এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫৫ | 69.236.171.48
  • ওহে দেম্বা,
    এখন তো ন্যাজও নাও গোবরও নাই
    এ যে হস্তে হ্যারিকেন...

    "লক্ষণ' যখন ভাল নয়,
    "শচীন'-কে যখন চেনা দায়,
    তখন আর কিসের "জাহির',
    কিই বা লাভ সাজিয়া "গম্ভীর'।
    এবার "বিনয়' ছাড়িয়া,
    "বিরাট' স্বপ্ন ভুলিয়া,
    ব্যাট-বল বগলে লইয়া,
    হস্তে হ্যারিকেন ধরিয়া,
    বাছারা হও গৃহমুখী।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫৫ | 121.242.160.180
  • সত্যি লসাগুদার লেখাটা বৈকুন্ঠ মল্লিকের কথা মনে করিয়ে দিল !
  • Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫৪ | 121.241.98.225
  • কুমুদির নাম মতলব ০১ঃ৩৮ বালা নাম।
  • vc | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫২ | 121.241.218.132
  • সব অ্যান্টি ম্যানিউদের মুয়ে আগুন।
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫০ | 122.248.183.1
  • মহামানব র সাথে উমেশ যাদব। কোন কথা হবে না!! ঃ-))
  • Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪৯ | 121.241.98.225
  • ছা চায় ফেলে ছ্যাঁচে
  • Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪৭ | 121.241.98.225
  • ল্যাদোষদার কবিতাটা সেরা। ফাস প্রাইজ।

    কুমুদির নামটাও সহি।
  • kumu | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪৫ | 122.160.159.184
  • ছা চা=ছাতার চাগরী।
    এটাও বলে দিতে হল?

    সিকি,কী খেলে,লুচি-মাংস?
  • demba ba | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪১ | 121.241.218.132
  • বিসিসিআই একাদশ ন্যাজে গোবরে হলে বেজায় আনন্দ হয়। ম্যানিউ কে তিন গোল পোরার চেয়ে অল্প কম।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪০ | 121.242.160.180
  • বোধায় ছাগলের দুধের।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৯ | 69.236.171.48
  • এ কেমন চা? ছা চা?
  • sosito kumu | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৮ | 122.160.159.184
  • মিতার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল,হল না।

    ছা চা!ঃ-(
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৬ | 69.236.171.48
  • রাখিয়াছে! রাখিয়াছে মান সে যাদবকূলের!
    অন্তিমে, একাদশ স্থানে আসিয়া
    একটি চৌকা হাঁকাইয়া
    এক অপরাজিত মহামানব
    শ্রীমান উমেশ যাদব।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৩ | 121.242.160.180
  • দৌড় যদি হল-ও-ও-ও-ও-ও-ও হ-ও-ল-ও অবসা-আ-আ-আ-আ-ন দৌড় যদি হল-ও
    পার্‌থের হরিৎ প্রান্তর মাঝে-এ
    ওই খেলা হল সমা-প-অ-অ-ন
    দৌড় যদি হল-ও

    ১৬১/১০
  • Ishan | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:২৮ | 117.194.36.210
  • আমি তো কত আগেই বলেছিলাম। দাদাকে নিয়ে ছেলেখেলা করলে এমনই হয়।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:২৬ | 121.242.160.180
  • হে পার্থ, স্বচক্ষে অবলোকন করো ! যাদবকুলপুঙ্গবের অমোঘ ভবিষ্যদ্বাণী মিথ্যা হইবার নহে। ১৫৭/৯
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৫৭ | 204.138.240.254
  • নাঃ, সেসব কিছু জানা নাই। ঃ(
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৫০ | 121.242.160.180
  • হে পার্থ, অতঃপর পার্‌থে কী হইতে চলিয়াছে তাহা তোমার সম্মুখে বর্ণন করিব, সমস্ত অবধান কেন্দ্রীভূত করিয়া শ্রবণ কর।

    অচিরেই পার্‌থে ভারতবর্ষীয় ইনিংস ভাঙিয়া পড়িবার প্রবল সম্ভাবনা। বাকি রহিবে কেবল পার্থেনন-এর মন্দিরসম জীর্ণ ভগ্নাবশেষ।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৪৯ | 69.236.171.48
  • তবে, অপ্পোনের প্রবলেমের ঐ সল্যুশন -- লেখো উইন্ডোজ স্ক্রিপ্ট। কিন্তু তাইলে আর ফর্ম/টর্ম এর দরকার কি? যদি ফর্মের পেছনে ডেটাবেস টেবিল জানা থাকে, তাহলে সোজা ফাইল থেকে সেখানে একটা আপলোড চালিয়ে দাও।
    অবশ্য যদি ফর্ম-এর পেছনে কোথায় ডেটা স্টোর হচ্ছে তা জানা থাকে।
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৪৫ | 122.248.183.1
  • ওরে ওরে লক্ষন
    কোথা ছিলি এতক্ষন
    গিয়াছিনু কচুবনে হাগিবার তরে
    ( ছি ভ্রাতঃ) ******
    নাহি নাহি সারিয়াচি শৌচ কার্য্য কচু পত্রে।

    শৌচ কার্য্য? কচু পত্রে?
    করে নাই কুট কুট ,করে নাই চিন চিন
    নাহি নহি সঙ্গে ছিল
    সুরভিত অ্যান্টি সেপটিক ক্রীম
    বোললীন।

    টিং টিন্টি টিন!!
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৪৪ | 123.242.248.130
  • ও হ্যাঁ, কাল মিতাদির সঙ্গে যুগ্ম ভাট হল দিল্লি হাটে। খাওয়া দাওয়ার হিসেবটা জনস্বার্থে এখানে দিলাম না। শুধু এইটুকু বলে যাই, শেষ পর্যন্ত আমি প্লেট খালি করতে পারি নি, ছাঁদা বেঁধে বাড়ি নিয়ে যেতে হয়েছিল। আর নিজেকে মেট্রো স্টেশন পর্যন্ত টানতে বেশ কষ্ট হচ্ছিল।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৩৩ | 121.242.160.180
  • লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ !
    চলে গেলে তুমি
    একি দুর্লক্ষণ
    এইবারে ধস নামিবে বিলক্ষণ
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৩২ | 122.248.183.1
  • যা ১৩৮/৬
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৩২ | 122.248.183.1
  • লিসিএম দা ঃ-)))))
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১২:৩১ | 121.242.160.180
  • বিরাট কোহলি কুহেলীর ভিতরে মায়া হইয়া গেল !
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১২:২৮ | 69.236.171.48
  • ভারতীয় সায়েন্সিটিস্টরা, এই ধরো, বার্ক বা অন্য সংস্থার বিজ্ঞানীরা - একটা অ্যাটোমিক আর্টিফিশিয়াল মেঘ তৈরী করল - তারপর সেই মেঘ ড্রোন টাইপের কোনো রিমোট ক্যারিয়ারে করে পার্থে পাঠিয়ে দিল। এমন টাইমিং করল যে রাতে এসে মাঠের ওপর ওপর টানা ঝমঝমিয়ে বৃষ্টি ঢেলে দেবে। পরের দিন খেলা ভন্ডুল।
    তার আগে অবশ্য, ভারতীয় স্যাটেলাইট, এই ধরো ইনস্যাট-4b, বা কোনো একটা থেকে এক সূক্ষ্ম রশ্মি পাঠালো, সেই রশ্মি খেলা শুরুর আগের রাতে সোজা এসে পার্থে পিচে হিট করল, আর সমস্ত সবুজ ঘাসকে পুড়িয়ে পিচ ন্যাড়া করে দিল। ওফ্‌, তারপর সেই পিচে দেখতে হয় শচীনদের দৌরাত্ম্য।
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১২:২৬ | 202.91.136.71
  • ল্যাদোশদা, দুটি সমস্যাঃ

    ১) ওয়েব ফর্মে আমাদের হাত দিতে দেবে না। জিনিসটা আমরা ঔন করি না। জাস্ট ইউজ করি।

    ২) ব্যপারটা শুধু ওয়েব ফর্ম না। পেরেগ্রিন নামে হেইচপির একটি টুল আছে, সেইখানেও একই কনসেপ্ট লাগাবার চেষ্টা করা হবে।

    এনি ওয়েআউট?
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১২:১৬ | 122.248.183.1
  • কীভাবে কীভাবে?
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১২:১২ | 69.236.171.48
  • ক্রিকেটে ভারত ঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করছে না। উন্নত প্রযুক্তির ব্যবহার ভারতকে এই টেস্টে হারের হাত থেকে বাঁচাতে পারে।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১২:১১ | 121.242.160.180
  • 'ভগবান (শচীন) বৃদ্ধ হইয়েসেন...'
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১২:১০ | 69.236.171.48
  • অপ্পোনের প্রবলেমটা নিয়ে কটি কথা। এটা এভাবে না করে...। ঐ ওয়েব ফর্মটি কি কোনো ওয়েব সাইটে (ই¾ট্রানেট/এক্সট্রানেট) আছে। যদি তা থাকে, তাহলে ফর্মে একটি ফাইল আপলোড উইটিলিটি লিখে ফ্যালো - একতী বাল্ক আপলোড বাটন দিয়ে দাও, তাতে ক্লিক করলে ফাইল সিলেক্টর আসবে, ফাইল সিলেক্ট করে লোড ক্লিক করলে লোড হবে । তাহলে ব্রাউজারের মধ্যে থেকেই ফ্ল্যাট ফাইল (বা এক্সেল সিএস্‌ভি) লোড করতে পারবে।
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১২:০৪ | 122.248.183.1
  • পার পর দুটি চারের মার। যে লক্ষন কে দেখতে আমরা অভ্যস্ত। রান বাড়লো ভারতবর্ষের। রান বাড়লো লক্ষনের। ভারত , ৪ উইকেটের বিনিময়ে। লক্ষন ২২। এর মধ্যে ৪ টি চারের মার আছে।
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৫৫ | 202.91.136.71
  • হুঁ, তালে কাটিয়ে দিই। কে চেক করবে সব মেশিনে ও জিনিস আছে কিনা।
  • demba ba | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৫৪ | 121.241.218.132
  • JRE না থাকলে চলবে না।
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৫৩ | 122.248.183.1
  • ফান্দা নয় ভান্ডা ঃ-))
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৫০ | 122.248.183.1
  • ISI টই তে দেখো। তোমার ফান্দা ফুঁড়ে দিয়েচে তীর্থং দা।ঃ-))
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৪৯ | 202.91.136.71
  • কারণ এইটা প্রোজেক্টের সব মেশিনে ডিপ্লয় করা হবে।
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৪৮ | 202.91.136.71
  • মেশিনে জাভা না থাকলে চলবে সে কোড?
  • demba ba | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৪৬ | 121.241.218.132
  • জাভা কোড লিখলে খুব সোজা। উইন্ডোজের শেল কতটা কী করতে পারে জানি না।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৪৫ | 121.242.160.180
  • হুঁ হুঁ বাওয়া, টেকি কোশ্নো এগেইন। ;-))
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৩৫ | 202.91.136.71
  • আচ্ছা, ভবিষ্যতে সতর্ক থাকব!

    আরেকটা প্রচ্চেন আছে। একটা ছোটমত টুল বানাতে হবে যেইটা ফাইল থেকে ডেটা রিড করে একটা ওয়েব ফর্মে ডেটা এϾট্র করবে। মানে ম্যানুয়ালি করতে গিয়ে অনকে সময় ঝাড় নেমে যায় অনেকগুলি একসাথে করতে গেলে।

    উইন্ডোজে চালাতে হবে। কীসে লিখব? শেলস্ক্রিপ্ট?
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১১:৩৩ | 69.236.171.48
  • না মানে পশ্চিমবঙ্গে শিল্প খুবই টাফ ব্যাপার। দেশের হাইয়েস্ট পপুলেশন ডেন্‌সিটি এই রাজ্যে, হোল ইস্ট-নর্থইস্ট অঞ্চলের অর্থনৈতিক অনগ্রসরতা, ল্যান্ড প্রবলেম - সব মিলিয়ে কঠিন। সেক্ষেত্রে, শুধু শিল্পদপ্তরেই এত কাজ, তাই সামলে আবার আর একটা দপ্তর।
  • vc | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২৭ | 121.241.218.132
  • ছোট আর কই? একই তো সাইজ আছে - চল্লিশ না কত যেন।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২৬ | 69.236.171.48
  • ও। শিল্প মন্ত্রী, আর তথ্যপ্রযুক্তি মন্ত্রী একই লোক।
    এ দুটো বোধ হয় আলাদা রাখলে ভাল হয়।
    কিন্তু, এট কি গভর্নমেন্টের সাইজ ছোটো করার জন্যে?
  • demba ba | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২৪ | 121.241.218.132
  • ru এক্সটেনশন খুব খতরনাক।
  • vc | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 121.241.218.132
  • ওই একই লোক।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 69.236.171.48
  • এই, এ কি! এই .ru আছে এমন কোনো জিনিসে হাত দিও না বাপু।
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২২ | 202.91.136.71
  • ডেম্বা, আমাকে জিগালে? এই অ্যাড-অনটা লেগে গেছিল। সেইটা সরালাম। কিন্তু ফাফ রিস্টার্ট মারার কথা ভুলে গেছিলাম।

    http://en.wikipedia.org/wiki/Mail.ru

    বোতিন, বাবা, একটু তো কাজ কর। তোমাদের বয়সে তিনচাট্টে কল একদিনে নিয়েছি। ঃ)
  • lcm | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২২ | 69.236.171.48
  • সে তো শিল্প মন্ত্রী। মানে, আগে যা ছিলেন নিরুপম-বাবু।
    কিন্তু, দেবেশবাবুর ডিপার্টমেন্টে কে এখন?
  • vc | ১৩ জানুয়ারি ২০১২ ১১:২১ | 121.241.218.132
  • মোটকুদা মানে পার্থ চাটুজ্জে;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত