এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৩১ | 59.93.202.250
  • না না তকাই, ওটা হল নর্ডিক মডেল। খু-ব বাজে। পুঁজিকে সমূলে উচ্ছেদ করার পথে এগুলৈ হল বাধা।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:৩১ | 204.138.240.254
  • অঁরি তো এইখানে খেলে রিটায়ার করবে। সম্মানজনক রিটায়ারমেন্ট প্ল্যান। তার বাইরে আর কিছু পাবার আছে কি?
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:২৯ | 204.138.240.254
  • যাহ, মরশুম শেষ হল না, কমরেড স্টৈক বোরোলীনও না বিছুটিপাতার আরক নিয়ে নেমে পড়লেন মাঠে!

    আফনেরা না আলাদা, মহান, কুলীন!! ঃ)
  • takaai | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:২১ | 139.124.3.100
  • আলোচনা ঠিক কি নিয়ে চলছে, ট্যাক্স ছাড় ভাল কিনা তাই নিয়ে। এর উত্তর তো খুব সোজা। এর অল্টারনেটিভে ট্যাক্স কম যাবে সেটাই ভাল (অবশ্যই individual এরperspective থেকে)। তবে ট্যাক্সের পয়সা সরকার যদি সত্যি সত্যি কাজে লাগায় তাহলে অনেক বেশি ট্যাক্স নেওয়া উচিত। ন্যূনতম আয় আর সর্বোচ্চ আয়ের রেশিও বেধে দেওয়া দরকার।
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:২০ | 121.241.98.225
  • নিউক্যাসেল যেন কেমন একটা টিম। গাজোয়ারি খেলা খেলে। ফুটবল কম রাগবি টিম বেশী মনে হয়।

    আর্সেনাল অঁরিকে ডেকে এনেছে? ঐজন্য আগের কমেট্রির ফাঁকে ফাঁকে অঁরি অঁরি বলে চেঁচাচ্ছিল। অথচ আমি মাঠে খুজে পাইনি।
  • stoic | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:১৫ | 160.103.2.224
  • হ্যাঁ, এবারের ইউরোপা লীগে খেলা টা খুবই লজ্জার কথা। আর আমাদের রেকর্ড ও তো ইউরোপে খুব একটা ভাল নয়। আমরা মাত্র তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছি, আর দুবার রানার্স হয়েছি। আপনাদের ইউরোপের রেকর্ড নিশ্চয়ই অনেক বেটার আমাদের থেকে? কবার জিতেছেন যেন?
    ঃ-)
    সে যাই হোক, তা বলে উতরে দেবার জন্য অঁরি কে ডেকে আনতে হচ্ছে, সেটার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন, কমরেডস।
    ঃ-)
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:১০ | 59.93.202.250
  • আকাকে ক।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৮:০৪ | 216.52.215.232
  • স্টৈকদা লিখেছেন ভাল। এই সিজনে ইউরোপা লিগে "সুযোগ' পাবার জন্য একটা বড় পুষ্পস্তবক নিন। ঃ)

    ডিঃ আমরা শক্তিশালীর সাথে গান্ধীগিরিতে বিশ্বাস রাখি।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৫৮ | 216.52.215.232
  • নেতাইকে অনেকগুলি ক দিলাম।
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৫২ | 121.241.98.225
  • অনেকদিন বাদে দু লাইন লিখছি। হাঁপিয়ে গেছি তাও আর দুকথা না বললেই নয়।

    গুরুতে এইসব কথা বললে অনেক অনেক সাপোর্ট পাওয়া যায়, যাচ্ছে। বাইরে কিন্তু পাওয়া যায়না। ট্যাকস ছাড় বাদ দিন। এখনি যদি ভোট করা হয় মেয়েদের ঘরের বাইরে বেরোতে দেওয়া উচিৎ কিনা তাইলে কিন্তু এত্তোজন লোক না বেরনোর পক্ষে ভোট দেবেন যে চমকে যাবেন। আমার এক কলিগ বুক বৌ কে ফোন করে কি ধাপলো বাড়ির বাইরে পা রেখেছে বলে (ঘরে চিনি ফুরিয়ে গেছিল)। বুক চিতিয়ে। কানাঘুষোয় শুনতে পাই কে এক্‌জন খোঁজ নিচ্ছে তার পরবর্তী সন্তানের লিঙ্গ আগে থেকে জানার জন্য। মেয়ে হলে অবোর্সান করতে হবে তো, তাই। আমি দুর্বল চিত্তের মানুষ, শান্তিপ্রিয়। পুলিশে খবর দিতে যেতে পারিনা। ভিতরে ভিতরে খুব লজ্জা পাই, ছেলে হিসেবে।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৫২ | 121.241.218.132
  • এতসবের মাঝে stoic-এর পোস্টটা চাপা গেছে। stoic-এ একটা ক, বোরোলিনের ব্যাপারে।
  • Reshmi | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৪৫ | 203.101.108.91
  • সবই তো বুঝলাম, কিন্তু যা নিয়ে এত তর্ক, সেই মেয়েদের ট্যাক্সছাড়ই তো বোধহয় গতবছর থেকে উঠে গেছে, গতবছরের রিটার্ন ভরার সময়ই তো দেখলাম।
    কিন্তু এখানে কেউ সেটা point out করছেনা দেখে এবার আমি confused! আমি কি ভুল বলছি?
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৪২ | 121.241.98.225
  • এল্ডির যুক্তিটা কিন্তু খুব খারাপ না।

    একই অফিসে একই পোষ্টে একই সিটিসির দুজন আছে। একজন ছেলে। একজন মেয়ে। দুজনেই ৫০ হাজার করে পায়। একজনের টিডিস কাটে ৪ হাজার। আরেকজনের ২ হাজার। মেয়েটির বর আবার মনে করুন ৭০ হাজার টাকা পায়। ৪ হাজার ট্যাক্স দেওয়া ছেলেটির বৌ কিন্তু চাকরি করে না। এক্ষেত্রে ছেলেটির কি মেয়েটিকে দেখে খারাপ লাগা উচিৎ? লাগতেই পারে। ছেলেটির লাগা না লাগার কথা বাদ দিন। এটা ভ্যালিড প্রশ্ন যে মেয়েটি কি সত্যি ট্যাক্সে বেশী ছাড় পাবার দাবিদার? এটা তেলা মাথায় তেল দেবার মত না?

    এ জিনিষ আমিও দেখছি। এখন কথা হচ্ছে আমার কিন্তু খারাপ লাগে না। কারনটা খানিক ইমোশনাল। আমি নিজে দেখেছি দিদিকে কত লড়াই এর মধ্যে পড়াশোনা করতে হয়। অন্য প্রতিকুলতা যার সামনা অনেক ছেলেদেরও করতে হয় সেগুলো ছাড়াও সমাজ, সমস্কৃতি, পরম্পরা এইসব শব্দের সাহায্যে মেয়েদের পিছনে ঠেলে দেওয়া হয়। তা সত্বেও যে মেয়েরা চাকরি করছে তাদের সালাম করতেই হয়। এই ট্যাক্স ছড় টুকু মনে করি নিতান্তই সিম্বলিক। না পেলে কিছুই যেতনা আসতনা। ট্যাক্সে ছাড় না দিয়ে বরম এই অসাম্য দুর করতে যে পরিকল্পনাগুলো নেওয়া হয় সেগুলো বাস্তবায়নে সরকারের সামান্য উদ্যোগ থাকলে নিলে বেশী ভালো হত। কিন্তু তাতো আর হয়্‌না। কি আর করা।
  • aka | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:৩৬ | 75.76.118.96
  • এলডির কথামতন এগোলে অনেক ঝামেলা, বিয়ে হলেই মেয়েদের ট্যাক্সো ছাড় তুলে দিতে হবে। এবারে সেটার নজরদারির জন্য লোকজন বসাতে হবে, নইলে লোকে ফাঁকি দেবে। আবার সেই নজরদারির লোকেদের মাইনে দিতে ট্যাক্সো বাড়াতে হবে, কিন্তু সেই ট্যাক্সো কার ঘাড়ে চাপবে?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:২৫ | 59.93.202.250
  • *অ্যাপ্রোপ্রিয়েটেড।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:২৪ | 59.93.202.250
  • এল ডি যেটা বলতে চেয়েছেন আয়কর ছাড়ে উচ্চবিত্তরাই বেশি লাভবান হন। সব সাবসিডিই একইভাবে অ্যাপ্রোপিয়েটেড হয়। যাদের কথা ভেবে করা, তারা পায়না
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:২০ | 59.93.202.250
  • ও সিকিকে বলেছেন, বুঝলাম। (হোম ফ্রন্টে ইকুয়াল পার্টিসিপেশনের ভয়ে ভিসি বিয়েই করছেন না। :p)
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৮ | 59.93.202.250
  • আমারও তাই ধারনা ফুটকি।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৬ | 121.241.218.132
  • কাটা তো যায়ই। আমাদের তো সোয়াইপ টাইম দেখে হিসেব করে না। অনেক কোম্পানিতে ওটা দেখে হিসেব করে শুনেছি।
  • phutki | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৬ | 121.241.218.132
  • ম্যাক্সিমিন, বই বেশি পড়ে মেয়েরা। একদম মধ্যবিত্ত পরিবার ভেবেই বললাম।
  • phutki | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৪ | 121.241.218.132
  • অমন হয় ভিসি। আমার সামনের ডেস্কের ম্যাডাম মিস্টি হেসে আজকের মত কাটলেন।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৪ | 59.93.202.250
  • ইকনমিক্স অনেক হল। একটা অন্য কথা বলি। গুরুতে যারা আসে তারা মধ্যবিত্ত নয়। মধ্যবিত্ত পরিবারের দিকে চেয়ে দেখুন। বিবাহিত পুরুষ আর বিবাহিত মেয়ে, দুই-এর মধ্যে কাজের বাইরে অন্য বই পড়ার ঝোঁক কার বেশি? চাকরি করা মেয়ে আর চাকরি না করা মেয়ে দুরকমই ধরুন।
  • phutki | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১৩ | 121.241.218.132
  • অনেক ভাল অবস্থা আজকাল । আমার বাড়ির কাজের মেয়েটি কাজ সেরে বাড়ি যায় শুধু খেতে। তার কর্তা রিকশা চালিয়ে বাড়ি ফিরে রান্না করে রাখে। কারণ, মেয়েটির রান্না নাকি মুখে তোলা যায় না :-P
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:১০ | 121.241.218.132
  • বুঝিয়ে বলি। সিকি পাঁচটায় বাড়ি যান। ওদের অফিসে ন ঘন্টার নিয়ম আছে কিনা জানতে চাইছিলাম। আমাদের আছে। দিনে কমপক্ষে ন ঘন্টা, সপ্তাহে ৪৫ ঘন্টা অফিস আওয়ার্স।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০৮ | 121.241.218.132
  • ম্যাক্সি ম্যাম - ওটা সিকি-র জন্যে ছিলো।

    তবে যদি বলেনই, তাহলে আজকাল বাড়ির কাজ কি ছেলেরা করে না? এখন তো হোম ফ্রন্টে ইকুয়াল পার্টিসিপেশন বলে শুনি। অভিজ্ঞতা নেই, কাজেই ভুল হতেই পারে।

    ফুটকি - যেমন রেখেছে তেমন আছি।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০৫ | 59.93.202.250
  • এবং উতসব আপ্যায়ন সবই ধরবেন।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০৪ | 59.93.202.250
  • মেয়েদের দিনে ক-ঘন্টা ভিসি? বাড়ির কাজও ধরবেন আশা করি।
  • phutki | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০৩ | 121.241.218.132
  • বাহ। অনেক দিন পরে পরপর আইপি। কেমন আছেন ভিসি?
  • stoic | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০৩ | 160.103.2.224
  • সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার। (অনেকদিন বাদে গুরুতে এলাম)।
    পারিবারিক, সামাজিক সবরকম বিপ্লব কি আসন্ন? নাকি অলরেডি হয়ে গ্যাছে?
    আর ইয়ে, আমরা জেনুইন ম্যান ইউ সমর্থকরা কদাপি অন্যান্য টিম তিন চার পাঁচ গোলে হেরেছে বলে লাফালাফি করি না। শুধু সীজনের শেষে গুরুতে এসে অন্যান্য টিমের সাপোর্টারদের এক টিউব করে বোরোলীন দিয়ে যাই। যাস্ট টু কিপ আপ দ্য ট্র্যাডিশন।
    ঃ-)
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৭:০১ | 121.241.218.132
  • আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশনের কথা বলছিলাম। আমাদের দিনে কমপক্ষে ন ঘন্টা, আপনাদের এরকম নিয়ম নেই? না থাকলে বহুত না-ইনসাফি হ্যায়।
  • phutki | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৫৮ | 121.241.218.132
  • একটি একা মেয়ে আর একটি একা ছেলের মধ্যে তুলনা করলে, মেয়েটির ব্যয় ছেলেটির তুলনায় বেশি। সুরক্ষাজনিত কারণেই তাকে ব্যয় বেশি করতে হয়। এমন ভাবে ভাবা যায় না?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 123.242.248.130
  • হুঁ, আমার বউয়ের আবার ছুটি হয় সাড়ে পাঁচটায়। ডিসক্রিমিনেশন তো বটেই।

    এবার পালাই।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 59.93.202.250
  • সরকারি আবাসনের কথা বলে আর কাজ নাই। সরকারি হাসপাতাল ক্যাম্পাসে প্রাসাদ বানিয়ে বসে থাকার উদাহরণও আছে।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৫২ | 59.93.202.250
  • ভারতবর্ষের প্রতিটি পরিবারের একটি করে ছেলে চাকরী পাক, তারপরে মেয়েদের চাকরীর বিলাসিতা দেখানো যাবে, এই অ্যাটিচুডের কথা স্পষ্ট ভাষায় বলার জন্যে দেবযানীকে ক।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৫১ | 121.241.218.132
  • এই যে সিকি পাঁচটায় বাড়ি যান এটা কি ডিসক্রিমিনেশন নয়?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৪৮ | 123.242.248.130
  • অনেক কথা বলার ছিল, তবে প্রায় পাঁচটা বাজে, তাই আমি একটা কথাই বলে যাই,

    হ্যাঁ, ট্যাক্স ডিসক্রিমিনেশন স্টিল এক্সিস্টস। ইন ইন্ডিয়া। এবং সেজন্যে আমি গর্বিত। ঃ)

    এলডি-র জন্য একটা ভালো খবর। সরকারি আবাসন। যদি স্বামীস্ত্রী দুজনেই সরকারি চাকরি পান, এবং তাঁদের মধ্যে একজন কোয়ার্টার পান, তাহলে দুজনকারই HRA Component বন্ধ করে দেওয়া হয়।

    এলটিসি নিয়েও এই রকমের একটা নন ডিসক্রিমিনেটরি ব্যাপার আছে। জেনে এসে বলব।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৪৭ | 59.93.202.250
  • পরিবারের জয়েন্ট আয়ের ওপরে ট্যাক্স বসেনা এটাই কি অভিযোগ?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৪৩ | 59.93.202.250
  • ডাবল এঞ্জিন ট্যাক্স ছাড় বোলে তো? স্বামী ইস্ত্রী দুজন চাকরি করলে আলাদা করে ট্যাক্স ছাড় দেওয়া হয় নাকি?
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৪২ | 122.176.32.39
  • দে,ঠিকই,এই ধরণের অদ্ভুত যুক্তি এত শোনা গেছে যে এই নিয়ে বৃথা তর্ক অবান্তর।
    যার যোগ্যতা/পারদর্শিতা/পরিশ্রম করা ও শেখার ইচ্ছা আছে,কাজের সুযোগ তারই পাওয়া উচিত।
    আর যা কিছু অকিঞ্চিৎকর।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩৯ | 180.149.51.69
  • না:! মিটিনে যাই -- হালার ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য কি কম ডিস্ক্রিমিনেশান :))
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩৫ | 122.176.32.39
  • এট্টুখানি ছিলাম না,তার মধ্যেই-----

    দ্যাখেন, আমারে জিগাইলে আমি কমু যে আমি ঐ ট্যাক্স ছাড়ের পক্ষপাতী নই,অ্যাক্কেরে না।
    সিংগিল/ডাবল ইঞ্জিনের প্রশ্নই আসে না,আমি যখন কাজ করতে এসেছি,তখন আমি একজন কর্মীমানুষ,আমি ছেলে কিম্বা মেয়ে এই প্রশ্ন সেখানে সম্পূর্ণ অবান্তর। সমস্ত নিয়ম ছেলে ও মেয়েদের জন্য সমান,একমাত্র মেঃ লীভ ছাড়া।সেক্ষেত্রে ট্যাক্সে ছাড় দেবার দরকার নেই,আয় অনুযায়ী বিভিন্ন স্ল্যাব ও ছাড়ের ব্যবস্থা এমনিতেই আছে।

    যুদ্ধ সবাইকেই করতে হয় ও হবে,একেকজনের যুদ্ধ একেকরকম।সেই ভিত্তিতে চাকরী/ট্যাক্সের নিয়ম নির্ধারিত হতে পারে না

    আর একটা কথা,হাউসট্যাক্সেও মেয়েদের জন্য ছাড় আছে,সেক্ষেত্রেও বাড়ীর ভ্যালুয়শন অনুযায়ী ছাড় দেয়া উচিত।বিশাল প্রাসাদোপ্‌ম বাড়ী,মা বা স্ত্রীর নামে করিয়ে বহু টাকা ট্যাক্স ফাঁকি দেয়া হয়।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩৪ | 180.149.51.69
  • প্রায় সিমিলার যুক্তি বোধহয় নকশাল আমলে মেয়েদের চাকরী করা/পাওয়া নিয়েও দেওয়া হতো তাইনা? ম্যাক্সি-দি ভালো বলতে পারবেন! আমাদের কলেজে একবার সুশির এক নেতা মেয়েদের কেন কোন চাকরীই করা উচিত নয় সেই সম্পর্কে বলতে এসে বললেন প্রথমে ভারতবর্ষের প্রতিটি পরিবারের একটি করে ছেলে চাকরী পাক তারপরে মেয়েদের চাকরীর বিলাসিতা দেখানো যাবে! একটি করে মেয়ে কেন নয় সেই নিয়ে পোচ্চুর চেঁচামেচি করে তাকে বিদায় করা হয়েছিলো! এতদিন পরে এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগে না!
  • bb | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩৪ | 122.248.161.59
  • * ঠিক করতে
  • bb | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩৩ | 122.248.161.59
  • আমি একটু EL D র হয়ে খেলি। সিকির যুক্তি অনুযায়ী আমরা পুরুষগুলিকে ঠিক পরতে পারি না, মানসিকতার বদল করার চেষ্টা করিনা, কিন্তু IT তে ছাড়দিয়ে উৎসাহ দেব - ইয়ে বাত কুছ হজম নেহি হুয়া।
    ছাড় দিতে হলে অর্থনৈতিক ভাবে অন্নুনত বা নিম্নবর্গের মানুষকে দেওয়া হোক।
    ডিঃ - আমার মা এবং স্ত্রী দুজনেই চাকুরী করতেন (করেন), তাই আমি সুবিধাভোগীর দলে।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩১ | 220.227.106.153
  • ট্যাক্স ডিস্ক্রিমিনেশন স্টিল এক্সিস্টস ম্যাম ঃ)

    ভারত সরকার এই আলোচনা শুনে ট্যাক্স রিফর্ম করেছেন বলে তো এখনও খবর পাওয়া যায় নি
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:৩০ | 59.93.202.250
  • আম্বানি পরিবারের স্ত্রীদের নিজস্ব স্বাধীন উপার্জন কত ইত্যাদি সাক্ষ্যপ্রমান হাজির করা হৌক।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:২৮ | 59.93.202.250
  • ডিস্ক্রিমিনেশন নিয়ে অভিযোগ এসেছে। বার্ডেন অফ প্রুফ ইজ অন অভিযোগকারী পক্ষ। বল এবারে অভিযোগকারী পক্ষের উকিলের পায়ে।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:২৬ | 220.227.106.153
  • ও তার মানে আম্বানী পরিবারে সাম্য না আসা পর্যন্ত "সামাজিক বিপ্লব" অপেক্ষা করবে

    বেড়ে বলেছেন
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:১৮ | 59.93.202.250
  • আগে তো পরিবারে সাম্য, তবে না সমাজে সাম্য?
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:১৬ | 220.227.106.153
  • শান্তনু মেনে নেওয়ার বা না নেওয়ার আমরা কে ? মন্ত্রীসভায় এত্ত এত্ত রাজনীতি সচেতন প্রগতিশীল নীতি নির্ধারকরা থাকতে

    কিন্তু প্রগতিশীল অনেকে আজকাল ঐ যে বলেন না তেলা মাথায় তেল ভর্তুকি কমাও ইত্যাদি ইত্যাদি আর যারা তেলা মাথায় তেল পাচ্ছেন তারা যে সুবিধাভোগী হিসেবে দেখবি আর জ্বলবি , লুচির মত ফুলবি টাইপের কমেন্ট করবেন তাতে আর আশ্চয্যি কি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত