এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 121.241.98.225
  • ভিসি, ইলেকশন চলে গেছে। সাথে গুরুতে রাজনীতির চর্চাও। পিটিদার পোষ্টও এখন বেখেয়ালে পড়ে থাকে এককোনে।
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:২১ | 121.241.218.132
  • যা কেউ provoked হোলো না?
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:০৭ | 117.194.43.233
  • শিশুটক টা কত পাতায় আছে শমীক?
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:০৬ | 117.194.43.233
  • কুমু, বকবকানির খাটানি ঠিক আছে কিন্তু বেসিনে কল খুলে কাল্পনিক বোতল ধোয়া আর বিছানার চাদর পাল্টানোর হ্যাপা কি আর এই বুড়ো বয়সে পোষায়ঃ(
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:০৩ | 117.194.43.233
  • সিকি, আমার বাল্যবিবাহের খুব সাধ ছিলো, তাই ভগমান এক্কেরে নাতিসহ পাঠায়ে দিয়ে সাধ মিটিয়ে দেছেনঃ))
  • kumu | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:০২ | 122.176.32.39
  • বাবাগো,মিঠুর কী ভীষণ খাটনি।ঈশানকে আপিসে পাঠিয়ে দিয়েছো আশাকরি।
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৩:৫৮ | 117.194.43.233
  • সব ই সত্যি। এর আগে আমার তিনটি সন্তান ছিলো।উজান, উত্তীয় আর ঊষশী। যা কিছু মার অপছন্দের কাজ সব উত্তীয় করতো কেবল- সেই স্টেজ ছ আট মাস ছিলো।
    তারপর এক বউ এলো-তার সঙ্গে ঘর করলাম ছমাস। এই কিছুদিন আগে এক বিয়ে হলো ঘ্যাঁও এর সঙ্গে- সে আবার মাসখানেক পর থেকেই 'খুব প্রেগনান্ট'-কাল নাতিও হয়েছে।
  • kumu | ০৪ জানুয়ারি ২০১২ ১৩:৩৮ | 122.176.32.39
  • টিনটিন পুষেছে কাউকে?
    মামীর খাটুনি বাড়ল।
    আমার ছেলে একবার কুকুর পুষবে বলে হাত পা ছুঁড়ে,কেঁদে,চেঁচিয়ে বাড়ী মাথায় করেছিল।তাকে বলা হল আমিই তোমার pet,তুমি আমাকেই দেখেশুনে রাখবে,কদিন বাদেই কাজ শুরু করতে হবে।
    কী বুঝল জানি না,চুপ করে গেল।

    সেই সন্তান-নির্ভর হওয়ার সময় হয়তো আর দূরে নেই।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৩:২৭ | 123.242.248.130
  • কিন্তু মামী, টিনটিনের ছেলে হয়ে গেল? অ্যাঁ?

    ভেউ ভেউ ঃ-)))
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৩:০০ | 117.194.34.82
  • আমার ও খুব চিন্তা হচ্ছে ভিসি!
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৫৭ | 121.241.218.132
  • ধুর আজ কোথাও ঝাড়পিট হচ্ছে না;-)
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৫০ | 117.194.34.82
  • নাতির কথাই লিখতে যাচ্ছিলাম। টিনটিন সোফা থেকে লাফিয়ে নেমে বেডরুমে চলে গেলো- কি হলো প্রশ্নে উত্তর এলো, ট্যাঁও কে দেখে আসি!
  • Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩৭ | 122.248.183.1
  • ও টা ব্রতীন। ঃ-)
  • Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩৬ | 122.248.183.1
  • আহা দেখো দেখো এই তো বয়েস। তোমাদের মতন বয়েসে কত সিনেমা দেখেছি ঃ-))
  • Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩৬ | 122.248.183.1
  • এই তো মিঠু ও একমত হয়েছে। তা তোমার নাতি কেমন আছে গো?
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩৫ | 117.194.34.82
  • অপু? আমার দিদিও ভাটে এসে পড়লো নাকি!
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩৫ | 117.194.34.82
  • মামী খুব বিজি হয়ে পড়েছে কুমি। গুচ্ছের কাজ এসে ভাট করা মাথায় তুলেছেঃ(

    তবে কোনো সিনেমা বাদ দিচ্ছি না প্রায়। গো বাগানের ভুত থেকে শুরু করে ডার্টি পিকচার হয়ে ডন টু পেরিয়ে রবের তে এসে থেমেছিঃ)
  • Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১২:৩১ | 121.241.98.225
  • যেনারা আছেন তেনাদের তো নামই করা হয়নি।
  • Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১২:২৯ | 122.248.183.1
  • কুমু দি আমার নাম করলুনি। যাগ গে আম্মো আছি। আপিসে এসেছি প্রায় মিনিট ১৫হল । এক্ষুনি লাঞ্চে যাবো ৫ বন্ধু মিলে।
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১২:২৮ | 117.194.34.82
  • রবের ওনার তৈরি সবচে ভালো ফেলুদা। গোসা দেখতে গিয়ে শেষ পর্যন্ত বসে থাকতে কষ্ট হচ্ছিলো- এটা দিব্যি বসে দেখা যায়ঃ)
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১২:০৬ | 123.242.248.130
  • টইতে তো পুউরো অ্যামবুশ ওয়ার চলছে। এই নাম ঐ নামের আড়াল থেকে লোকজন এসে ঠাঁইঠাঁই করে একে তাকে গুলি মেরে চলে যাচ্ছে। কে যে চেনা কে যে অচেনা ... ঃ-)

    ভাট তো চালায় আমেরিকার লোকজন। ঘুম থেকে উঠে দেখি এগারো পাতা, সারাদিনে এগোয় আর দেড় পাতা।
  • kumu | ০৪ জানুয়ারি ২০১২ ১১:৫৯ | 122.176.32.39
  • আজকাল ইতনা সন্নাটা কিঁউ?
    পাই,ডিডিদা,মামা,মামী,সায়ন,ঝিকি,কেডিদা,কল্লোলদা- এরা সব কোথায় গেল?
    আর টইরা কী কটিন,দাদা,টইরা কী কটিন!!
    ঃ-(
  • Bratin | ০৪ জানুয়ারি ২০১২ ০৯:২০ | 117.194.98.124
  • না টিম। এখন সত্যি ই অনেক ভাল কাজ করেচেন। আগের গুলো র থেকে অনেক বেটার। একদম এক সুরে বাঁধা। ওনার করা বেস্ট ফেলুদা।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৫২ | 108.23.41.126
  • আবাপর ইনসেনটিভ নিয়ে তত সিওর কি হওয়া যায়? আমার তো মনে হয় আবাপর উদ্দেশ্য হল ইনহোটেইনমেন্টে জনগনে্‌স্‌ক নেশাগ্রস্ত করে রাখা, ফক্স নিউজের মত।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৪৪ | 75.76.118.96
  • আবাপর ইন্সেটিভ হল জ্যনগণকে খুশী রাখা।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৪৩ | 75.76.118.96
  • হ্যাঁ দীপক বাবু।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৩৭ | 108.23.41.126
  • ডিবি মানে দীপকবাবু?

    নিন্দুকের কাজ করাটা ভাল ও মন্দ দুই ই। শুধু নিন্দুকের পক্ষে ইরেসপনসিবল সমালোচনা করার ইনসেনটিভ থাকে।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৩৩ | 75.76.118.96
  • ইনি ইকনমিক্সের প্রেসিডেন্সির অধ্যাপক ডিবির পুত্র। প্রেসিরই ছাত্র ১৯৮১ এ পাশ দিয়েছেন।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:৩২ | 75.76.118.96
  • শিবুদা সেটা মনে হয় ঠিকই, যার কাজ তার। মিডিয়ার কাজ সলিউশন বের করা না বরং প্রবলেম দেখানো। সলিউশন বের করার একটা সমস্যা হল তার দায়িত্ব নিতে গিয়ে লোকে সলিউশন সম্বন্ধে বেশি প্রোটেক্টিভ হয়ে পড়ে। ভুল জিনিষ ডিফেন্ড করতে লেগে যায়। তার থেকে এই প্রবলেম আইডেন্টিফিকেশন ব্যপারটা মন্দ না। ক্রমাগত নিন্দুকের কাজ করে যাওয়া।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:২০ | 108.23.41.126
  • মেয়েদের দেখেছি মেডেন নেম বিয়ের পরে মিডল নেম করে নিতে। এদেশে মায়ের মেডেন নেম মিডল নেম হিসেবে ব্যবহার করতে দেখেছি। সেরকম কিছু হতে পারে।
  • nk | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:১৩ | 151.141.84.194
  • মিডলনেমটা দেখে ভড়কে গেলাম! ইনি কি বাঙালি? লাস্ট নেম দেখে সনাতনধর্মী বাঙালি ই মনে হয়, কিন্তু বাঙালি আজকাল এরকম মিডলনেম নিচ্ছেন বুঝি? আগে তো কুমার রঞ্জন প্রসাদ চরণ এসব নিতেন।

    আরো আছে। একজনের নাম শুনি চিত্রা ব্যানার্জী দিবাকরুনি। এটাই বা কী ধরনের নাম? শেষেরটা কীভাবে এলো?

    ডিঃ এর পিছনে কেবলি অনুসন্ধিৎসা। অন্য কোনো কিছু নেই। ঃ-)
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ০৮:০৮ | 108.23.41.126
  • নাঃ, এরে চিনি ন্স।

    একটা ব্যাপার খেয়াল করেছ, আবাপ অ্যাকশনেবল আইটেম নিয়ে খুব একটা কিছু ছাপায় না।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৬:৪৪ | 75.76.118.96
  • শিবুদা এরে চেনো নাকি?
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০৩:১২ | 168.26.215.13
  • হ্যাঁ এবারে আপিসে বসে ছুটি।ঃ)
  • Tim | ০৪ জানুয়ারি ২০১২ ০৩:০৭ | 173.163.204.9
  • টার্নপাইকের থেকে বাজে জিনিস আর হয়না। আমাদের এদিকে সেভেন্টি সেভেন দিয়ে যেতে আসতে পহা ন্যায়। ইদিকে রাস্তা এত খতরনাক যে যেকোনোদিন মরে যেতে পারি। এত খচ্চা করে মরতে বড়ো গায়ে লাগে।

    আকাদার কি এখনও ছুটি চলতেছে?
  • Tim | ০৪ জানুয়ারি ২০১২ ০৩:০৪ | 173.163.204.9
  • আজ না, কাল। ফোনাবো তোমায়। ঘন্টা ছয়েক বসিয়ে রাখবে ডিসিতে, তখন। ঃ-)
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৪৭ | 168.26.215.13
  • টিম বাউর কি আজ যাওয়া?
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৪২ | 168.26.215.13
  • টার্ণপাইকের মানে হল যে রাস্তা সবাই মিলে চু* দেওয়ার পরে তোমার আমার থেকে তারজন্য পয়সা লিচ্ছে। যেমন ম্যাস টার্নপাইক।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৪০ | 168.26.215.13
  • ও যাই হোক। ভুলভাল দেখেছি মনে হয়।
  • r2h | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৪০ | 198.175.62.19
  • টার্নপাইক ব্যাপারটা ঠিক বুঝতে পারিনা, কোন এক বিশেষ ধরনের রাস্তাকে কি টার্নপাইক বলে? আমি যেখানে প্রায়ই ঢুকে পড়ি ভুল করে সেটা এনজে টার্নপাইক, সেখান দিয়ে নিউ ইয়র্ক যাওয়া যায় বলে লেখা দেখতে পাই।
  • r2h | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৩৮ | 198.175.62.19
  • ক্ষী মুশকিল- ফ্লোরিডায় থাকিনা তো, সাউথ জার্সি - মৌজা মেপল শেড জেলা নিউ জার্সি
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:৩৫ | 168.26.215.13
  • হুতো ফ্লোরিডায় থাকে? আমার কেমন জানি মনে হয়েছিল নর্থ ইস্ট।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ০২:২৮ | 74.125.59.177
  • মাল খেয়ে আম্মো অনেক এক্সিট মিস করি। ও কিছু না।

    আর কি অকিতজ্ঞ জনতা। নির্মল ভাট চাই, নির্মল ভাট চাই। দিলুম এনে। এখন আর চাই না। ঃ((
  • r2h | ০৪ জানুয়ারি ২০১২ ০২:২৭ | 198.175.62.19
  • এই যাঃ, ম্যাস টার্নপাইক আবার কি?
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:২৭ | 168.26.215.13
  • হুতোর শুরুয়াতটা ভালো কালে কালে আমারই মতন দক্ষ ডেরাইভার হয়ে উঠবে।
  • aka | ০৪ জানুয়ারি ২০১২ ০২:১৮ | 168.26.215.13
  • টার্ণপাইক মানে ম্যাস টার্নপাইক?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত