এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sda | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮ | 117.194.198.252
  • আচ্ছা নির্মোহ ব কেই কি ইংরিজিতে অ্যাপ্রাইজাল বলে ? আর মোহাবিষ্ট ব কে লেটার অফ রেকমেন্ডেশন ?
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 151.141.84.239
  • আকা, আইনস্টাইন একটা সময়ে স্কুল ড্রপাউট হয়ে ইতালির পাহাড়ে হাইকিং করতেন। আমার নিজের মতে, খুব ভালো করতেন। ওরকম না করলে ঐ যুগান্তকারী কাজ হয়তো কোনোদিন করতে পারতেন না। প্রাশিয়ান সিস্টেম হয়তো ওনাকে একটি স্টিল সোলজার তৈরী করে ছেড়ে দিতো। মনের মুক্তি ও তো প্রবল দরকার, নয়?
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 122.178.243.231
  • অরণ্য, বলে দেব। ঃ-))
  • Netai | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 122.177.218.1
  • আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক নির্মোহ ব।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 122.178.243.231
  • পাই কিছুতেই যেটা বুঝতে চাইছিস না (সম্ভবত ইচ্ছে করেই বুঝতে চাইছিস না, কারণ তোর হয়তো কোনো কাজ নেই, এঁড়ে তক্কো করা ছাড়া, ল্যাবও নির্ঘাত আজ বন্ধ), সেটা হল আইনস্টাইনের জীবদ্দশাতেই ওনার ছাত্রজীবন নিয়ে প্রচুর গবেষণা হয়, প্রচুর লেখালেখি হয়, উনি সেগুলো নিয়ে কোথাও প্রতিবাদ করেছিলেন বলে জানা নেই।

    কিন্তু বিবেকানন্দর জীবদ্দশাতে ওনার তিন-তিনটে মার্কশীট কোথাও ছাপা হয়েছিল বলেও আমার জানা নেই।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 151.141.84.239
  • আরে টিম, এনারা দুইজন পরস্পরের সমসাময়িক, নিশিকান্তের সমসাময়িক না। ঃ-)
    নিশিকান্তের সমসাময়িক হলেন তুতানখামুন। ঃ-)
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 168.26.215.13
  • রিদ্ধি ওগুলো মিথ। নিউ ইয়র্ক টাইমসের লেখাটা পইড়ো সময় করে।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 72.83.80.169
  • টইয়ের ব্যাকাপ কেউ ন্যায় নাই ? এতবার বল্লুম যে ! ঃ(
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩ | 151.141.84.239
  • আমি তো ভালো ভালো যাকেই গুগল করছি, সবারই কলেজের টাইমে এরকম সব পালানো কেস।
  • ridhhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২ | 108.218.136.234
  • আকা, এখন কাটতে হবে জলদি। না , ঐখানে লেখা নেই। তবে গুগল করলে পাবে। আমি পরে এসে লিন্‌ক দিয়ে দেব।
  • ridhhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১ | 108.218.136.234
  • ঐ কলেজ থেকে পাশ করার টাইম একটা ভাল রেকো জোগাড় করা চাপ হয়ে গেছিল। পষ্ট মনে অছে
    আইন্‌স্‌টাইন-ও ভাল ছাত্র হয়ে গেলে আমাদের আর রইল কি?
  • dukhe | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১ | 117.194.233.111
  • টই থেকে সব উড়ে যাচ্ছে ।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১ | 72.83.80.169
  • আপাততঃ হস্ত অসাড় ও জীবন অসার মনে হচ্ছে। নির্মোহ আত্ম ব।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 144.160.226.53
  • ঋভুকে পোচ্চুর পিঠ চাপড়ালাম, খেলাটা ফুটবল বলে কয়েকটা চাপড় এক্সট্রা।
    ওর সব কীর্তিকাহিনী গুচ-র পাব্লিকরা শুনতে চায়, এই মেসেজটা পাঠাবেন আর অবশ্যই কাল একটা ম্যাচ রিপোর্ট দেবেন।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 168.26.215.13
  • রিদ্ধি এইসব কোথায় লেখা আছে? নিউ ইয়র্ক টাইমসের লেখাটায়?
  • ridhhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯ | 108.218.136.234
  • আকা, সেটাই তো বল্লাম, ১৬ বছরে ঐ রেকর্ড টা। তারপর এ¾ট্রান্সে ফেল, আবার পাশ, তারপরো মিডিওকর পারফর্মেন্স। ভেতরে ভেতরে কি ঘোট পাকাচ্ছিল, সে তো কেউ জানত না।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৮ | 72.83.80.169
  • এই যে সাহেবসুবোরা আইনস্টাইনের ইস্কুলে গিয়ে এইসমস্ত কাণ্ড করেছে আর তারপর nytimes এ লেখাও ছাপিয়েছে, এনিয়ে আমার হুমকির পরেও ব্যাংদি যদি ছি ছি না বলে তবে আমার নাম আর ভপাই নয় ।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭ | 168.26.215.13
  • এনবির এই প্রশ্নটা আমারও এসেছিল। ঃ(
  • dukhe | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 117.194.233.111
  • রঞ্জনদাকে উত্তর দিলাম । টইতে ।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 151.141.84.239
  • তার উপরে বাড়ীতে কী অত্যাচার যে করতো, ভাবলে শিউরে উঠতে হয়। "মহাস্থবির জাতক" পড়ছি বলেই আরো এগুলো মনে হচ্ছে। একে তো স্কুলে এই ধরনের গাঁতু পড়া আর পরীক্ষা, বাড়ীতে টাইরান্টের মতন বাবা, ছেলেপুলেদের মেরে একেবারে আধ্‌মরা করে দিতেন, আশ্চর্য ব্রাহ্ম সমাজের লোক এরা, অন্য ব্রাহ্ম রাও কিছু কেউ বলতো না! তোমার পাঁঠা, তুমি কাটো টাইপ মনোভাব! আতর্থী তো পনেরো বছর বয়স থেকেই বাড়ী থেকে পালাতেন।
    এখন রামানুজন নিয়ে পড়তে গিয়ে দেখি উনিও বাড়ী থেকে পালিয়েছিলেন কলেজে পড়াকালীন, অবশ্য শ্রীনিবাসের বাবা ওকে মারতেন কিনা সেই ব্যাপারে কিছুই জানা যায় না। তবে অসহায় অবস্থাটা বোঝা যায়।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 122.178.243.231
  • তাও তো আমি এখনো আমার উমা আর কলেজের নম্বরগুলো বলি নি।

    শুনেছি (আমার মনে নেই, তবে আমার বন্ধু অরুন্ধতী আর কলেজের অর্পিতা, সেও সিস্তার নিবেদিতায় পড়ত) আমাকে বলেছে, আমি নাকি কেমিস্ট্রির ফার্স্ট পেপার দেখে খাতা উল্টে রেখে কোশ্চেন পেপার ক্লিপবোর্ডে আটকে ঘুমিয়ে পড়লাম। সেই দেখে অরুন্ধতীর যা কিছু মনে ছিল, ও-ও ভুলে গেল। এক পিরিয়ড কেটে যাওয়ার পরে নাকি ইনভিজিলেটর অরুন্ধতীকে বলেছিলেন, ""তোমার পাশের মেয়েটি অজ্ঞান হয়ে যায় নি তো?'' অরুন্ধতী নাকি অনেক সাহস সঞ্চয় করে আমাকে ডেকে মিনতি করে বলেছিল "উঠবি না, কিছু তো লেখ, ফিজিক্যালটা না পারিস, ইনর্গ্যানিক বা অর্গ্যানিকটা লেখ!'' কিন্তু আমি এমনই পাষন্ড যে ওকে দাঁত-মুখ খিঁচিয়ে বলেছিলাম, ""আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবি?'' ওর নাকি আর সাহস হয় নি আমাকে ডাকতে। আমি আবার ঘুমিয়ে পড়ে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগে উঠে খসখস করে কীসব লিখে পরীক্ষা শেষ হওয়ার ১০মিনিট আগে খাতা দিয়ে বেরিয়ে গেছিলাম। আর পিছনের সীটে বসে অর্পিতার নাকি হাত-পা ঠান্ডা হয়ে গেছিল আমার পরিণতি ভেবে। বন্ধুরা বরাবরই আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু তাতেও উমার পরেও বাড়ি থেকে পালানোর যে প্ল্যানটা ছিল, সেটাও ভেস্তে গেল। আমাকে গুটি গুটি কলেজে যেতে হল ফর্ম আনতে। তো আমা হেন বস্তুর নম্বরের অসাড়তা জানতে আর বাকি কী আছে!!
  • nb | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 59.164.98.240
  • গডফাদার ৩ না বানালে কী এমন ক্ষতি হত ঃ(
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 117.194.97.116
  • কিকি র আবার কী হল? তুমি কি এখন ও মামার বাড়ি তে মজা করছো নাকি? ঃ-))
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 168.26.215.13
  • রিদ্ধি -

    Those records show that, for two successive terms, when Einstein was 16, his mark in arithmetic and algebra was 1 on a scale of 6, in which 1 was the highest grade. For the next term his mark was 6, which would have been the lowest grade, except that the grading scale had been reversed by school officials.

  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৪ | 72.83.80.169
  • কিন্তু nytimes এর এই আর্টিকল আর সেটা শেয়ার করাকে ছি ছি বলা হবে না ? :P

    বিটিডব্লু, কালকের ঐ লেখাটা আকাদা দিয়েছিলে বলে একটা থ্যাংকু। মিস করে গেছিলাম। ভাল লেখা।
  • nirmoho baw | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৪ | 59.164.98.240
  • টই কি মাঝে মাঝেই ঝুলে যায়?
  • kiki | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 59.93.206.76
  • অ! আরেকটা কথা বলে ঘুমুতে যাবো। আমার ও একটা চুল পেকেছে। কি আনন্দ! কবে সব কটা সাদা হয়ে যায় সে আশায় আশায় থাকি। (একটা হেপি স্মাইলী)
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 168.26.215.13
  • কিন্তু এটা দিয়ে তো বড়জোড় প্রমাণ করা যাবে তখনকার সিস্টেম বিবেকানন্দের প্রতিভার মূল্যায়ন করতে পারে নি। এও হতে পারে যে স্যার খাতা দেখেছিলেন তিনি ধুর ছিলেন।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 168.26.215.13
  • দ্যাখো কাণ্ড!
  • ridhhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 108.218.136.234
  • আকা, পরে এসে বলছি। হ্যান, কিন্তু স্কুলের পরীক্ষায় ছোট থেকে ওনার এচিভমেন্ট কি ? মিডল স্কুল পর্যন্ত? ঐ গ্রেড টা ১৬ বছরে দেখা যাচ্ছে, তাও ইনকনসিস্টেন্সি চলে এল পরের টার্মেই।

    আর ঐ কলেজের এ¾ট্রান্সে ফিসিক্সে তো ফেল করেছিলেন। হ্যান 'বাইরের বই' পড়া আলাদা ব্যাপার।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০২ | 198.82.27.250
  • সেকি? এরা নিশির সমসাময়িক? জান্তামি না!
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০১ | 72.83.80.169
  • ভালো নম্বর না পেয়েও বিবেকানন্দ প্রতিভার জোরে সেই বিষয়ে সুপার অ্যাচিভ করে গেছেন, এটাও মনে হয় ওখানে বলেনি। মূল এম্ফ্যাসিস ছিল বাংলা, ইংরাজীর উপর। ওঁর লেখা পড়েই বোঝা যায় যেগুলোতে ওঁর খুব ভাল দখল ছিল। কিন্তু তখনকার ঐ পরীক্ষা সিস্টেম সেই দখলের মূল্যায়ন করতে পারেনি, করেনি, ইচ্ছে করে করেনি ইত্যাদি।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০০ | 151.141.84.239
  • এখুনি শ্রীনিবাস রামানুজনের আর প্রেমাঙ্কুর আতর্থীর কথা লিখতে যাচ্ছিলাম, কিন্তু সব মুছে দিলাম। এনারা প্রায় সমসাময়িক, আতর্থী বছর তিনেকের ছোটো।
  • kiki | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 59.93.206.76
  • ক্ষেউ বললে বিশ্বেস যাবে যে আমি গত দু তিন মাস টই প্রায় পড়তেই পাচ্ছি না।ঃ(
  • sda | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 117.194.198.252
  • ইতিহাস আর বাংলার খাতা দেখার প্রক্রিয়া সম্পর্কে বেশ নির্মোহ দেখে একটা ব চাই। ঐ দুটো সাবজেক্ট নিয়ে মাধ্যমিকে কি চাপই না নিতে হয়েছিলো ! আনন্দবাজারের মাধ্যমিক স্পেশালে জনৈক ইতিহাসের শিক্ষক পষ্টো বলেছিলেন - কম করে তিরিশ পাতা তো লিখতেই হবে। ৩ নাম্বারের টিকা ১-২ পাতা , ৯ নাম্বারের প্রশ্ন কম করে তিন পাতা, আর বারো নাম্বারের দুটো পাঁচ পাতার নিচে লিখেছ কি গেছ ! তাও তো ভদ্রলোক স্বীকার করেছিলেন , বাকি ইতিহাসের টিচাররদের কাউকে স্বীকার করতে শুনিনি যে মাধ্যমিকে ইতিহাসে স্রেফ হাতের লেখা আর পেজ এর সংখ্যা দেখে মার্কস দেয়।

    বাংলা পরীক্ষা দিতে গিয়ে সবচেয়ে বেশী ঝাঁট জ্বলতো এই ভেবে যে ক্লাশের গাঁতু গুলো যারা পড়ার বইয়ের বাইরে এক লাইনও কখনো পড়েনি তারাই নোট্‌স গাঁতিয়ে হায়েস্ট পাবে।

    এখন শুনেছি মাধ্যমিকের অবস্থা কিছুটা ভালো হয়েছে , পয়েন্ট ওয়াইজ লিখলেই নাম্বার দেয়, বেশী বড় লিখলে কেটে দেয়।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 168.26.215.13
  • রিদ্ধি, ওগুলো আসলে মিথ যেমন নিউটনের নুড়ি কুড়োনো বা বিদ্যাসাগরের দামোদর সাঁতরে পার হওয়া।

    http://www.nytimes.com/1984/02/14/science/einstein-revealed-as-brilliant-in-youth.html?pagewanted=all - আইনস্টাইন ছেলেবেলা থেকে ব্রিলিয়ান্ট ছিলেন।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 198.82.27.250
  • রিমিদি,
    ইহা পরীক্ষা সিস্টেমের জেন্ডার বায়াস প্রমাণ করে। ;-)
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 117.194.97.116
  • হ্যাঁ রে ব্যাঙ তোর সাথে একদম এক মত। বেটা রা নম্বার গুলো নিজেদের সম্পত্তি ভাবে। এক দম দিতে চায় না। তবে এখন চাকা ( মানে তৃনমূলের আসার আগেই) ঘুরছে। এবারে শুনলাম স্ট্যাট এ ৩৫ টাই প্রথম শ্রেনী। তার মধ্যে ১৫ টা সাপ্লি। (এখন সেমিস্টার সিস্টেম)
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৮ | 151.141.84.239
  • এটাই আরো দুঃখের কথা। কলোনীর প্রভু ফ্রভু কবে উধাও হয়ে গেলো, আর আমরা ওদের ফেলে যাওয়া সিস্টেম নিয়েই চলতে লাগলাম। এখনো যেন ভুত বসে আছে।
    এগুলোর খোলনলচে বদলে "আমাদের" মতন করে নিলেই তো হত। কিন্তু হয় নি, এখনো ভুত কাঁধে নিয়েই চলছে। ঃ-(
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৬ | 198.82.27.250
  • সদার পয়েন্টটা ভ্যালিড। দুর্ধর্ষ প্রতিভাবানদের নম্বর লাগেনা। বাকিদের জেবনে নম্বর ছাড়া গতি নাই।
    তাই নম্বর সিস্টেমের অসারতা প্রমাণ করার জন্য সুপার অ্যাচিভারদের মার্কশিট না তুলে বাকিদের নিয়ে কাটাছেঁড়া করা উচিত, যারা একসময় খারাপ করেও পরবর্তী জীবনে সেই ফিল্ডেই ভালো করেছে।
  • ridhhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৬ | 108.218.136.234
  • আকা, আইন্‌স্‌টাইন বরাবর ফেলু পাবলিক(ডিফাইন্ড বাই শিক্ষা ব্যবস্থা) দের পোস্টার বয়, সঙ্গত কারণেই। ফেল করেছেন বলে।
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫ | 122.178.243.231
  • পাইকে আরো একটা কথা। আমার বাপু বিবেকানন্দর মার্কশীট দেখে উনি খুব খারাপ ছাত্র বলেও মনে হয় নি। সুতরাং জীবনীতে শুধুই ভালো কথা লেখা যাবে, আমার এমন কোনো প্রচ্ছন্ন দাবী নেই। ক্যালকাটা ইউনিটা শালা জ্বালিয়ে দিতে পারলে আমি বহুত খুশী হতাম। এইরকম নচ্ছার ইউনি ভূভারতে নেই। ঐ ইউনির নম্বর দেওয়ার যা দরাজ হাতের নমুনা জানি, তাতে আমার তো বিবেকানন্দর নম্বরগুলো দেখে ওনাকে দিব্যি বেশ অ্যাবোভ অ্যাভারেজ ছাত্র বলেই মনে হয়েছে।
  • nk | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 151.141.84.239
  • এই নিশিকান্তোকেই দ্যাখো না! কেউ তার কোনো মূল্যায়নই কত্তে পাল্লো না! ঃ-)
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 72.83.80.169
  • হ্যাঁ, নিশি। ঐসব জায়গায় আলোচনাটা ঐ কলোনির সিস্টেমের দিকেই এগুচ্ছিল।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 117.194.97.116
  • আকা, রিয়াল অ্যানালিসিস নিয়ে চাপ নিও না। ওতে কেউ বেশী নম্বর পায় না। আমি মনে হয় ২৭ না ২৮ পেয়েছিলাম ৫০ এ। উত্তম দা প্রচুর নম্বর দিতেন ঃ-))
  • riddhi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 108.218.136.234
  • পাবলিক জিনিস। ইলিগালি চুরি করে ছাপিয়ে তো দিচ্ছে না। তাহলে লোচা টা কি?
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫১ | 72.83.80.169
  • *জ্ঞানগম্যিতে

    সদা, সবার সব মূল্যায়ন সব সময় ঠিক হয় না, সেটাই মনে হয় পয়েন। বা, এইরকম কোন মূল্যায়নে কম আসা মানেই নেসেসারি নয়, খারাপ, এটা।
  • rimi | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫১ | 168.26.205.19
  • আকা উ মা তে বাংলায় আমার থেকে কুড়ি নম্বর বেশি পেয়েছিল। এর থেকে নম্বর সিস্টেমের অসাড়তা প্রমাণ করা যায় কি?
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫০ | 198.82.27.250
  • এইদ্দ্যাকো, নম্বর সিস্টেমের অসাড়তা। ;-)
    আজি হতে শতবর্ষ পরে কেউ ফেসবুকে ঐ নম্বর তুলে দিয়ে কাটাছেঁড়া করবে।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৯ | 168.26.215.13
  • তিমি আমাকে হাল্কা করে আবাজ দেল। আমি বাংলায় অনেক পেয়েছিলাম (আমার মতে)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত