এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ১৯:০২ | 168.26.215.13
  • আমার কেমন মনে হয় দাদু অমিতো রায় লিখেছিলেন সৌমিত্রকে মাথায় রেখে। সাধে কি ওনাকে দূরদর্শী বলে লোকে।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৯:০০ | 121.242.160.180
  • স্বর্গে গিয়েও ধান ভেনে চলে ঢেঁকি
    গুরুতে এসেও সাজু চেয়ে যায় টেকি
    নানাবিধ ঝামেলায়
    কচুকাটা হয়ে হায়
    সুরাহা চাইতে আসে, নয় তাহা মেকী
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৮:৪৪ | 121.242.160.180
  • কী দশা ! গোল গোল ঘুরেই যাচ্ছে !
  • vc | ১২ জানুয়ারি ২০১২ ১৬:৩৪ | 121.241.218.132
  • রিঃ অমিত মিত্র - এটা হতই বা হবেই, আজ নয়তো কাল। AMRI নিয়ে FICCI-র স্টেটমেন্ট দেখে মনে হচ্ছিলো।

    গুরুতে প্রায় সবাই টেকি। দেখলে মনে হয় আইটি পাবলিকদের দুকুরের ঠেকঃ-)
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৬:২১ | 121.241.98.225
  • সিকিদা কোথায় গেছে জানি।
    ঃ)
  • kumu | ১২ জানুয়ারি ২০১২ ১৬:১৯ | 122.160.159.184
  • কাজু,থাংকু,১ঃ৫৩।তবে আমি ভাবতাম ১৪ জানু,কেন কে জানে।

    তবে নেতাইও কিছু পড়ে না,বল্লাম না লিং খোলে না আপিসে।
    আর কুমুদি বাজে কতা কয় না,সিকির সাড়া পাচ্চ?তবে?
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৬:১৭ | 121.241.98.225
  • Will a peeved Amit Mitra resign as WB finance minister?:
    More on those rumours of West Bengal finance minister Amit Mitra quitting his portfolio. Our correspondent in Delhi says that rumours are rife that Mitra is likely to quit the post as he is fed up with the 'no tax' policy of Chief Minister Mamta Banerjee.

    Mitra has been upset for a while over the state of public finances. A Financial Express report says that West Bengal has not been able to do much to raise revenue and it has not even placed a budget this fiscal and Banerjee has resisted fresh taxation.



    http://news.rediff.com/commentary/2012/jan/12/liveupdates.htm
  • demba ba | ১২ জানুয়ারি ২০১২ ১৬:১৬ | 121.241.218.132
  • সিট্রিক্স সার্ভার
  • demba ba | ১২ জানুয়ারি ২০১২ ১৬:১৫ | 121.241.218.132
  • যুগ = বারো বছর
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০৮ | 121.242.160.180
  • ওই Restart the server বলতে কোনটা? এটাই টইতেও লিখে এলুম।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০৭ | 122.248.183.1
  • ইয়ে, ডাম্বু দা কী আসলে সত্য যুগের? ঃ-))
  • demba ba | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০৬ | 121.241.218.132
  • আমি একযুগ আগে কিছুদিনের জন্যে Citrix ব্যাভার করেছিলুম। তবে এরর মেসেজ দেখে পোর্টের ইস্যু বলে মনে হল - সাপোর্টের একটা লিংক দিয়েছি, দেখো কিছু বেরোয় কিনা।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 122.248.183.1
  • ডাম্বু দা উত্তর দিয়ে দিয়েছে। গুরু র অন্যতম টেকি।
  • bb | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০৩ | 117.195.164.13
  • কাজু Citrix বড়ই টেকনিকাল, তার-ওপরে installation ওটা শমীক বা রাত্রে কেউ উত্তর দেয় দেখঃ)
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 121.241.98.225
  • কাজু, একটা লিং দেওয়া হয়েছে। পড়াশোনা করে দেখো। লাভ না হলে বলো।
    (এমন ভাব করলাম যেন আমি ই লিং দিয়েছি ঃP)
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৬:০১ | 121.242.160.180
  • লোকে এত নাকি ওঃফ্রঃহোঃ করে। এটা তো অনেক জায়গাতেই ইউজ হয়।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫৯ | 121.242.160.180
  • অন্যসময় দেখো আর কেউ কোশ্নো দিতে না দিতেই উত্তরের বন্যা বয়ে যায়। আর এটা ক্ষেউ জানে না, এ হয়? আসলে সবই লোকবিশেষে, বুঝি বুঝি।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫৭ | 121.241.98.225
  • ওসব নাম ও কোনদিন শুনিনি কাজু। আমি তো নাম শুনে ভেবেছিলাম ওটা পেটগরম বা বমি বমি ভাবের কোন ওষুধ হবে। পরে বুঝলাম না। ওসব টেকিদের ব্যাপার।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫৫ | 121.242.160.180
  • নেতু, Citrix মালুম হৈ?
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫৫ | 121.241.98.225
  • বিবেকমেলার ব্যাপারে ১ঃ৫৪ তেও সরাসরি অ্যান্স দেওয়া আছে। ৮ঃ৩৮ এ লিং ও দেওয়া আছে। কুমুদি কিছুই পড়াশোনা করবেনা। শুধু হিংসার আশ্রয় নেবে বলে হুমকি দেবে।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 121.241.98.225
  • কাজুর কি কোন কাজ নেই অবোলতাবোল পোষ্টে রেসপন্স ও করছে। (৩ঃ৪৫)
  • bb | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৫০ | 117.195.164.13
  • রাহুল বোস খুব শক্তিশালী অভিনেতা এবং মার্জিত অভিনয় করেন। বোম্বের লোক বলে বাংলায় জড়তা আছে, কিন্তু সেটাও ওনার USP
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪৯ | 121.241.98.225
  • বুঝতে পেরেছি। ঃ)
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 121.242.160.180
  • নেতুর হাত কি একেবারে খালি? কাজ নেই? আবোলতাবোল বকছে। (৩ঃ৪০)
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 121.241.98.225
  • কুমুদি, আমি কাউকে ভয় পাইনে।

    কিন্তু বলছিলাম কি ফোন করার কি দরকার? নিজেদের মধ্যে মিটমাট করেনিলে হয়না?
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 121.242.160.180
  • অথচ ১ঃ৫৩ য় এর ঠিক উত্তরটা অলরেডি সাংকেতিক ভাষায় দেয়া হয়ে গেছে, যেটা ক্র্যাক করা কুমুদির পক্ষে কোনো ব্যাপারই না।
  • phutki | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 121.241.218.132
  • খুব চেনার কথা। আমার বেশ লাগছে উনি ফেরায়।
    নেতাইবাবু, এনার কথাই তো সেদিন কেসিবাবুরে জিগাইলেন।
  • kumu | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪২ | 122.160.159.184
  • ঠিকাছে,রুবিকে ফোনিয়ে সেই কথাটা বলে দিচ্চি তবে।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 121.241.98.225
  • ব্রতীনদা, বছরদুই হল।
    চেনার কথা নয় বলছো?
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:৪০ | 121.241.98.225
  • বিবেকমেলা আমি জানিনা।

    লজিকালি ভাবলে বিবেকমেলা=বিবেক+মেলা

    বিবেক মানে লোকের/মহাপুরুষের নাম হতে পারে। আবার যাতে দংশায় সেই বিবেক ও হতে পারে

    লোকের/মহাপুরুষের নাম ভাবলে
    বিবেক=বিবেকানন্দ
    বিবেক=বিবেকানন্দ কর্মকার (আমার ক্লাসমেট)
    বিবেক=বিবেক ওবেরয় (অ্যাক্টর।
    বিবেক=বিবেক রাজদান (ক্রিকেটার)।
    বিবেক=বিবেক শর্মা (কে জানিনা)।
    বিবেক=বিবেক দত্ত (কে জানিনা)।
    বিবেক=বিবেক মিত্র (কে জানিনা)।
    বিবেক=বিবেক দত্তমিত্র (কে জানিনা)।
    বিবেক=বিবেক চৌধুরি (কে জানিনা)।
    সব মিলিয়ে সম্ভাবনা অনেক। জানা না থাকলে বলা যাবেনা কার মেলা।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:২৯ | 121.242.160.180
  • আরে বিবেক মেলায় বিবেক ওবেরয়ের ব্যবহৃত সব জিনিস ওজন দরে বিক্কিরি হয়।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৫:২৩ | 122.248.183.1
  • নেতাই মনে হয় না। কবে থেকে গুরু পড়ো?
  • kumu | ১২ জানুয়ারি ২০১২ ১৫:১৬ | 122.160.159.184
  • সিকি আজ আপিস কেটে দিল্লীহাট যাচ্চে,কেন?কার্সাতে দেখা কর্তে?
    বিবেকমেলা না বলে দিলে আম্মো বলব না।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৫:১৪ | 122.248.183.1
  • ও ই গান টা গোলা। গান গুলোর জন্যে ' ইয়েস বস' দেখা যায়। ও ই পাগল টার সিনেমা ঃ-))
  • kumu | ১২ জানুয়ারি ২০১২ ১৫:১৩ | 122.160.159.184
  • নেত্য,নেতু,নেতাই,এট্টু কও না ভাই বিবেক ম্যালা কী জিনিস??

    রাহুল বোস-না,ভাল লাগে না,এক্সপ্রেশনলেস মনে হয়।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:১০ | 121.241.98.225
  • আমি কি ডেম্বাদাকে চিনি?
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:০৪ | 121.241.98.225
  • ম্যায় তিতলিও কে পিছে ভাগু।

    অ্যাঃ। শেষে গু লেগে গেলো।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৫:০২ | 121.241.98.225
  • আহা, রাহুল বোসের কথা কে কইছে?
    আমিতো তিতলির কথা বলছিলাম।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৫:০১ | 121.242.160.180
  • এরা মিঠুন্দাকে রাহুল বোস বলে ভুল করছে নাকি !!!
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৯ | 122.248.183.1
  • তিতলি তে আবার রাহুল বোস কোথায়?
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৬ | 122.248.183.1
  • সে শেষের ১৫ মিনিট কেন। তার আগে তো?
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৬ | 121.242.160.180
  • আরে রাহুল বোসের বাংলার কতাই তো হচ্চে। হিন্দি/ইঞ্জিরি কে কয়?
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৫ | 121.241.98.225
  • তিতলি টা কি বলবো, ভালোই লাগছিল, ঐ শেষ ১০-১৫ মিনিটের ন্যাকামোতে ইসেটা পুরো জ্বলে গেসলো। যখন অপর্ণা সেন কাবিতা আওড়াচ্ছিলেন ইস্পেসিয়ালি।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৫ | 122.248.183.1
  • PM দা আচ্ছা। ঠিক হয়ে যাবে দেখুন ঃ-))
  • kc | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫৩ | 194.126.37.78
  • সবাই যখন কইতেছে, আমিও কই সত্যের পথে অবিচল থাকার তাগিদে, রাহুল বোসকে আমার খুব ভাল লাগে, বিশেষত হিন্দি সিনেমাগুলো খুবই ভাল লাগে।

    আর অমিতো রায় হল বাংলা লেখার শ্রেষ্ঠ বাচাল ক্যারেকটার। ও রাহুল বোস কেমন কত্তে পারবে সন্দ আছে।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫২ | 121.241.98.225
  • একদিন প্রতিদিন বলে একটা আর্ট ফিলিম দেখেছিলাম অনেকি্‌দন আগে। ভালো লেগেছিল। তবে কথা হল গিয়ে তখন সিনেমা দেখার সুযোগ পেতামই না। ঐ জন্যি ভালো লেগেছিল হতেও পারে।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫২ | 122.248.183.1
  • তিতলি আমার ব্যাপক লেগেছিল
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫০ | 121.242.160.180
  • citrix নিয়ে একটা কোশ্নো রেখে নতুন টই খুল্লাম। সিকি বাজারে আছে, তাও সাড়া দিচ্ছে না দেখো !!
  • PM | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৮ | 86.96.226.87
  • ব্রতীন, খুব চেষ্টা করছি ফেরার, এমাসের শেষে একটা মাইলস্টোন আছে, ওটা ঠিক-ঠাক মিটে গেলে যাবো।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৮ | 121.242.160.180
  • কত ভালো ডায়লগ ওর মুখে যেন অবলীলায় নষ্ট হয়। মনে হয়, ইস এ তো আমি ওর চেয়ে ভালো বলতে পারতাম। আঁতেলজনের ইন্টেলেকচুয়াল হিরো। ইন্দ্রনীলকে নিয়েও যত বাড়াবাড়ি হয়, ও মোটেই তা নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত