আহা একজন কেমন নানা ভাব দিয়ে গুছিয়ে বাড়িয়ে রঙ ঢেলে জয়বিজয়ের প্রথমবার পৃথিবীতে জন্মানোর কাহিনি লিখেছিলো(দুই যমজ দৈত্যভাই ), সে কাহিনি যে কোথায় কোন সমুদ্রে মিশে গেছে কেবা জানে! তবে কিনা ঢাউশ বিষ্ণুপুরাণ থাকতে ভয় কী? নতুনকালের লেখকের ফচকেমিটাই শুধু সেখানে নেই, বাকী তো সবই আছে। ঃ-)
pi | ২৮ ডিসেম্বর ২০১১ ০২:০০ | 128.231.22.133
হুম্ম।
nk | ২৮ ডিসেম্বর ২০১১ ০১:৫৮ | 151.141.84.221
পাই, স্বর্গে। বৈকুন্ঠে। তবে বেশীদিনের জন্য না, বিষ্ণুর দুয়ারী জয় বিজয়ের একজন হলেন রাবণ(আরেকজন কুম্ভকর্ণ), এঁদের শাপমুক্তির জন্য বারে বারে পৃথিবীতে জন্মাতে হতো আর শত্রুভাবে ভজনা করতে হতো বিষ্ণুর। সেই তালে বিষ্ণুরও পৃথিবী ঘোরা হয়ে যেতো নানা অবতারে। ঃ-)
kiki | ২৮ ডিসেম্বর ২০১১ ০১:৫৬ | 59.93.192.66
আমি ভাটের টই খুঁজে পেলুম্না।
তা সে যা হোক,দিদিয়া ফোন করে ভীষন বকা দিয়ে আসতে বললো চব্বিশে,দিদিয়ার বাড়ীতে।এদিকে সেদিন কিছু পুরানো বন্ধুদের সাথে আড্ডার ঠিক ছিলো। কিন্তু কি করবো! ভালোবাসা বড় বালাই। বল্লাম গিয়ে দেখা করে আসবো। এদিকে আমার এমন ই কপাল সেদিন সকাল থেকেই পেট ব্যাথায় অস্থির ছিলাম। এদিকে মানকের ও অন্য কাজ পরে গেলো, নইলে মানকেকে পাঠিয়ে দিতুম। যদিও সে পুঃ সিঃ কতটা সে কথা রাখতো জানিনে!
শেষে আমার ল্যাঙবোট নিয়ে বেরিয়ে পরলাম। থোবরা ঝুলে গেছে,মুদিয়ালী মোরে নেমে ভাবলাম চুলটাই একটু আঁচড়ে নি। ওমা! ঋভু খ্যাঁক খ্যাঁকিয়ে হেসে বললো , মা ওতো খ্যাংড়ার মতো হয়ে আছে! খুব রাগ করে আর আঁচড়ালাম ও না। ধুত্তোর , যাতো আমি যেমন , আমি তেমন ই।
এবার ওপারে গিয়ে(আমি টালিগঞ্জ ফাঁড়ির দিক দিয়ে গেসলাম)এক পান ওলার দোকানেই জিগালাম।এদিকে ছেলেটাযে কি অনাসৃষ্টি টাইপ হয়ে যাচ্ছে, পানের দোকান দেখেই পান খাবে বায়নাক্কা শুরু করলো।ওনেক কষ্টে থামিয়ে ফেরার পথে দেবো বলে চল্লাম।
গিয়ে দেখি মামাবাড়ী আর মাসীর বাড়ীর লোকজন একাকার হয়ে গেছে। ক্ষী ক্ষান্ড!আমি একটু লেটে গেসলুম আর আধাঘন্টা থেকে চলে এসেছিলুম। তার মধ্যে তখন যারা ছিলেন তার মধ্যে মাসীর টিম বলতে অধীশ, মিসেস অধীশ, জেমসদাদা, জেমস বৌদি, বাসুদা,সুদীপ্তদা, কৌস আর সাহাদা। আর মামুর টিম বলতে ম্যামিদি , রঞ্জনদা, কিছুক্ষন পর এলেন ঘনাদা, ঘনাদি, কাব্লিদা আর সুমেরু। আরো তিনজন ছিলেন যাঁদের চিনতে পারিনি, ভারী সুন্দরী আর স্নিগ্ধ ম্যামিদিদের একজন বন্ধু, বোধায় শুভশ্রী ঠাকুর নাম ওনার, বিকাশ(?) আর রজতশুভ্রবাবু।
তা দিদিয়া আর অমিতোদা সেই সুপার হৈ চৈ দারুন সামলাচ্ছিলেন।এরমধ্যে হঠাৎ দেখি কিনা ঋভু দিদিয়ার খাটের উপর দিব্যি শুয়ে টিভি দেখতে শুরু করেছে।ক্ষী চাপ! ছেলেটাকে আর মানুষ করা গেলো না। সবাই বিরাট কোলাহল ঝুড়ে দিয়েছে তখন। আর আমি ঘ্যান ঘ্যান করে বলে চলেছি ওগো তোমরা গান গাও না, আমি তো চলে যাবো। শেষে ঐ চিল্লামিল্লির মধ্যে ঋভু গান গেয়ে শুরু করে দিলো। কৌস আর সুদীপ্তদা ওকে খুব উৎসাহিত করে দিলো।তারপর কৌস নুরজাহানের একটা গানের কিছু অংশ করলো, ছেলেটা যেমন মিঠে দেখতে , তেমনি মিঠি গলা। তখন সবাই অনেকটা চুপ করে গেলো। তারপর সুদীপ্তদা(কি ভালো যে উনি) দুটো গান শোনালেন। এবার তো ঋভু সেঁটে গেছে। এবার আমি ঝামেলায় পড়লাম, সে ছোঁড়াকে কিভাবে বের করে যে আনবো! এদিকে তখন সব পকোড়া টকোরা দেওয়া হচ্ছে। বলবো কি আর দুঃখুর কথা, ভয়ের চোটে কিছুই খেতে পাচ্ছি না। কখন যে উল্টি শুরু হয়ে যাবে।
দিদিয়াকে বল্লুম, চলছি। এদিকে অমিতো দা তো না খাইয়ে ছাড়বেন্না। আবার দিদিয়া বললো, ওরে! শক্তিগড়ের ল্যাংচা আছে, খাবিনা? চোখ ফেটে জল এসে যাচ্ছে গো! মনে মনে বল্লুম এই যারা খাবে তাদের পেট খারাপ হবেই হবে।এদিকে খেলেও তো সারারাত কম্বল থেকে বেরিয়ে ওয়াক করতে হবে। শীতের রাতে সে চাপ ও নেওয়া যায় না।
কোনক্রমে ঋভু ব্যাটাকে টেনে নিয়ে বেরুলাম, ওমা! সে ছেলে দেখি চিকেন পকোড়া খেতে খেতে নেমে এলো। ব্যাটা গেঁয়ৈ থেকে যাবে।ঃ( এমনকি পান খেতেও ভুল্লোনা।
তারপর বাপ ব্যাটা আবার বেরিয়ে পরলো। আর আমি পেটু চেপে ঘুমিয়ে পরলাম।
এদিকে ময়ের জামাতা হলেন রাবণ। ক্ষেপে গিয়ে শ্বশুরমশাই জামাতাকে তলব কল্লে তো মহাভারতের মধ্যেই আরেকটা লঙ্কাকান্ড ঘটে যেতো। ঃ-)
T | ২৮ ডিসেম্বর ২০১১ ০১:১৬ | 14.139.128.11
আরে আগে মন্দিরের পাশে পুকুর থাকত। ময় খুশিমনে পুকুর বানিয়ে সবে মন্দির গড়ার কাজে হাতদিচ্ছেন এমন সময় যুধিষ্টির এসে বললেন ভো অজ্জউত্ত, আর মালমশলার অপচয় কোরো না। একেই দেনায় ডুবে আছি। বরং চট করে চাদ্দিকটা ঘিরে দাও। শুয়ে বাঁচি। সেইমতো ময় পাঁচিল তুলে ঘর মতো বানিয়ে দিলেন। পান্ডবেরা বেশ সেয়ানা ছিলেন তো তাই পুকুরটাকে এড়িয়ে চলতেন, এদিকে গাড়লটাতো আর জানত না...
kd | ২৮ ডিসেম্বর ২০১১ ০১:০৫ | 59.93.242.224
শোওয়ার ঘরের মধ্যে খাল থাকতে পারে (রেফঃ লালকেল্লা) আর রাজসভায় সুইমিং পুল থাকলেই পোমো?
অন্যভাবে দেখতে গেলে ধরো রাজা পারিষদবর্গ নিয়ে পুলপার্টি করছেন। রাজা উইথ পারিষদবর্গ = রাজসভা।
kiki | ২৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৬ | 59.93.192.66
মিঠুর ৬ঃ৩৯ পি এমের পোষ্ট মিসিয়েছিলুম। থেঙ্কুঃ)
Lama | ২৮ ডিসেম্বর ২০১১ ০০:২৭ | 117.194.243.37
গোঁসাইবাগানের ভূত দেখলাম তো। চলবে টাইপ
nk | ২৮ ডিসেম্বর ২০১১ ০০:০৩ | 151.141.84.194
আরে একটা কথা কেউ খ্যাল কল্লেন না, রাজসভায় পুকুর থাকা খুবই ইল্লজিকাল। রাজসভায় কেদারা টেদারা, চামর টামর, থামে থামে ফুলের মালা, সাজানোর জন্য টবে গাছটাছ থাকতে পারে কিন্তু পুকুর থাকবে কেন? সেতো থাকবে উদ্যান-বাটীকায়, কেলিসরোবর। ঃ-) ময়কে হয় কেউ কানে ফুসফুসি দিয়ে বাজে ব্লুপ্রিন্ট গছিয়েছিলো, নয়তো অন্তর্ঘাত নয়তো ওকে কেউ পোমো হতে সেধেছিলো, বলেছিলো, "দৈত্যশিল্পী, এত নাম আপনার, কিন্তু এবারে একটু পোমো টাইপ কিছু করুন, নইলে যে সব রিডান্ডান্ট হয়ে যাচ্ছে। " ঃ-)
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২৩:২২ | 117.194.39.138
আমাদের ভালো লাগে নি। টিনটিনের মোটামুটি ভালো লেগেছে।
pi | ২৭ ডিসেম্বর ২০১১ ২৩:১২ | 128.231.22.133
দোয়েল দুবছরের জুনিয়র।
kc | ২৭ ডিসেম্বর ২০১১ ২৩:০২ | 178.61.96.29
লুরুর সবকটা ভাটুরেই ইদানিং বেশ ইরেগুলার।
pi | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৫৯ | 128.231.22.133
না, জন্মসূত্রে আমি নিটোল ঘটি।
প্পন, মার্কেটে আছো ?
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 117.194.101.227
কেমন হয়েছে? হলে গিয়ে দেখা যায়?
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৪৯ | 117.194.39.138
আমরা সেটাও দেখেছিঃ)
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৪১ | 117.194.101.227
নীনা দির বাড়ি তে ভাটের। তোমরা গিয়েছিলে নাকি?
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৯ | 117.194.101.227
কেউ ' গোঁসাই বাগানের ভুত ' দেখলে নাকি হে?
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৯ | 117.194.101.227
যাই হোক অনেক দিন পরে মিঠু কে দেখে ভালো লাগছে!!
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৮ | 117.194.39.138
কার! কিসের!
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৮ | 117.194.101.227
শীত কালে লেপ ই ভালো!! ঃ-))
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৮ | 117.194.101.227
যাগ গে । বর্ননা দিয়ে ফ্যালো দিকি নি!!
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৭ | 117.194.39.138
এহে ব্রতীন বুঝতে পেরে গেছে! লজ্জায় যে কোথায় লুকো ই!ঃ(
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৭ | 117.194.101.227
কেন কেন? আমর ফটক দেখবো কী করে অ্যাঁ?
kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 59.93.241.225
আরে! আমি তো মাত্র আধাঘন্টা ছিলাম সেখেনে, আর ফটুক তুলি নাই। ঃ(
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৮ | 123.238.19.100
ঃ))
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৮ | 117.194.101.227
আহা , বরের অনুরোধ সে কি ফেলা যায়। বুঝি মিঠু বুঝি!! ঃ-))
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৫ | 123.238.19.100
রিভিউ লিখবো, কিন্তু সময় পাচ্ছিনা। কাল লিখবো কাল লিখবো করে সময় কেটে যাচ্ছে। এই যেমন এখন গুরু ফেবু আর জিমেল চেকাচ্ছি। টিভিতে আর্সেনালের খেলা আর মিরাক্কেল দেখছি।
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৪ | 117.194.39.138
আমি তো দেখতে রাজিই হচ্ছিলাম না- উপরোধে ঢেঁকি গিলে দেখলাম। গেলা গেছেঃ)
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৩ | 117.194.101.227
কিন্তু পাই র একট বাঘ বা বাটি টাইপের স্ট্যাটাস ছিল না?
Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১৩ | 117.194.101.227
হমমম।
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১২ | 123.238.19.100
পাইদি, আমি চিনিনা। আসলে অরকুটে একটা কমিউনিটিতে দোয়েল ওর স্কুলের কটা গল্প শুনিয়েছিল। দোয়েল তোমার ৩-৪ বছর জুনিয়র আনদাজ করতে পারি। তাই ভেবেছিলাম ওর দিদি হয়তো তোমার ক্লাসমেট বা এক দু বছরের এদিক ওদিকে পড়তে পারে।
pi | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:১০ | 72.83.83.28
রিভ্যু কই ?
pi | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:০৮ | 72.83.83.28
নেত্য, তুই চিনিস ক্যামনে ?
pi | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:০৭ | 72.83.83.28
নেত্য, তুই চিনিস ক্যামনে ?
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:০৭ | 123.238.19.100
এভারেজ।
ভয় করছিলাম, খুব খারাপ লাগবে
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২২:০৫ | 117.194.39.138
নীতু,ডনটু কেমন লাগলো?
kc | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৫৯ | 178.61.96.29
নেত্য, স্বদেশের ক্যারাভানটার মতই একদম।
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৫৬ | 123.238.19.100
স্বদেশ সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল। তেমন হিট হয়তো হয়নি সিনেমাটা
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৫৫ | 117.194.39.138
সেটা তো আমি দেখি নি।
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪৭ | 123.238.19.100
*স্বদেশে
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪৫ | 123.238.19.100
স্বদেশ একটা ক্যারাভ্যান দেখিয়েছিল। তার চেয়েও হাইফাই?
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪৫ | 117.194.39.138
হয় তো।
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪৪ | 123.238.19.100
এমনো হয়!!!!
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪২ | 117.194.39.138
আর ভি হলো গিয়ে রিক্রিয়েশনাল ভ্যান।মনে করো একটা সর্বসুবিধাযুক্ত ছোট্ট চলমান বাড়ি।
Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪০ | 123.238.19.100
আরভিটা কি এখনো কিন্তু বুঝিনি।
m | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৪০ | 117.194.39.138
ধন্যযোগ কেসি। নিশ্চিন্ত হলামঃ)
kc | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৩৭ | 178.61.96.29
মামী, ইহাই প্রেম। শুধু যথেষ্টই নয়, এক্কেরে পরিপূর্ণ পেরেম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন