ধুস্! আমার নিশির রেসিপে একদম পছন্দ হ'লো না। চিনি কমও নয়, একেবারেই নেই। ঃ(
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৯ | 128.231.22.133
আমি যে আমি সেও কিনা তাতিনের পালায় পড়ে কুমীর ভাজা খেয়ে ফেল্লুম। অবশ্য খেয়ে ধন্য ধন্যও করে এলুম। কাজুন খানা খাসা, সত্যই। তবে নিউ অর্লিয়েন্সের আসল সোয়াদ তো আমি অন্য কিছুতে পেয়েছিলুম। কী বলো দিকিনি ?
এটার মধ্যে কড়াইশুঁটি ও দেওয়া যায়, বেগুন ও দেওয়া যায়, যা যা মন চায়। বড়ি ও দেওয়া যায়, তবে সেক্ষেত্রে আগে ভেজে তুলে রাখতে হবে বড়ি, পরে অ্যাড করে দিতে হবে। হাত আছড়ার চেয়ে বেশি জল দিতে হবে সেদ্ধর জন্য, ঢেকেও দেওয়া যেতে পারে। সেটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। ঃ-)
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৮ | 139.124.3.100
মুলো ঘন্ট করলে কেমন হয়। ঘন্ট কিন্তু অথেন্টিক বাঙালী রান্না বাঙালীর ইতিহাসে আছে।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৬ | 59.93.246.171
নিশি এটা দিয়ে নাম হবে না। আরেকটা বলো।
kd | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৬ | 59.93.201.151
আমার পিপির জন্যে খুব দুক্কু হয়। কোন এক কমেডিয়ান (স্টিভ মার্টিন মনে হয়, জর্জ কার্লিনও হ'তে পারে) বলেছিলো ইন্ডিয়ানা ইজ দ্য আর্মপিট অফ ইউএসএ।
ডিঃ নো অফেন্স মেন্ট। ঃ)
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৬ | 139.124.3.100
এখন শুনে মনে পড়লো হোস্টেলের অতি অল্প যে কটি খাবার ভালো লাগত এটা তারমধ্যে অন্যতম।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৪ | 59.93.246.171
আকা এটা খুব কঠিন।
nk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৪ | 151.141.84.194
আরে এই সুমধুর শীতকালে কলিকাতায় ভেজি রান্নার তো পরম সুসসময় ম্যাক্সিদি! ফুলকপি আলু গাজর বরবটি ক্যাপসিকাম আর যা যা মন চায় সব কুটি কুটি করে কাটুন,তেল গরম করে ফোড়ন দিন, তারপরে সবগুলো দিয়ে নাড়ুন চাড়ুন, ভাজা ভাজা হলে হাত আছ্ড়া জল দিন, স্বাদ বাড়াতে টমাটো পেস্ট ও দিতে পারেন, স্বাদমতো নুন দিন, হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত বা গরম রুটির সাথে। ঃ-)
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৩ | 139.124.3.100
আমিও সহজ ভেজ রেসিপির অপেক্ষায় আছি। আমার প্রিয় সহজ ভেজ হল কুড়কুড়ে আলুভাজা।
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২৩ | 168.26.215.13
আরে নানা এসব কি রোজ রোজ খাই। হেলদি খাবার বউ রাঁধে আমি রাঁধি আনহেলদি খাবার দাবার।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২২ | 59.93.246.171
যে কোনও প্রদেশের।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:২১ | 76.114.73.71
ওম্মা, আকু! অল পার্পাস ফ্লাওয়ার? হোয়াইট শুগার? বাটার? এই কি তোমার হেলথি খাওয়া দাওয়ার নমুনা?
ইন্ডিয়ায় করা সম্ভব। সবকিছুই পাওয়া যায় আজকাল। আমি অবশ্য একটু বেকন দিই, আর লাস্টে বিস্কুট গুঁড়িয়ে ফেলে দিই।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৯ | 76.114.73.71
না রে বাপ! আমরা কোন পুজোতেই যাইনি কোনদিন। অন্য কোথাও দেখেছেন হয়তো।
মিনিদি, বাঙালী রান্নাই হতে হবে না অন্য প্রদেশের হলেও চলবে?
nk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৮ | 151.141.84.194
এইমাত্র দেখলাম! কেসির রেসিপি লেখার কায়দাটি তো চমৎকার! দারুণ! মশাই আপনি "ক্ষুধায় সুধা" নামে একটা রেসিপি সংকলন বার করুন, ছোটো ছোটো ঝগড়া আর মিলের ছোটোগল্প, ভিতরে রেসিপি। ঃ-)
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৭ | 129.74.191.152
দূর্গাপূজোর কোন অনুষ্ঠানে কখনো কি গিয়েছিলে/গিয়েছিলেন তোমার কত্তামশাই?
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 168.26.215.13
কি মিল কি মিল। আমরাও মন্দিরের অনুষ্ঠানে যাই না। একবারই গিয়েছিলাম, অত্যন্ত বিরক্ত হয়েছিলাম।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 59.93.246.171
আমার এক বন্ধু ভেজি খায়। একটা চটকদার ভেজি রান্না বলো তো কেউ।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 129.74.191.52
না না তোমায় নয়, তোমার কত্তাকে মাঝেসাঝে দেখেছেন বললেন। আর তোমাকেও এমনি কোন সূত্রে জানেন।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 76.114.73.71
নিশি, তা বহুদিন আগে দেখেছি, তখন চৈনিকই মনে হয়েছিলো বটে।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৫ | 76.114.73.71
পিপি, মনে হচ্ছে উনি অন্য কারু সাথে গুলিয়ে ফেলেছেন। আমি তো কোনদিন মন্দিরে কোন অনুষ্ঠানে যাই নি !! কিম্বা হয়তো আমার নেমসেক আছে কোন।
nk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৪ | 151.141.84.194
কেকে, "নীল আকাশের নিচে" সিনেমাতে কালীবাবুকে সত্যি ই কি চৈনিক মনে হয়? ঃ-)
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১৪ | 59.93.246.171
এইটে আমার বন্ধুদের খাইয়ে তাক লাগিয়ে দেব।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১২ | 129.74.191.152
হ্যাঁ উনিও তাই বললেন যে মন্দিরে কয়েকবার অনুষ্ঠানে দেখেছেন। উনি যতদূর মনে পড়ছে কোন একটা হসপিটালে কাজ করেন।
kc | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১১ | 178.61.96.29
ম্যামিদি, এক্দম।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১১ | 129.74.191.152
হ্যাঁ তকাই, আমার এতাবৎ জীবণে ইন্দো চৈনিক ফিউশন এই প্রথম দেখলাম। এবং দেখে, কি বলব উলুতপ্লুত হয়ে গেলামঃ-) ছেলেটি তেলুগু, মেয়েটি চৈনিক এবং গুলটি কে চোখের জল ফেলাতে পারে এমনি ঝাল খায়ঃ-)
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১০ | 59.93.246.171
কেসির রান্নাটা আমি কালকেই করব। মটরশুঁটি কাঁচাই বাটব তো?
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১০ | 76.114.73.71
ওঃ। এখানে বাঙালী সেরকম কাউকে অবশ্য আমিও তেমন চিনিনা। হয়তো আলাপ হয়েছে কখনো।
kc | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:১০ | 178.61.96.29
সেটাও যদি মনে না থাকে, তারমানে পিপির আইফোং আরেকবার জলে পড়ার সময় হয়ে গেছে। ঃ-)
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৯ | 139.124.3.100
ওরে বাবা ইন্দোচৈনিক ফিউশন এনগেজমেন্ট পার্টি হয়? অমি ভাবতাম চীনেরা খালি আমাদের ব্যাথাদেবার ধান্ধায় অছে।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৯ | 59.93.246.171
কেকে :)
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৯ | 129.74.191.152
না না সে ভদ্দরলোক পাতি বাঙ্গালী। যাদের এনগেজমেন্ট হল তারা ইন্দো চৈনিকঃ-)
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৮ | 76.114.73.71
ভদ্রলোক ইন্দো না চিনে সেটা মনে আছে পিপি?
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৭ | 129.74.191.152
সেদিন সন্ধ্যেবেলা আবার ইন্দো চৈনিক ফিউশন এনগেজমেন্ট পার্টি ছিল, সেখানেও গেছিলাম। সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা হল (নাম ভুলে গেছি, এমনকি দেখতে কেমন সেটাও মনে নাই)। তো তিনি কইলেন তোমাদের চেনেন তবে পরিচয় নেই তেমন।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৭ | 76.114.73.71
আমি মিনিদির রেসিপিতে ক দেবোনা। এই রান্নাটা আমার একদম ভালো লাগেনা ঃ(।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৬ | 139.124.3.100
রেসিপিতে অবশ্যই ক আমি তো সবাইকেই ক দি।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৫ | 129.74.191.152
এই রে! কোন দিক সেতো খ্যাল নাই। মনে হয় ওয়েস্ট টাউন।
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৫ | 168.26.215.13
আরে ওটাকে দাবানোর জন্য কাঁচা হলুদের, সর্ষের আর কাঁচা সর্ষের তেলের গন্ধ দিতে হবে। ব্যপক হয়েছে। তবে এসব সঙ্কেÄও একটু মেছো গন্ধ থাকবে।
বাস- ইন্ডিয়ান দোকান থেকে লাহোরি মিক্স কিনে এনো। তারপর ছোট ছোট স্কোয়ার করে বাস কেটে লাহোরি মিক্সে আধ ঘন্টা টাক ভিজিয়ে রাখো। পরে খানিক বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে ছাঁকা তেলে ভাজো। গ্র্যান্টি রইল।
জৈবনে কত ধরেছি - কেপ কড বে'তে দশ-বারোটা ঘন্টা দু'একএর মধ্যে। আর দোকানে কিনতে গেলে কী দাম!
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৪ | 129.74.191.152
থ্যাঙ্কু কেসি। তিলাপিয়া দিয়ে এইটা নামাতে হচ্ছে।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৪ | 76.114.73.71
পিপি কি ওয়েস্ট টাউন মল্ এ গেছিলে? না ইস্ট টাউন?
আকু, তুমি যে খুব ভালো রাঁধিয়ে তা তো আমি জানিই। এই বাচ্চা মেয়েদুটোর কথা বললাম। এই যে বলছে মাছ এড়িয়ে চলে, তাই।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৩ | 59.93.246.171
তকাই একদম ঠিক। কইমাছের ট্র্যাডিশনাল রেসিপি।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৩ | 139.124.3.100
বাটি চচ্চড়ি কি করে বানায়?
kc | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০৩ | 178.61.96.29
Name: kc Mail: Country:
IP Address : 89.203.49.18 Date :25 Jun 2011 -- 09:58 PM
যে কোনও ছুটির দিনে বরপশীতল দৃষ্টি উপহার পেলে কীই বা আর করবেন বলুন? সিম্পলি বাজারে যান। নিয়ে আসুন কোনও পাকা মাছ, যেমন রুই বা কাতলার পেটি নয়তো ভেটকির ফিলে।
বাড়ি এসে মাছকে ধুয়ে অল্প নুন হলুদ মাখিয়ে ফেলে রাখুন, কিছু পরে হালকা করে ভেজে রাখুন। এবার ডিডির স্টাইলে একটা পেস্ট বানান। উপকরণ বেশী কিছু না, বেশ কিছুটা কড়াইশুঁটি, একটা সবুজ ক্যাপসিকাম, কিছুটা নঙ্কা। কোনটা কতটা? ডিপেন্ড করবে আপনি 'বেসিক্যালি' কী তার উপর। মানে আপনি ঘটি না বাঙ্গাল, লুরুওয়ালা নাকি এনারাই এইসব হ্যানাত্যানার উপর।
তা এবার কড়াইতে মাখম গরম করুন। অল্প সাদা জিরে ফোরণ দিন। এবার দিন ঐ পেস্টটা। ভালকরে কষান। নুন দ্যান। মাঝে মাঝে জলের ছিটে দিন। কষান হয়ে গেলে অল্প জল দিয়ে মাছ ছেড়ে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঝোল ব্যাপারটাই রাখবেননা। গা মাখামাখা হবে ব্যাপারটা।
এটার নাম গ্রিন ফিশ বলতে পারেন, তিণোমূলি মাছ, তাও বলতে পারেন। গরম বাসমতীর সঙ্গে জমবে। এতটাই জমবে যে খাওয়ার টেবিলে বউয়ের 'বকলমে' আপনার হারিয়ে ফেলা 'জিএফ' এর দেখাও পেতে পারেন।
উইশ য়্যু বেস্ট অব লাক।
Name: kk Mail: Country:
IP Address : 71.236.36.122 Date :27 Jun 2011 -- 10:11 PM
আমি কেসি'র এই সবুজ মাছটা বানিয়েছিলাম। যা যা বলা আছে তার সাথে একটু সেলেরী সীড্স আর বালসামিক ভিনিগার দিয়েছিলাম। দিব্যি খেতে লাগলো।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০২ | 129.74.191.152
ইইইইক! নাহ আকাকে ভরসা করা গেল না! ঐ স্মেল্টের যে কি স্মেল! মাগো!
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০২ | 59.93.246.171
রেসিপিতে ক দাও বলছি। নইলে আমি যাব না।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:০২ | 139.124.3.100
এটা কি কইমাছের একটা ট্র্যাডিশনাল রেসিপি নয়। অবশ্য ইদানীং ভদ্রস্থ কই আর সহজে মেলে কই। কোলকাতায় নিশ্চয় আরই দুর্লভ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন