আমার তো তার স্যারের ওপর ভক্তি হল। আহা অমন মাস্টারমশাইরা কোথায় ছিলেন, ঠিক মতন প্রতিভাও চিনতে পারলেন না। পারলে কি আর আজ এই দিন দেখতে হত?
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৭ | 198.82.27.250
আকাদার বাংলার নম্বরটা জানলে নম্বরের ""অসাড়তা"" আরেট্টু যাচাই করা যেত। ফেসবুকে তুলে দেবে নাকি? ;-)
nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৭ | 151.141.84.239
আর কলোনীর প্রভুদের দেওয়া মার্কিং সিস্টেম অধিবাসীদের জন্য সুপ্রয়োগও নয়। বঙ্কিমচন্দ্র আর যদুনাথ, এই দুজনকেই নাকি গ্রেস মার্কস দিয়ে সাহেবেরা পাশ করিয়েছিলেন। বাকী যারা পরীক্ষা দিয়েছিলো, তাদের পাশই করান নি। ( ভাবুন অবস্থা! মানে কেলেগুলোর মধ্যে দুইখান মাত্র এট্টু ভালো পাইসি আরকি এই ভেবে ভাব নিয়েছিলো ব্যাটারা! প্রভু না? বিজয়ী না? এরা অনেকে হয়তো নিজের দেশে বখাটে ছিলো। ) অথচ আমাদের লোকেদের আর অন্য কোনো রাস্তাও বিশেষ ছিলো না। ঃ-(
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 198.82.27.250
আমি একজনের কথা জানি যে এসে লিখে পাঁচে সাত পেয়েছিলো। ইংরিজি এসে। সেই থেকে তার ওপর আমার অচলা ভক্তি।
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৫ | 168.26.215.13
হাঃ আজকাল আমি লাইট, রেইন, আর বরপ সম্বন্ধেও প্রচূর জানি, অথচ মাধ্যমিকের ইতিহাসের নম্বরটা দেখো? কি অসাড় সিস্টেম।
তিমি, হুতো, এই মুর্খ মহিলাকে ভুলিও না। ইনি সেই কবে থেকে ভূগোলে ৫৪ আর ইতিহাসে ৪০ পেয়ে বসে আছেন। পীড়ের দয়া না হলে অমনটাও হত না। ইতিহাসে সাতাশ নম্বর উত্তর করে চল্লিশ পেতে আমি আর কাউকে দেখি নি। বাড়ি থেকে পালানোর প্ল্যানটাও স্থগিত রাখতে হয়েছিল এমন অঘটন ঘটায়।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৩ | 198.82.27.250
আর এইযে আমি খেলাধুলো সম্পক্কে এত জানি ( ব্যক্তিগত মত) তাথেকে কি আমার মাধ্যমিকে বায়োর নম্বরের অসারতা প্রমাণ করা যাবে?
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪২ | 72.83.80.169
ও, আমার কাছে তেমন প্রশ্নাতীত নয় ঃ) ওনার জ্ঞানগম্যি আর কি। অন্ততঃ আমার জ্ঞানগম্যি যেটুকু যা জানি বা পড়েছি।
ঐ মার্কশীটের পাতায় উপরে নীচে যা লেখা আছে, তাতে যাঁরা লিখেছেন, তাঁদের কাছেও প্রশ্নাতীত নয় বলেই মনে হয়েছে।
ওটাকে বিশেষ করে হাইলাইট করা হয়েছে ওঁর বাংলা, ইংরাজীর নং এর জন্য। সেটা লিখেও দেওয়া আছে। এই নির্মোহ ব এর টইতে হাজারো কাটাছেঁড়াতেও লোকজন ওঁর ভাষাজ্ঞান প্রশ্নাতীত, এরকম কিছুই কয়েছিল বলে মনে হয়। এমনকি রিমিদিও ঃ)
nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪২ | 151.141.84.239
ভাগ্যিস রাঃ কৃঃ ইস্কুলে টিস্কুলে যান নি, একই পথে রঃ নাঃ ও এইসব ঝাম এর মধ্যে যান নি। ঃ-)
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪১ | 168.26.215.13
এই যে রোজ বিকেলে আমি ৮০০ মিটার দৌড়ই এই দিয়ে কি প্রমাণ করা যাবে আমার রিয়েল অ্যানালিসিসের নম্বরটা আসলে অসাড়। যায় নাকি একেবারেই?
কাজ সবারই আছে। তাই কেউ এটা নিয়ে তক্কো ফাঁদতেও চায় নি। আমার জিনিসটা খারাপ লেগেছে, আমি আপত্তি জানিয়েছি। তিমিরও খারাপ লেগেছে ও-ও সমর্থন জানিয়েছে। এর বেশি আমি বা তিমি এ নিয়ে কথা খরচা করি নি যতক্ষণ না আরো ফালতু উদাহরণ দিয়ে আমাদের এই ফালতু তক্কে টানা হল। আকাদার দেওয়া লেখা এই শব্দবন্ধে আবার আপত্তি জানালম। আমি যখন বিবেকানন্দর মার্কশীট নিয়ে আপত্তি জানাই, তখন আমার খেয়াল ছিল না, যে তুইও ওটার লিং দিয়েছিস। তাই ইচ্ছে করে তোকে ছি বলার জন্য বলি নি। আর কাদম্বিনীদেবীর জীবদ্দশাতেই এই তথ্যটা পাবলিক ছিল যে ওনাকে ইচ্ছে করে ফেল করানোয় ওনাকে বিদেশ গিয়ে দিগ্রী নিয়ে আসতে হয়। পুণ্যলতাদেবীর লেখাতেও এমনটাই পড়েছি। উনি ছিলেন পুণ্যলতাদেবীর দিদিমা । তাই ওটা জেনে ছি বলার মতন কিছু খুঁজে পাই নি। কিন্তু নাম্বারিং সিস্টেমের অসারবত্তা প্রমাণের জন্য মৃত মানুষের তিনখানা মার্কশীট খুঁজে বার করাকেও সমর্থন করতে পারছি না।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪১ | 198.82.27.250
মিসপ্লেসড অ্যা। পড়ুন অ্যাকাডেমিশিয়ান। ঃ-)
nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০ | 151.141.84.239
আর দেশে দেশে সিস্টেম গুলো আলাদা না? সেই প্রথম বিশ্বযুদ্ধের আগের জার্মানিতে আইনস্টাইনের ছোটোবেলার সময়ের মার্কিং সিস্টেম---সে যে কি জিনিস কে জানে! তার উপরে একটু বড়ো হয়ে তিনি আবার চলে যান সুইট্জারল্যান্ডে, সুইটজার্ল্যান্ড খুব লিবেরাল, ওনাকে পড়াশোনার সুযোগ তো দিলই, আবার চাকরিও দিলো। ঃ-)
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০ | 198.82.27.250
আহা, আইনস্টাইন তো অ্যাকাডেমিয়ার লোক। উনি সব্বাইকে নাকে খত দিয়ে প্রমাণ করেছেন যে ওনার ক্যালিবার ছিলো।
বি'বাবু তো অ্যা নম্বর কাডেমিশিয়ান নন। তাইলে তার প্রাপ্ত নম্বর কোন যুক্তিতে কাজে আসে? ঐ নম্বরগুলো ওঁর সেই সেই বিষয়ের ঠিকঠাক মূল্যায়ণ হতেও তো পারে। কিন্তু তাতে তাঁর ধর্মপ্রচারক হওয়া আটকায়?
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৯ | 168.26.215.13
আইনস্টাইনের্টা মনে হয় ঢপ। আইনস্টাইন বরাবর ভালো ছাত্র ছিলেন। দেখে বোঝা যায় নি নোবেল পাবেন, কিন্তু ভালো ছাত্র অবশ্যই ছিলেন।
sda | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 117.194.198.252
ভালো বক্তা, খেলোয়াড় , পাহাড় চড়িয়ে , মিউজিশিয়ান এই সব ক্ষেত্রে অ্যাকাডেমিক রেজাল্ট ডোন্ট কেয়ার টার্ম। আবার প্রথাগত চিন্তাধারা অনুযায়ী যারা এক্সেপশনাল কিছু করে (ডাক্তার , বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ) তাদের প্রায় সকলেরই অ্যাকাডেমিক কেরিয়ার বেশ ভালো। অনেকে স্টিভ জোবস বা বিল গেটস এর উদাহরণ দেয় , কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে কিছু বানাতে গেলে ওনাদের দিয়ে হয় না , চশমা আঁটা এম আই টি বা হাভার্ডের লোকজনকেই ডাকতে হয়। ফলে অ্যাকাডেমিক রেজাল্ট এর কোনো দাম নেই এটা মানতে পারলাম না।
nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 151.141.84.239
বিদ্যাসাগরের মার্কশীট মনে হয় পাওয়া যায় না, না? ওনার তো সংস্কৃত ধরনের পড়াশোনা, তাই না? নিমাই পন্ডিতের মার্কশীট ও পাওয়া যাবে না। শুধু জানা গেছে তাঁর গুরুমশাই তাঁকে কইতেন নিপাতনে সিদ্ধ। ঃ-)
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৭ | 72.83.80.169
সেই আইনস্টাইন থেকে শুরু করে আরো আরো কত জনের পরীক্ষায় ধ্যাড়ানোর খবর বলে পড়ে এলুম আর ...
nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৫ | 151.141.84.239
কোন মন্দার বোস? সোনার কেল্লার? ঃ-)
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৫ | 198.82.27.250
বি'বাবুর যে জ্ঞানগম্যি ছিলো সেটাই তো তর্কাতীত নয়। সেদিক থেকে দেখলে মার্কশিটটা তো সত্যের কষ্টিপাথর। ;-)
আর অ্যাচিভমেন্টও অন্য অনেকের থেকে অনেক কম। বিদ্যাসাগর ফর এগজাম্পল। তো হাতে রইলো পেন্সিল।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩ | 198.82.27.250
এছাড়া একমাত্র মন্দার বোস ম্যাট্রিকে ভূগোলে ছাপ্পান্ন পেয়েছিলো।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩২ | 72.83.80.169
খুব অদ্ভুত যুক্তি লাগছে এটা।
তাহলে তো এইসব পাবলিক ফিগারদের জীবনীই লেখা, পড়ানো কি পড়া উচিত না। হলেও তাতে কেবল বাছাই ভালো কথা থাকা উচিত।
আর এখানে পুরোটাই দেখানো হয়েছে একটা পজিটিভ দিক দিয়ে। যিনি এত জ্ঞানগম্যি ছিল, পরীক্ষাব্যবস্থা তাঁর মূল্যায়ন করতে পারেনি ইত্যাদি। এটাকে ছিঃ বলার মত সত্যি কিছু পাই নি আমি।
তবে আজকাল আমি খারাপ মনে হয় একটু কম দেখি। যেমন টম এন্ড জেরিতেও খারাপ বলার তেমন কিছু পাই নাই ঃ(
যাহোক। এ বহুর ফালতু তক্কো মনে হচ্ছে। কাজও আছে।কাটি।
কেউ পারলে একটু আপডেট না হওয়া পোস্ট্গুলো কপি করে রেখো।
r2h | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 198.175.62.19
হুতোঃ একটি নির্মোহ ব- আমি মাধ্যমিকে ইতিহাস এবং ভূগোল দুয়েতেই ৫৬ পেয়েছিলাম। বহুমুখিতাটা দেখুন একবার।
উমা ও গ্র্যাজুয়েশনের নাম্বার গুলোও দেওয়া যায়, কিন্তু একেতো লোকলজ্জার ভয়, দ্বিতীয়ত, তাতে আবার উল্টে নাম্বার সিস্টেমের সারবত্তা প্রমান হয়ে যাওয়ার সম্ভাবনা।
তবে ১১ ক্লাসে একবার ফিজিক্স ও কেমিস্ট্রি দুয়েতেই তিন পাওয়ায় বন্ধুরা খুব আমোদ পেয়েছিল, দুই বিষয়ে সমান দখল নেহাৎ বিরল বলে।
পাই অন্যের জীবনী লিখে তো প্রায়ই লোকজন কেস খায়! কয়েকজন মহিলা তো আবার নিজেদের আত্মজীবনী লিখেও কেস খেলেন। ধক আছে কারুর তো ব্রাত্য বসু, মানব মুখুজ্জ্যে, বুদ্ধ ভচ্চায্যি, চিদাম্বরম এদের মার্কশীট পাব্লিক করে দেখাক।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫ | 72.83.80.169
এই যে কাদম্বিনী দেবীকে ডাক্তারি পরীক্ষায় কিছুতেই পাশ করাচ্ছিল না, সে কথাও বারবার লেখা হল, আমরা পড়লাম, পড়ালাম। আর সেগুলো তো পজিটিভ নোটেই। যে, আসলে যে এত ভাল, তাকেও চক্রান্ত করে ফেল করিয়েছিল। রে পুরুষতন্ত্র ইত্যাদি। ব্যঙ্গ করে বলছিনা। এগুলো বলাতে আমি তো দোষের কিছু দেখিনা।
যাহোক, কালকে ঐ ফেল করানোর তথ্যটা দেওয়া আছে বলেও কি আকাদার দেওয়া লেখাটাকে ছি ঃ বলবে ? ঃ)
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫ | 198.82.27.250
কে বলেছে আপত্তি থাকেনা? চিঠিচাপাটিতেও অবশ্যই আপত্তি হ্যাজ। যদিনা সেগুনো আবাপকে লেখা হয়। ;-)
কেউ যদি পাবলিক্কে পড়াবার জন্যই লিখবে তো আলাদা করে চিঠি লিখবে কেন? কাগজে ছেপে দিলেই হয়!
আর মা/উমা'য় রচনা লেখা? সেইটাকেও জাস্টিফাই করতে হবে নাকি? ঃ-)
Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫ | 59.93.200.1
*দেবাশিস
উফ্ !
Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪ | 59.93.200.1
তব্বে দুখেদা, আমি ঠিক ধরিচিলুম কিনা?
দেবাসিস-দা আমার প্রাক্তন শিক্ষক যদুপুরের সেকেন্ড ইয়ারে এবং বর্তমানে আমার টিম লিড। ঃ)
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:২১ | 72.83.80.169
এঁদের পত্রাবলী প্রকাশিত হলে কারুর আপত্তি থাকে না ? ঃ(
অত কথাই বা কেন। জীবনী ?
তাতে তো আবার ফেল করলেও সে কথা লেখা থাকে। আমার সেগুলো লিখে টিখেই নং টং ও পাই ঃ)
Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৯ | 59.93.200.1
ওরে বাবা বোতিন্দা, এত কষ্ট পেয়ো না। এখানেই দেব একটা ছোটো দেখে, আসলে সাহস হয় না। এত মণিমুক্তো এখানে, ঝুটো পাথর হয় যদি, সুর নেশা সব কেটে যাবে।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮ | 72.83.80.169
আমাদের নিয়ে তো নির্মোহ ব এর টই ও খুলিনা ঃ)
আর উনি অনেকদিন দিয়ে বিশাল অ্যাচিভার ছিলেন বলেই অসারতা টা বোঝানো সহজ, নইলে আমাদের নিজেদেরটা দিলে আর কী প্রমাণ হইবে? নং পেয়ে থাকি কি পাই নাই, সে অর্থে কিস্যু করি নাই ঃ)
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮ | 168.26.215.13
আমি তো রিয়েল অ্যানালিসিসের খাতাটা রেখে দিয়েছি - ১.৫/৭২। যদি জীবনে কিছু হয় বলব ইনস্পাইট অফ দ্যাট, আর যদি কিছু না হয় বলব বিকজ অফ দ্যাট।
পাই আমি পুরোটাই দেখেছি। নম্বরের মূল্য নাই এটার প্রমাণ দেওয়ার জন্য ঐভাবে একটা মানুষের তিন তিনটে পরীক্ষার সব সাবজেক্টের নম্বর পাব্লিক করতে হবে, এটা মানা আমার পক্ষে চাপ।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৫ | 198.82.27.250
পাইকে একটা প্রশ্ন করি।
শিক্ষার অসারতা বোঝাতে গিয়ে আমরা আমাদের নিজেদের মার্কশিট শেয়ার করিনা কেন? মানে সেগুলো তো আমাদের সম্পত্তি ( অনুমতি নেওনের প্রশ্ন নাই, সুতরাং এথিকাল)। আর সেগুলো এটাও বোঝায় যে শিক্ষা ব্যবস্থা ( অনেক ক্ষেত্রেই) কত অসার। কারণ আমাদের মার্কশিটে ঝুড়ি ঝুড়ি নম্বর, ইদিকে তিনকাল গিয়ে এককালে ঠেকলো এখনও আমরা অনেকেই কাজের কাজ বলতে কিস্যু করতে পারিনি। সেটা কোনোদিন কাউকে করতে দেখিনা। যত নির্মোহ ব সব পরের ব্যাপারে।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৪ | 72.83.80.169
আর ঋভুবাবুকে কনগ্র্যা।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:১১ | 72.83.80.169
ব্যাঙদি বোধহয় পুরোটা না পড়েই বলেছ। মার্কশীটের পাতায় আরো অনেক কিছু লেখা ছিল। এটাকে যারা শেয়ার করেছে, লেখাটা সহই করেছে। ঐ নং এর মূল্য নাই, ইউনির পরীক্ষা সিস্টেমের অসারতা ইত্যাদি। ডিস্কুলিং গ্রুপে এটা নিয়ে আলোচনা চলছিল। আমি সেখানেই পেয়েছিলাম।
pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৯ | 72.83.80.169
যাচ্চলে আমি তো এটা কালই এখানে আর গুরুর ফেবু গ্রুপে দিয়েছিলুম। ঘনাদা ওখান থেকেই শেয়ার করেছে।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৯ | 198.82.27.250
আকাদার কথাটা একেবারে আমার মনের কথা। এইজজ্যেই বাঙালী যে কত নোবেল-বুকার-প্রেশার কুকার হারালো! ঃ-(
আর ব্যাঙদিকে ক। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ এরম কল্লে আমি তার ঘরে ও বাদ্রুমে আইপিএলের মত করে নানান অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগিয়ে দিতাম।
কোলকাতা ইউনিতে অদ্দিন আগে ইংরাজী ইতিহাস এসবে ৫৬-৪৮ করে পেয়েছে, তাইই বা মন্দ কী!! আমি তো ওনার একশো বছর পরেও ওনার থেকে কম নম্বর পেয়েছিলাম সব কটা পেপারে। তাতেই বা কী! তবে এরকমভাবে একজনের মার্কশীট পাবলিক করাটা প্রচন্ড আনএথিকাল। তিনি বিবেকাননদই হোন অথবা অতি সাধারণ কেউ। ওটা কিছুদিন ধরেই নেটে ঘুরছে। তবে যারা যারা ওটা শেয়ার করছে, তাদের সব্বাইকে ""ছিঃ'' বললাম।
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৫ | 168.26.215.13
বোতিন এতই আউটডেটেড কি বলব? ঐ মার্কশীট গত বছর খানেক ধরে মার্কেটে ঘুরছে।
aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩ | 168.26.215.13
আরে ঋভু ফুটবল টিমে সুযোগ পেয়েছে, এটা তো দারুণ খবর। কনগ্র্যাটস মাইট।
Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩ | 198.82.27.250
আরে হেব্বি খবর তো!! আমারো একদিন কেলাস কেটে খেলতে জাবো শুনে এইরম ফুত্তি হয়েছিলো। অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন