এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩১ | 122.177.201.225
  • সদা, অটো রিস্টার্টের স্ক্রিপ্ট লিখে রাখা আছে। দিনে দুবার করে রিস্টার্ট হয়। কিন্তু তা সত্বেও কখনো কখনো গুরু ঝুলে যাচ্ছে, কারণ অ্যাপ্লিকেশনটা স্কেলেবল নয়। মেমোরি লিক করছে।

    নতুন গুরুতে শিফট করা ছাড়া গত্যন্তর নেই। আর সেটা কবে হবে, জানি না। পরপর বইমেলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকছি, মামুও অত্যধিক ব্যস্ত। হাত খালি হলেই বসে যাবো।
  • sda | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৭ | 117.194.205.36
  • সিকিদা , এটা কি সার্ভার রিস্টার্ট না করলে সারে না এরকম প্রবলেম? সেটা যদি হয় তা হলে আমি একটা অ্যাপ লিখতে চেষ্টা করতে পারি যেটা নিজে থেকে সার্ভার রিস্টার্ট করে দেবে ঝুলে গেলে। একটা exe যে কোনো কম্পুটারে চালিয়ে রাখলেই হবে।
    ওয়েব সার্ভারে এরকম অটো রিস্টার্ট বা ওয়াচডগ টাইপের ইন বিল্ট কিছু থাকে না ?
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৩ | 122.177.201.225
  • ব্যাং কাল আমাকে টাইম টু টাইম খেলার আপডেট দিয়ে গেছে এসেমেস করে, আমিই এত্ত ব্যস্ত ছিলাম বইমেলা নিয়ে, উত্তর দিতে পারি নি। ঃ(
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১০ | 144.160.226.53
  • এক্সেলেন্ট আইডিয়া, ব্যাঙ।
  • byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৭ | 122.167.80.16
  • আমার একটা অন্য আইডিয়া ছিল। আজকে যেমন আমি ঋভুদের পাঁচ গোল খাওয়ার গল্প লিখলাম, অম্নি আকার নিজের ছোটবেলার এরকম একটা করুণ স্মৃতি মনে পড়ে গেল। আমি বহু ক্ষেত্রে দেখেছি এখানে যেসব কুচোদের কথা লেখা হয়,, তাদের অনেক কিছুর সঙ্গেই আমাদের অনেকের ছোটবেলার অনেক ঘটনার মিল আছে। তাই আমি ভাবছিলাম এরকম একটা টই খুললে কেমন হয়, যেখানে এখনকার ছোটদের কান্ডকারখানা লেখা হবে, আর এখানে যেসব বড়রা লেখে, তারাও নিজেদের রিলেটেড স্মৃতির কথা লিখবেন?
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:০০ | 144.160.226.53
  • ব্যাঙের রিপোর্ট-গুলো পড়লে মনটা বেশ হালকা হয়। বল-টা ক্লিয়ার করতে পারলে সবচেয়ে ভাল হত, তবে বিপক্ষের চারজন প্লেয়ার তেড়ে আসছে এমত অবস্থায় ক্লিয়ার করতে গেলেও হয়ত ওদের কারুর পায়ে যেত, সেক্ষেত্রে কর্ণার ঠিক আছে, তবে মাথায় রাখতে হবে যে কর্ণার একদম শেষ অপশন।
    এত সুন্দর লেখাগুলো সেই ভাটে হারিয়ে যাবে, ছোটদের খেলা/ ব্যাঙের টই/ গ্যাঙোর গ্যাঙ ঃ-) এরম কোন একটা টই খুলে তাতে তুলে রাখলে ভাল হয়।

    আকার লেখা পড়েও ভাল লাগল। স্কুলপাড়া নামটাও একটু নস্টলজি বয়ে আনল, বাংলার মফস্বলেই শুধু এমন নাম পাওয়া যাবে। আকা ক্রিকেট, ফুটবল দুয়েতেই দক্ষ ছিল, সাম্পানও সেই জিনটা পেয়েছে আশা করছি।
  • tt | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৭ | 141.0.9.109
  • this is inhuman by all standards. What do u think? I mean everyone?
  • tt | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৩ | 141.0.9.109
  • for all those who are not aware - our "ma mati manush" CM has claimed (at the writers', documented on the tv) that the park street rape incident is fake and meant to give a bad name to her government.
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 122.177.201.225
  • উফ্‌ফ, কী বিরক্তিকর রিকার্সিভ লুপ!
  • tt | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৬ | 141.0.9.109
  • are u ashamed Mr. Big B?
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৫ | 14.96.33.220
  • আমর প্রশ্ন একটা বাম আমলে তুমি কী এত টা সরব ছিলে? নাকি সেই সময় কোন সমস্যা ছিল না?
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৩ | 117.194.207.104
  • ব্রতীন, লোকে খুঁজে দিচ্ছে ? ঃ) নাহ। বরং কাগজে গিজগিজ করলেও ভাবছে এ আর কি দেবো - এ তো হবারই ছিল। ঐ চুরির খবরটা একটু স্ট্রেঞ্জ হলেও মাসখানেকের পুরোনো।
    তবে যা বলেছ, যে যার দলের কথা ভেবে চুপ করে থাকি আর ট্যাক্সের টাকাগুলো নালা দিয়ে বয়ে যাক, টাকার মত তুচ্ছ জিনিষে বাঙালীর কী বা আসে যায় !
  • tt | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩২ | 141.0.9.109
  • would like to know what the tmc apologists (like Mr. B) have to say regarding CM's statement on the park street rape incident. Can u hear Mr. Big B?
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩১ | 122.177.201.225
  • এই যে ছানা, দিল্লি বইমেলা আর সার্ভার আমি একহাতেই সামলাই। অন্তত বাড়ি তো ফিরতে দেবে, নাকি আপিসের ক্যাবে বসেই সার্ভারের ঘুম ভাঙাব?
  • ppn | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৫ | 112.133.206.22
  • আমি তো ভাবলাম গুরুর সার্ভার দশ বছর আর উঠবে না! ;-)
  • sda | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৩ | 117.194.205.36
  • গুরুর সার্ভার সম্পর্কে নির্মোহ ব চাই।
  • byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৬ | 122.167.80.16
  • নো খবর। আজ বিরতি ছিল। আবার কাল।
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:২১ | 14.96.33.220
  • ব্যাঙ খবর কী?
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:২০ | 14.96.33.220
  • হ্যাঁ লোকজন যখন ৩৪ বছর চুপ করে থাকতে পেরেছে। এ আর এমন কী? ঃ-))
  • byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৭ | 122.167.80.16
  • বাব্বাঃ, পেজ রিফ্রেশ করতে করতে আঙুল ব্যথা হয়ে গেল। নতুন সার্ভার এসেই বা লাভটা কী হল?? যদি ভাটুরেরা ভাটাতেই না পেল!!
  • Kaju | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩১ | 121.242.160.180
  • আহ্‌র সার্ভারেই অগ্নি লেগে গেছে মনে হচ্ছে, ডাউন তো ডাউন ! আগ্নিপাথের রিভিউ আর হবে কী করে?

    দিল্লী বইমেলা কবে শেষ হবে সুপর্ণা
    আমি (সার্ভার) ততদিন ঘুমিয়ে থাকব
  • Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৭ | 121.241.98.225
  • ছোটদের সিনিমা রিভিউ এখন আর লেখা হল না। ট্রেন ধরতে ছুটলাম।
  • demba ba | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪ | 121.241.218.132
  • দশ বছর চুপ করে থাকতে বলেছে না? কাজেই অন্ততঃ দশ বছর;-)
  • quark | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৮ | 14.139.199.1
  • ছ'মাস থেকে ন'মাস হ'ল, মেগা সিরিয়ালের "আগে যা হয়েছে" টা কবে থামবে?
  • Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৪ | 121.241.98.225
  • গুলির ও কোন খবর নেই।
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৩ | 14.99.3.250
  • গুলি??
  • Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 121.241.98.225
  • নয়ডায় গোলা বৃষ্টি হয়নি।
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৩ | 14.99.3.250
  • কালকে, বেলুড়ে তো গোলা বৃষ্টি হল। বাকী জায়গার খবর কী?
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২০ | 14.99.3.250
  • আগে ৩৪ বছরের 'রাম রাজ্যত্ব' এ সেরকম ছিল না। যা কিছু এই লাস্ট ৮ - ৯ মাসে।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 180.149.51.67
  • পাওলি খাদ্য? :
  • Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 121.241.98.225
  • ঃ)
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৩ | 155.136.80.81
  • প্রতিভাবান খাদ্যও বটে। কাজুর যা দাম! একমাত্র পাওলি ওর থেকে বেশি দামি ঃ-)
  • Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৬ | 121.241.98.225
  • কাজু তো বরাবরই প্রতিভাবান লেখক।
  • quark | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫ | 14.139.199.1
  • এই "তখন বলেন নি কেন?" লাইনটা বেশ!
  • Kaju | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩ | 121.242.160.180
  • দে-দি, দেখলাম। ঃ))
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩ | 180.149.51.67
  • কিন্তু "আলুমুদ্দিন" কি ইচ্ছাকৃত ভুল? :))
  • demba ba | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫২ | 121.241.218.132
  • ওইটা জেনেরিক (মানে সবার জন্যে) বলে আপনিঃ-)
  • Jhiki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০ | 219.83.85.197
  • কালকের জাকার্তা পোস্টে দিয়েছে যে 'চুম্বন' নাকি ভারতে আবিষ্কৃত হয়েছিল, কারণ সবচেয়ে প্রাচীন গ্রন্থ যাতে 'চুম্বন'-এর উল্লেখ আছে তা হল "মহাভারত'।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৮ | 203.197.30.4
  • টইটা এতো নেমে গেছিলো যে দেখতে পাইনি কাজু, এই পড়লাম, কমেন্টও দিইচি!

    বোতীনের ১০-৫৪ পার্শিয়ালি সাপোটিয়ে গেলাম!
  • Kaju | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৪ | 121.242.160.180
  • দে-দি কি বাজারে আছ এই মুহূর্তে? হহপাপ্রে (বি?)-টা কিন্তু লিখেছি, স্রেফ তুমি বললে বলে। ঃ))
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৬ | 155.136.80.81
  • কাল নেতাইয়ের রিভিউটাশেষ হয় নি। মনে করিয়ে দিয়ে গেলাম।
  • quark | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৭ | 14.139.199.1
  • যাক্‌! তবু "ত্রুটি, বিচ্যুতি" ব'লে কিছু আছে জগতে।
  • byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:১২ | 122.167.75.179
  • ডেম্বা বা আবার কবে থেকে আমাকে আপনি-আজ্ঞে শুরু করল ! ঃ-O
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 14.96.55.45
  • রাজ্য বাম সন্মেলনে, সিঙ্গুর আন্দোলনের জন্যে ব্যক্তি বিশেষ কে দায়ী না করে আলুমুদ্দিন করে দায়ী করা হয়েছে।

    মমতার প্রতি অশালীন ভাষা ব্যবহার সাধারনের একটা বড় অংশ থেকে দলের মুখ ফিরিয়ে নেবার পেছনে কারন বলা হয়েছে।
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৪ | 14.96.55.45
  • না দু দি, আমি ভাবছি অন্য কথা। এই এত লোকে সরকারের ত্রুটি বিচ্যুতি বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেতে গুরু তে দিচ্ছে। এরা নিজেদের দল সম্পর্কে এই রকম সচেতন হলে এই রকম করুন অবস্থা দল টার হত না। এই আর কী !! ঃ-))
  • demba ba | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩ | 121.241.218.132
  • তবে খারাপ কিছু ভাববেন না। এগুলো থেকেই আস্তে আস্তে শিখে যাবে। ফ্রাঙ্কো বারেসী বা মালদিনিও তাই করেছে।
  • demba ba | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪১ | 121.241.218.132
  • একটু উল্টো কথা কই।

    যে কোনো সেট-পিস পাইয়ে দিলে চাপ আছে। ফার্স্ট অপশন হত নিজের টিমের কেউ সেফ জায়গায় থাকলে তাকে পাস দেওয়া। সেটা না হলে, বেস্ট অপশন উল্টোদিকে ক্লিয়ার করা কিক্‌ করে।
  • i | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪ | 137.157.8.253
  • ফাউল করে পেনাল্টি পাইয়ে দিলে চাঁটির তবু মানে হয়। কর্ণার করে দেওয়াটা তো একদম ঠিক কাজ। ভাববেন না, হাওয়ায় কথা কইচি। বেশ ভালৈ খেলতাম এককালে। স্ট্রাইকার।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৮ | 75.76.118.96
  • ব্যাঙ এই ফুটবল খেলা খুব ভালো জিনিষ।এক ধাপে ছেলে পুলে বড় হয়ে যায়।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৫ | 75.76.118.96
  • ভাববেন না যে গাঁ বলে আমাদের হোম-অ্যাওয়ে ম্যাচ ছিল না। আমরা স্কুলপাড়াকে অ্যাওয়ে ম্যাচে ডেকেছিলাম। আমাদের ছোট মাঠ ছিল, ছোট গোল ছিল, সাথে পাড়ার মেয়েদেরও ডেকেছিলাম। স্ট্র্যাটেজি কাজে দিয়েছিল। আমাদের একশ শতাংশ ইমপ্রুভমেন্ট। স্কুলপাড়ার অ্যাওয়ে ম্যাচে আমরা দুই গোল দিয়েছিলাম। কত গোল খেয়েছিলুম? সে না হয় আপনাদের ইমাজিনেশনের ওপরই ছেড়ে দিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত