ইশ পাঁচটা বেজে গেল। শীতের বেলা পড়ে গেল। জীবন থেকে আরেকটা দিন চলে গেল।
pi | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০৩ | 72.83.83.28
কেসিদা। অনেকবার আমাকে লিখতে বলেছেন। লিখছিনা বলে বকাবকি করেছেন। অনেকেই বলেছে। লিখছিনা। ঠিক গোঁসা করে নয়। খুব একটা বাজে লাগা থেকে লিখছিনা। ডিডিদা কেন কী বলেছেন সেটা ডিডিদা ক্লিয়ার করে দেবেন। ঃ) তাই নিয়েও কোন ইস্যু আর নেই। সেজন্য লিখছিনা, এমন নয়। কিন্তু তার সূত্র ধরে যা যা হয়েছে তা থেকে যা জেনেছি, তাতে লিখতে অস্বস্তি হয়। আর অনেকের অনেক বক্তব্য জেনেও বেশ একটা আত্মোপলব্ধি হয়েছে। ঃ) তবে সেটাও তেমন কোন ইস্যু না। এই তালেগোলে যেটা জানা হল, কিছু কিছু লোকজন মনে এক, মুখে আরেক। পিছনে ঘোঁট পাকিয়ে চলেছে, এর ওর তার নামে মিথ্যে বলে চলেছে, একে ওকে তাকে লাগিয়ে চলেছে। অনামে বেনামে লিখে চলেছে। ঘটনাক্রমে তারাই আবার সবচে বেশি হোলিয়ার দ্যান দাউ সাজেও। ঃ) সে যা হোক, এটা নিয়ে অসুবিধা হওয়াটা আমার ব্যক্তিঅত সমস্যাই হয়তো। এগুলোকে গায়ে মাখা উচিত না, এমনটাই হয়তো বলবেন অনেকে। সে চেষ্টা করে চলেছি।
আর গুরুর স্বর্ণযুগের মানে টানে আমি ঠিক জানিনা। তাই গেল গেল হাহাকারের অর্থও বুঝিনি । ইন্দ্রাণীদির পোস্টের সাথেও ক। তবে আমার ( এবং এটাও জানি, আরো অনেকের কাছেই) , এটা শুধু ( শুধুটা বোল্ড এন্ড আন্ডারলাইন) আসুন, কী খেলে, কী খাবে, কোথায় ঘুরলে, কোথায় যাবে ... এসবের বাইরেও অনেক কিছু। ( এর মানে এই নয়, এগুলো হওয়া নিয়ে আপত্তি আছে। ঐ সিকির মত হয়তো বলবো, খাওয়াদাওয়া , ঘটিবাঙাল, রান্নাবান্না আমারো কাপের চা নয়। এই অব্দি)। আর সেগুলো এখানে পোস্ট স্বর্ণযুগে সব উঠে টুঠে গেছে এমন তো মনে হয়নি।
ঘুণপোকাটোকার মানেও বুঝিনি। হতে পারে আমাকে বলা হয়েছে। নাও হতে পারে। সে আমাকে গত ক'দিন ধরে কেউ কেউ অনেক কিছু বলেছেন। সেটা নিয়ে কেউ আপত্তি জানালে কিছু লোকের সেটা পিঠ চুলকানোও মনে হতে পারে। কী করা যাবে। আবার অনেকের অন্যরকম ও মনে হতে পারে। অনেকের মনে হতেই পারে, আমি আসায় গুরুর এই গেছে, ঐ গেছে। কী করা যাবে। আবার অনেকের অন্যরকমও মনে হতে পারে। সে আবার আমারো মনে হতে পারে, এর অমুকের জন্য এই হচ্ছে, তমুকের জন্য তমুক। আরো আরেকজনের আরেকজনে্ক নিয়ে মনে হবে । কী আর করা যাবে। এসবই তো থাকবে। সব কিছু নিয়ে সবাই সবসময় একসাথে সন্তুষ্ট থাকবে এমন হওয়া ঐ মুশকিল নয় না মুমকিন টাইপ।
তবে হ্যাঁ, আমার জন্য কেউ চলে যাক সে আমি কখনোই চাইবো না। আমার কোন কথায় আঘাত পেয়ে চলে গিয়ে থাকলে তার জন্য দুঃখিত। অবশ্যই চাইবো ফিরে আসুন। কেউই কারুর জন্য চলে গেলে সেটা ভাল না। সবকিছু সবার পছন্দ হবেনাএটা জেনেই তো সবাই থাকেন।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০৩ | 121.241.218.132
সময় থাকতে বারণ করেছিলাম।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০২ | 202.91.136.71
ঃ))))
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০২ | 121.241.98.225
হ্যাঁ। এই একমাসেই আমাকে কিভাবে গুরু থেকে দুরে সরিয়ে রাখা হয়েছে সেসব কথা আমি কাউকেই বলবোনা
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০২ | 121.241.218.132
আমি কিন্তু এবার ফোন করিনি।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 123.242.248.130
তুই এখনই বলবি কি? তোর তো সবে বউ হল। একমাস হয়েছে কি হয় নি।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 202.91.136.71
আহা অমন করে বলতে নেই।
বলঃ আঁধার হল মাদার গাছের তলা।
(এইবার চোলাইয়ের ঠেক বসবে) ঃ)
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 59.93.199.121
এটাও মিলে গেল। বরের কাছে ক্যালানি খাই। নেটে সেটা বলিনা।
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 121.241.98.225
ঐসব তো আমিও কোনদিন বলতে যাইনি সিকিদা।
;-)
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৯ | 123.242.248.130
পাঁচটা বাজে। রাত হল। বাড়ি যাই।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৯ | 202.91.136.71
আহা রে, সিকির লাস্ট দুটো লাইন চোখে জল এনে দিল।
ভুক্তভোগী!!
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৮ | 121.241.98.225
এই সেন্টজির ব্যাপারটা আমি ধরতে পারিনি। কি কেস, একটু খুলে কাশবে কেসিদা?
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 59.93.199.121
হেয়ার কাট দেওয়ার পর বাড়িতে এসে আয়না দেখতে নেই কিন্তু। তাহলেই মনে হবে এ মা ভালো হল না। আর তখন টু লেট।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 123.242.248.130
ম্যাক্সিমিন, একেবারেই না। টইতেও রীতিমত ফক্কুড়ি চলে। টই হাইজ্যাক করা হয়। গুরুগম্ভীর অর্থনীতির আলুচানার মাঝে পাবলিক ক্যাওড়ামি করে। দিব্যি করে। ওয়ান লাইনার টইতেও চলে প্রচুর। মোট্টেই দীর্ঘ সেমিনারসুলভ লেখার জন্য নয় টই। লিখলেও কোনও বারণ নেই।
ভাটিয়ালি এবং টইপত্তর, দুটোই আনমডারেটেড সেকশন। এখানে বড় ছোট খাজা গজা কোনওরকম লেখা লিখতে কোনও বাধা নেই। কেবল টইতে বিষয়ভিত্তিক আলোচনায় বিষয়ে স্টিক করে থাকার সঙ্গে জোর দেওয়া হয়।
টইয়ের আলোচনা ভাটে আসে তো! দিব্যি আসে। তবে অদ্ভুতভাবে কেউ কেউ আছেন যাঁরা কেবলই টইতে লেখেন ভাটে লেখেন না। যেমন পিটি। যেমন ম্মু, যেমন ঘনাদা, শ্যামল। কেন, তা বোঝা যায় নি কোনওদিন। হতেই পারে তাঁরা কেবল বিষয়ভিত্তিক আলোচনাই পছন্দ করেন, বিষয়হীন ভাট নয়।
নেতাই, আমি কারুর ক্যাচালই ধরতে পারি নি। অফলাইন নিয়ে আমি বিশেষ খবর রাখি টাখি না। আমার যার সাথে যা ঝগড়া মন কষাকষি হয়েছে এখানেই হয়েছে। আমি ফোনে ফোনে যোগাযোগও রাখি না, মেল করেও অফলাইন সম্পর্ক রাখি না। আর এখানে যা হয়, তার জন্য ব্যক্তিগত জীবনে কোনও চাপ নিই না। অ্যান্ড ভাইসি ভার্সা। গুরুতে সময় দেবার জন্য আমার বউ আমাকে কীরকম ক্যালায়, আমি কি কখনও এখানে বলতে গেছি? কেমন খিস্তি খাই বউয়ের কাছে, বলেছি একবারও?
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 121.241.98.225
মিনিদি, ভাবাবেগে আঘাত করার পোটেনসিয়াল আছে এমন কোন কথা আমি বলবোনা। ঃ))
kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৬ | 194.126.37.78
বলতে বলতেই আবার সেন্টজির আশীর্বাদ চলে এয়েছে।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৬ | 202.91.136.71
হ্যাঁ, মহৎ ব্যক্তির উপলক্ষের অভাব হয় না।
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৫ | 121.241.98.225
আহা অপ্পন্দা, বোতীন্দার খাওয়ানোর সাথে মোবার জেতার কি সম্পক্ক? মোবা একটাও না জিতলে কি বোতীন্দা খাওয়ানো ছেড়ে দেবে?
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৫ | 59.93.199.121
ঠিক নেতাই। কিন্তু টইতে তো সবাই যায়না। এইজন্যেই পাইকে মিস করছি।
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৩ | 121.241.98.225
ভাটে কি কোনকিছু লেখাই বারণ নয়। শুধু ভাটে ডকুমেন্টেড থাকেনা বলে গুছিয়ে কিছু লিখলে তা টই তে লেখাই নিয়ম। টই তে লেখা সহজে হারায় না। ভাটে হারিয়ে যায়। এটুকুই
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৩ | 59.93.199.121
কিকি এটা ভালো করেছ। রাগ হলেই হেয়ার কাট। আমিও করতাম।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫২ | 202.91.136.71
কিন্তু তাতে ক্ষী? বোতিন যা বললে খাওয়াবে আমি তাইই বলব। ঃ)
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫০ | 202.91.136.71
হুম, বসে দেখা যায় না। ঃ(
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৫০ | 59.93.199.121
টইতে লিখলে অল্প করে লিখলে হবে না। দীর্ঘ লেখা এক্সপেক্টেড। সেমিনার টাইপ। মন্তব্যগুলূ সেমিনারে যেমন কমেন্ট হয় সেইরকম। কিন্তু একটা যেন অলিখিত নিয়ম আছে যে টইএর আলোচনা ভাটে আসবে না। কেন আসবে না? যেকারণে অনলাইনের কথা অফলাইনে আসা উচিত নয় এবং ভাইসি ভার্সা।
সিকিদাতো বললোই, কাকুকে ফো নং দেওয়ার আগে অ্যাড্রেস চেকাবেন।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৫ | 202.91.136.71
আরে না হয় একদিন খাওয়ালেই। মোবা কি আর রোজ রোজ জেতে? ;-)
kiki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৪ | 59.93.162.29
অ সিকি! পাল্টাবো কিভাবে? আমায় অ্যাকাউন্ট টা খুলেতে দিচ্ছে না। ফোন নং চাইছে কি কোড পাঠাবে বলে।ঃ(
ম্যামিদি, কি বলছো গো? দিদিয়ার বাড়ীর কথা? ও নিয়ে মাথা ঘামিয়োনা। কিছু বুদ্ধিমান খচ্চর নেট জগতে ঘুরে বেড়ায়। সেদিন আমরা যারা ওখানে ছিলাম তাদের কাউকে টার্গেট করতে চাইছিলো অবস্থার সুযোগ নিয়ে। পাত্তা না দিলেই চলবে। লোকে অত বোকা নয় যে এ এই বলছিলো আর ও ঐ বলছিলো , বললেই সবাই বিশ্বাস করে নেবে।
মাইরী মাঝে মাঝে লোকের ক্রেজ দেখলে কেমন ব্যোমকে যেতে হয়।
যাগ্গে , এমনিতেই মুড খুব খারাপ।তারপর রেগে গিয়ে চুল কেটে এলুম সেদিন,তার আগে চুল বড় করবো এমন ভাবনা ছিলো। এবার সেই কাটা পছন্দ হচ্ছে না, এই না, সেই না করতে করতে যেটা দাঁড়ালো সেটা মামুর কাটের সাথে মিলে গেছে। বুঝতে পাল্লুম্না ছেলেদের কোনো কাট দিয়ে এলাম কিনা।
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৩ | 121.241.98.225
অরিজিৎদার লেখা আমারো তো হেব্বি লাগতো। ক্যাচাল টা কি নিয়ে হয়েছে বুইতেও পারিনি।
দমদির্টাও সেম। (মানে কি ক্যাচাল ধরতে পারিনি)
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৩ | 122.248.183.1
দেবু আর দুখে কই গেল?
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪৩ | 122.248.183.1
অপ্পন ক্লিকিয়ে দেখলাম । কী সব ফোটো !! জামা কাপড় খুলে নেবে না তো? ঃ-))
Netai | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪১ | 121.241.98.225
ভাটান দাদারা ভাটান।
সামনে লরি, পিছনে সুন্দরী, ফাটাও বিষ্টু।
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৪০ | 122.248.183.1
আচ্ছা মিঠু যে অনেক দিন থেকে বলছিলো খাওয়াবে। সেটা কবে। সবাই সুস্থ হয়ে উঠলে এক দিন হতে পারে।
যে যাতে রস পান তাই নিয়েই আড্ডা জমে ওঠে।কারুর যদি রান্না ঘরকন্না ভালো লাগে- সে তাই নিয়ে আড্ডা দেবে। যার তঙ্কÄ¡লোচনা করতে ভাল্লাগবে সে তাই নিয়ে রসিকের সঙ্গে আড্ডা দেবে। যার কোনোটাই ভাল্লাগবে না সে চুপ করে শুনবে। কেউ লিংকের সাহায্য নেবে। সব কিছুই থাকবে। কেউ সর্ববিদ্যাবিশারদ,কেউ নিছক টাইমপাস- ভাটের পাতা তো সে জন্যেই। ভালো ভালো লেখা যাতে হারিয়ে না যায় সেই জন্যেই তো টই এর উৎপত্তি। ভাটে লোকে গল্পগুজব করে মানে করতো। আর ভাটে বহুবিষয়ে আলোচনা মানে রান্না,কেনাকাটা ইত্যাদি ছাড়া হয়েছে বা হয়।আপনার ভালোলাগার বিষয় নিয়ে আলোচনা করুন না- যারা সেটাতে আনন্দ পাবে তারা যোগ দেবে। অসুবিধার তো কিছু নেই।
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩৪ | 122.248.183.1
আচ্ছা এখন ও প্রজেক্ট পাই নাই। তাই হালকা করে একট ঘুরে আসবো ভাবছি।
bb দা হায়দ্রাবাদ কেমন হবে?
দু দি, জোড়হাট থেকে অরুনাচলের ভালুকপং আর তাবাং গেলে কেমন হয়?
quark | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩৩ | 14.139.199.1
মণি স্কোয়্যার এর টার নাম তো Five Rivers
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩২ | 202.91.136.71
হ্যাঁ, আজকের খেলাটা ম্যাগপাইয়ের সাথে। দেখব।
আর ইসে, আমার 4:27-এর পোস্টটা আফনের টিম নিয়ে ছিলো না।
maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩২ | 59.93.199.121
টই আর ভাটে পার্থক্যটা আমি যা বুঝেছি বলি?
Apu | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩১ | 122.248.183.1
জলপথ তো নেই তাহলে অন্য জায়গায়।
ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩০ | 202.91.136.71
আব্বে, লিখেছি তো শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর পড়তে হবে।
vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩০ | 121.241.218.132
আজ জিতলে পয়েন্ট সমান হবে, কিন্তু জিডিতে আটকে যাবে। এমনিতে আজ জেতাও কঠিন। একদম শেষ টিমের সঙ্গে হারলে কি আর হয়।।।
siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৬:৩০ | 123.242.248.130
ভাটে খেলার পোস্ট না পড়লে বুঝলাম কী করে সেগুলো খেলার ছিল?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন