ক্ষেউ নেই? ভ্যাঁ.............. ক্ষেউ থাকেনা আমার জন্য?
যাগ্গে আরেকটা কথা কেমন না বেরিয়েই ছাড়বেনা। কিছু বছর আগে দাদুকে দেখতাম মৃত্যুর জন্য অপেক্ষা করতে। অনেক বয়সে দাদু মারা গেছিলেন।চুপচাপ বসে থাকতেন আর বলতেন জানো কমল(আমি দাদুকে কমল দাদু বলতাম ছোট বেলায় আর দাদু ও আমাকে কমল বা কমলিনী বলতেন)এখন আর কথা বলতে ভাল্লাগেনা।কেবল পিছন পানে চাইতে ভালো লাগে।
বাবা দাদুর থেকে অনেক কম বয়সেই সেই স্টেজে চলে গেছেন। অপেক্ষায় আছেন।
আমি বোধায় আরো আগে অপেক্ষাটা শুরু করবো। আর কয়েকটা বছর। ছেলেটার প্রতি কর্তব্যের হাত থেকে মুক্তি পেলেই আমার অপেক্ষার শুরু হবে।
Sibu | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:১১ | 108.23.41.126
দরকারী মেসেজ না পড়াই ভাল। তাহলে মনের শান্তি থাকে। কেউ কিছু বল্লে তাকে স্ক্রিনটা দেখিয়ে বলুন - এত খারাপ হাতের লেখা পড়তে পারছি না, পড়ে দিন।
বিনা কারনে ঝাড় খাবার জন্য মানকেকে ধরে আনুন। বিয়ের একমাত্তর ফ্রিঞ্জ বেনিফিট থেকে বেচারাকে বঞ্চিত করা ঠিক হবে না। ছেলের ওপরেও ট্রাই করে দেখতে পারেন। আফটার অল বাবার উত্তরাধুকারী। তবে একটু সাবধানে। বলা যায়না, আজকালকার ছেলে। জাড় খেয়ে ত্যাজ্য বাবা করে দিলে কি করবেন আগের থেকে ভেবে নিন।
kiki | ০৬ জানুয়ারি ২০১২ ০৮:৩৩ | 59.93.240.60
আমি বছরের শেষে অগাধ মনের শান্তিতে আমার মোবাইলটা ছুঁড়ে ভেঙে দিয়েছি।ফল স্বরূপ সেটার স্ক্রিন্টা অদ্ভুত দেখতে হয়ে গেছে। বাকি সব কাজ ই হচ্ছে । কেবল কিছুই পড়া যাচ্ছে না। এই আর কি! আর এখন ই সব দরকারি মেসেজের লাইন লেগেছে।
এসব ছোটখাটো দুঃখুর কথা আর কারেই বলি?তাই বলে গেলুম। আর আমার সাথে অফ্লাইনে কে কে পিএনপিসি করার জন্য আছো হাত তোলো। আমি এখন সাঙ্ঘাতিক ঝগড়ার মুডে আচি । আর আমি শুনিনা বলে যাই, এটা খ্যাল রাখলেই চলবে। আর হ্যাঁ , আমার কথা শুনলেও আমি বিরক্ত হই আর না শুনলেও খেপে যাই। বাস এটুকুই।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৪:৫৩ | 59.93.246.171
যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের বেশিরভাগই যথেষ্ট ডিসিপ্লিনড। কিন্তু তারা সঙ্গঠিত। মধ্যিখানে যখন অনেকদিন নকশাল আন্দোলন বলে তেমন কিছু ছিল না, তখনও তাদেরকে নকশাল বলে ব্র্যান্ড করা হত।
যেমন রোলকল। আর্টস বিভাগগুলোতে বহুদিন অবধি রোলকল ছিল না। ইচ্ছে না হলে ক্লাসে আসবে না। একসময়ে কিন্তু রোল কল চালু করা হল। আমি চিরদিনই রোল কলের বিপক্ষে।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৪:০৬ | 59.93.246.171
যদুপুরের একটা বৈশিষ্ট্য হল সিপিএম টিচারনেতারা সবাই ছাত্রদরদী নন।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৪:০২ | 59.93.246.171
যাইনি পাই। কিছু ব্যাপারে ছাত্র ও টিচারের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব থাকে। রাজনৈতিক দল নির্বিশেষে। এটা সেরকমই একটা ইস্যু। আমার এরকমই মনে হচ্ছে।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৭ | 128.231.22.133
আরে কাব্লিদা, আমি প্রিন্টারের নং খুঁজে পাচ্ছিলাম না। আর তুমি ও পাড়াতেই থাকবে বলেছিলে না ?
যাহোক, পেয়ে গেছি তারপর। কথাও হয়ে গেছে।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৬ | 59.93.246.171
মুলোঘন্টয় শিয়োর বড়ি দেব তকাই।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৫ | 128.231.22.133
ওহো, লিখে দিয়েছ।
যদুপুরে সিসিটিভি বসা নিয়ে তোমার কী মত শোনার ইচ্ছা ছিল। কাল লিখো খন।
গুন্নাইট।
kd | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৫ | 59.93.201.151
এই রে! পাইদিদির পোস্ট পড়ে ফোন চেক করে দেখলুম আটটা মিস্ড কল, তার মধ্যে পাইদিদির ছ'টা। ব্যাপারটা হ'লো ফোনটা শোয়ার ঘরে রেখে কালোদালানে টিভি দেখতে বসেছিলুম - ৯ঃ৩০ থেকে ১১ঃ০০ সিরিয়াল কি মিস করা যায়? তারপরে আবার ১১ঃ৩০ থেকে ১২ঃ০০টা। তারপরেও টিভি চলছিলো কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলুম - এই ভাঙলো। এবার যাই শোবার ঘরে - এই ল্যাপিকে ঘুম পাড়িয়ে ওই ঘরেরটাকে জাগাই, যতক্ষণ আবার ঘুম না আসে, ভাটাই।
ও হ্যাঁ, আইফোনের ঘন্টি বড় মধুর (এদেশের স্ট্যান্ডার্ডে) - পাশের ঘর (উইথ টিভি অন) থেকে শোনাই যায় না।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৪ | 128.231.22.133
স্যারের ফ্রান্স পছন্দ ছিল না কেন ?
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৪ | 59.93.246.171
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। টা টা গুড নাইট।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫৩ | 59.93.246.171
ঘুমোতে যাব। আরেন্টিস্যার কেন ফ্রান্স অপছন্দ করতেন (যদি করে থাকেন) আমার থিয়োরি বলে দিয়ে যাই। কারণটা হতে পারে ইংল্যান্ড আর ফ্রান্সের বরাবরের শত্রুতা।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫১ | 76.114.73.71
ওঃ, তা হবে। আমি ইলিশ ভাপে কোনদিন রাঁধিনি।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫০ | 128.231.22.133
কিন্তু ঐ বার্বন স্ট্রীটে তো মনে হয় জনতা সম্বৎসরই মালা ছোঁড়ে। মানে ডিসেঃ তে গিয়েও তো মাল্যবর্ষণ পেয়েছিলুম।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৫০ | 59.93.246.171
মানে তরকারির মধ্যে জল ঢুকবে না।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৯ | 59.93.246.171
না না জল বলছিলাম তলায়। ইলিশ ভাপে যেমন করে রাঁধে।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৮ | 59.93.246.171
কেন কেন?
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৭ | 76.114.73.71
না না, বেশি জল দেবেন না একদম। ঐ দইতে গোলার সময় যেটুকু দিলেন তাই। স্লো আঁচে কড়াই খুব কষে চেপে ঢাকা দিয়ে করুন। খুব গা মাখা হবে। যদি চান তো কপিগুলো আগে নুন জলে ভাপিয়ে নিয়ে পরে কষতে পারেন।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৭ | 59.93.246.171
ফ্রান্স কী ভালো একটা দেশ তাইনা? আরেন্টিস্যারের অপছন্দের জায়গা। কেন বলো দেখি?
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৫ | 59.93.246.171
ও স্লো আঁচে বাঃ এটা এমনি বাড়িতেও খাওয়া যায় রোজরোজ কিসমিস কাজু। কেয়া মস্তি।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৫ | 139.124.3.100
খুব সম্ভবত ২১ জুন বা ঐ রকম কোন একটা সময়ে ফ্রান্সের রাস্তায় রাস্তায় সবাই যে যা গাইতে বাজাতে পারে নিয়ে নেমে পড়ে রাস্তায়। মোড়ে মোড়ে জ্যাজ দারুণ লেগেছিল।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪৪ | 59.93.246.171
হ্যাঁ তকাই। আর অন্যটা মানে ছোট করে কাটা কষানো ফুলকপি প্লাস দইমাস্টার্ড প্লাস কিসমিসকাজু কড়াইতে জল দিয়ে বাটিকরে সেদ্ধ করব? নাকি স্লো আঁচে?
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪১ | 128.231.22.133
শ্রীরাধিকার কেষ্টপ্রেমের মত মাখোমাখো দুগ্ধালাবু ঃ
আহা, মার্দি গ্রা! মস্ত মস্ত লোকেরা সব বীডের মালা পরে পাগলের মতন নাচছে আর ভ্যাঁপ পো ভ্যাঁপ্পো করে করে অদ্ভুত অদ্ভুত গাড়ী তে নাচগান করতে করতে আরেকদল পাগল মালা ফুল চকোলেট লজেন বিস্কুট ফুলের তোড়া এসব ছুঁড়ে দিয়ে যাচ্ছে হরিলুটের মতন। ঃ-)
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৪০ | 76.114.73.71
আভেন না থাকলে চাপা ঢাকা দিয়ে কম আঁচে করুন।
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৯ | 168.26.215.13
ইয়েস মার্ডিগ্রা।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৮ | 128.231.22.133
জ্যাজই তো।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৮ | 139.124.3.100
মিনিদি মুলো ঘন্টে কিন্তু বড়ি ভেজে দেবেন। মটর ডালের ছোট বড়ি হলে ভালো হয় আর বড় বড়ি হলে ভেজে ভেঙ্গে মিশিয়ে দিতে হবে। কেউ কেউ চীনে বাদামও ভালবাসে। তবে তেল একটু লাগে ভাজা ভাজা না হলে ঠিক জমে না।
ওমা, আমরা বার্বন স্ট্রীটে জ্যাজ ক্লাবে বসে কফি আর বেন্যে খেলাম। কার্নিভ্যাল কি বাছা? মার্ডি গ্রা বলো।
পাই, কিসে সে সোয়াদ পেলে?
kd | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৬ | 59.93.201.151
পাইদিদি, সহজ উত্তর হ'লো জ্যাজ। কিন্তু তাহ'লে কেন জিগাবে? তবে কি ফ্যাট টিউসডেতে বীডের মালা কালেক্ট করা মেয়েদের? ঃ)
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৬ | 128.231.22.133
হুঁ। প্রিসার্ভেশন হলের আলো আঁধারিতে সেই জ্যাজ। এর সাথে একটা সন্ধেরই তুলনা চলে। সেই কোন কালে পুরোনো কোলকাতার পুরোনো এক ঘরে সরোদের একটা সন্ধে। এমন একেকটা সন্ধের জন্যই বেঁচে থাকতে ভাল লাগে।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৬ | 129.74.191.152
দুধ দিয়ে লাউ সাথে ধনেপাতা আর উপরে বড়ি ভাজা - ও হয় আমাদের বাড়ীতে।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৫ | 139.124.3.100
রামকৃষ্ণ ভট্টাচার্য্য বেশ কিছু কাল আগে বুলবুলভাজায় কিছু রেসিপি লিখেছিলেন সাথে শ্লোক অব্দি ছিল। দুধ লাউ এর রেসিপি ছিল সেখানে।
nk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৪ | 151.141.84.194
নাম করতে গেলে তাকা লাগানো কিছু করতে গেলে এক্সোটিক কিছু লাগবে। যা ওরা দেখে নি আগে। যদি ফুল তুলে ঝিঙাভাজা না দেখে থাকে, সেটা করা যায়। ঝিঙার খোসা ফেলে দিয়ে ফুলের মতন করে কাটতে হবে, মানে সরু সরু লম্বা কিন্তু পুরোটা কেটে ফেলা না, গোড়ার দিকটা আটকানো। সামান্য নুন মাখিয়ে রেখে দিতে হয় কিছুক্ষণ। তারপরে পিটালিতে বা বেসনে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে।
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৪ | 168.26.215.13
আহা রান্নায় কি কখনো তেল বেশি হয়? হেলদি চাইলে অপ্পো, আনহেলদি হলে একটু গড়িয়ে পড়বে লালচে হয়ে।
kk | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৪ | 76.114.73.71
আমিও একটা দিই। ফুলকপি একটু ছোট করে কেটে নিন। তেলে কালোজিরে ফোড়ন দিয়ে কপি গুলো নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিন। একটু নাড়াচাড়া করে কাঁচা লংকা চিরে দিয়ে দিন। এদিকে একটা বাটিতে দইয়ের মধ্যে সামান্য হলুদ, এক চামচ মাস্টার্ড, একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রাখুন, অল্প জল দিতে পারেন। ফুলকপির কড়াই আঁচ থেকে সরিয়ে ওর মধ্যে ক্যাপসিকামের কুচি দিন। এবার এই দইয়ের মিশ্রণটা মিশিয়ে দিন। এবার এর মধ্যে আধ মুঠি কিসমিস , আধ মুঠি কুচোনো কাজু দিন। তারপরে পুরোটা একটা আভেন প্রুফ পাত্রে ঢেলে ফয়েল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ৩৫০ ডিগ্রী ফারেনহাইটে রাখুন যতক্ষণ না কপি সেদ্ধ হয়। বার করে সামান্য ঘি আর ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
pipi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৪ | 129.74.191.152
কেডিঃ-) যেই বলে থাক কিছু ভুল কয় নাই। তবে আমাদের ফাইটিং আইরিশ আছে, কি কন? ঃ-) সেমস্টার শেষ হল, ছুটির ঘন্টা বাজল আমিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবছিলুম যাক বাঁচা গেল! ও মা, কোথায় কি এ তো দেখি রোজই টিভিতে কিছু না কিছু! হয় NFL নয় রোস বুল, নয় সুগার বুল হ্যানো ত্যানো। কেউ নড়ে না, কেউ বাইরে যেতে চায় না গেলেও স্পোর্টস বারে গিয়ে গজল্লা করে! কত আর সওয়া যায়। তার মধ্যে কি এক বেঙ্গলের খেলা চলছে, হাড় ভাজা ভাজা হয়ে গেলঃ-(
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৩ | 59.93.246.171
ঘন্ট রান্নায় তেল ঠিক পরিমান মত হওয়া চাই না?
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩২ | 59.93.246.171
বেশ। তেল কীরম দেব?
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩১ | 168.26.215.13
নিউ অর্লিয়ান্সে গিয়ে আমি জ্যাজ বারে মার্গারিটায় চুমুক দিতে দিতে জ্যাজ শুনব। আহা কতদিনের শখ, আর একবার কার্নিভ্যালের সময় যাবার ইচ্ছে।
takaai | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩১ | 139.124.3.100
নিউ অর্লিয়েন্সেই জ্যাজের শুরু বলে শুনেছিলাম।
maximin | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩১ | 59.93.246.171
সর্বদা লাউ চিংড়ি খাওয়াই। কিন্তু এ মেয়ে চিংড়ি খাবে না।
aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩০ | 168.26.215.13
আচ্ছা অথেন্টিক মুলো রেসিপি।
খুব ছোট ছোট করে কেটে নিতে হবে (ফূড প্রসেসর হলে ভালো হয়)। তারপরে পেঁয়াজ,আদা,রসুন, জিরে, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন ঝাল দিয়ে কষে নামানোর আগে অল্প গরম মশলা।
pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৩:৩০ | 128.231.22.133
কাব্লিদার ফোন কি খারাপ ? আজ আমার সকালে বহুবার করেও পেলাম না। তবে প্রিন্টারের সাথে কথা হয়ে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন