এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৪৭ | 59.93.202.250
  • মানে সবারই জানা, আমি বেকার খাটছি তাই সিকি?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৪৬ | 59.93.202.250
  • সিকি এই লিং আমাকে কেন দেওয়া?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৪৫ | 122.177.189.106
  • রেশমীদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে? গাজিয়াবাদ তো ভেসে যাচ্ছে, কড়াক্কড় বাজ পড়ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৪৪ | 59.93.202.250
  • দ্বিতীয় কথাটা ঠিক নয় শিবু। আমাদের দেশে চাকরির সুযোগ কম। একজন যদি কলকাতায় চাকরি করে তাহলে অন্যজঙ্কেও কল্কাতাতেই চাকরি পেতে হবে। সে নাহয় তাও হল। কিন্তু একজনের যদি ছত্তিশগড়ে চাকরি হয় তাহলে অন্যজনকেও সেখানেই চাকরি পেতে হবে। বদলির চাকরি হলে তো আরো-ই হয়ে গেল। সংসার করতে গেলে একসঙ্গে থাকতে ইচ্ছে করে।
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৪৩ | 117.194.97.196
  • শিবু দার ১০ঃ২২ র এক নম্বর পয়েন্ট এ বড় করে ক। কিন্তু ব্যতিক্রম আছে।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৩৯ | 59.93.202.250
  • ৫ থেকে ৮ লক্ষ এই অংশের ওপরে ২০ পারসেন্ট রেটে ট্যাক্স বসবে, ৮ লক্ষের ওপরে বাকি যা আয় তার ওপরে ৩০ পারসেন্ট রেটে। রেশমী এবারে আরেকবার হিসেব করুন।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৩৯ | 117.194.97.196
  • রেশমী মানে কি মিসেস মান্না ? ভূল হলে মাফ করে দেবেন।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৩১ | 122.177.189.106
  • ভাবো, এমন দিনও দেখতে হল। রেশমী এসে গুরুতে লিক্‌চে!!! কত নম্বর আশ্চর্য হবে এটা তাই ভাবছি ঃ-))
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:৩০ | 59.93.202.250
  • এক ব্যক্তি বছরে যত টাকা আয় করেন তার সবটা ট্ট্যাক্সেবল না। ছেলেদের বেলায় ট্যাক্সেবল ইনকাম বার করতে হবে টোটাল ইনকাম থেকে এক লক্ষ আশি হাজার টাকা বাদ দিয়ে। মেয়েদের বেলায় এক লক্ষ নব্বই হাজার টাকা বাদ দিয়ে।

    ট্যাক্সেবল ইনকামের মধ্যেও বিভিন্ন অংশের ওপরে বিভিন্ন রেটে ট্যাক্স। একই ব্যক্তির আয়কে অংশে অংশে ভাগ করা হবে। প্রথম এক লক্ষ আশি/ নব্বই হাজার অংশের ওপরে ট্যাক্স রেট জিরো। পরের অংশের ওপরে (৫ লক্ষ অবধি) ১০ পারসেন্ট রেটে ট্যাক্স ধরা হবে। অ্যান্ড সো অন।
  • Reshmi | ০৬ জানুয়ারি ২০১২ ২২:২৩ | 182.68.249.86
  • স্বনামে লিখলে দেখছি এখানে জনতা চিনতে পারে না ঃ)
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ২২:২৩ | 122.252.231.10
  • আমার মত নন-দিল্লিওলাও বুঝে গেল!

    খ্যাক। ঃ)
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১২ ২২:২২ | 74.125.59.177
  • দুইখান কথা।

    আমি এখন পর্য্যন্ত খুব বেশী মেয়ে দেখিনি যারা নিজের চেয়ে কম রোজগার করা ছেলেকে খুশী মনে বিয়ে করবে।

    চাগরি কত্তে না হলে (প্রয়োজন না থাকার জন্য) বেশীর ভাগ লোকই খুশি হয় (ইনক্লুডিং মি)। যে সব মেয়েরা (মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত) বলে স্বামী, শ্বশুরবাড়ীর জন্য তাদের চাগরি করা হয় নি, তারা বেশীর ভাগ ক্ষেত্রে আসলে চাকরি কত্তে খুব ইন্টারেস্টেড নয়।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ২২:১৯ | 122.177.189.106
  • ল্লেপ্পঃ, এটা কি আমাদের রেশমী নাকি?
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ২২:১৫ | 123.238.19.37
  • @demba ba
    আমি নিউক্যাসলের খুব কম ম্যাচ (এই ধরেন চার পাঁচটা, আগের মরসুম মিলিয়ে) দেখে এরম জেনেরালাইজ্‌ড কমেন্ট করে ফেলেছি। কিচু মনে লিবেন না স্যার।
    ঃ-)
  • pharida | ০৬ জানুয়ারি ২০১২ ২২:১৩ | 182.68.249.86
  • এই সেরেছে, সিকি রেশমীকে আপনি বলে কেন?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ২২:০০ | 59.93.202.250
  • ফর্মে টোটাল ইনকাম বসিয়ে বসিয়ে দেখার দরকার কি? নিয়ম তো জয়ন্তীর লিং এই দেওয়া আছে।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ২১:৪৮ | 112.133.206.18
  • ডাইরেক্ট ট্যাক্স কোডটা কী জিনিস?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ২১:৪৩ | 122.177.189.106
  • রেশমী, আপনি নিশ্চিতভাবে অনিশ্চিত। গতবছরেও ছিল, তার আগের বছরেও ছিল, এ বছরেও আছে।

    পরের বছর ডিরেক্ট ট্যাক্স কোড চালু হবার কথা। তখন কী হবে জানি না।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ২১:২৯ | 122.252.231.10
  • এইবার আমি কম রিফান্ড চেয়ে বেশি পেয়েছি। ওরা নিজেরাই ক্যালকুলেট করে ঠিক করে দিয়েছে।

    সো রেশমী, চিয়ার আপ। ঃ)
  • Reshmi | ০৬ জানুয়ারি ২০১২ ২১:২৬ | 182.68.249.86
  • ঃ((
  • aka | ০৬ জানুয়ারি ২০১২ ২১:২৫ | 168.26.215.13
  • রেশমি তক্কো করতে গিয়ে কেস খেয়ে গেছে। ঃ)

    বেশি ট্যাক্স কাটলে আবার সাবমিট করা যায় না?
  • Reshmi | ০৬ জানুয়ারি ২০১২ ২১:২৪ | 182.68.249.86
  • আমি ব্যাপক ঘেঁটে গেলাম। অফিসে গিয়ে ক্যালকুলেশন দেখব। আমার থেকে বেশি ট্যাক্স কেটে নিল নাকি?
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ২১:১৮ | 112.133.206.18
  • এইখানে তো কিন্তু বলছে ছিল।

    http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/taxcalc.aspx

    নেট ইনকাম ৫০০,০০০ দিয়ে দেখলাম আলাদা আসছে। ২০০৮-০৯ থেকে সব কটা অ্যাসেসমেন্ট ইয়ার দেখলাম।
  • Reshmi | ০৬ জানুয়ারি ২০১২ ২১:০৩ | 182.68.249.86
  • ২০১১-১২ তে আবার করে থাকতেও পারে, রিটার্ন ভরার সময় দেখব, কিন্তু ২০১০-১১ তে ছিল না সে ব্যাপারে আমি নিশ্চিত। । আমি রিটার্ন ভরার সময় তো ট্যাক্স ক্যালকুলেশন নিজে চেক করি, তাই তখন এটা নিয়ে আলোচনাও করেছিলাম অনেকের সঙ্গে।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ২১:০২ | 112.133.206.18
  • ১৮০,০০০ আর ১৯০,০০০
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ২০:৩৪ | 122.177.189.106
  • বিবি এবং রেশমী টোটাল ভুল। মেয়েদের ট্যাক্সে বেশি ছাড় এখনও আছে। এই ২০১১-১২ বিত্তবর্ষেও। ভালো করে নেট দেখে নিন।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ২০:২১ | 117.194.102.10
  • ও হো। কিন্তু কে? চিনি চিনি মনে হচ্ছে। কিন্তু চিনতে পারছি না ঃ-((
  • takaai | ০৬ জানুয়ারি ২০১২ ২০:১৯ | 139.124.3.100
  • ব্রতিন হজবরল পড়েনি, টকাই নয় আমার নাম তকাই।
  • demba ba | ০৬ জানুয়ারি ২০১২ ২০:১৭ | 14.96.119.166
  • স্টোক বা উলভ্‌স বা বিগ স্যাম ফিলজফির কোনো টিম হলেও বা কথা ছিলো। কিন্তু নিউক্যাসল? নাঃ। অন্য লীগই হবে।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ২০:১৭ | 117.194.102.10
  • টকাই কি দীপু?
  • takaai | ০৬ জানুয়ারি ২০১২ ২০:১৫ | 139.124.3.100
  • মিনিদি নর্ডিক মডেল কি, ঐ রেশিও বেঁধে দেওয়া। তাহলে কি আপনি সব সমান করার কথা বলছেন ওতো আমার প্রাণের কথা তবে ও কথা বললেই সবাই পালায় আজ অব্দি এক জন সাপোর্টার মিলল না। এক ধাক্কায় ওটা করা শক্ত মনে হয়। আস্তে আস্তে রেশিও কমাতে হবে এবং অবশেষে এক হয়ে যাবে।
  • demba ba | ০৬ জানুয়ারি ২০১২ ২০:১৩ | 14.96.119.166
  • নেতাই কোন নিউক্যাসলের কথা বলছেন? ইপিএলের নিউক্যাসল নিশ্চয় নয়, কারণ অপ্টা স্ট্যাট্‌স এবং এক্সপার্টরা অন্য কথাই বলেন। অন্য কোনো লীগ - মার্স বা জুপিটারের হবে বোধ হয়, তাই না?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:৪৫ | 59.93.202.250
  • বয়েস ষাটের নীচে হলে মেয়েদের ট্যাক্স ছাড় ছেলেদের চেয়ে বেশি নয়? এখনও আছে বোধ হয়। নেই?
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:৪২ | 117.194.102.10
  • মকরধ্বজ টোটাল ড্রেরাইভার তো!! ঃ-))
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:৩৭ | 122.160.159.184
  • বি বি,হতেই পারে,লিংএ দেয়া তথ্য ঠিক নয় তাহলে।

    আমিও ভাবছিলাম অর্পণকে জিজ্ঞেস করি।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:৩৬ | 117.194.102.10
  • জমে ক্ষীর তো!!

    যাগ গে। বাংলা গানে সবাই কাঁচা। একট পাতি কুইজ দিলাম। কেউ ট্রাই নিল না।

    উত্তর টা বলে দিঃ

    গান ঃ' ওগো বৃষ্টি আমার' । গায়িকা হৈমন্তী শুক্লা। সুরকার হেমন্ত।
  • bb | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:৩২ | 117.195.188.247
  • কুমুকে ক দিলাম। খুব স্পষ্টভাবে বলেছেন প্রফেশনাল কথা। এখানে কেউ বউকে ঘর থেকে বেরতে দেয় কিনা অবান্তর প্রশ্ন।

    রেশমী আপনি ঠিক , গত বছর থেকে এটি উঠে গেছে।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:২৯ | 122.160.159.184
  • মকরধ্বজ(ড্রাইভারের নাম)এসে গেল,বাড়ী যাই।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:২৫ | 59.93.202.250
  • নাঃ ভিসি ঠিক বলেছিল। আমরা ভালো খেলিনি। টিমওয়ার্কের অভাব। এই যেমন, দেবযানী জোন স্মিথের লেখা দিয়েছিল সেটা এতক্ষণ বাদে পড়লাম।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:০৫ | 122.160.159.184
  • নেতাই যা বল্ল,মেয়েদের বেরোনো ইঃ,তাও ঠিক,চমকাব না।

    অনেক পুরুষ সিংহ দেখেছি,যারা ইমেজ বানানোর একমাত্র উপায় হিসেবে,ফোন তুলে বৌ/বাচ্চাকে ধমক দেয়(অন্য প্রান্তে কেউ থাক বা না থাক)।

    "মিটিং-মে লেডিসকো জাদা বোলনা আচ্ছা নেহী লাগতা" csir এর মহিলা বৈজ্ঞানিকের উক্তি।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:০৩ | 204.138.240.254
  • ঃ-)
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৯:০২ | 204.138.240.254
  • মানে বলতে চেয়েছিলাম রাউন্ড অফ সিক্সটিন। মাই ব্যাড।
  • stoic | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৫৮ | 160.103.2.224
  • ওকে, ওকে। মাই অ্যাপোলজিস। ওভার রিয়াক্ট হো গয়া থা। এনিওয়ে ২২ তারিখ মিলেঙ্গে। উস দিন আপ জিত গয়ে তো ম্যায় খুদ আকে আপ সে বোরোলীন লে যাউঙ্গা। ঃ-)
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৫৮ | 204.138.240.254
  • বাড়ি যাই।

    যাবার আগে কমরেড স্টৈককে হনেস্টলি জানাতে চাই যে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের বিলেতের দুটি টিম মনে হয় কোয়ার্টার ফাইনালেই ফুটবে। আপনারা থাকলে তাও কিছু আশা ছিল।

    হ্যাপি উইকেন্ড। ঃ)
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৫৭ | 122.160.159.184
  • http://finance.indiamart.com/taxation/income_tax/rates.html
    ২০১১-১২ আর্থিক সালেও আছে,মেয়েদের বিশেষ সুবিধে(ছেলেদের ১,৮০,০০০ ও মেয়েদের ১,৯০,০০০ পর্যন্ত ট্যাক্স লাগবে না) ।

    তবে নেতাই যা বলছে,অত ফারাক হতে পারে না।৫০০০০ মাইনে পেলে সকলকে একই ট্যাক্স দিতে হবে।

    কেউ বললেন,মেয়েদের মুচকি হেসে আগেভাগে বেরিয়ে যাবার কথা।এই মেয়েদের ও তাদের বসের চাকরী যাওয়া উচিত,নো গ্রাচুইটি।
  • aka | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৫৭ | 168.26.215.13
  • ম্যাক্সিদি পুঁজিবাদি ব্যবস্থা কি? কে আবিষ্কার করল?
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৫২ | 204.138.240.254
  • আমি চটি নাই কমরেড। ঃ)

    তবে আপনার 6:15 pmওয়ালা রিঅ্যাকশনটা থোড়া জোরসে লাগা। উমিদ নাহি থা। ইয়ে দিন ভি দেখনা পড়া। ঃ(
  • stoic | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৪৮ | 160.103.2.224
  • আহা চটেন কেন? ঃ-)
    আয়াভ গট নাথিং এগেইনস্ট অঁরি। হি ইজ আ গ্রেট প্লেয়ার ইনডিড। আর শুধু সম্মানজনক রিটায়ারমেন্ট হলে নো পবলেম। তবে রিটায়ার করবে কিনা আমি কনভিন্সড নই। দু মাস খেলে আবার মেজর লীগ সকারে ফিরে যাবেনা কে বলল? আর এমিরেটস স্টেডিয়ামে নিজের স্ট্যাচু বসানোর থেকে আর বেশি কি সম্মান পাবে আই ডোন্ট নো।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৩৩ | 59.93.202.250
  • আমার বাবারা বলতেন পুঁজিবাদি ব্যাবস্থাকে 'প্যাল্লা দিয়ে' ঠেকিয়ে রাখা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত