এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪০ | 117.194.103.124
  • না মদন বাদ ঃ-))
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৯ | 121.241.218.132
  • মদন শিক্ষিত হলে আমি তো নোবেল পেইচি বার ছয়েক।
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৯ | 121.241.218.132
  • বিগ বি স্যার মদনকে শিক্ষিত বললেন বুঝি?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৫ | 117.194.103.124
  • কেসি, ও ই চেঁচামেচি ,গলগালি ও ই সবের জন্যে ঐ টাইপের অনুষ্ঠন গুলো দেখি না। দেখতে খুব বাজে লাগে দুই পক্ষের ই শিক্ষিত রাজনৈতিক নেতা রা মিডিয়ার এই সব করছে।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৩৩ | 121.242.160.180
  • বাই বাই বাইচুং
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৮ | 117.194.195.84
  • বাইচুং এর বিদায়ী ম্যাচ।
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৮ | 194.126.37.78
  • কিছু একটা মেজর কোনও ব্যাপার ঘটতে চলেছে, এই জিনিসপত্রের দামটাম বাড়া, কোনও সিরিয়াস পলিসি অ্যানাউন্সমেন্ট, এরকম কিছু, তাই এই হঠাৎ করে এরকম খেউরের বন্যার ক্যামোফ্লেজটা তৈরী হচ্ছে।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২১ | 117.194.103.124
  • কোন খেলা?
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২০ | 123.242.248.130
  • হাকিম বলেছেন তো! কাল নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম!
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৮ | 117.194.195.84
  • আজকের খেলাটা ২৪ ঘন্টায় দেখাবে বললো একবার।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৮ | 117.194.103.124
  • তোমার সেই অফ লাইন বন্ধু কেও ( আমার সম্পর্কে বলা) আমি ভালো করে জানি কেসি। ঃ-))
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৬ | 117.194.103.124
  • সি পি এম। ইস্ট- বেংঅল। লক্ষণ। লিস্ট ইজ এন্ড-লেস।
    ঃ-))
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৩ | 194.126.37.78
  • আমি বুদ্ধিমান, এটা তোমার অ্যাজাম্পশন। তোমর অ্যাজাম্পশন ভুল হতেই পারে। তাই তুমি বোঝাতে নাই পারতে পার। ফ্যাক্ট হল আমি বুইতে পারিনি।

    বিটিডব্লু, টেনেটেনে তিণোমুল ছাড়া আর ক্ষী খেলান যায়?? ;-)
  • Ishan | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১২ | 117.194.33.219
  • ফিরহাদ হাকিম নাকি দীপা দসমুন্সি সম্পর্কে বলেছেন -- উনি সতী সাবিত্রী হলে অসুস্থ স্বামীর সেবা করতেন। তা না করে এইসব করে বেড়াচ্ছেন।

    "এইসব' মানে কি সেটা অবশ্য কন নি। জ্জয়ক্কালী।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৩:০৯ | 117.194.103.124
  • কিন্তু খুব সাবধানে থেকো বাপু। WFH থাকলে ক 'দিন বাড়ি থেকেই কাজ করো।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৩:০৭ | 117.194.103.124
  • kc, Good question!! ঃ-))

    আমি একট আই ডি থেকে থেকেই লিখি। তৃনমূলের সমর্থক হিসাবে আমাকে সবাই জানে। সামনে তৃনমূল কে গালাগালি করে , অন্য আই ডি থেকে তৃণমূল কে টেনে খেলাই না।

    তুমি বুদ্ধিমান লোক, আশা করি বোঝাতে পারলাম ঃ-))
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:০০ | 194.126.37.78
  • বোতীন, লোকে বলছে (অফলাইনে অবশ্যই) যে তুমি নাকি দিদি আর দিদির্ভাইদের ফর্মের চোটে আর মুখ দেখাতে পারছনা!! তাই নাক্ষি নাম চেঞ্জ করবার চেষ্টা করছ?

    আমি নই, লোকে বলছে!!

    ডিঃ ম্মঃ
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৩:০০ | 121.242.160.180
  • বোতিন্দা, না সেসব তো নয় এক্ষ-রে দেখে মনে হল। রিপোর্টে সব লেখা নর্মাল। আমি তো বাপু নড়াচড়া কিচ্ছু করিনি, লক্ষ্মী ছেলের মত চুপটি করে আলোর নিচে পা রেখে বসেছিলুম। ডাগদার প্লেট দেখে খালি বলল, হাল্কা হেয়ার ক্র্যাক আছে।
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫৬ | 194.126.37.78
  • ওই ট্যাঁও ট্যাঁও ট্যাঁও ট্যাঁও - ট্যাঁওট্যাঁওট্যাঁওট্যাঁও টা আমি অয়লার্ম টোন সেট করেছি। একবার শুনলেই যথেষ্ট, আর স্নুজ করার ইচ্ছেও হবেনা। ব্যাপক টোনটা।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫৫ | 117.194.103.124
  • ধুর জয়নগরের মোয়া, আমদের বাড়ি তে একট লোক প্রায় ২০ বছর দিয়ে যায়। জাস্ট জাতা।

    দু দি, 'রয়েল বেঙ্গল রহস্য' দেখো। দারুন হয়েছে।
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫২ | 117.194.195.84
  • ব্রতীন, তিলের নাড়ু শেষ -- এখন শুধু জয়নগরের মোয়া ঃ)
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫১ | 117.194.103.124
  • তোমার কি কার্টিলেজ ( তরুনাস্থি ) ভেঙ্গেছে নাকি? নাকি চিড় ধরেছে?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১২:৪৯ | 117.194.103.124
  • দু দি, এখনও তিলের নাড়ুর আশায় আছি কিন্তু... ঃ-))
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১২:৪৮ | 117.194.103.124
  • Integration এ আসছো নাকি অবাস্তব ( নাকি অবাস্তব দা ) ?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১২:৪৬ | 117.194.103.124
  • দু দি, শিবু দার কথা কিন্তু খারাপ বলে নি। তুমি , আমি কিন্তু একটু পুরোনো জেনেরেশ্যান। এখন কার এক বছরের মধ্যে দুটো কেস দেখলাম। জাস্ট ছেলে টার মইনে কম বলে কাটিয়ে দিলো মেয়ে টি। ছেলে টি IBM। যথেস্ট প্রমিসিং। তবুও। এখান কার ছেলে টা হৃদয় থে্‌গকে ব্রেন ব্যবহর করে বেশী। আর বেশীর ভাগ মেয়ে তো ছেলে দের থেকে বেশী প্রায়্‌কটিক্যাল যে কোন দিন। ব্যতিক্রম আছে। তবে সেট নগণ্য। ঃ-((
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১২:৪১ | 117.194.195.84
  • হ্যাঁ ঃ))
  • Netai | ১০ জানুয়ারি ২০১২ ১২:২৯ | 121.241.98.225
  • বডিগার্ডের রিংটোন মানে ঐ ট্যাঁও ট্যাঁও ট্যাঁও ট্যাঁওট্যাঁওট্যাঁওট্যাঁও
    ট্যাঁও ট্যাঁও ট্যাঁও ট্যাঁওট্যাঁওট্যাঁও??
    ঃ))
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১২:২২ | 121.241.218.132
  • চাইলে বেরিয়ে আসা ব্যথাটাকে ধরে রাখতে পারেন, পরে কখনো দরকার হলে লাগিয়ে দিলেই হবে।
  • abastab | ১০ জানুয়ারি ২০১২ ১২:২২ | 61.95.189.252
  • অপু তোমারে সবাই বোতীন বইল্যা ডাকতেছে ক্যান? আর সেই ডাকে যদি সাড়াই দেবা তইলে নাম বদলাইলা ক্যান?
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১২:১৯ | 117.194.195.84
  • যার ব্যথা সেই বোঝে -- আমি পা সিনেমার রিভিউ দিতে যাচ্ছিলাম ঃ)

    কাজু গরম জল ঠান্ডা জল অল্টি এরকম একটা ফান্ডা আছে।
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১২:১৮ | 121.241.218.132
  • গরম জলে পা ডোবান, আর তোলার পর ব্যথাটা যেদিকে সরে গেছে সেখানে ভ্যাকুয়াম ক্লিনার লাগিয়ে সাকশন চালিয়ে দিন। দু তিনবার করলেই ব্যথা বেরিয়ে যাবে।
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১২:১৭ | 117.194.195.84
  • নেতাই, আমি বডিগার্ড দেখে ফেললাম। রিংটোনটা সুপার্ব ঃ))
  • Du | ১০ জানুয়ারি ২০১২ ১২:১৬ | 117.194.195.84
  • শিবুদার বেশ কদিন আগের বর বৌ এর চাগ্রী সঙ্ক্রান্ত বক্তব্যে ক উইথ সাম কথা। ঠিক যে মেয়েরা চাগ্রী না করা ( বেশি মাইনে ইত্যাদি আর মনে হয় না রেলিভ্যান্ট আছে) বর বিয়ে করতে চায় না -- মেন্টাল সেটাপের জন্যই। বরেদের উপার্জন করাটাই তো দস্তুর। এই একই কারনে আস্তে আস্তে একসময় ছেলেরাও (বহু ছেলে অলরেডি ) স্ত্রীর উপার্জন না করাকে মেনে নিতে পারবে না।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১২:১২ | 121.242.160.180
  • এই তো আছে আর কি। Ankle এ শুরুতে ব্যথা ছিল, সেখান থেকে পায়ের পাতার ধারের দিকে আর আঙুলের নিচের দিকে সরে গেছে। ওখান থেকে পায়ের বাইরে গেলে বাঁচি। আচ্ছা গরম জলে পা ডুবিয়ে রাখলে তো কাজ দেয় না? ওটা রোজ করছি দুবার ২০-৩০ মিনিট করে।
  • bb | ১০ জানুয়ারি ২০১২ ১২:১১ | 122.248.161.59
  • শার্লক হোমস দেখলাম, দারুণ লাগল। একদম অন্য দৃষ্টিভঙ্গী নিয়ে বানান, দারুণ উইটি এবং বেশ কিছু জায়গায় ক্যামেরার কাজ দুর্দান্ত।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১২:০৮ | 117.194.98.217
  • দারুন লিখলাম তো। পরাণ অসাধরন।

    পা কেমন, কাজু?
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১২:০৮ | 121.242.160.180
  • পাউলি-পার্ণোর বেডরুম দেখে এসো !
  • Netai | ১০ জানুয়ারি ২০১২ ১২:০৪ | 121.241.98.225
  • ডন্টু দেখে ফেলেছো? এই বাজারে সেরা ছবি, অথবা বলা যায় মন্দের ভালো।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১২:০৪ | 121.242.160.180
  • বোতিন্দা কি এখন থেকে অপু নামেই লিখবে? মাঝেমাঝে ভুল হয়ে যাচ্ছে বুঝতে। র-বে-র কেমন লেগেছিল, লেখোনি তো?
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১১:৫৮ | 117.194.98.217
  • এক পিস সিনেমা সাজেস্ট করো। আজকে যেতে পারি তেমন বৃষ্টি না হলে।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১১:৫৫ | 123.242.248.130
  • আরে, এই আর্টিকলটাও তো নির্মল আনন্দের টইতে যাবে!

    অ্যাই জাপান, পবঙ্গে ইনভেস্ট করবি কিনা বল, নইলে তোর একদিন কি আমারই একদিন ঃ-)))
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১১:৩০ | 121.241.218.132
  • http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Mamatas-grilling-turns-front-row-into-hot-seat/articleshow/11430079.cms

    টাইম্‌স অফ ইন্ডিয়ার হেডলাইনগুলো অদ্ভুত। একটা লিখেছে "স্কোর্‌স বিগ অন স্লো পিচ", পাশেই এই খবরটা। এরকম অদ্ভুত রোয়াব নেওয়া বাক্যালাপ হলে স্কোর হাই কি করে হয়? নাকি রোয়াব নিলেই স্কোর হাই?
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১১:২৭ | 117.194.98.217
  • কালকে রাত ২ঃ৩৫ অবধি 'আরক্ষণ' দেখলাম। দারুন লাগলো।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১১:২৪ | 123.242.248.130
  • চন্দ্রভানু বসাক এখনও ওখানে আছে। অনুষ্টুপ শেঠ নামটাও কি চেনা চেনা ঠেকে?
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১১:২০ | 121.241.218.132
  • অণুশক্তিনগর = BARC

    অর্থাৎ de আছেন BARC-তে। দারুন তো।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১১:১৬ | 123.242.248.130
  • দে অণুশক্তিনগরে থাকো? তোমার পাড়ায় বেইবেই গেছিলাম সেই ২০০৭ সালে।

    ওখানে চন্দ্রভানু বসাককে চেনো? ঐ গোরু খোঁজারই কাজ করে সেখেনে।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১১:১৫ | 123.242.248.130
  • গো-ভীড়ে যাও, আরো গো-ভীড়ে যাও ...
  • de | ১০ জানুয়ারি ২০১২ ১১:১৪ | 180.149.51.68
  • কাজু, রেস্ট নাও ক'দিন বাড়িতে, হাঁটাচলা যত কম করা যায় ততৈ ভালো!
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১১:১৪ | 121.241.218.132
  • ইশাঞ্জী গরু পুষলেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত