না হলে মণি স্কোয়ারে কী একটা খুলেছে না? সেভেন সামথিং এইরকম নাম ছিল? ঐটা কেমন?
আর একটু জলপথের ব্যবস্থা রেখো। ভারতীয়রা এখন নৌবহরের ব্যবহার শিখে গেছে। ঃ)
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৮ | 59.93.199.121
টইতে লিখলে অনলাইন আর ভাটে লিখলে অফ্লাইন?
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৭ | 202.91.136.71
আর ক্ষী বলব। দুঃখ ক্ষোভ ইত্যাদিরও তো একটা লিমিট আছে।
এই সিজনে চান্নং-এ থাকতে পারলে আপনাকে পেটপুরে খাওয়াবো।
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৭ | 122.248.183.1
ঠিক হ্যায়। পঞ্জাবি দোকান।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৭ | 123.242.248.130
আরেকটা কথা। এই সাইটটাকে খুব ভালোবাসি। যদি আমার কারণে কেউ মনে কষ্ট পেয়ে চলে গিয়ে থাকেন, আমি যদি কারুর চলে যাবার কারণ হই, তা হলে আমি নিঃশর্তে ক্ষমাপ্রার্থী তার কাছে।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৬ | 121.241.218.132
খেলা নিয়ে আর কথা হয় কই? সান্ডারল্যান্ড যে সেদিন কত বড় উপকার করে দিলো - সেসব নিয়ে কেউ লেখে না।
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৪ | 59.93.199.121
ধার কমতে দিলে চলবে না।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৩ | 202.91.136.71
হ্যাঁ, বোতিন, ওইখানেই খাইও তালে আমাকে।
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৩ | 59.93.199.121
হ্যাঁ সিকি আমি এসেও কিছুটা দেখেছি বইকি। যেমন একদিন পাই আর ব্যাং লড়ে গেল, ইস্যু খুব সেন্সিটিভ ছিল কিন্তু। তা সত্বেও লড়ে গেল।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২৩ | 202.91.136.71
বললেই হল, সিকি যেন ভাটে খেলাধূলার সব পোস্ট শুরু থেকে শেষ অব্দি পড়েছে। ঃ)
লুরু থেকে প্পন ছড়া আর কেউ আসছেনা। ব্যাঙ ফিরবে কবে কলকাতা থেকে?
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:২০ | 123.242.248.130
ম্যাক্সি, না। এর বাইরেও ভাট হয়। তুলকালাম ঝগড়া হয়। অর্থনীতি, রাজনীতি, বেড়ানো, ধর্মাধর্ম, ব্যাকরণ, শিক্ষাব্যবস্থা, ক্যাওড়ামি সমস্ত কিছু নিয়ে ভাটে টইতে সমানভাবে চুলচেরা বিচার এবং চুলোচুলি হয়ে এসেছে চিরকাল। আপাতত হয় তো ধার কমে গেছে কিন্তু হয় নি তা নয়। চোখ ধাঁধানো লেখাজোখা রয়েছে গুরুর সার্ভারে। পুরনো ভাটেও টুকরো টাকরা আছে।
আসলে ভাটিয়ালি নিতান্তই হাল্কা চালের আড্ডাখানা। এখানে মাঝেমধ্যেই কিছু জিনিস ঘুরেফিরে আসে, যেমন খাওয়াদাওয়া, ঘটিবাঙাল, রান্নাবান্না। এই তিনটের কোনওটাই আমার কাপের চা নয়। এর বাইরেও কিন্তু অজস্র বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি নিয়ে আলোচনা হয়, অনেক হয়েছে। গুরুর জন্মলগ্ন থেকে আমি রয়েছি, আজ পর্যন্ত অন্তত ভাটিয়ালীর একটা পোস্টও আমার অপঠিত নেই।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৯ | 202.91.136.71
এদিকে লুরুর লোকজনও অনেকে অনেকদিন আসছে না। আর পারি না।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৭ | 121.241.218.132
বলেছি - তবে নিজের আইডেন্টিটি ক্রাইসিস মেটানোর জন্যে। সেদিন বললাম তো। একটু আগে ম যেগুলো লিখলেন, সেই সবই শুনেছি।
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৬ | 59.93.199.121
সিকি, আমি পাবলিক ডোমেইনের লোক। আমাদের কোনও বস থাকেনি কোনওদিন। কাউকে ভয় করতে হয়নি। টইতে দেখেছেন হয়তো, এসেমাত্র প্রথমে প্রেসি টইতে তারপর মমতাতন্ত্র তারপর উচ্চশিক্ষা টইতে নিজের বিশ্বাস মত কথা বলেছি। মুশকিল হল বেশিরভাগ সময় ভাটিয়ালির আড্ডার বিষয়বস্তু খাওয়াদাওয়া, ঘরকন্না, এবং শপিং। একে কি আড্ডা বলে?
ব্যতিক্রম ছিল পাই। পাই বাদ দিয়ে গুরুচন্ডালি ল্যাকলাসচার।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৫ | 121.241.218.132
আমি তো বক্সের টিকিট কেটে বসে আছি, এরিনার মধ্যে তো নেই?
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৪ | 123.242.248.130
পটাশম্যাম,
হা হা চে থে প গে ঃ-))))))))
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৪ | 123.242.248.130
ভিসি, বিশ্বাস করে নিচ্ছি আপনি সে নয়। তবে এক আপিসেই যখন বসেন, একটা রিকো করতে পারি আপনাকে। তাকে গিয়ে একটু বলবেন, আবার এখানে লিখতে? অন্যত্র সে লেখে বটে, কিন্তু আপিস থেকে সে পাতা খোলে না, আর সে লেখায় মন ভরে না। অন্যের বাগানে ফুল ফুটলে কি আর ভালো লাগে? তাকে বলুন, যদি পারে মন থেকে সমস্ত খারাপ স্মৃতি মুছে ফেলে সে যেন এখানে আসে আবার। আমি অন্তত আমার কথা বলতে পারি, খুব মিস করি তাকে।
তাদের।
বলবেন?
kumu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১৩ | 122.176.32.39
সিকি,তুমি আর আমি ঝগড়ালে হয় না?এই যেমন পচ্চিম দিল্লী ভাল না গাজিয়াবাদ?
এ হে হে,এত পিছিয়ে গেলাম? কলিভাট নিয়ে কে,কোথায়,কী বল্ল তাই জানি না,তারপরের চ্যাপ্টার তো দূরস্থান।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:১০ | 121.241.218.132
এইবার লাগবো লাগবো হচ্ছে - পার্টি নিয়ে।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৯ | 121.241.218.132
এটা আমার বহুদিনের অফিস। আমি পুরনো লোক। কেউ জয়েন করলে আমি আটকানোর কে?
আর পছন্দ তো কিছু জানালামি না - ম্যান ইউ ছাড়া। সাইকেল নিয়ে এত কি আছে?
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৮ | 59.93.199.121
অত সুন্দর একটা পার্টি হল, হলই বা সেটা আমাদের এই পাই কলকাতাতে, যেখানে করিমস নেই (সিকিকে রাগাব বলে বল্লাম) কিন্তু ইত ওয়জ এ হিউজ সাক্সেস। সেই পার্টি নিয়ে দুটি লোক এসে কি বলে গেল তাতে প্রতিবাদ অতি মিনমিনে টাইপের হল (পলিটিকালি কারেক্ট থেকে কথা বলল লোকজন) এটা দেখে সেন্টি খাইনি, অবাক হয়েছি। নিনার বাড়িতে চুরি হয়েছে। এটা তার চেয়েও বড় চুরি।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৬ | 123.242.248.130
যাঃ, সন্দেহটা একেবারে মুছে ফেলেছিলাম মন থেকে, কিন্তু অপ্পন আর কেশীর যুগলবন্দী শুনে আবার মনে সন্দেহ ভিড় করে এল।
না দাদা, এত কিছু একসঙ্গে হতে পারে না। কথা বলার স্টাইল, পছন্দ-অপছন্দ, আপিস, স-অ-বকিছু মিলে যায়? বলি আপনার আপিস কি কুম্ভমেলায়?
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৬ | 194.126.37.78
ওঃ, ভিসি এইবার বুইতে পারলাম। ঃ-) বাসবদা ঃ-)
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৫ | 123.242.248.130
ভাববেন না, ম্যাক্সি, একেবারে ভাববেন না, এই আপনাদের মতন প্রাজ্ঞ লোকেরা এত ভাবনাচিন্তা করে লেখেন বলে আজ ক্লাসিক ঝগড়ার এত আকাল।
দ্যাখেন দাদা, ভাচ্চুয়াল পাতা, চাপ মনের ভিতর লিবেন না। না পোষালে কথা বলবেন না, এই তো? তার বেশি কী?
bb | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 117.195.170.33
এই KC কে দেখে সেই ভারতীয় পুলিশের কথা মনে পড়ছে, যেখানে বন্দুকের ডগায় একটা ভালুককে বন থেকে বার করে এনেছিল আর ভালুকটা বলছিল "স্বীকার করছি আমিই রয়েল বেঙ্গল টাইগার'। ছেলেটা বলছে অরিজিৎ নয় তবু, আপনি linux জানেন, Ubuntu তে স্বপ্ন দেখেন? আপনার নাম "অ" দিয়ে শুরু আর "ৎ" দিয়ে শেষ? ... ঃ)
m | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 117.194.43.233
ম্যাক্সিমিন কি বললেন বুঝলাম নাঃ(
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 121.241.218.132
হ্যাঁ, তার কারণ আমি ফোনে খিস্তি মারি।
সত্যের খাতিরে আরেকটা কথা আমিও বলি - সেন্ট সায়েব এখন আমাদের অফিসেই আছেন, তবে সিটিও-তে। ওদের অনেক ওপেন অ্যাকসেস - সেই জন্যে ফেসবুক পায়। আমাদের অ্যাকসেস নেই।
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৩ | 194.126.37.78
প্পন, একদম স্পট অন।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০৩ | 123.242.248.130
ফেবুর গল্পটা শেষ হউক।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 202.91.136.71
* মাই চাইল্ড বলে
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 59.93.199.121
এম আপনার সঙ্গে পরিচয় হয়নি। তবু বলি, আমি তো নতুন এসেছি, কিন্তু আমিও কিছু বলার আগে পাঁচবার ভাবি।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 123.242.248.130
ছায়াযুদ্ধ চলবে না, চলবে না।
উসকা নাম কেয়া হ্যায়, বাসন্তী? ঃ)
(ঝগড়া আজ আমি লাগিয়েই ছাড়বো)
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 202.91.136.71
ক্ষী হয়? অফলাইনে সেন্ট অমুক এসে মাই চাইল্ড এসে আশীর্বাদ করে যান?
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০১ | 194.126.37.78
আরএকটা কথা আমি সত্যের খাতিরে বলেই ফেলি, এই ভিসিকে যখনই কিছু শুধোই, তখনই আমার ফেবুতে........
m | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:০০ | 117.194.43.233
হতে পারে ইন্দ্রানী। আমি আগে দূরে থাকতাম, কম জানতাম।এখন গায়ে এসে লাগে।
m | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৮ | 117.194.43.233
কেসি, যা গেছে ,তা গেছে।সবার বয়েস বেড়ে গেছে। আর একদা যে কথায় আমরা সবাই অমলিন হাসতে পারতাম, আজ কি আর পারি? বরং ভাবুন যে ঘুণপোকা টা কোথায়,কোনদিন দিয়ে ঢুকলোঃ)
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৭ | 121.241.218.132
না, দাঁত ফোটাতে পারিনি।
কি মুশকিল। আরে আমায় জেরা না করে আসল লোককে শুধোন না কেন?
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৬ | 121.241.218.132
কেসি যার সাথে আমায় গোলালেন, সেও এই সবই বলেছিলো।
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৬ | 59.93.199.121
২৪ ডিসেম্বর বিকেল সাড়ে-৫ থেকে সাড়ে-৮ অনেক খানি জায়গা জুড়ে অনেক লোক ছিল। মূল জায়গাটা যদিও গোল করে বসে গানবাজনার আসর কিন্তু অনেকে দাঁড়িয়ে ছিল, যেমন কিকি বিশেষ বসেই নি, বেডরুম ছিল সেখানে ঘনাদি আর আমি খানিক আড্ডা দিলাম, আর ছিল বারান্দা স্মোকিং জোন।
যারা যারা সর্বত্র যাতায়াত করেছে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে মহাভারত টই এর অ্যালিগেশনে আদৌ কোনো ভিত্তি ছিল কিনা। আমি বলছি, গুরুর কথাই ওঠে নি সেভাবে। ব্যক্তির নাম দূরস্থান।
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৬ | 194.126.37.78
নাঃ। এই ভিসিকে নিয়ে সন্দেহ আরও দৃঢ় হচ্ছে। ও মশাই আপনি লেটেক জানেন?
i | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৫ | 59.93.163.252
ঝগড়া আগেও হয়েছে, এখনও হয়। ঘোঁট পাকানো, এর কথা ওকে বলা, এর নামে ওর নামে বলে বেড়ানো আগেও হোতো , এখনও হয়। ভবিষ্যতেও হবে। মানুষের স্বভাব সহজে বদলায় না।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫২ | 121.241.218.132
যাঃ সাইকেল তো কলকাতায় সবাই চড়ে। বাজারে যেতে বা বিকেলে ঘুরে বেড়াতে সাইকেল উপযোগী জিনিস।
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 194.126.37.78
মামী, আপনি সেই যখন, সবার বৌমাবোদি ছিলেন, তখনকার ফর্মে ফিরে যান। সেইযে ঘেঞ্চুর একবছরের জন্মদিনে সবাইকে ভাচ্চুয়াল পায়েস খাওয়ালেন, সেসব দিনে ফিরে যান। ডায়মন্হাবরার গল্পটা শেষ করুন। দেখবেন আবার সে সুদিন চলে আসবে।
m | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 117.194.43.233
গত শুক্কুরবার ইনফিনিটির সামনে দিয়ে সন্ধ্যেবেলা এক হেইয়ো যুবক পিঠ টানটান করে সাইকেলে আপিশ থেকে বাড়ি ফিরছেন দেখলাম- আপিশ কিকরে জানলাম, গলায় দড়ি খানা ঝুলছিলো যেঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন