এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৫ জানুয়ারি ২০১২ ১০:০০ | 121.241.98.225
  • নীনাদি, সামলে সুমলে উঠলে?
  • Ishan | ০৫ জানুয়ারি ২০১২ ১০:০০ | 117.194.33.183
  • কি নিয়ে আড্ডা হবে সেটা ডিফাইন করে দেওয়া যায় নাকি? এমনিতেই কম লিখি। গুচ্ছের কাজ জীবনে। তার পর যখন আসি, তখনও যে সব আড্ডাই ভালো লাগে তা তো নয়। তখন আমার কিছু না পোষালে বা কনট্রিবিউট না করার থাকলে আমি চুপচাপ থাকি, বা ওরে বাবারে থামারে বলে চিল্লাই। এই অবধিই। কিন্তু ডিফাইন করে দেওয়া? একদম নো নো।
  • Netai | ০৫ জানুয়ারি ২০১২ ০৯:৫৫ | 121.241.98.225
  • ডার্টি পিকচার, ডন্টু কিছুরি রিভিউ লিখিনি। ঃ(
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৯:৫২ | 69.141.168.183
  • আরে নেত্য--ডাট্টি পিকচারের রিভ্যু কই? কই?
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৯:৫১ | 69.141.168.183
  • সিকি
    আবার এসেছি---অমিতের অফিসের ল্যাপিটা বাজোয়াপ্ত করেছি কিছুক্ষণের জন্যঃ-)
    বেজায় পিছিয়ে গেছি ---এট্টু হোমওয়ার্ক কচ্চি--ক্ষী চাপ
  • Netai | ০৫ জানুয়ারি ২০১২ ০৯:৪৯ | 121.241.98.225
  • রাতের ভাটে দেখছি অনেক নট মাই কাপ অফ টি আলোচনা হয়ে গেছে।
  • siki | ০৫ জানুয়ারি ২০১২ ০৯:০৭ | 123.242.248.130
  • যাঃ নীনাদি রাতে এসে চলে গেল।

    দিল্লি আজ আবার হিল স্টেশন। ঘন কুয়াশায় চাদ্দিক সাদা। আর ভিজে ভিজে রাস্তা। ভুল করে অন্য রাস্তায় চলে গেছিল আজ আমাদের ক্যাব, রাস্তা বুঝতে না পেরে।
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০৮:৪৪ | 75.76.118.96
  • ম্যাক্সিদিরে প্রশ্ন জিগাই। খাওয়া দাওয়া নয়, শপিং নয়, বাঙাল ঘটি নয়, তাহলে আড্ডা কি? কালিদাসের কবিতা কেন কবিতা আর শক্তি চাটুজ্জ্যের পদ্য কেন পদ্য? পালা করে সবাই কবিতা বলবে, আর গান গাইবে, কোন একটি বিশেষ বিষয় নিয়ে বক্তৃতা দেবে ইত্যাদি ইত্যাদি। রোজ মিল্ক অফ ম্যাগনেশিয়া খেতে হইবে না? সিওর?
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০৫:১৩ | 75.76.118.96
  • ফেসবুক আমাকে জানাল যে নবনীতা দেবসেন আমার খুব কাছের বন্ধু, মাত্র ১৪ জন কমন বন্ধু আছে।
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০৭ | 198.175.62.19
  • এই তো সামাজিক অবক্ষয় সিআইয়ের ষড়যন্ত্র এইসবের ওপর আরকি ঃ)
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০৬ | 12.149.39.84
  • এবার সত্যি টা টা
  • NIna | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০৫ | 12.149.39.84
  • সরি রে হুতো--মাথায় আসছেনা

    এমেম--যোগ্য সন্তান--বাহ!
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০৫ | 59.93.199.121
  • কিসের ওপর নজর রাখছিলে হুতো?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০২ | 59.93.199.121
  • বার্কলি থাকে।
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০৪:০১ | 198.175.62.19
  • হ, কীপ অন আই... কেউ জানে না? হা হতোস্মি
  • NIna | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৮ | 12.149.39.84
  • থ্যাঙ্কু--পড়ব
    মেয়ে কোথায় থাকে তোমার---আমাদের দিকে কি?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৭ | 59.93.199.121
  • লাইব্রেরি থেকে নিয়ে পড়বে? রুথ রেন্ডেলের কীজ টু দি স্ট্রীট।
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৬ | 12.149.39.84
  • ব্যাস টাইম আপ--বাড়ী যাই
  • NIna | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৫ | 12.149.39.84
  • এই রে হুতো--নজরদারী কি? keep an eye ?
    তোর রূপোর রথখান জব্বর হইছে--
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৪ | 12.149.39.84
  • আর আজ ২৫ বছর আছি এদেশে--প্রতি বছর বাড়ী যাই--কখনও এমন হয়নি গো--কপালের নাম গোপাল
    তোমার মেয়ে কোথায় থাকে?
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৪ | 198.175.62.19
  • নজরদারীর একটু গম্ভীর প্রতিশব্দ কারো জানা আছে? ভীষন তাড়াতাড়ি চাই। ধইন্যবাদ।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৩ | 59.93.199.121
  • হ্যাঁ এটা ভালো দিক। আমার মেয়েকে বলেছি কম্পিউটার কারো কাছে রেখে আসতে।
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫৩ | 12.149.39.84
  • তাত্তাড়ি বল--বাড়ী যাব তো
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫২ | 12.149.39.84
  • বইটা কি বলতো? এখন তো টিভি ও নাই ল্যাপিও নাই--শুধুই বই---বরও চল্ল বিজিনেস টিরিপে--অখন্ড অবসর
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫১ | 12.149.39.84
  • আর বোলোনা কি ভোগান্তি--তবে যাকগে ২০১২ তে আমাদের বাড়ীতে সব নতুন নতুন জিনিষ আসবে আর সব পুরোনো জিনিষ চোরেদের ঃ-)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৫০ | 59.93.199.121
  • নীনা কত্তদিন পর দেখা। চিন্তায় আছি চুরি ব্যাপারটা নিয়ে।
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৪৫ | 12.149.39.84
  • কি বই গো?
  • Nina | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৪৪ | 12.149.39.84
  • হঠাৎ দেখি আপিশ গুরু খুলতে দেছে--এই এত্ত রাতে এমেম কর কি? নিশিকুটুম লইয়া--বাড়ী যাই --টা টা
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৪৩ | 59.93.199.121
  • নিশি একটা বই আমি পড়তে শুরু করেছি। যদি পড়ো, নিশি বা আর কেউ, শেয়ার করতে ভালো লাগবে।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৪১ | 59.93.199.121
  • হ্যাঁ এরোপ্লেন টেন ছিল। কোত্থেকে এল? বাইরে থেকে নামিয়ে দিয়েছিল।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৪০ | 59.93.199.121
  • নাকি ইউনিভার্সেরও বাইরে থেকে?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩৮ | 59.93.199.121
  • পৃথিবীর বাইরে থেকে?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩৭ | 59.93.199.121
  • শকুন্তলা কাব্যে কী পরিমিতিবোধ! ড্যান্স ড্রামা করে মাটি করে দিয়েছে।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩৬ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, ঃ-)
    আরে এক ভদ্রলোক তো বলতেন আরো গভীর রহস্য আছে, পিরি রইসের কাছে এক ম্যাপ পাওয়া গেছে(প্রাচীন ম্যাপ),প্রিরি নিজেও মূলটি পান নি, কপি রেখেছিলেন, তো সেই ম্যাপে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো দেখানো, এমনকি আন্টার্কটিকাও, যা কিনা আধুনিককালে রাডার ইত্যাদি কাজে লাগিয়ে আবিষ্কার!
    উনি কইলেন, খুব উচ্চমানের সভ্যতার লোকেরা মহাকাশ থেকে এই ম্যাপ তৈরী করে তার নকল আমাদের দিয়েছিলো। ঃ-)
    তার পরে নাজকাতে ছিলো অদ্ভুত এক এয়ারপোর্ট, স্পেস থেকে ওরা এসে নামতো, বিরাট বিরাট সব দাগ পাওয়া গেছে।
    অর্থাৎ আমাদের সভ্যতা যে আমাদেরই তা মনে করার কারণ নেই, বাইরে থেকে সাহায্য এসেছিলো।
    ঃ-)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩৫ | 59.93.199.121
  • বাল-মী-কী
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩৪ | 59.93.199.121
  • বাল্মিকি রামায়নও খুব সুন্দর। খুব লিরিকাল।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:৩২ | 59.93.199.121
  • কী জানি আকা। রবি ঠাকুর তাহলে রঘুবংশম অনুবাদ করতে যানই বা কেন? আর মোহিতলাল মেঘদূত আবৃত্তি করতে করতে কল্লোল আপিসে আসেনই বা কেন? সত্যেন বোসই বা সংস্কৃত সাহিত্য পড়তে যান কেন? শেক্সপীয়ার থাকতে?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:২৮ | 59.93.199.121
  • তাহলে হয়তো মহাভারতের যুগেও মোটর চালিত নৌবহর ছিল।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:২৫ | 59.93.199.121
  • গ্রীসে লুটপাট হয়েছিল। সেইসব অপূর্ব সুন্দর মূর্তি যার অনুকৃতি বানিয়ে সারা বিশ্বের মিউজিয়ামে দেখবে, সেইসব জিনিসকে উদ্ধার করেই নবজাগরণ হয়েছিল। নবজাগরণ মানে গ্রীস ও রোমান চিন্তার ও সংস্কৃতিরই নব-জাগরণ।

    উদ্ধার করল কোথা থেকে? যারা লুট করেছিল তারা নষ্ট করেনি, রেখে দিয়েছিল।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:২৪ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, মতামতগুলো আমার না, সাগানই এরকম একটা মত দিয়েছেন।একটা টাইম লাইনও দিয়েছেন, কীভাবে একটা বিপ্লব নিভে গেল, থালেস থেকে শুরু করে আর্কিমিডিস হয়ে চলতে চলতে শেষজন হাইপেশিয়া, তাকে আলেকজান্দ্রিয়ায় খুন করা হয়। এই জ্ঞানীজনেরা এক্সপেরিমেন্টাল সায়েন্স পারসু করার চেষ্টা করেছিলেন, যন্ত্রপাতি তৈরীর ব্যাপারেও চেষ্টা নিয়েছিলেন, কিন্তু নানা কারণে সেটা ফলপ্রসূ হয় নি। একটা বিরাট কারণ দাসপ্রথা। লেবার সেভিং ডিভাইসের চাহিদা থাকে না যদি অনেক দাস অ্যাভেইলেবল থাকে কাজের জন্য।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৯ | 151.141.84.194
  • মেগাস্থিনিস মনে হয় দাস বলতে বাজার থেকে কিনে আনছে মানুষ এরকমটাই মনে করতেন, তাই ভারতে এসে ওরকম না দেখে ভেবেছিলেন দাস নেই। এদিকে ভারতীয় সমাজে আরো সূক্ষ্মভাবে দাসপ্রথা ছিলো, হয়তো মেগাস্থিনিস ওদের এমনি ভৃত্যই ভেবেছিলেন, কাজকর্ম করে কিন্তু দাস না। কিন্তু ওদেরও যে সন্তান পর্যন্ত প্রভুর দাস হয়ে যায়, সেটা মেগাস্থিনিস মনে হয় বোঝেন নি।
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৯ | 168.26.215.13
  • ওয়েল তাহলে আর লেভেল ধরে রাখতে পারল না বলে লাভ কি? এতো হবেই পিতা পুত্রের থেকে মহান অতএব আগের সাহিত্য এখনকার থেকে ভালো। এতো স্বাভাবিক তাই না?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 59.93.199.121
  • এটা হল না নিশি।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৬ | 59.93.199.121
  • নিশি? ? ? ? বাষ্পযান দুহাজার বছর আগেই পেত? ?
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৫ | 168.26.215.13
  • এই নিশি গ্র্যাণ্ড ডিজাইন নির্ঘাত পড়েছে। ঃ)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৪ | 59.93.199.121
  • হাসির ইমো। আমি বঙ্কিম প্রেফার করি।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৪ | 151.141.84.194
  • দাসপ্রথা তো উঠে যায় নি, আরো জাঁকিয়ে বসলো। মানুষ কেনাবেচা নিয়মিত হয়ে গেলো। আইওনিয়ান সায়েন্স মুভমেন্টও তো মরে গেল, নইলে হয়তো এই বাষ্পযান, দূরবীণ,বয়লার,ক্রেন---এসব আরো দুহাজার বছর আগেই পেয়ে যেতো মানবজাতি।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১৩ | 59.93.199.121
  • হ্যাঁ নিশি পেরিক্লিসের যুগ।
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১২ | 168.26.215.13
  • ম্যাক্সিদি ও তো শ্রদ্ধার কথা, এতে অবজেক্টিভিটি কতটা? শুধু মাত্র আগে এসেছেন বলে ভালো বললে বঙ্কিম রবীন্দ্রনাথের থেকে ভালো নয় কি?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০৩:১২ | 59.93.199.121
  • সে বিষয়ে কসমসে কী বলেছে? দাসেরা শুধু প্রাচীন গ্রীসেই ছিল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত