এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৯ | 24.104.44.194
  • নাঃ, জ্যাক ড্যানিয়েল।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৯ | 128.48.105.104
  • ভূত নয়, ভূতের রাজা চাই উইথ থ্রি উইশেস্‌ .... ব্যস্‌
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৮ | 14.96.159.218
  • সেটা আবার কী? বিস্কুট নাকি ঃ-))
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৭ | 24.104.44.194
  • এরাটা, ওটা স্কচ না, বারবন ছিল।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৬ | 14.96.159.218
  • আহা ঝিকি র উইশ টা বেশ পছন্দ হল।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫ | 14.96.159.218
  • কিন্তু বোতল টা যে ফাঁকা ছিল আগেই। সেটা দেখেছো? ঃ-))
  • Jhiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪ | 219.83.85.197
  • মাত্র একটা গৃহকর্মনিপুন অদৃশ্য ভুত!! তাকে পেলে আমি আর কিছু চাই না.....
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪ | 204.138.240.254
  • * নতুন খোলা
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩ | 128.48.105.104
  • ঘুমের বড়ি কেন, একটা পোমো বই সঙ্গে রাখলে ঘুম অব্যর্থ।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩ | 204.138.240.254
  • শিবুদা নাকি পান করতে পারে না! নতুন স্কচের বোতল গলায় উপুড় করতে দেখেছি নিজের চোখে!!
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩ | 24.104.44.194
  • আরে, বেঙীর উইশ তো ওমর খৈয়াম আগেই লিখে গেছেন।

    যৎসামান্য শুকনো রুটি, পাত্রভরা প্রাণমদিরা, পদ্যমাখা পুস্তিকাটির সঙ্গে তুমি সই রুচিরা।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০২ | 14.96.159.218
  • প্লিজ, ঘুমের ওষুধ খাস না।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০১ | 128.48.105.104
  • স্বপোন যদি মধুর এমোন
    হোক সে মিছেই কল্পোনা
    জাগিও না আমায় জাগিও না
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 122.167.86.31
  • বেশ কিছু প্রিয় গল্পের বই, নিরিবিলি পাহাড় আর নদী, আর ঘুমের ওষুধ স্ট্রিপ। বইগুলো আবার করে পড়া শেষ হলে ঘুমিয়ে পড়ব।
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 24.104.44.194
  • না না, আমি এক পো রাম পান করতে পারি, এক সপ্তাহে।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬ | 121.241.218.132
  • উইশ? বেশি না, একটা কেবিসির টপ প্রাইজ। হিমালয়ে রিটায়ারমেন্ট স্কীমটা ফাইনাল হয়ে যায়।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪ | 14.96.159.218
  • ভ্যাট। শিবু দা আমার মতোন। বেশী পান করতে পারে না। এক পয়সার মাল খেয়ে ৪ পয়সার নেশা করে। ঃ-))
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫২ | 69.236.174.50
  • আর, এক ভাঁড় আলাদিনের লাল দই!
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০ | 24.104.44.194
  • এক পো রাম, এক পো কোক, সাথে ছ পেগ হুইস্কি।

    বেঙীর হৃদয়ের কথাটাও শোনা যাক
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৫ | 14.96.159.218
  • বলো ফ্যালো । বলো ফ্যালো।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩ | 14.96.159.218
  • ঠিক নেতাই পছন্দের মানুষ কে আনন্দ পেতে দেখলেও ও ভালো লাগে।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩২ | 121.242.160.180
  • প্পন ১২ঃ২১, হ্যাঁ সেটাও আরেকটা দিক। মানবমনের গতিপ্রকৃতি তো, বহু শিরা উপশিরায় জটিল। ঃ))
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩০ | 122.167.86.31
  • আমিও আমার উইশের কথা জানাতে ব্যাকুল।
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৯ | 24.104.44.194
  • অভয় দাও তো বলি আমার উইশ কি
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৮ | 121.241.98.225
  • এবার খানিক বাবা ডেল কার্নেগীর বাণী-

    বাবা ডেল কার্নেগী বলেছেন, ভক্তজনো, সবসময় বেস্ট পসিবল সলিউশনের খোঁজ করিবে।
    প্রবলেম যদি উইশ করা নিয়ে হয় তাহলে হইলে পসিবল সলিউশগুলি হইল-
    ১। সবাইকে উইশ করো।
    ২। কাহারেও উইশ করিও না
    ৩। বন্ধুবিশেষে/ক্ষেত্রবিশেষে উইশ করো।
    যাহা তোমার বেস্ট মনে হয় তাহা করিও।

    জয় বাবা ডেল কার্নেগী
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:২২ | 14.96.159.218
  • কাজু ১২ঃ০৮ এ গুছিয়ে লিখে দিয়েছে। শুধু বয়েস বেশী বলেই লোকে সন্মান করবে এ ধারনা ঠিক নয়। নিজেকে সন্মানের যোগ্য হয়ে উঠতে হবে।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:২১ | 216.52.215.232
  • না কাজু, এক্ষেত্রে এটাও হতে পারে যে এই ব্যপারে ওই ব্যক্তির অন্যের কাছে প্রত্যাশা খুবই কম। কাজেই সে কিছু মনে করবে না, হয়ত ব্যপারটা (তোমার তরফে নিখাদ উষ্ণতার অভাব) চোখেও পড়বে না।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৮ | 121.242.160.180
  • অবশ্যই গিভ অ্যান্ড টেক। অবশ্য শুরুতে বিনিময়কাঙ্ক্ষী না হয়েই প্রথম স্টেপটা বাড়াই, সেটাই উচিৎ। কিন্তু অবচেতনে কোথাও তো হালকা প্রত্যাশা থাকতেই পারে যে, তার কাছ থেকেও আমি আন্তরিক উষ্ণতা পাই। সম্পর্ক তো একমুখী নয়। সেটা তার কাছ থেকে পাবই, এমন কোনো দাবী নেই। সকলের প্রকাশ এক রকম নয়। বাইরের লোক তো বাহ্যিক প্রকাশ দেখেই বিচার করবে। তাই এরকম শীতলতা দেখলে এর পর থেকে আমার পক্ষ থেকে হয়ত সে শুভেচ্ছা পাবে, কিন্তু প্রথমবারের মত স্বতোৎসারিত নিখাদ উষ্ণতার অভাব রয়ে যাবে। মনের ওপর তো কারো হাত নেই !
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৬ | 121.241.98.225
  • কিছুদিন আগে পথে যেতে যেতে দেখি এক স্যার বসে আছেন একটা দোকানে। স্যার এখন রিটায়ার্ড। অনেকদিন দেখিনি। প্রথমে ভাবলাম এড়িয়ে চলেই যাই। স্যার কে অবশ্যই শ্রদ্ধা করতাম। কিন্তু তেমন ঘনিষ্ঠতা ছিলনা যাতে আমি এগিয়ে গিয়ে স্যারের সাথে কথা বলতে বাধ্য। পরে মনে হল যাই একটু কথা বলি। এগিয়ে গিয়ে শুধু বললাম- স্যার আপনি কেমন আছেন? আমি আপনার ছাত্র। স্যার একগাল হাসলেন, মাথা নাড়লেন। চিনতে পেরেছেন আমাকে। স্পষ্ট বুঝতে পারলাম স্যার খুব খুশি হয়েছেন। আমার খুব ভালো লাগলো। স্যার আমার এগিয়ে গিয়ে কথা বলায় খুশি হয়েছেন বলে আরো বেশী ভালো লাগলো।
  • maximin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৫ | 59.93.195.237
  • সিকিকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৪ | 216.52.215.232
  • একদমই জরুরি নয়। কিন্তু শ্রদ্ধা নয়, বোতিন বলেছে ভক্তির কথা। ;-)
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৪ | 203.197.30.4
  • না!
  • maximin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৪ | 59.93.195.237
  • ডেম্বা বা, শ্রদ্ধা ব্যাপারটা তো আরও জটিল হয়ে গেল হে।
  • maximin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 59.93.195.237
  • প্রণাম জিনিসটা আমাদের সময়ে উঠে গেছিল, আবার ফিরে এয়েচে।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 121.241.218.132
  • যাদের শ্রদ্ধা করি তাদেরকে শ্রদ্ধা করি বোঝানোর জন্যে প্রণাম কি একান্ত জরুরী?

    ধুর বাবা কেউ বোঝে নাঃ-(
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 14.96.159.218
  • হাঁচি পেলে না টাইপে হেঁচে নাও খোকা ঃ-))
  • maximin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 59.93.195.237
  • হাসি নিয়ে কবি বলে গেছেন -- 'মনে করেছ কি বঁধু / ও হাসি এতই মধু / প্রেম না দিলেও চলে / শুধু হাসি দিলে?'
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮ | 121.242.160.180
  • আর প্রণামের ব্যাপারটা আমার কাছে যে রকম -

    কিছু মানুষ আছেন যাঁদের সামনে এলে মাথা এমনিতেই নত হয়ে আসে, আবার কিছু মানুষ আছেন যাঁরা বয়োজ্যেষ্ঠ হলেও আমার সাথে যদি দেখা হলেই বিরূপ ব্যাবহার করেন, অকারণে তুচ্ছতাচ্ছিল্য করেন, মানে জ্যেষ্ঠহিসেবে সেই স্নেহভাব না মিশে থাকে, তাঁদেরকেও প্রণাম করি বটে, তবে সেটা একেবারেই বাহ্যিক, অন্তর মোটেও নত হতে চায় না। অনেক সময় তাঁরা আশীর্বাদের বেলাতেও একটা সারবত্তাহীন ভাব দেখান।

    কাজেই দু'রকম প্রণামই দেখতে এক রকম লাগলেও মনের দিক থেকে আকাশপাতাল তফাত রয়ে যায়।
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬ | 121.241.98.225
  • আপনার যাকে ভালোলাগে তাকে যদি বোঝান যে আপনার তাকে ভালো লাগে আর তাতে যদি ওনার ও ভালো লাগে তাহলে ওনার ভালোলাগাটাও কিন্তু আপনার ভালো লাগা বাড়িয়ে দেয়।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৪ | 203.197.30.4
  • পেন্নাম আবার কোদ্দিয়ে এলো? আমি ছোট থেকে পেন্নামের বিরোধী -- সবাই এই ব্যাপারে আমার নিন্দে করে করে হেজে গেছে!
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৩ | 121.241.98.225
  • আমার আবার হাঁচি পাচ্ছে
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০২ | 14.96.159.218
  • না আমি যাকে ভক্তি করি না, তাকে আমি প্রনাম করি না। ঃ))
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০১ | 121.241.218.132
  • এইত্তো - পথে এসো। প্রকাশ কি উইশ করলে বা পেন্নাম ঠুকলেই প্রকাশ পায়?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০ | 216.52.215.232
  • হুঁ। ঃ)
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৯ | 121.241.218.132
  • কাজুর থার্ড সেন্টেন্সটা গিভ অ্যাণ্ড টেক;-)
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৯ | 14.96.159.218
  • আমি এই ভাবে দেখি, কাউকে ভালো লাগা বা ভালোবাসা ই যথেষ্ট নয়। তার প্রকাশ থাকাও ও দরকার।
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৮ | 121.241.218.132
  • কাজু কে সমর্থন।
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 121.241.218.132
  • *না মেনেও
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 121.242.160.180
  • উইশ করলেও যে সম্পর্ক ভালো রাখা যায় তা নয়। অনেককে হয়ত মন থেকে ভালো করেই বল্লাম। সে হয়ত পাত্তাই দিল না, সে হয়ত আমাকে ধর্তব্যের মধ্যেই আনে না বা আমার বিশেষ দিনে সে জেনেশুনেই চুপ করে থাকে। তাকে উইশ করা তো বেকার। উল্টে এমন ঘটনা থেকে প্রিয় লোককে উইশ করার ইচ্ছেটাও চলে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত