এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 108.23.41.126
  • জানু এন্ড অবধি তো বটেই।

    জীবনের সব রাত্রিকে ওরা ঃ((
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 117.194.103.124
  • কাজু টা কিন্তু বেশ পাজী টাইপস ঃ-))
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৫০ | 117.194.103.124
  • চাপ এখনও কত দিন চলবে শিবু দা?
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৫০ | 108.23.41.126
  • ছোটকা মনে হয় কুঁড়ে ঘরের ভেতরে দেখছিল। মিটসেফে পাউরুটি।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৯ | 121.242.160.180
  • নেতু আসলে খুব বিনয়ী। পাছে উহা পড়ে কোনো প্রথিতযশা কবির ল্যাখা মনে হয় আর কবির নোবেলপ্রাপ্তি বিষয়ে কেউ নিঃসন্দেহ ভাব প্রকাশ করে, তাই ওরম লিখে দেয়া, যাতে মাইন্ডসেটটা ফিচেল হয়েই থাকে। ঃ))
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৮ | 108.23.41.126
  • না না, আমার ল্যাদের কথা শুনে মার্কেট আপ।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 117.194.103.124
  • দুঃখের কথা আর কী বলবো শিবু দা। ছোটবেলায় এক দিন একটা কুঁড়ে ঘর এঁকে বেশ আত্মপ্রসাদ লাভ করেছি। ছোটকাকা দেখে বললো আহা কী ভাল পাঁউরুটি এঁকেছিস রে!! ইয়ে, তার পর থেকে ই ... ঃ-((
  • EL d | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 220.227.106.153
  • NRI শিবুদা টাকা ঢালবার কথা শুধু ভাবতেই আজকে মার্কেট ৩৫০ পয়েন্ট আপ !

    তাহলে ঢাললে কি হবে ঃ)

    http://money.rediff.com/
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 108.23.41.126
  • ইন্ডিয়ান মার্কেটে টাকা ঢাললে হয়। তবে বড্ড ল্যাদ।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 117.194.103.124
  • ঐ যে লিখলো কবি নেতাই । ওর মানে কী? ওর মানে হল ও যেটা লিখেছে সেটা একটা কবিতা ঃ-))
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 117.194.103.124
  • ও আচ্ছা। ওদিকের খবর জানি না। তবে অনেক NRI ভারতীয় মার্কেটে টাকা ঢালে। ভেবে দেখতে পারো।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 108.23.41.126
  • নেতাই মোটেই কবিতার নীচে কিসের ছবি লিখে দেয় নি। বল্লেই হবে?

    আর বোতীন কি এখন ছবির নীচে কিসের ছবি লিখে দেয় না?
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪২ | 117.194.103.124
  • ২০১১ তো পুরো টাই বাজে গেল। মাঝে মাঝে র‌্যালি ছাড়া সে সময় টা ধরতে হবে নেতাই। কিনে ভুলে গেলে চলবে না।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 108.23.41.126
  • ঘুমের ঘোরে তুই/তুমি গুলিয়ে যাচ্ছে।

    আমার ডিম্যাট নাই। আম্রিকান মার্কেটের কথা কই।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 117.194.103.124
  • এ ই কবি নেতাই টা গোলা। আমি ও প্রথম দিকে ছবি এঁকে কী আঁকছি সেটা লিখে দিতাম ঃ-))
  • Netai | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৪০ | 121.241.98.225
  • আমি অনেক ভালো ভালো শেয়ার অনেক কম দামে কিনেছিলাম। সেগুলির আর ভালো দিন আসেনি।
    ভেউ
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৮ | 117.194.103.124
  • কিন্তু শিবু দা আমাকে তুমি বলছে কেন? নাকি উনি কেসি? ঃ-(
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৭ | 117.194.103.124
  • শিবু দা, তোমার ডি ম্যাট আছে? এখন কেনার সময়। ভালো ভালো শেয়ার অনেক কম দামে।

    আমার এখন কেনার পয়সা নেই। বেচে সেই টাকা অন্য শেয়ার ঢোকাবো।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 108.23.41.126
  • কাজু ঃ-)
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 121.242.160.180
  • বোতিন্দা, আমি আজ অব্দি মোবাইলে ইন্টারনেট করি নাই। ক্ষী দরকার, যেটুকু দরকার পিসির দাক্ষিণ্যেই হয়ে যায়, আবার মাসিকে (মোবাইল) উত্যক্ত করা কেন।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 117.194.103.124
  • যখন ছোট ছিলুম বামনদেব গুলে খেয়েছিলুম কাজু। ঃ-))
  • Netai | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 121.241.98.225
  • আমার মোবাইলে নেট নেই
    আমার নেট মোবাইল নয়
    শেয়ারে বহুত ডুবায়েছি টাকা
    তবুওতো আমি পাইনি ভয়
    ----কবি নেতাই
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৪ | 108.23.41.126
  • ঃ-)

    কিছু কিনলে/বেচলে? নাকি শুধুই ভয়েয়ুরিজম ;)।

    আমি সেই গত বছর থেকে ক্যাশ পজিশন নিয়ে বসে আছি। খাতা খোলার সাহস পাচ্ছি না।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩৩ | 117.194.103.124
  • আমাকে উইক এন্ডে কলালে না ঃ-((

    যাই হোক পরে সময় করে কলিয়ো।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩২ | 121.242.160.180
  • শিবুদার কোশ্নোটার হ্যাঁ-নায়ে উত্তর হয়। উহা 'কী' হইবে। একই তালার জন্যে আলাদা আলাদা লোকে আলাদা আলাদা চাবি লাগালে বুদ্ধির ঘরে কনফু-র ধোঁয়া বাড়ে।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩১ | 117.194.103.124
  • ওয়াচ করছিলাম ঃ-))
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩০ | 108.23.41.126
  • রাতে সোসিত হচ্ছি ঃ((। কোড রান কত্তে দিয়ে একটু ঘুরতে এলাম।

    কিন্তু স্টক মার্কেট বাড়লে খেতে দেরী হয় কেন?
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩০ | 117.194.103.124
  • কাজু,নেতাই তোমাদের মোবাইলে ইন্টারনেট আছে তো। আমার ভোদাফোন। কী প্ল্যান নেবো একটু ফান্ডা দিও তো। আমি তিন চার টে সাইট ব্রাউজ করি আর শেয়ার। অন লাইন তেমন গেমস খেলি না। দাবা ছাড়া।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১৫:৩০ | 123.242.248.130
  • মমতা মুখ্যমন্ত্রী হবার পরেও কট্টর সিপিএমের মোবাইল থেকে আমার কাছে অসম্ভব রকমের অশালীন "জোক্‌স' এসেমেস এসেছে মমতাকে নিয়ে। এতটাই অশ্লীল, কোথাও শেয়ার করা যায় নি।

    ডিঃ সেই কট্টর সিপিএম অবশ্য গুরুর সাথে কোনওভাবেই যুক্ত নয়, কোনওদিনও যুক্ত ছিল না।
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:২৬ | 117.194.103.124
  • আজকে বাংলা রুই। শিবু দা এত রাতে কী করো?
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:২৫ | 117.194.103.124
  • ঠিক আছে অয়ন।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:২৪ | 108.23.41.126
  • বোতীন কি মাছ খেলে?
  • a | ১০ জানুয়ারি ২০১২ ১৫:২৩ | 125.16.135.194
  • ব্রতীনদা, আমাকে ayan_guha@yahoo.com এ যদি একখান মেল করে দাও খুব ভলো হয়। আবার ধন্যযোগ
  • Apu | ১০ জানুয়ারি ২০১২ ১৫:১৮ | 117.194.103.124
  • বাড়ি তে থাকলে ২/২ঃ৩০ তে স্নান করতে যাই। আজকে শেয়ার বাজার বেড়েছে । তাই একটু....
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 121.242.160.180
  • এত দেরীতে খেলে?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৫:০৪ | 117.194.103.124
  • মাছের ঝোল ভাত আর পেঁয়াজ পোস্ত। দিব্ব লাঞ্চ হল ঃ-))
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৫:০১ | 121.241.218.132
  • আমার অপিস তো বদলায়নি, আর আপনার বন্ধু অন্য বাড়িতে, কাজেই রোজ দেখা হবার জো নেই।
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৫৩ | 194.126.37.78
  • আরে ভিসিবাউ যে!! আজকে কোন আপিসে? বন্ধু ক্ষী করছে?
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৪৯ | 121.241.218.132
  • ফুটের কি অসুখ করেছে? জর্জর বললেন যে;-)
  • kc | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 194.126.37.78
  • এইব্যাপারে, আমি একটু আবেগ জর্জর ফুট কাটব। কোনও মহিল সম্পর্কে অশালীন, অসভ্য কথা বললে, পাপের ঘড়াটা তাড়াতড়ি ভর্তি হয়। এক পাপ সিপিএম করেছে, ঘড়াও উথলে উঠেছে। এরাও করছে। যত্তসব বালের ক্রিমিকীটের দল।
  • EL d | ১০ জানুয়ারি ২০১২ ১৪:৩৮ | 220.227.106.153
  • দীপ দাসমুন্সি সম্বন্ধে ভাষা প্রয়োগে মদন অবশ্য নিজের দলেরই কল্যাণের থেকে অনেক পিছিয়ে আছে ।

    গত পুরভোটের আগে কল্যাণ উবাচ - উনি শাড়ী পাল্টানোর মত স্বামী পাল্টান, যত রংএর টিপ ওর ততগুলো ...
  • de | ১০ জানুয়ারি ২০১২ ১৪:২৪ | 180.149.51.68
  • সিকি, চন্দ্রভানু বসাক বোধহয় Materials Science Division এ -- মুখোমুখি পরিচিতি নেই, মিটিং-ইত্যাদীতে দেখি। আর অন্যজনকে চিনিনা -- আসলে এতো বড় জায়গা আর আমার লোক চিনতে এতো ল্যাদ :))

    কয়েকদিন আগে ২৪ ঘ: তেই তো দেখালো -- ম-মি দী-দা সম্বন্ধে বলছে(ন?)-- জনগন সবই দেখতে পাচ্ছেন, ঐ মহিলার স্বামী অসুস্থ -- ওনার সাজগোজ, বড় টিপ, আচার-আচরণ -- স্বামীর কাছে না থেকে এইসব করে বেড়াচ্ছেন।

    কেউ যদি ওনাকে জিজ্ঞেস করতো -- ওনাদের নেত্রী বে'-থা, সংসার না করে এইসব কেন করে বেড়াচ্ছেন?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৪:১১ | 117.194.103.124
  • অয়ন, বন্ধু কে কল করলাম। ওর আরেক জুনিয়ার অঙ্কোলজিস্ট আছে টাটা তে। ও খোঁজ নেবে। আমি ৭ঃ৩০ ফোন করে জেনে নেবো।
  • a | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৫৩ | 208.240.243.170
  • থেন্‌কু বোতিনদা
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৫১ | 117.194.103.124
  • দুখে কে কল করলাম। বড় মেয়ে র শরীর খারাপ। সেই নিয়ে ব্যস্ত। গুরু তে উপস্থিতি দিতে আসবে বললো শিগ্গির।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪৯ | 117.194.103.124
  • অয়ন, আমার ডাক্তার বন্ধু দের জিগিয়ে দেখছি।
  • Kaju | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪৭ | 121.242.160.180
  • আরে এতো বড়াইদার নামের ৮০% এসে গিছিল, ওনলি দস্তিদার বাদ। নিশ্চয়ই ইনি খুব একটা কারুর সাথে দোস্তি করেন না।
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪৪ | 121.241.218.132
  • কে যে বাদ নয়!

    মাঝে শোনা গেসলো মাল খেয়ে হাকিম নাকি শোভনকে কেলিয়ে পাট করে দিয়েছে। শোভন রীতিমত ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। কয়েকদিন ক্যামেরা নিয়ে দিদির পিছনে তাই দেখা যায়নি।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪৩ | 117.194.103.124
  • ইন্দো ডাক্তার জানতে পারে।
  • a | ১০ জানুয়ারি ২০১২ ১৩:৪১ | 208.240.243.170
  • আচ্ছা একটা কোশ্ন ছিল (সেটা করতেই এসেছিলুম, টইতে বাজে বকে ফেল্লুম খানিক!!)

    কেউ টাটা মেডিকালের ইন্দ্রনীল ঘোষ (অনকোলজিস্ট) সম্পর্কে কিছু জানেন, মানে কোনো এক্ষপেরিয়েন্স?

    কিভাবে appointment পাওয়া যাই সেটাও কি কেউ জানেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত