এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২১ জানুয়ারি ২০১২ ২১:৪৬ | 112.133.206.18
  • সিকি, তোমার ব্যবস্থা হয়ে গেলে আমার একটা হিল্লে কোরো।
  • amit | ২১ জানুয়ারি ২০১২ ২১:৪৫ | 18.60.12.108
  • আরে দেখে নাও, হেব্বি কমেডি!
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ২১:৩২ | 122.177.192.89
  • আমায় কেউ চারঘন্টার জন্য দত্তক নিতে পারবে? নিদেন ঘণ্টাচারেকের একটা পেয়িং গেস্ট অ্যাকোমোডেশন দিলেও চলবে।

    ঘরে রা-ওয়ান চলছে। স্টার গোল্ড হেইচডি-তে।
  • aka | ২১ জানুয়ারি ২০১২ ২১:০৫ | 75.76.118.96
  • পিপি, জার্মানি নিয়ে হেল্প চাই। আমার এক ভাগ্নে Munich যাবে Ludwig Maximilian University তে। তা অ্যাপার্টমেন্ট ইত্যাদি খুঁজছে। খুঁজে খুঁজে শস্তায় এটা পেয়েছে - http://www.wohnung-mieten.de/details.php?object=174794

    কিন্তু নিচের জায়গাটা একটু পড়ো।

    It is just 16 min walk from the univ, has electricity, internet and is also furnished(as said by the owner). It looks good in pics as well. It will cost 185 euro of shared among 3, which is quite cheap comparing the location and facilities. But as you can see from the mails(conversations) that I have forwarded
    to you that the owner leaves in London and we need to carry out the transaction through TNT Global Air Express.


    এবারে এইটা কি অথেন্টিক? কি করে বোঝা যাবে? আর এমনি অ্যাপার্টমেন্ট কি করে খুঁজবে ইত্যাদি।
  • phutki | ২১ জানুয়ারি ২০১২ ২০:৪৩ | 14.96.67.201
  • সত্যজিত রায়ের সিকিমের ডিস্ক মার্কেটে পেলাম আজ। জানিয়ে গেলাম।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৯:১১ | 122.176.32.39
  • ব্রতীনো য্যামোন!তিনি চাপে পড়ার জিনিস নন।

    বাবারে,একনো একঘন্টা!!!

    তারপরে বাড়ীতে?থাক,সে আর না বলা ভাল।

    কবে তৃষিত এ মরু ইঃ
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:৩৮ | 122.248.183.1
  • কাটলাম
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:৩৩ | 59.93.197.104
  • মিনিদা ভালো। ব্রতীনকে ক্ক।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:২৯ | 122.248.183.1
  • মিনি দা খুব ভালো।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:২৭ | 122.248.183.1
  • এই মরেছে মিঃ অধিকারী চাপে পড়ে গেলেন!! ঃ-))
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:২২ | 59.93.197.104
  • সইত্যের খাতিরে কইতেই হইব আমারে জিগায়। বরং আমিই জিগাই না।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:১৭ | 122.248.183.1
  • অপ্পন ঃ-))

    কোন দিন খাই নি । এক দিন ভুল করে শুয়োর ভাজা খেয়েছিলাম ঃ-))
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৭:১১ | 122.176.32.39
  • আমার বৌ নেই,তাই কেউ জিগায় না।
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:০৪ | 59.93.197.104
  • রাইটার্সের ক্যালেন্ডার কেন বলছে জন্মদিন ২১ শে জানুয়ারি? কেউ জানো?
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:০২ | 59.93.197.104
  • নেতাজীকে মালা দেবেন।
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৭:০১ | 59.93.197.104
  • সাংবাদিক সম্মেলন। ভালৈ বলছেন বেশ।
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৫৯ | 59.93.197.104
  • ২৪ ঘন্টা দেখছি। বিমান বসু বলছেন।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 122.248.183.1
  • তোমাদের দোকান শনি বার খোলা নাকি?
  • ppn | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 112.133.206.22
  • গো খাওয়া মহাপাপ, বোতিন। ;-)
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৫৬ | 122.248.183.1
  • কী নয় কি ঃ-))
  • sda | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৫৪ | 112.79.36.104
  • ব্রতীনদা,কিছু হয়নি।অফিস কামই করার কিছু তো কারণ চাই!
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৪৫ | 122.248.183.1
  • সে কি , কী হলো সদা?
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৪১ | 122.248.183.1
  • ও টা আমার বৌ ও রোজ করে। 'কী গো খেয়েছো ' ঃ-))
  • sda | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৪১ | 112.79.36.104
  • শরীর খারাপ বলে অফিস কামাই করে স্মির্নফ লাইম খাচ্ছি।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৬:৩৯ | 122.176.32.39
  • আহা কেসি,ঠাট্টাচ্ছিলুম তো,চটো ক্যানো।
    বলতে কী,ঐ ফোং করে খেয়েছ কিনা খবর নেয়ার কথাটা শুনতে কী-ই ভালো লাগল।

    আহা,অল্প বয়েসের ব্যাপারই আলাদা।আমাদের যে দিন গেছে ইঃ
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:২৬ | 122.248.183.1
  • ছেলে গুলো টেস্ট করছে আর আমি ভাটাচ্ছি। আর স্ট্রাটেজিক মেল লিখছি ঃ-))
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:২২ | 122.248.183.1
  • আই বি এম প্রথম বার অপ্পন ঃ-))
  • kc | ২১ জানুয়ারি ২০১২ ১৬:২২ | 178.61.96.29
  • খাতায় কলমে। কজ থাগলে কী শুক্র কী শনি ঃ-(
  • ppn | ২১ জানুয়ারি ২০১২ ১৬:২০ | 112.133.206.22
  • এঃ হেঃ হেঃ, এমন দিনও এল বোতিন শনিবার অফিসে!!
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:১৩ | 122.248.183.1
  • শুক্র , শনি তোমার ছুটি তো। ও kc ?
  • kc | ২১ জানুয়ারি ২০১২ ১৬:১১ | 178.61.96.29
  • লে ক্কলা। ও কুমুদি, আমিও ডিউটিতে ছিলাম। মেডাম নিজেই ওসব বানিয়েছেন, তাপ্পর ওগুলো গরম করে খাওয়া হল কিনা, জানার জন্যি ফোং করে খপরও নিয়েছেন। তাপ্পর একসঙ্গে লাঞ্চ হবে বলে না খেয়ে বসেও থেগেছেন। ব্বল্লে হব্বে?
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৬:০৫ | 122.248.183.1
  • এখুনি ছেলে গুলো কে CCD থেকে খাইয়ে নিয়ে এলাম। আহা শনি বার কাজ করছে।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৫:৩২ | 122.176.32.39
  • নুচি ইঃ বানিয়ে মেডামের জন্য টেবিলে রেখে,নিজেরটা নিয়ে নিরাপদ দূরত্বে,নির্ভয়ে,শান্তিতে বসে খাবে বলে।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ১৫:৩১ | 122.177.192.89
  • সিম্বিয়ানে তো যায় না। অপেরা মিনিতেও ল্যাখা যায় না। অ্যানড্রয়েডের খপর জানি না। কালোবেরিরও না।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 122.248.183.1
  • kc লুচি,সন্দেশ খাবার জন্যে মরুভূমি তে গেল কেন?
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৫:১৪ | 122.248.183.1
  • কুমু দি, সে কী এই ঠান্ডায় একটা কেন? আমি থাকলে ৩/৪ টে সোয়েটার কিনতাম ই। কেউ ঠেকাতে পারতো না ঃ))
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৪৯ | 122.176.32.39
  • বিল্ট ইন সোয়েটার থাগলেও শীতকালে সোয়েটার না কিনলে খারাপ দেখায়।তাই কাল আমি লাইফস্টাইল থেকে একখানা সোয়েটার কিনলুম।
  • kc | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৪৯ | 194.126.37.78
  • গুগুল ট্রানসলিটারেট দিয়ে ফোং থেকে ল্যাখা যাচ্ছেনি?
  • kc | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 194.126.37.78
  • ইয়ে আমি ঠিক আপিসে লাই। ভোর পাঁচটা থেকে আছি ধুধু মরুভূমিতে, এক দু ডিগ্রি হবে বোধ্‌হয়, তারপরে হুহু করে হাওয়া, নুচি সন্দেশ টিপিন ক্যারিয়ারে ছেল, লাঞ্চে পাঁটাও আছে, তবে বাড়ি যাতি পারলে তব্বেই। তারজন্যি আবার ৯০ কিমি গাড়ি চালাতে হবে। যাবও? চলেই যাই।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৪৬ | 122.176.32.39
  • ২-৪৬ কুমু
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৪৬ | 122.176.32.39
  • সত্যিই,সিকির যতোটা শীত লাগে,আমার সেই অনুপাতে কিছুই লাগে না।আপিসে না হয় সে হী আছে,কিন্তু বেরোতে হয় প্রায়ই,বাড়িতেও কাজকর্ম থাকে।
    অথচ একটু গরম পড়তে না পড়তে হাঁসফাঁস করে অস্থির হবো।গরমকাল যেন কোনোদিন না আসে।

    কোন্নগর?সেখানে দেখার কিসু নাই।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৩৬ | 122.177.192.89
  • চিন্টুবাবু ফোং এবং বাংলা বোধ হয় লিখতে লাইরবেন।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৩৪ | 122.176.32.39
  • চিন্টুবাবু,ব্ল্যাকবেরী থেকে লিখলে?ফোং থেকে বাংলায় লেখা শিখতে হবে তোমাদের কারো কাছে।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৩৪ | 122.177.192.89
  • ল্যাবে, অফিসে, ছেন্নাইতে, কলকাতায়, কত্তো মজা। এমন ঠাণ্ডা নেই। জুন মাসের গরম আমি সয়ে নিতে পারি, কিন্তু মাঘের ঠান্ডা আমি সইতে লারছি রে। গায়ে পটাশম্যামের মত কোনও বিল্ট-ইন সোয়েটারও নেই, জাস্‌ হাড়ের ওপর চামড়া।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৩১ | 122.177.192.89
  • ডিডিদার সঙ্গে আমারও কত্তো মিল। আম্মো কোনওদিন কোন্নগর দেখি নি। এদিকে নিজেকে আবার হুগলির ছেলে বলে দাবি করি। কোন্নগর তো যাইই নি, বিলেত বা আম্রিকা, কোনওটাই যাই নি। আজ সকালে নুচিও ছিল না, সন্দেশ তো ছিলই না। ট্যাংরা মাছকে কোনওমতেই পাঁটা বলে ভুল করবার উপায় নেই।

    তার উপর শীত। এবং লোডশেডিং। হিটার চলছে না। আমি অন্য কোনওভাবে কাঁপা যায় কিনা, সেটা চেষ্টা করে চলেছি। ঘুম থেকে উঠে অবধি একভাবে কেঁপে চলেছি।
  • kumu | ২১ জানুয়ারি ২০১২ ১৪:৩১ | 122.176.32.39
  • এই যে আমি,আম্মো আপিসে।

    আমরা হলুম কর্মবীর,ডিডিদা দুক্ষু কইরেন্না।
    সকাল নটায় ঢুকেচি গো ব্রতীন,এতক্ষণ ল্যাবে ছিলুম।
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১২ ১৪:০১ | 141.0.9.234
  • আমি আপিসে যাওয়ার জন্যে পোস্তুত হচ্চি ঃ-(
  • dd | ২১ জানুয়ারি ২০১২ ১৪:০১ | 110.234.159.216
  • হপ্তায় হপ্তায় নানান ডিনার, এ ছাড়াও ফেমিলি ডে,একত্তর হয়ে দিন ভর সিনেমা দ্যাখা- ওঃ মোচ্ছবের কি শেষ আছে ?

    এ তেও মন খারাব হলে দমাদম বিলেত আম্রিগা পাঠিয়ে দাও।

    আর আমি কিনা কোন্নোগরও দেখি নি।

    হিংসায় সারা গায়ে ফোষ্কা পরে যায়।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৪:০০ | 122.248.183.1
  • ঃ-))

    আর বলেবেন না। বেশ মজায় ছিলাম। এই প্রজেক্ট টায় ঢুকে ভাজা ভাজা হয়ে গেলাম। ২ হপ্তা হল। আরো হপ্তা ৪-৫ চলবে।
  • dd | ২১ জানুয়ারি ২০১২ ১৩:৫৭ | 110.234.159.216
  • হ্যাঃ,কম্পিউটারোয়ালাদের আবার আপিস?

    তাদের জন্নে আপিসে জিম,প্লে স্টেশন, টিভি, সুইমিংপুল। চার পাঁচটা ভিন ভিন্ন থীমের ক্যান্টিন। সবাই ফ্যাশন প্যারেড করে (কোনোদিন এথনিক তো অন্যদিন জুরাসিক)। শুয়ে বসে তাঁদের দিন চলে যায়।

    তবে ইন্‌কাম ট্যাষ্কোর দিন তাদের হাহাকারে কান পাতা দায়।

    এইই ত্তো অবস্থা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত