এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০৪ | 112.133.206.18
  • ট্রাফিক সিগন্যাল বসিয়েছে?
  • S | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০৪ | 99.26.200.89
  • ফেলুদার গপ্পে মনেহয় একবার ব্লুফক্ষের কথা পড়েছিলাম। এখন তো মনে হয় McD হয়ে গেছে।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০৪ | 122.167.66.44
  • চার্নকসাহেবের সঙ্গে দেখা না হলেও অনেক চেনা মুখ তো দেখাই যেত। এমনকি উত্তম-সুপ্রিয়ার কোন একটা সিনেমায় শুদ্ধু আছে, দুজনে ব্লুফক্স থেকে মাল খেয়ে বেরোচ্ছে জড়াজড়ি করে, পিছনে ব্লুফক্সের গ্লোবোর্ড জ্বলছে।
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০৪ | 14.99.125.230
  • ব্যাঙ পুরো ফর্মে আছে।

    এদিকে আমার বাড়ির পাশে রবীন্দ্র জয়ন্তী টাইপের একটা করছে ( কেন কে জানে!!); কানের সব পোকা বের করে দিলো মাইরি
  • aka | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০১ | 168.26.215.13
  • আর আমরা ভালো ছেলে ছিলুম ওসব আলবাল জায়গায় যেতুম না।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২১:০০ | 122.167.66.44
  • আহা, নাহয় ভুলে গিয়ে তোর সামনে নীল রঙের কথাই বলে ফেলেছি, তাতে অত দুঃখু দুঃখু স্মাইলি দেওয়ার কী হয়েছে?
  • aka | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৯ | 168.26.215.13
  • হ্যাঁ এবারে বলবি সেখানে গিয়ে তোর চার্ণক সাহেবের সাথে দেখা হয়েছিল। যদিও চার্ণক সাহেব এখন মরে গেছে, কি আনন্দ।
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৯ | 112.133.206.18
  • ** বেসিক
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৮ | 112.133.206.18
  • * টই
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৮ | 112.133.206.18
  • শুধু শ্রাবণ দিয়ে টাই সার্চালেও তো হত। একদম বেসিল লেভেলের heuristic method ইউজ করে।

    তা না, নিজের ছড়ানো গোটাতে ভুলভাল অ্যানালজি দিচ্ছে। ঃ(
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৭ | 122.167.66.44
  • অবিশ্যি গুগলকাকু বলছেন, মুন্নামহারাজ নাকি আবার নতুন করে খুলেছেন ব্লুফক্স। ওটা একটা পাব ছিল।
  • kc | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৬ | 178.61.96.29
  • বুউউউউ! এই ব্লু ফক্সটাতো আম্মো চিনি।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫৫ | 122.167.66.44
  • ব্লুফক্স আর নেই এখন, উঠে গেছে। পার্কস্ট্রীটে ছিল।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৫২ | 122.167.66.44
  • কী আর বলব আকা, কলেজ স্ট্রীট থেকে শামনগর, এর বাইরেও একটা জগৎ ছিল রে! তুই জানতিস না! ঃ-(
  • aka | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৪৭ | 168.26.215.13
  • বাই দা ওয়ে হোয়ার ইজ দিজ ব্লুফক্স থিংগি?
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৪৪ | 122.167.66.44
  • হ্যাঁ, লোকে যদি পার্ক স্ট্রীটে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ""দাদা, ব্লুফক্সটা কোনদিকে?''
    তুই নির্ঘাত উত্তর দিবি, ""নীল শেয়াল? সে তো ধোপার গামলায় পড়ে গেছিলো। এখানে কোত্থেকে আসবে? ব্যান্ডবক্সের দোকানে গিয়ে খুঁজে নিন।''
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৩৭ | 122.252.231.10
  • মা মাগো, কেউ আর খেটে খাবে না।

    ইহারে শুদ্ধভাষায় কয় স্পুনফিডিং। ঃ(
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ১৯:২৩ | 122.167.66.44
  • রাইটো দু, থ্যাংকিউ। এসব প্পন-ফ্‌ফনরা কোনো কাজের নয়। নিউম্যারিক-আলফানিউমেরিক-অ্যালফাবেটিক এসবের প্রভেদ বোঝে না।
  • kiki | ২৪ জানুয়ারি ২০১২ ১৯:১৮ | 59.93.210.14
  • এদিকে জেগে বসে আছি চড়তে যাওয়া জনতাদের খেতে দিতে হবে বলে। এরপরেও ছাতার সংসার বললে কুমু রাগ করে।ঃ(
  • kiki | ২৪ জানুয়ারি ২০১২ ১৯:১৭ | 59.93.210.14
  • ঘুম্পেয়েছে...............
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ১৯:১৪ | 122.167.66.44
  • নাঃ পাওলি দামের টইয়েও ঋদ্ধির পোস্ট নেই। চেকিয়েছি।
  • Du | ২৪ জানুয়ারি ২০১২ ১৯:০৮ | 117.194.205.58
  • পাওলি দাম তইয়ে সম্ভবতঃ
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:৫৪ | 122.167.66.44
  • টইয়ে বাইশে শ্রাবণ দিয়ে সার্চ দিলে যেটা আসছে সেটার লাস্ট পোস্ট ২০০৭য়ে।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:৪৬ | 122.167.66.44
  • যদিও আমি ডেলে কাজ করি না, লুরুর থেকে কোলকাতাকে বেশি ভালোবাসি, তাও এই ভিডিওটা দেখে এট্টু গব্বোমতন হল
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:৪০ | 202.91.136.71
  • বাইশে শ্রাবণ।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:৩৬ | 122.167.66.44
  • রাইমা সেনকে নিয়ে ঋদ্ধির পোস্টটা টইতে আছে নাকি ভাটিয়ালিতে। টইতে থাকলে কোন টইতে আছে?
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:০৬ | 202.91.136.71
  • ধুর, জানলে তো ওমনাথ হয়ে যেতাম। ;-)
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:০২ | 121.241.98.225
  • সবাই সবসময় জানতে পারেনা।
    আজ অস্ট্রেলিয়া পোষ্ট লান্‌চ একেবারে ৪-৪-৬-৪-৪-৬।
    কেমন করে হল পন্টিং ও জানেনা।
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:০০ | 121.241.98.225
  • সর্বশেষ আপডেট হওয়া টইয়ের লিস্টে মুখ ঢেকে যায় অ্যাডে তে prasenjit এ বারবার চোখ আটকে যাচ্ছে। অথচ আমি খুব ভালো করে আগেই চেক করে নিয়েছি যে ঐ পোষ্ট আমি করি নি।
  • Kaju | ২৪ জানুয়ারি ২০১২ ১৮:০০ | 121.242.160.180
  • পপ্পনের ৫ঃ৫৭-র পোথোম লাইনটা একেবারে ৮-৮-৬ ! কী করে হল, পপ্পন নিজেও জানে না।
  • Kaju | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৫৮ | 121.242.160.180
  • আমাদের দোকানের ছেলেগুলো-ও গেছিল গেল শনিবারে খেলতে। হেরে এসেছে নাকি। এখন লেংচে বেড়াচ্ছে।
  • ppn | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৫৭ | 202.91.136.71
  • কেসি,

    ভরা সোসনের মাঝে কাউকে আবাজ দেওয়া সত্যি অনুচিত।

    কখন আবার সোসন কম থাগবে জানিও।
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৫২ | 121.241.98.225
  • গত কয়েক হপ্তা ধরে আপিসে ক্রিকেট খেলা শুরু হয়েছে। উইক এন্ডে।
    পরপর দুদিন বল করতে গিয়ে লাগাতার ওয়াইড নো করেছি।
    শেষ খেলার দিন কিন্তু একটাও নো বল বা ওয়াইড বল করিনি।
    আমাকে বলই করতে দেয় নি।
  • Kaju | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৫১ | 121.242.160.180
  • কখনো দেখেছ ভেবে জেটল্যাগে ভুগেছিল কিনা সেই ল্যাগব্যাগর্নিশ?
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৪৮ | 121.241.98.225
  • জেটল্যাগ খুব ভয়ানক।
    আমার কোনদিন হয়নিকো।
  • kc | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:৪৭ | 194.126.37.78
  • সোসোনের চোটে আত দুদিন ঠিক করে ভাটপাতা ফলো করা হয়নি। যারাযারা আবাজ দেছেন বা খুঁচিয়েছেন আমা হেন নিরপরাধ প্রাণকে, তাঁরা খুব শীঘ্রই প্রতিক্রিয়া পেয়ে যাবেন। রেডি থাগবেন সব্বাই।
  • i | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:০৬ | 220.235.103.168
  • আর খবর? বীভৎস জেটল্যাগ।
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:০১ | 122.248.183.1
  • ইন্দ্রানী দি, খবর কী?
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 122.248.183.1
  • আহা মুড়িঘন্ট!! চমৎকার ডিশ!!
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৯ | 122.248.183.1
  • জয়শ্রী( বন্ধুর বৌ) কে পটিয়ে পাটিয়ে কাঁকাড়া খাবার ব্যবস্থা করেছি। ঃ-)
  • kumu | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 122.176.32.39
  • ব্রতীন,ব্রতীন,এইসব বোলো না কানের কাছে।ছাব্বিশে আমার বাড়ী গেস্ট আসবে।মাছের বাজার কাল কর্বো না আজই সেরে রাখবো সেটাই ভাবছি।

    বাড়ীর অবস্থাও অতি চমৎকার,সব গোছাতে হবে।এনারা আবার মুড়িঘন্ট খেতে চেয়েচেন --
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৫ | 121.241.98.225
  • চা?
    কই আমি তো জানিনা?
  • i | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫২ | 220.235.103.168
  • শেষ কোর্লেই গঙ্গাফড়িং বোলে যাবে-জাগো বাংলা। ভবদুলালের ঢেকুর বলবে-এই তো জেগেছি, চা কই?
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫১ | 122.248.183.1
  • কুমু দি, কোন কথা ট গো? আমাকে চুপি চুপি বলো তো!!
  • Bratin | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৫১ | 122.248.183.1
  • ২৬ তারিখে সারাদিন ব্যাপী তাস খেলার এক পিস প্ল্যান হচ্ছে। আহা কত দিন পরে ঃ-))
  • kumu | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৭ | 122.176.32.39
  • খবর্দার নেতু,ঐ নতুন বিষয় টই শেষ করে দিবি না।যদি করিস তাইলে রুবিকে এক্ষুনি ফোনিয়ে সেই কথাটা বলে দেব,গাঁট্টা মেরে মাতার ঘিলু বের করে দেব আর ---আর-- দিল্লীভাটে আসব না।
  • Netai | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৪২ | 121.241.98.225
  • আই হ্যাব ত্যালেন্‌ত। ইন্‌সপিরেশ্‌ন ন্‌ত রিকোয়ার্দ।
  • de | ২৪ জানুয়ারি ২০১২ ১৬:৩৫ | 180.149.51.66
  • নেতাই কি রুবিপ্রেরণায় ফ্রেঞ্চ কেলাস জয়েন কল্লো? :))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত