এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ৩১ ডিসেম্বর ২০১১ ২২:৩৭ | 123.238.19.141
  • মার শালাকে।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 216.15.112.42
  • টিম্ভাই, কোন লাভ নেই। আবর ওসব কেন। নিশি লিখেও কিছু করতে পারবে না! আমরা গুগুল আর পথিক গুহ এর দৌলতে সবাই বিজ্ঞান বুঝি, কোয়ান্টাম মেকানিক্স আমাদের নখ দর্পণে, ঈশ্বর কণা নিয়ে আমরা জলযোগ সারি। জলপড়ার সাথে বিজ্ঞানের সম্পর্ক একটু ভাবলেই পাওয়া যাবে।নিশ্চয় যাবে!
  • Tim | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:৫৯ | 173.163.204.9
  • আচ্ছা, জলপড়া যে মিথ্যা এবং বুজরুকি এইরকম কোন শক্তপোক্ত প্রমাণ আছে? আমি কিন্তু অনেককে ভালো হতে দেখেছি। নিশি ধারেকাছে থাকলে একটা টই খুলতে বলতাম। ব্যাদে খুঁজলে একেবারে কিছুই কি আর পাওয়া যেত না?
  • dukhe | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:৩৭ | 117.194.234.174
  • বাজখাঁই শব্দে বর্ষশেষের ধুমধাম শুরু হয়েছে । আয়ু এক বছর কমল বলে মানুষের কী উল্লাস ।
  • aka | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:২৭ | 75.76.118.96
  • If you hold your nose and cover your mouth when sneezing, it can blow out your eyeballs.
  • siki | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:১৩ | 122.177.189.106
  • এই বছর সামোয়া দ্বীপের ক্যালেন্ডারে কোনও একতিরিশে ডিসেম্বর থাকছে না। তিরিশে ডিসে থেকে সো-জা পয়লা জানুয়ারি।

    http://newsinfo.inquirer.net/120555/samoans-hop-into-future-1st-to-greet-2012
  • siki | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:১২ | 122.177.189.106
  • সোসাইটিতে লনে পার্টি শুরু হয়েছে। ডিজে এসেছে। ভেজ থালি, পনীর টিক্কা, মুর্গ মালাই টিক্কা, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন পরোটা, আর তরল পদার্থ।

    এনিবডি ইন্টারেস্টেড? রাত একটা পর্যন্ত চলবে।
  • aka | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৫৩ | 75.76.118.96
  • কোনো এককালে বুড়িবালামের তীরে লোকে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধু করত আর এখন মোচ্ছব করছে। একেই বলে জেনারেশন গ্যাপ।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১১ ১৬:৫৫ | 14.99.231.66
  • চাঁদিপুরে ব্যাপক সময় কাটছে। গোলা ওয়েদার। সকালে খানিক টা বালি টে হাঁটা হল । জল কেলি হল। দুপুরে চিংড়ির মালইকারি,ক্র্যাব মসালা , ছানাপোড়া ইত্যাদি হল। এখন বুড়িবালামের তীরে গিয়ে হুইস্কি,জিন,বিয়ার,ভদকা ইত্যাদি কিনে আনা হল। রাতে মোচ্ছব!!

    সবাই কে নতুন বছরের প্রীতি,শুভেচ্ছা আর ভালোবাসা।
  • kc | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 178.61.96.29
  • A BIG BIG THANKS to the great Metroman Sreedharan who retires today! If you travel in Delhi extensively and still not hit by any blueline bus, he is chiefly responsible for it.
  • Tim | ৩১ ডিসেম্বর ২০১১ ১১:০০ | 173.163.204.9
  • আরো স্পেস? শুধুই স্পেস, তোমার মন নাই আকাদা?
  • aka | ৩১ ডিসেম্বর ২০১১ ০৯:৪৪ | 75.76.118.96
  • দুয়ের মাঝে স্পেস থাকবে কি? ;)
  • sumeru | ৩১ ডিসেম্বর ২০১১ ০১:০৫ | 117.194.96.158
  • রাম আর রাম ছাগল দুটৈ যে চাই।।
  • adhuli | ৩১ ডিসেম্বর ২০১১ ০০:৩৪ | 59.164.189.172
  • ঘুমোইনি।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১১ ২৩:৫১ | 122.177.189.106
  • ঘুমোতে গেলাম।
  • amit | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:৫৮ | 18.60.11.242
  • ওহ তাই!! আরে আমার এখানে চারপাশ খালি খালি,গুরুতেও তাই দেখি।
  • kc | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:৫৪ | 178.61.96.29
  • সবাই আছে। তবে 'অফলাইনে'।
  • amit | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 18.60.11.242
  • চাদ্দিক কেমন শুনশান! কেউ নাই কোত্থাও!!
  • kd | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:২৫ | 59.93.212.95
  • আমার কাছে ক্রিসমাস সীজনের সবচেয়ে প্রিয় ""লিট্‌ল ড্রামার বয়'' - শেষ হওয়ার পরেও অনেকক্ষণ ওই মনোটোন ড্রামবিটটা বাজে।
  • I | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:১৪ | 14.99.252.53
  • সৈকত, সুমেরু- মেল দেখো।
  • kiki | ৩০ ডিসেম্বর ২০১১ ২২:০৫ | 59.93.203.217
  • ফেলিস নাভিদাঃ



    নট অ্যালোনঃ



    আমার পোলার। শুনো।

    অবিশ্যি নট অ্যালোন লোডিয়েছি জানলেই খচে যাবে। বারন করেছিলো।
  • dukhe | ৩০ ডিসেম্বর ২০১১ ২১:২৩ | 117.194.235.217
  • চাঁদে যেতে হলে ভুঁড়ি জমা দিয়ে যেতে হয় নাকি ?
  • Suvajit | ৩০ ডিসেম্বর ২০১১ ১৯:২৭ | 59.177.201.206
  • উফ্‌ এই বচ্ছরের মত দোকানপাট বন্ধ করে এলাম। সামনের বচ্ছর আবার দেখা যাবে।
    আজকে অপিসটাকে হানাবাড়ীর মতো লাগছিলো, কেউ নেই কেবল আমরা কজন আর কিছু সিকুইরিটির লোক ভুতের মতন ঘুরে বেরাচ্ছি।
    সব্বাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার।
  • kiki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৮:৫৩ | 59.93.203.217
  • এরে! আমার ছেলে হঠাৎ মাইকেল জ্যাকসনের ফ্যান হয়ে গেছে।ক্ষী চাপ! এখন খালি চিৎকার আর মুনওয়াক চলছে।বাপরে! যত বলি ওরে ভুঁড়ি নিয়ে মুনওয়াক হয় না, কে শোনে কার কথা!
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৭:৩০ | 121.242.160.180
  • নাঃ, আজকে নেই। ৭ টার পরেই কাটব। এবার আবার দুটো রবিবার আছে শনিবারের পর। কী মজা !
  • phutki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৭:২৭ | 121.241.218.132
  • হ্‌ম্‌ম। বেশ বেশ। তা আজও কি কাজুস্যারের রাত ৯টা?
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৭:০০ | 121.242.160.180
  • আরে না মশাই না, এটা যথেষ্ট ভালো হয়েছে, আমি দেখে না বলছি। কৈ-কে আর টি-যী আমারও ভাল্লাগেনি। বো-বো আর গো-সা তবু ভালো লেগেছিল। এটাকে বো-বো র পরই রাখা যায়। নইলে এখানে কথাটা পাড়ি?
  • phutki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৫৪ | 121.241.218.132
  • ক'দিনই বা গেল নেতাইবাবু !!! এর মধ্যেই মিনিংলেস :-P
  • phutki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩ | 121.241.218.132
  • যাবে না কেন? কিন্তু নেতাই স্যার যে দেখেননি কইলেন। আর সন্দীপ রায় তো... রিভিউ লিখেই বা কী হবে ঃ-) টিনটোরেটোর পোরেই সিদ্ধান্ত নিয়েছি.. আর থিয়েটারে গিয়ে না।
  • Netai | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৫২ | 121.241.98.225
  • কি বলবো। লেখা হচ্ছেনা বলে আমারো ভালো লাগছেনা। এতোদিন হয়ে গেল, লেখা আর হয়ে উঠলো না। যত দিন যাচ্ছে ততই লেখা মিনিংলেস হয়ে যাচ্ছে।
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৫০ | 121.242.160.180
  • খালি ডনের রিভ্যু, কেন র-বে-র র রিভ্যু ল্যাখা যায় না, অ্যাঁ অ্যাঁ অ্যাঁ ?
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৪৭ | 121.242.160.180
  • কেন আজ তো বাতাস দিব্যি হালকা। কত্ত দারুণ দারুণ কথা হল, আমি যে আমি টই এড়িয়ে চলি সসম্ভ্রমে, ডিডিদা ঘনাদার সাথে দিব্যি প্রশ্নোত্তর চালিয়ে এলাম, কত কী জানলাম। খুব আনন্দ পেইচি। ঃ)
  • phutki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৪০ | 121.241.218.132
  • এই ভারী সময়ে ডনের রিভিউটা কি একেবারেই দেওয়া যাবে না?
    এত্ত অশান্তি যে কেন মার্কেটে? কাল থেকে গুরু পড়ে কেমন তেতো তেতো লাগছে। যাগ্গে। লিখতে টিখতেও পারি না যে আমি হাওয়া হালকা করার চেষ্টা করব। তাই নেতাই বাবু, আপনি যদি একটু ট্রাই নেন.....
  • Netai | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫ | 121.241.98.225
  • কতা কইতাম। কিন্তুকি চোয়াল টা কেমন ব্যাথা করছে তাছাড়া মুড টাও কেমন অফ অফ মতন।
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:২৫ | 121.242.160.180
  • কতাটতা না কইলে আর থেকে কী হব্যা?
  • Netai | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:১৬ | 121.241.98.225
  • এক ঘন্টা চৌয়াল্লিশ মিনিট আছি
  • bb | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৪১ | 117.195.180.253
  • টইয়ে পড়লাম pi সম্বন্ধে কিছু কথা। আমি শুধু জানাতে চাই pi এগুলি গায়ে মাখবেন না। আপনি নিজের কাজের বাইরে গুরুর জন্য অনেক কাজ করেন শুনি, চালিয়ে যান সেটাই।
    আপনি বিরুদ্ধে বলেন অনেক লিংক দেন, তর্ক করেন ভিন্ন মত তুলে ধরার জন্য। এটা ভালো জিনিষ, হয়ত তর্কের পক্ষ নিয়ে আমরা ভুলে কটু কিছু বলি তাতে মনক্ষুন্ন হবেন না।
    আর অফলাইনে কে কি বলল তাকে পাত্তা না দিলেই হল।
    ভাল থাকুন, নতুন বছর গুরুর লোকেদের আরও ভাল হোক। আরও তর্ক হোক, ঝগড়া হোক, নতুন লোক আসুন, নীপারা সপা হোন। ও-পাড়া এ-পাড়া বিভেদ দূর হোক,অরিন্দম, শংখ, নীনা, দেবাশিষ জুবেল ও সাহার দৌলতে দুই পাড়ার লোক এক হয়ে যাক নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রেখে এই কামনা করি।
  • Netai | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:২৯ | 121.241.98.225
  • আমি ২ ঘন্টা একুত্রিশ মিনিট আছি
  • m | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:২৩ | 117.194.40.214
  • ব্রতীন ট্রেনে চড়ে ভাটে লিখতে লিখতে কোথায় যাচ্ছে?
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১৮ | 121.242.160.180
  • বোতিন্দা ট্রেনে বসে ভাটাচ্ছ নাকি?
  • ppn | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১১ | 216.52.215.232
  • আমি আছি... গুনে গুনে আর আড়াই ঘন্টার মত।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৯ | 14.96.7.162
  • কুমু দি আমি আছি। ট্রেন ১.৩০ ঘন্টা পরে এখন ছাড়লো।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৫ | 122.177.189.106
  • আমি আছি আমি আছি
    সিকি জেঠু খুশি হলে
    ভাট মারি খুশি হলে
    ভাট মারি খুব ভাট
    খুব ভাট খুব ভাট ...
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৯ | 121.242.160.180
  • ভাট মারবার নেই আজ কেউ নেই কেউ নেই
    কেউ নে-এ-ই
    ভাট মারবার নেই আজ কেউ নেই আজ কেউ নেই
    হে হে আজ কেউ নেই
    হো-ও-হো আজ কেউ নেই
    আ-আ-হা-আ-আ...
  • lcm | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৫৫ | 69.236.169.179
  • আমি শুধু একটা গল্প শুনেছি। ভালৈ লাগলো। বাকী গুলো শুনবো।
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৯ | 121.242.160.180
  • লসাগুদা,

    আমি তো জানা থাকলে মিস করি না। রোববার বারোটা থেকে হয়, পরের শনিবার বিকেল চাট্টেয় রিপিট হয়। কিছু কিছু রেকর্ড করাও আছে। এখন ফেলুদা থেকে হচ্ছে। গেল হপ্তায় 'বাদশাহী আংটি' সেকেন্ড পার্ট শেষ হল। শ্রীবাস্তব আর বনবিহারীর গলায় মীর, কে বলবে একই লোক করছে? সত্যি শুনতে শুনতে মনে হয়, মীর যদি আর কিছু না করে ভয়েস অ্যাক্টিঙে পুরো টাইম দিত, অনেক বাচিক শিল্পীকে টক্কর দিতে পারত। এত রকম চরিত্র, প্রত্যেকের জন্যে গলার আলাদা আলাদা মডিউলেশন, অসাধারণ। পুরো কালেকশনটা একটা সংগ্রহে রাখার মত জিনিস। রেডিও নাটকের সেই সুদিন মনে হয় ফিরে আসছে। ঃ)
  • kiki | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৬ | 59.93.255.104
  • ডিডিদার ঠাকুর পোদোকে অনেকদিন কিছু বলে না। ক্ষী বোরিং দিন যাচ্ছে রে বাবা!
  • kiki | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৫ | 59.93.255.104
  • ইসে, একটা কথা না কয়ে পাচ্ছিনা, জানিনা পাই খচে যাবে কিনা!

    পাই তোমাকে আমরা সবাই ভালোবাসি খুব(বিশ্বাস করবে না জানি), আর গুরুকে তুমি কতটা ভালোবাসো সেটাও ফিল কত্তে পারি। কদিন বিশ্রাম নিয়ে আবার এসো প্লিজ। মন থেকেই বল্লাম কিন্তু।

    আর ইসে যারা বোর হয়ে চলে গেছে তাদের কিস্যু বলার নেই। কিন্তু যারা অভিমান করে কেটেছে, তারা নতুন বছরে আবার ফিরে এলে ভাল্লাগবে।

    এবার যেন আমায় না কোশ্ন করা হয় যে আমি এগুলো বলার কে?:X
  • kiki | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩০ | 59.93.255.104
  • আকা এখনো বলেনি? খুব বাজে! আমি ভুত শুনবো বলে এলাম!
  • lcm | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:২৭ | 69.236.169.179
  • হ্যাঁ, হ্যাঁ, এগ্‌জ্যাক্টলি। ওটার সিডি একজন দিয়েছিল আমাকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত