এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 14.99.243.152
  • খেও নাকো বেগুন
    ওতে নেই কোন গুন;
    তার থেকে খাও আলু
    বলে গেছেন লালু।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৭ | 168.26.215.13
  • বেগুনের গুণ
    আসলেতে যোগ
    হট করে বসলে
    নিমেষে বিয়োগ

    ইতি মব
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 151.141.84.239
  • এতো খেলে বেগুন
    থাকবে না কোনো গুণ
    হাসি তখন কান্না
    তারে তো আপনি চান্না

    ইতি মব
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 168.26.215.13
  • হাসি আর খুশী
    কামিনি কাঞ্চন
    ঠাকুর কয়েছেন
    মনে উচাটন

    ইতি মব
  • Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 14.99.243.152
  • চাচাচা ব্যাপক লাগলো।ঃ-)))
  • Netai | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২ | 122.177.13.159
  • এতো হাসলে পাগল হয়ে যাবো
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 198.82.29.150
  • করো গান গুনগুন
    খাও ভাজা বেগুন
    হাসি আর খুশি
    বাজায় খালি বাঁশি

    ইতি মব
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৬ | 168.26.215.13
  • মনের আগুন
    বনের ফাগুন
    দুই বোনে শুধু
    করে গুনগুন

    ইতি মব
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 151.141.84.239
  • তাঁতী কিনলো তানপুরা
    প্রাণ ভরে গায় গিটকিরি-

    ইতি মব
  • Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 14.99.243.152
  • না। ভাষা র সঙ্গে মিলিয়ে চাষা। আর চাষা এলো বলে তাঁতী ঃ-))
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩ | 168.26.215.13
  • ইহাই হইবে আমার ট্যাগলাইন

    চাচাচা - চাচা চাষীদের চাঁটা
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 198.82.29.150
  • আকাদাকে তাঁতী আর মবকে চাষা বল্লো? নাকি চাষাকে মুখ্যমন্ত্রী বলে গাল দিলো?
  • Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৮ | 14.99.243.152
  • আহা কী ভাব , আহা কী ভাষা
    যেন এক তাঁতী, হতে চায় চাষা
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 198.82.29.150
  • আহা ক্ষি ভাব! আজ্জোদাই নেক্ষট মুখ্যমন্ত্রী।
  • PM | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০০ | 2.50.43.93
  • bb, SDA, , ধন্যবাদ। কিনে ফেল্লুম। ৩০০ দিরহাম-এর ফ্রী গিফ্‌ট ভাউচারে একটা প্যনাসোনিক ডিভিডি আর একটা ফিলিপ্স টোস্টার-ও কিনে ফেল্লুম। কি দিনকাল, ল্যপির সাথে টোস্টার ফ্রী ঃ)

    bb, 1yr international warranty আছে । ইন্ডিয়াতে ভ্যলিড। জিগিয়ে নিয়েছি।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 168.26.215.13
  • এলুম গেলুম
    বল্লুম হালুম

    ইতি মব।
  • Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৮ | 14.99.243.152
  • এলুম।
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৩ | 198.82.29.150
  • একান ওকান ঝপাং
    সাদা রঙের মকান

    ইতি মব
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫০ | 168.26.215.13
  • তার মকান আছে।
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫০ | 198.82.29.150
  • এক্কানও তো থাক্তে পারে
  • Netai | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৭ | 122.177.13.159
  • যার দোকান নেই, সে কি কানকাটা?
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪ | 198.82.29.150
  • দো কান ?
  • Kaju | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩০ | 121.242.160.180
  • আর আমি এখনো দোকানে বসে আছি।
  • kiki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৯ | 59.93.240.16
  • আমি যে এসেছিলুম। ঘুমুতে যখন যাবো তখন মনে রেখো।
  • bb | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:০০ | 117.195.160.35
  • ecer র টা কি রকম কোম্পানী, এর Worldwide service warranty আছে কি না দেখে নেবেন। মোটামুটি কাছাকাছি config Lenovo হলে দেশে ৪০+ লাগবে।
  • sda | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯ | 117.194.199.87
  • PM, বেশ ভালো ডিল। সুযোগ ছাড়বেননা। দেশে এই কনফিগের জিনিস ৫০ এর নিচে পাওয়া যাবে না।
  • PM | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৭ | 2.50.43.93
  • টেকি জনগন, এক্টা কনসাল্টিং লাগবে। ecer এর ল্যপটোপ কেমোন?

    আমি একটা deal পচ্ছি-

    ecer aspire 4752G
    intel core i5 2430M 2.4 GHz
    6GB DDR3 RAM
    640 GB heard disk
    1GB dedicated graphics memory (NVIDIA)
    LED monitor
    5 hrs bat back up

    সাথে free item---

    Desk jet 1050A printer/scanner/copier free
    headphone, optical mouse, 2 laptop speaker, norton anivirus free


    INR -এ কনভার্ট কর্লে দাম ৩৩০০০ তাতে ৪০০০ টাকার গিফ্‌ট ভাউচার।

    কিনে ফেলা যায়? পরামর্শ চাই। কাল পর্যন্তো অফার থাকবে
  • PM | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫২ | 2.50.43.93
  • টেকি জনগন, এক্টা কনসাল্টিং লাগবে। ecer এর ল্যপটোপ কেমোন?

    আমি একটা deal পচ্ছি-

    ecer aspire 4752G
    intel core i5 2430M 2.4 GHz
    6GB DDR3 RAM
    640 GB heard disk
    1GB dedicated graphics memory (NVIDIA)
    LED monitor
    5 hrs bat back up

    সাথে রী ইতেম

    Desk jet 1050A printer/scanner/copier free
    headphone, optical mouse, norton anivirus free


    ঈণ -এ কনভার্ট কর্লে দাম ৩৩০০০ তাতে ৪০০০ টাকার গিফ্‌ট ভাউচার।

    কিনে ফেলা যায়। পরামর্শ চাই। কাল পর্যন্তো অফার থাকবে
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৩ | 98.249.6.161
  • কাজুরে কই,
    কোনটা যে কিসের আবাজ তা ক্ষি পড়ে বোঝা যায়রে পাগল! আবাজ চেনা যায় শুদু শুনে। ক্ষে বলতে পারে ও কিসের শব্দ....
  • pi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৭ | 72.83.83.28
  • নেত্য আর কুমুদি, দুজনের নং ই হারিয়ে ফেলেছি। palbhowmicki জিমেইলে মেইল করা হউক।
  • Netai | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৮ | 121.241.98.225
  • ভাটে কেমন নীরবতা। গা ছমছমে।
  • kumu | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০০ | 122.176.32.39
  • উঃ,আজ এত থকে গেলাম কেন এরি মধ্যে!
  • Netai | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৫ | 121.241.98.225
  • কপি করা যেতনা সিকিদা।
    আগের লেখাটা রোমান হরফে আর অনেক তাড়াহুড়ো করে লিখেছিলাম।
  • i | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৫ | 124.168.25.234
  • না ডিডি,
    ভূতো ক্যাঙারুর দেশেই আছে। গত শনিবার দেখা হল। ভালো আছে। কিছু বলতে হবে?
  • Kaju | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫০ | 121.242.160.180
  • সবাই বোতিনাদব্রহ্ম উশ্চারণ কচ্চে !
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৪ | 14.139.199.1
  • হুম্‌ম্‌ম্‌!
  • demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৭ | 121.241.218.132
  • সার্ভিস সেন্টার। চোট লেগেছে মনে হয়।
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৩ | 14.139.199.1
  • ধ্যাৎতেরিকা!

    *ভতরে - ভেতরে
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩০ | 14.139.199.1
  • ডেম্বা বা কে,

    ম্যাকবুক প্রো ঃ অন করলেই অপটিক্যাল ড্রাইভ থেকে খটাক/ক্যাঁচ আওয়াজ হচ্ছে। খানিকক্ষণ পরে থেমে যাচ্ছে, কিন্তু তারপরে সিডি ঢোকালেও ডেকে ভতরে নিচ্ছে না।

    কিং কর্তব্যম্‌?
  • demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১০ | 121.241.218.132
  • নাঃ, ক্রোম চলবে না। এয়ারটেলের অনলাইন বিল পেমেন্টের সাইট খুলতে চারবার পেজ আনরেসপন্সিভ দেখিয়ে দিলো, তবুও খুলতে পারলো না। হয় এই নেটওয়ার্কে চলবে না, আর নয়তো ডেবিয়ান ভার্সনটা ঠিকঠাক নয়।
  • siki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৯ | 155.136.80.81
  • হ্যাঁ, কলকাতার গাড়ি বা রাস্তাঘাট সামলানো নিয়ে তো কোনও স্টেটমেন্ট দি' নি আমি! মিলনমেলার ভেতরে লাখখানেক লোক দিব্যি মনের আনন্দে চরে বেরিয়েছে, তাতে কপু-র কোনও ভূমিকা ছিল না, কেবল গেটের মুখে তারা ভিড় আর ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছিল। সেটাও ঐ আর কি ... সরু রাস্তায় হাজারে হাজারে গাড়ি এসে পড়লে কপু আর কী করবে। আর কলকাতার ট্র্যাফিক বা রাস্তাঘাট নিয়ে আমার মনোভাব আদপেই বদলায় নি। কলকাতায়, আমার মতে, রাস্তার থেকে ট্র্যাফিক সিগনালের সংখ্যা বেশি, এবং রাস্তাঘাট প্রায় নেই বল্লেই চলে; এত সরু সরু রাস্তায় এত বেশি বেশি গাড়ি চলে যে কলকাতার যে কোনও রাস্তায় দেখলেই মনে হয় গাড়ি চলার থেকে বেশি থেমে থাকে। কপু আর কী করবে।

    কপু পুলিশ হিসেবে হেব্বি কাজ করেছে, ঐ একটা ইনস্ট্যান্স দিলাম, এক বয়স্ক ভদ্রলোক হাঁটতে পারছিলেন না, তাঁকে এসকর্ট করে অত ভিড়ের মধ্যেও গেটের বাইরে এনে চেয়ারে বসিয়ে রেখে ট্যাক্সি ধরিয়ে দিল, তারপরে ট্যাক্সির নাম্বার আমাদের হ্যান্ডওভার করে দিল, এইগুলো কপুর টুপিতে অবশ্যই বিশাল বিশাল পালক। দিল্লি পুলিশের থেকে এই ধরণের মানবিকতা আমি এ জীবনে আশাই করতে পারি না।

    যথেষ্ট জ্বালাময়ী হল কি? ঃ-)
  • dd | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৯ | 59.97.121.155
  • ঠিক ভৌতিক নয় কিন্তু অলৌকিক তো হয়ই।

    গতো রোব্বারে সকালেই বাড়ীর দুটো সুইচ খারাপ হয়ে গ্যালো একসাথে, একটা ঘর পুরো অন্ধকার।

    ইলেকট্রিসিয়ানকে নিশ্চিন্ত হয়ে ফোন করলাম - জানি ই ব্যাটা রোব্বারে ফোনই তুলবে না। কিন্তু অবাক করে তুল্লো। ঘটনাটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বল্লো,খুব কাজের চাপ, এই দেড়টা নাগাদ পৌঁছবো আপনার বাড়ীতে।

    ঠিক পৌনে দুটয় হাজির। ঝট করে দেখে বল্লে ডিফারেন্সিয়াল গীয়ারটা কাজ করছে না,ঠিক আছে আমি এই সকেটটা একটু টাইট করে পেঁচিয়ে দিচ্ছি। দু মিনিটেই ঘর আবার ঝলমলালো। সামান্য দক্ষিনা নিয়ে সে আবার ফিরে গেলো।

    এখনো অলৌকিক ঘটে। জানি,আপনারা বিশ্বাস করবেন্না, কিন্তু ঠিক এরকমই ঘটেছিলো।
  • Kaju | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২১ | 121.242.160.180
  • নেতু ভূতের গপ্পো লিখছে, আর আমি স্বচক্ষে ভূত দেখছি এখানে ! ক্লায়েন টিকিট দিয়ে পাঠিয়েচে এই পোব্লেমে আমাদের রাতের ঘুম ছুটে গেছে, অথচ লেটেস' কোডে তার নামোনিশান নেই। কোনোভাবেই ঝাড়ের মুখদর্শন করা যাচ্ছে না। ঠিক যেমন ভূত দেখার জন্যে লোকে উদগ্রীব হয়ে বসে থাকে পোড়োবাড়িতে মশার কামড় খেয়ে, অথচ ভূত কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়। ইস্যুগুলো খালি জলের বোতলের মত ফাঁপা ! এরও চেয়ে বড় ভৌতিক কিছু হয়?
  • dd | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৬ | 59.97.121.155
  • আমাদের ভুতো কি ফিরে এলো? ক্যাঙারুর নাথি আর সহ্য হোলো না বুঝি ?
  • ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৯ | 202.91.136.71
  • ঘুমপাড়ানি উত্তর দিলেও হবে। অনেকক্ষণ ধরে প্রাণটা ঘুম ঘুম করছে।
  • bb | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৪ | 117.213.209.117
  • @siki হ্যাঁ হ্যাঁ আমিও দিলাম প্রবাসী আবাজ, এবার বাপু লিকে ফেলত এগটা জ্বালাময়ী উত্তর
  • Netai | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৯ | 121.241.98.225
  • ঃ)
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৫ | 14.139.199.1
  • তাই বটে ;-) নাও এবার লিখে ফ্যালো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত