কিন্তু এটা এনারই শখ। ওখানে গেলে ও নাকি একটু আঁকার কাজ পায়, তা নয়তো নাকি ওকে কেউ আঁকার কাজ দেয় না! আমি হাজার একবার বলেছি ওরকম বিতিকিচ্ছিরি সময়ে আঁকার ক্লাসে গেলে পুরো সকালটাই নষ্ট, আমার কাছে থাক শনি-রবি সকালগুলো, সেই রাজি হয় না।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২ | 72.83.80.169
  • ব্যাঙাচির অত সুন্দর আঁকাতেও যদি মোটর স্কীলের অভাব দেখা যায় তবে আমার আঁকা ব্যাঙাচি দেখলে ঐ টীচার কী কইতেন ভাবছি।

    আমার জীবন বিজ্ঞান টীচার তো কয়েছিলেন, আঁকাটা অ্যাকাডেমি অব ফাইন আর্টসে পাঠাবেন।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২ | 198.82.27.250
  • রিমিদি,
    বললাম যে আকাদা ২০ নম্বর বেশি পেয়েছে পরীক্ষা ব্যবস্থার জেন্ডার বায়াসের জন্য।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১ | 144.160.226.53
  • ব্যাঙ, ড্রয়িং টিচারকে কাল সকালে ঋভুদের ম্যাচ-টা দেখতে পাঠাও, তাহলে স্মার্টনেস, মোটর না কি সব স্কিল সব একসাথে দেখতে পেয়ে যাবেন।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১ | 122.178.243.231
  • দু, ঃ-))) নাঃ, পদবী তো গুপ্তা। উত্তরভারতীয়।
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১ | 117.194.205.209
  • দুদি আর কোন ম্যাচ দেখতেও পায় না টিম ঃ((
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১ | 117.194.97.116
  • শুধু দেখলাম যখন টিম আকা র বাং লা র নম্বর নিয়ে হ্যাটা দেবার অপচেষ্টা করলো। তখন রিমির বুকেই তা বাঁধলো। এরেই কয় ভালোবাসা ঃ-))
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১ | 198.82.27.250
  • আকাদার নম্বর আকাদা কেন শেয়ার করবে? এনওয়াই শেয়ার করবে। ""লোকে যারে বড়ো বলে"" ইঃ।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 72.83.80.169
  • দুদি, দেশে গিয়ে ফুটবল খেলতে তার লাগছে কেমন ?
  • rimi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 168.26.205.19
  • টিমি, তুই আবার কি কইলি?

    ব্যাং, তোরও বলিহারি ভাই। আঁকার টিচারের কাছে কেনই বা পাঠাস ছেলেকে? ও তো এমনিই খুব ভালো আঁকে।

    আঁকার টিচারের কাছে আঁকা শেখার করুণ অভিজ্ঞতা আমার আছে। শেখালেন হাতি আঁকা, তারপরে বাড়ির কাজ দিলেন ১০টা হাতি আঁকতে হবে। কিম্বা শেখালেন কুঠার আঁকা, কাজ দিলেন ১৫ টা একই কুঠার আঁকতে হবে। ছ্যাঃঃ
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 117.194.205.209
  • একটা রেসিস্ট প্রশ্ন করি ব্যাঙ আঁকার টীচার কি দক্ষেণী অথবা চিনী? আর অন্য ছাত্ররাও কি তাই?
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 122.178.243.231
  • আরে তিমি, সেই তো বলে তার আঁকতে ভালো লাগে। উৎসাহ নিয়ে আঁকে। আজ ক্লাসে যেতে হবে না বললে সেই-ই খচে যায়। তবে সেটা হয়তো ওখানে গিয়ে ছোটা ভীম দেখার চান্স পায় বলেই যেতে চায়, সেটা এখন মনে হচ্ছে। তবে আমিও তো ওর আঁকায় কোনো সমস্যা দেখতে পাই না।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৮ | 144.160.226.53
  • আকা কি বাংলার নম্বরটা শেয়ার করবে - তাহলে ২০ বাদ দিয়ে রিমির-টাও পেয়ে যাব, একঢিলে দুই পাখি ;-) । অবিশ্যি শুধু রিমির নম্বরটা পেলেও চলবে।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৮ | 198.82.27.250
  • দুদি আর ম্যাচ রিপোর্ট দেয়না ছেলের খেলা থাকলে। ভিডিও ও তোলেনা।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৭ | 117.194.97.116
  • বললে বিশ্বাস করবি না দীর্ঘনিশ্বাস লম্বা ই হয় । তা যাই হোক ঃ-))
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৭ | 198.82.27.250
  • আঁকতে ভালো না লাগলে আঁকতে পাঠাও কেন? সেই সময় আরো একটু ফুটবল প্র্যাক্টিস করলেই হয়।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫ | 198.82.27.250
  • আর আমার জেন্ডার বায়াস নিয়ে কমেন্টটা রিমিদি দেখলোই না। ঃ-(
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫ | 122.178.243.231
  • এদিকে আজই আবার ছেলের ড্রয়িংয়ের টিচার (পাড়ার) আমাকে ফোন করে বলেছে আমার ছেলের সিরিয়াস কোনো প্রবলেম আছে। বয়সের তুলনায় মেন্টাল গ্রোথ হচ্ছে না, ওনার ক্লাস চলাকালীন ওনার চারবছুরে মেয়ে টিভি চালিয়ে ছোটা ভীম দেখলে আমার আট বছুরে ছেলেও হাঁ করে ছোটা ভীম দেখতে থাকে। কিন্তু অন্য সবাই মন দিয়ে আঁকে। একদমই স্মার্ট নয়, আমার উচিৎ ওকে শিগ্গিরি কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া। হাতের মোটরস্কিল না কি ছাতার মাথাও নাকি এই এত বয়সেও তার তেমন পোক্ত হয় নি। শুনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলেছিলাম।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৪ | 117.194.97.116
  • হি হিঃ-))

    কিন্তু আমি তো সিরিয়াল দেখি না। খালি খেলা দেখি আর গুরু করি। তাস খেলার সময় সুযোগ কিছু ই নেই ঃ-))
  • rimi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩২ | 168.26.205.19
  • ও দুদি, ছেলে ঠিকই বলেছে। ফেল যারা করায়, সমস্যা তাদের। ঃ-)

    ব্রতীনের সাহস এবং জেন্ডার বায়াসড কমেন্ট দেখে আমি হতবাক। অমনি মাদের দোষ? বাপেরা তো গুরু করা, ফেসবুক করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, তাস খেলা এইসব কমিয়ে ছেলেপুলেদের পড়ালে পারে??
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩২ | 151.141.84.239
  • কেউ একটা রেজাল্ট বিষয়ে নির্মোহ ব খুলুন, প্লীজ।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩০ | 117.194.97.116
  • ঠিক ই বলেছে ঃ-))
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 151.141.84.239
  • এতক্ষণে ক্লিয়ার হলো আকা। এইজন্য? সে তো চাইল্ড প্রডিজি ছিলেন বটেই, কিন্তু প্রচলিত পরীক্ষায় চাইল্ড প্রডিজিরা ভালো করে না তো!
    অঙ্কের ক্ষেত্রে শ্রীনিবাসও ১০ বছরেই কলেজের জিনিসপত্র করে ফেলতেন,কিন্তু সেই ছেলেকে ধরে বেঁধে ফিজিওলজির পরীক্ষা দিতে হয়, কী করে ভালো করবে?
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 122.178.243.231
  • দু ঃ-)))
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 168.26.215.13
  • দুদি ঃ)))
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৮ | 168.26.215.13
  • ব্যাঙ পাব্লিক পার্সোনাদের মানে বিখ্যাত বা কুখ্যাত যাই হোক না কেন তাদের আর নিজেদের বলে কিছু নেই। সবই তাঁদের মানে আমাদের। হেলথকেয়ারের মতন প্রাইভেট জিনিষপত্তরই পাব্লিক হয়ে যায়।
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৭ | 117.194.205.209
  • আমরাও কালকের ম্যাচ রিপোর্ট চাই। আর অনেক চীয়ার করলাম ঋভুকে সিলেক্টেড হবার জন্য ঃ)

    আমার ছেলেকে আজকে বলেছি ওরে একটু পড় , না হলে তো ফেল করবি, তো তাতে তার উত্তর - গান্ধীজীও ফেল করেছিলেন। ঃ( । স্কলাস্টিকের ছোট ভার্শানে তিনি এখন গান্ধীজীর 'মাই লাইফ' পড়ছেন, সেখান থেকেই এই জ্ঞানলাভ ঃ((।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 117.194.97.116
  • ব্যাঙ শান্ত হ। দরকার হলে মাথয় একটু জল ঢেলে আয়।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 72.83.80.169
  • এই নিয়ে ভাবিত হচ্ছে বলে আওয়াজ তো দেবই ঃ)
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 168.26.215.13
  • তাও পড়বে না, তাও না। ওরে বাবা ওরা ওনার অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে প্রিন্সটন ইউনি যে রিসার্চ করেছে সেটার রেজাল্ট দিয়েছে।

    The records, contained in a collection of the great theorist's papers now being prepared for publication at Princeton, confirm that Einstein was a child prodigy, conversant in college physics before he was 11 years old, a ''brilliant'' violin player who got high marks in Latin and Greek. But his inability to master French was the bane of his school days, and may have been chiefly responsible for his failing college entrance examinations.
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 198.82.27.250
  • পরীক্ষার নম্বর দিয়ে শুধু কালেজ ইউনিতে ভত্তি হয় আর চাগ্রি হয়। পরীক্ষা ব্যবস্থা এম্নিতেই অসার। শুধু শুধু সেটাকে অসার প্রমাণ করার অছিলায় যদি সমস্ত লোকের মার্কশিট নিয়ে গবেষণায় বসতে হয় তাইলে চাপ আছে।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫ | 151.141.84.239
  • পাশ আর ফেল তো অ্যাবসোলুট কিছু না, একজায়্‌গায় ফেল করলে চাটিবাটি গুটিয়ে আরেক দেশে গিয়ে গুছিয়ে বসে পাশটাশ করে ফেলে তাক্‌দুম তাকদুম বাজিয়ে বলাই তো যায়, দ্যাখ ব্যাটারা দ্যাখ। ঃ-)
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 72.83.80.169
  • নেত্য, হুম্‌ম্‌ম্‌ম্‌ম।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 122.178.243.231
  • মাইরি, আর পারি না। এরা মানুষকে মানুষের মতন বাঁচতে দেবে না। বলি আইনস্টাইন, বিবেকানন্দ এরা কি ছোটবেলায় জানত যে লোকে এদের কাজ দেখেই থেমে যাবে না, স্কুলজীবনের হাফিয়ার্লির নম্বর নিয়ে শুদ্ধু কাঁটাছঁড়া করবে। জানলে হয়েছিল আর কি! ক্লাস থ্রীর অ্যানুয়ালের মার্কশীট ভালো করতে গিয়ে বড় হয়ে কিছু যে করার থাকলেও থাকতে পারত, সেটাও ভুলে যেত।

    তবে এখানের একজনের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলছি আজকের পরে আমি যদি কোনো ক্লাস থ্রীর ছাত্রের অ্যানুয়ালের মার্কশীট কেমন হবে সেটা নিয়ে ভাবিত হয়ে পড়ি, ফেসবুকে শেয়ার করার জন্য সেই ক্লাস থ্রীর ছাত্রকে যদি রোজ কুড়ি পাতা ইংরেজি, চল্লিশ পাতা বাংলা আর রোজ পঞ্চাশটা করে অংক করাই আর এক ঘন্টা ইতিহাস আর দেড় ঘন্টা ভূগোল আর দুই ঘন্টা বিজ্ঞান পড়াই, কেউ যেন আমাকে বলতে না আসে কোনো কিছু!
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 117.194.97.116
  • আমি একটা কথা বললে আমাকে সবাই কেলাবে; তবু আমি বলবো ই বলবো।

    মা গুলো একটু কম সিরিয়াল দেখলে ছেলে গুলোর ভাষা জ্ঞান বাড়তো ই বাড়তো ঃ-)))
  • Netai | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 122.177.218.1
  • ঐটেই তো প্রবলেম পাইদি। সমস্ত তথ্য প্রমান রাশীর বিপক্ষে। মানে যুক্তির পরম্পরা মানলে বলতেই হয় এই ঘৃন্য কাজটা রাশীর। এদিকে মনও মানতে চায় না যে রাশী এমন করতে পারে। যে মেয়ে নিজের জীবন দিয়েও অন্যকে রক্ষা করতে পিছুপা হয়না সে কেমন করে খুন করার চেষ্টা করতে পারে?
    মহা মুশকিলের ব্যাপার।
    আই এম কনফিউজ্‌ড
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 151.141.84.239
  • আরে নিউ ইয়র্ক টাইমস ই বা পড়বো কেন? সেই বা কোন মহা বর্তমান যে কিনা কাউকে ভয় করে না? ঃ-)
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২ | 72.83.80.169
  • আইনস্টাইনের জীবদ্দশাতে উনি এনিয়ে সম্মতি দিয়ে গেলেন অথচ ফেল করেছেন না পাশ করেছেন সেটা কিলিয়ার করে দিয়ে গেলেন না ! ঃ((
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২১ | 168.26.215.13
  • আরে কখন থেকে চিল্লে যাচ্ছি নিউ ইয়র্ক টাইমসের লেখাটা কেউ পড়ে না, কোন দায়বদ্ধতাই নেই সত্যের প্রতি, আপনেদের খালি নির্মোহ ব।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২০ | 72.83.80.169
  • কিন্তু বাজে রেকোও তো হয়।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২০ | 151.141.84.239
  • আকা, আমার সোর্স হলেন কাকু। ঃ-)
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 72.83.80.169
  • নেত্য, হয়।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 72.83.80.169
  • নাঃ, এঁড়ে না। ফালতু। :P
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮ | 168.26.215.13
  • নিশি এর সোর্স কোথায়? নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকলের লিং দিলাম, সময় পেলে পড়ো।
  • Netai | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮ | 122.177.218.1
  • আপনারা আর কী এমন ঝগড়া করছেন?
    জি বাংলায় রাশীতে তুমুল ঝামেলা চলছে। বিশাল ঝগড়া। বলছে রাশী নাকি কাকে ঘুমের ঔষুধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। আপনাদের বিশ্বাস হয়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত