এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৬ জানুয়ারি ২০১২ ১৭:৩১ | 117.194.199.165
  • সমবেদনা রইলো, ব্রতীন।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৬:৫৩ | 123.242.248.130
  • গেলবারের বইমেলার লিটিল ম্যাগের লিস্টিতে গু-চ-র নাম দেখা গেল কলকাতা বুক ফেয়ারের ওয়েবসাইটে।
  • m | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 117.194.37.185
  • ব্রতীন, খারাপ লাগলো জেনে।এঁরা চলে যাবার সময় আমাদের শৈশবের সোনালি টুকরোগুলো সঙ্গে নিয়ে চলে যান।
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 121.242.160.180
  • পাইরেসি !
    pi রে see !
  • ppn | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 202.91.136.71
  • নেটে বেরিয়ে গেলে ক্ষী হবে? পাইরেসি?
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 122.248.183.1
  • ওহো আরেকটা আপডেট না দিলেই নয়। ঘরোয়া বৈঠকে জিজ্ঞাসা করেছিলাম, পত্রিকার বিপনন নিয়ে আকাদেমির তরফে কিছু ভাবা হচ্ছে কিনা। উত্তর পেইচি, যে ভাবা হচ্ছে, কিন্তু আমাকে বিশদে বলা যাবেনা। বললেই নাকি নেটে বেরিয়ে যাবে। ঃ)

    সুনাম রক্ষার জন্য নেটে বার করে দিলাম। ঃ)
  • de | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:১৮ | 180.149.51.68
  • ব্রতীন,

    খুব খারাপ লাগলো শুনে! আমার ঠাকুমা চলে গেছেন প্রায় ন' বছর হলো।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:১১ | 122.248.183.1
  • কোন ব্যাটা বলে আমি গুরু ত্যাগ দিয়েছি?

    আকাদেমি প্রতি বছরই দেশ-দশ-সমাজ-সাহিত্যের উন্নতিকল্পে দশ বিশটা লোককে হাবিজাবি বলতে ডাকে। দশটি লোক বলে এবং এগারো জন শোনে। এবং তা থেকে কোনো অ্যাকশন আইটেম তৈরি হয়না। ঃ)
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৪:৫৫ | 123.242.248.130
  • ওক্কে। আলোচনাটা কি আকাদেমি অ্যারেঞ্জ করেছিল? নাকি অন্য কোনও বডি?
  • m | ১৬ জানুয়ারি ২০১২ ১৪:৫৪ | 117.194.37.185
  • শমীক, লিটিল ম্যাগাজিন মেলায় কালকের আলোচনাচক্রের নাম ছিলো- 'সম্পাদকদের বৈঠক'।
    সেখানে সম্পাদকেরা লিটিলম্যাগের নানা সমস্যার হালহকিকত নিয়েই বক্তব্য রেখেছেন।
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১৪:৩২ | 121.242.160.180
  • ক্লান্ত কিছু বিষণ্নতা আর
    মাঝেমাঝে আঁধারিয়া আলো
    ভাটের পেয়ালা শূন্য আজ
    তলানির বিষমদ ঢালো
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৪:০৭ | 123.242.248.130
  • http://www.anandabazar.com/16sironam.html

    ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করল বিষমদ কাণ্ডের মূল অভিযুক্ত খোঁড়া বাদশা। মগরাহাট-সহ দুই ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে বেআইনি চোলাই কারবার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষমদ কাণ্ডের পর থেকেই আত্মগোপন করেছিলেন তিনি। আজ তোলা হবে আদালতে। খোঁড়া বাদশাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি।
  • i | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:৪৮ | 59.93.209.76
  • ব্রতীন,
    আন্তরিক সমবেদনা।
  • kd | ১৬ জানুয়ারি ২০১২ ১২:০৯ | 59.93.205.0
  • মামুর বক্তিমে অলরেডি দময়ন্তীর ফেসবুকে আছে (যদ্দুর জানি)।
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১২:০৭ | 121.242.160.180
  • শিবুদা,

    ড়েজাল হল 'সাড়ে' (মানে '+ ০.৫') ভেজাল মেশানো রেজাল'। উহাকে UV Ray-র সাহায্যে দিয়ে জ্বাল দিয়ে আসল রেজাল' ছেঁকে বার করতে হয়। ;-)
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১২ ১২:০১ | 108.23.41.126
  • ড়েজাল কি?
  • kumu | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৫৯ | 122.160.159.184
  • বোধায় একমাস বাদে এলাম,তাই তো মনে হচ্চে।

    ব্রতীন, শুনে খুব খারাপ লাগলো,উনি যেখানে আছেন যেন শান্তিতে থাকেন।
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৫৮ | 121.242.160.180
  • যার ঝুলিতে রেজাল' আছে।
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৫৬ | 108.23.41.126
  • কার ঝুলি?
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৫৩ | 121.242.160.180
  • সবাই এমন 'বেড়োল' 'বেড়োল' করছে, ঝুলি থেকে বেড়াল এখানেই না বেরিয়ে পড়ে !
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৪৪ | 108.23.41.126
  • কি বেড়োল সেটা ঐ পঃইঃ টই ছাড়া বলা যাবে না ঃ-) ।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৪২ | 123.242.248.130
  • হ্যাঁঃ, মূল্যায়ন হয়ে গেল। কী বেরলো সেইটা এখনও জানা যাচ্ছে না যদিও। সামরান ভিডিও আপলোডাচ্ছে, লিং পেলে জানা যাবে খন।

    মামু তো গুরুকে একপ্রকার ত্যাজ্য দিয়েই দিয়েছে।
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৩৭ | 108.23.41.126
  • ব্রতীন, মেল দেখো।

    বাংলা সাহিত্যের দিশাহীনতা নিয়ে পলিটিক্যালি ইনকারেক্ট টইতে কিছু লেখা যেতে পারে।
  • demba ba | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৩৩ | 121.241.218.132
  • পাস ফেল তো উঠে গেছে, রেজাল্ট দিয়া কী কাম?
  • dd | ১৬ জানুয়ারি ২০১২ ১১:২৮ | 122.167.28.163
  • যাঃ।
    বাংলা সাহিত্যের মুল্যায়ন হয়ে গ্যালো ? ফিনিস ?

    তো রেজাল্টটা কি বেড়োলো ?
  • ppn | ১৬ জানুয়ারি ২০১২ ১১:২৪ | 216.52.215.232
  • আমার ঠাকুমা ২৫ বছর আগে চলে গিয়েছেন। শেষ দিকে বছর তিনেক খুব কষ্টে কেটেছিল। ব্রতীন, খবরটা শুনে খারাপ লাগল। আশা করি শেষটুকু সময় শান্তিতে কেটেছিল ওনার।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 115.117.243.214
  • বোতিন্দাকে কনডোলেন্স।
    আমার ঠাম্মা মারা গেলেন ২০০৬ এর মাঝামাঝি। ডিসেম্বরে ফিরে দেখলাম সেই নেই হয়ে যাওয়া।
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ১১:১৯ | 75.76.118.96
  • বাংলা সাহিত্যের মূল্যায়ণ সম্বন্ধে আমার একলাইন বোক্তিতা। উহা রাজনৈতিক দীশাহীনতায় ভুগছে। এটাকে একমাত্র ক¾ট্রাডিক্ট করতে পারে হানু।
  • Kaju | ১৬ জানুয়ারি ২০১২ ১১:১৮ | 121.242.160.180
  • বোতিন্দা তাও কিন্তু বেশ অনেকদিন ঠাকুমাকে পেয়েছ। আমি তো ছবিতে ছাড়া ঠাকুরদা ঠাকুমাকে চোখেই দেখিনি ! দাদু আর দিদাও চলে গেছেন ২০০৩ আর ২০০৮ এ যথাক্রমে। ঃ)
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১১:০১ | 123.242.248.130
  • ডিডিদা,

    ওটা লিটিল ম্যাগ মেলা ছিল। বইমেলা, মানে কলকাতা বইমেলা তো হবে মিলনমেলা চত্বরে, ২৭শে জানু থেকে।

    মামু কেন বক্তৃতা দিল সেটা জানতে গেলে আবার ফ্যাঁসবুকের মেম্বার হতে হবে। সেখান থেকে যা জানা গেল, লিটিল ম্যাগ মেলার শেষদিনে আকাদেমি একটা আলু-চানা-সভা রেখেছিল, বাংলা সাহিত্যের মূল্যায়ন নাকি ভবিষ্যৎ ... এই মর্মে। সেখেনে গুরুচন্ডা৯কে ভাষম দিতে ডাকা হয়েছিল।
  • Netai | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৫৪ | 121.241.98.225
  • ফেমাস মানডে হ্যাংওভার
  • dd | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৪৭ | 122.167.28.163
  • যেমন ধরুন গত তিন চারদিনের টই ও ভাঁট। নিঁখুত ও গভীর ভাবে অনুশীলন করে ও কয়েকটা জিনিস পরিষ্কার হোলো না,
    নন্দনে (ঢুকেই বামদিকে গুচর স্টল) যেটি হয়ে গ্যালো সেটা বইমেলা নয় ? না তো ? তাইলে ক্ষি?
    আর বইম্যালাই বা কবে ?
    তারপর ধরুন মামু ক্যানো বক্তৃতা দিলো? মামু কি তিনোমুলে জয়েন কল্লো? ঐ তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় কে জিতলো ?

    সব মিলিয়ে কিরম একটা অস্বচ্ছ "জোলাপ চাই জোলাপ চাই" ভাব।
  • kc | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৩৭ | 194.126.37.78
  • আমার পুত্র বড় হচ্ছেন। এই বছর ক্লাস ফাইভ হবে। অনেক কিছুই বুঝতে শিখে গেছে, রোজই আবিষ্কার করি। নিজের ছেলেবেলার দিকে ফিরে তাকালে মনে পড়ে, মোটামুটি এই সময় থেকেই নিজের বাবাকে দুনিয়ার সবথেকে বোকা মনুষ্য ভাবতে শুরু করেছিলাম, কেন জানিনা। কিন্তু আমার বাবাও নিশ্চয়ই আমাকে নিয়ে এইরকম আনকন্ডিশনাল ভালবাসায় ডুবে থাকত। রাত্রিবেলায় হয়তো আমার হাতের তালু নিয়ে হয়তো খেলত। ইদানিং, অনেকদিন আগে চলে যাওয়া বাবার জন্য বড্ড বেশী মন খারাপ করে।
  • phutki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:১৪ | 121.241.218.132
  • সিলি ওল্ড ম্যান টা হেব্বি। ঃ-)
  • phutki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:১৩ | 121.241.218.132
  • সরি ব্রতীন।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৫১ | 97.81.90.26
  • খারাপ লাগল, ব্রতীনদা।
  • Bratin | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৪১ | 14.99.73.237
  • হ্যাঁ আজ্জো। বাপী দিল্লী তে ছিল। শেষ দেখা আর হয় নি।
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৫ | 75.76.118.96
  • ব্রতীন, হার্টিয়েস্ট কন্ডোলেন্সেস। স্যার এবং অন্যানরা ভালো আছেন?
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৪ | 75.76.118.96
  • শালা সরস্বতী পুজো না এমবিএর লাঞ্চিয়ন? ১ঃ০০ টু ৩ঃ০০ হল নেটওয়ার্কিং। হেব্বি হাসি পেল।

    হবে মনে হয় না, ৩ তারিখেই আটলান্টা যেতেই হবে।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৪ | 115.117.243.214
  • আকাদা,
    ঃ-)
  • Bratin | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৩ | 14.99.73.237
  • শুক্রবার আমার ঠাকুমা চলে গেলেন।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩১ | 97.81.90.26
  • আজ্জো সরস্বতী পুজোয় আসবে? ফেব্রুয়ারী ৪ http://www.pujari.org/
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:২৮ | 75.76.118.96
  • শোন তবে আজগের ডায়লগ সমূহ,

    ইউ ডোন্ট ইভেন নো দা কালার অফ ইওর কার, সিলি ওল্ড ম্যান।

    ফায়ার হাউস সাবে পাতি স্যাণ্ডউইচ পাওয়া যায় দ্যাটস অল অ্যাবাউট ইট।

    কিড লোরেন আগে আমার সাথে পড়ত কিন্তু এখন হু হা করে গ্রেড ফোরে পড়ছে। (আসলে বিগ কিড লোরেন পড়ছে, একটু কনফিউজড হয়ে গিয়েছিল)

    হাসব না কাঁদব না মারব বুইতে পারলাম না। কেমন ব্যোমকে গেছি। সব সময়ে একটা কান মাবাপের দিকে খাঁড়া।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:২২ | 97.81.90.26
  • কি জানি বাবা - আগে তো বলত লায়ন? অবশ্য আজকাল অনেক পরিবর্তন হচ্ছে ...
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:০০ | 75.76.118.96
  • অভ্যু আসল রয়াল বেঙ্গল দেখার জন্য লিং দেছে? হাঃ বালক, ওর জন্য আমি আয়নার সামনে দাঁড়াই।
  • abastab | ১৬ জানুয়ারি ২০১২ ০৮:২৫ | 61.95.189.252
  • সিনেমার লিঙ্ক কই?
  • pi | ১৬ জানুয়ারি ২০১২ ০৮:১৬ | 72.83.83.28
  • ক্লিক না করে গেস করি ? অভ্যু দিয়েছে যখন। রয়েল বেঙ্গল টাইগার সংক্রান্ত কিছুমিছু হবে ?
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১২ ০৮:১২ | 97.81.90.26
  • আকা,

  • phutki | ১৬ জানুয়ারি ২০১২ ০৮:০৩ | 14.96.134.58
  • লিন্‌ক পাইতে হলে DVD রিলিজ করিতে হয়। উহা না হইলে ইউটিউব লিন্‌ক আসিবে না।
    জনস্বার্থে বিজ্ঞাপিত।
  • aka | ১৬ জানুয়ারি ২০১২ ০৭:২৪ | 75.76.118.96
  • হ্যাঁ হ্যাঁ রয়াল বেঙ্গলের লিং চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত