এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:৩০ | 123.238.19.100
  • পাইদি, ঠিক। ঃ-)
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:২১ | 117.194.39.138
  • আমরা দুজনে মাঝে মধ্যে এদিক সেদিক কফি চা ইত্যাদি খেতে যাচ্ছি। কালো চম্মা পরে ডন টু দেখলাম- এগুলো কি যথেষ্ট প্রেমের তালিকাতে যাবেঃ)
  • ppn | ২৭ ডিসেম্বর ২০১১ ২১:১৬ | 112.133.206.22
  • বাঙালের পোলা তো পোলা অইবই!

    এখন কিকি বাঙাল না হলে অন্য কথা। তবে মনে হয় সে বাঙালই। ঃ)
  • kc | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:৫৯ | 178.61.96.29
  • দুদ্দুদ। এইবয়সে প্রেম কত্তে হলে আর শান্তিনিকেতন ফিকেতন যাওয়া আর পোষায়না। প্লেন অ্যান্ড ছিম্পল ওফ্রহো।
    -নিজস্ব অভিজ্ঞতা। বেদেও নাই। ঃ-)
  • Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:৩১ | 117.194.98.29
  • কে জানে টিনটিন কে তোমার বাবা মা র কাছে রেখে দুজনে মিলে প্রেম করতে চলে গেলে। পৌষ মেলা চলছে।ঃ-))
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:২৫ | 117.194.39.138
  • ব্রতীন,মোটামুটি আছি।

    শান্তিনিকেতন যাবো কেন?তিমি আর আজ্জোর সঙ্গে আরভিতে চড়ে বেড়াতে যাবার প্ল্যান তো রেডি- শুধু প্লেনে চড়ে বসার অপেক্ষাঃ)
  • Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:১১ | 117.194.98.29
  • মিঠু , সবাই কেমন আছো এখন? কোথাও ঘুরতে যাবে নাকি? এই ধরো শান্তিনিকেতন... ইত্যাদি?
  • Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:০৩ | 117.194.98.29
  • আহারে কিকি, ছোট্ট মেয়ে । তালশাঁসের জন্যে বায়না করে না। পরে ভালো সন্দেশ খাওয়াবো।
  • Bratin | ২৭ ডিসেম্বর ২০১১ ২০:০০ | 117.194.98.29
  • 'পোলা' বলার অপরাধে পাই র ঘটি লাইসেন্স ১ মাসের জন্যে বাজেয়াপ্ত করা হল।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:৪৫ | 72.83.83.28
  • কিকিদি, সেদিনের ভাটের ছবি আর গপ্পো কই ? তোমার পোলা তো ব্যাপক গান গেয়েছিলো শুনলাম। সেগুলো কেউ রেকর্ড করে নাই ?
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:৩৯ | 117.194.39.138
  • কিকি,খুব ভালো তালশাঁস সন্দেশ গাঙ্গুরামে পাওয়া যায়-খেতে খেতে ঐ দোকানের সামনে দিয়ে পায়চারি করে নাও- মন আর জিব দুইই জুড়িয়ে যাবেঃ)
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:৩৭ | 72.83.83.28
  • হ্যাঁ, যদ্দুর মনে হয় আগে পড়তো। দোয়েলের দিদি তো ?
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:৩৫ | 59.93.195.159
  • কাজুটা কি মিত্তি ছেলে গো!

    দিদিয়া টোটাল ক্ষেলো করে দিয়েছে,ঘনাদা ও পাড়ায় হ্যালো করে দিয়েছে আর সাহাদা এপাড়ায় হাই করছে। পুরো চাপ।:P
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২৮ | 121.242.160.180
  • প্রঃ নেতু এখন কী খাচ্ছে ?
    উঃ পান্তাভাতে কাঁচালংকা দিয়ে।

    প্রঃ নেতু এখন কি খাচ্ছে ?
    উঃ হ্যাঁ

    আ ক ব?
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২৬ | 121.242.160.180
  • আরেকদিন পাবেই তুমি ভালো তালশাঁস সন্দেশ। চুলোয় যাক অমন পচা দোকান, কাল থেকে ওর বিক্রি যদি না কমেছে ! অনেক ভালো দোকান আছে, তা-স ও কম পড়ে নাই পিথিমিতে।
  • Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২৬ | 121.241.98.225
  • কেন প্রথমটা কি হলে কি হয়? কি হয় এর কি টা কি হবে না কী হবে?
  • Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২৩ | 121.241.98.225
  • নিবেদিতা ইশকুল?
    তাইলে হয়তো দোলনচাঁপাদি তোমার আগুপিছু পড়তো
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২২ | 59.93.195.159
  • কাজু আমার দুঃখু বুঝেছে, তাও খানিক শান্তি পেলুম।ঃ)
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:২০ | 59.93.195.159
  • বাপ্পো............. কিসব আলুচানা নোকে দিনভর করেছে!
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:১৯ | 121.242.160.180
  • পোথোমটা 'কী' হবে।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:১৮ | 121.242.160.180
  • আহা গো ! কিকিদি-র কি দুঃখ্যু ! গোলাপীবাবু কি দেখতে পায় না?

    তেমন তেমন দুঃখ্যু হলে নাকি গোলাপীবাবু আসে, কানের পাশটা যেই নীল হয়, হাতের তেলো খসখস করে। কু-ও-থা-য়? আজ অব্দি কত দুঃখের কারণ ঘটল, দেখা তো দূরের কথা, সেই ঝুঁটির ডগাও দেখিনি।
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:১৩ | 59.93.195.159
  • অহো! কি দুঃখুরে! লাইবেরি(আমি এম্নিভাবেই বলি) গেসলুম। তো সখেরবাজারের চন্ডী দেবীর মন্দিরের উল্টো দিকে মানে যে পথ দিয়ে সো ও ওজা আমার লাইবেরি দেখা যায় সেখেনে এক মিষ্টির দোকান আছে। সেদিন সেখেন থেকে মিষ্টি কেনা হয়েছিলো মাদের জন্য,প্রথমবার, তো মারা খুব ভালো বললো। আজ ও কিনলুম। আর তারপর দেখলাম তালশাঁস সন্দেশ রয়েছে। উপরে বাসি, মানে শুকিয়ে গেছে, নিচেরটা টাটকা, মানে ভিজে ভিজে রয়েছে। ভাবলুম একটা টাটকা খেয়েই যাই। দিতে বললুম, তো উপর থেকে দেয়।বললাম ,না নীচ থেকে দিন। বলে তালে দেওয়া যাবে না। কি অসভ্য। এত রাগ হলো বললাম আমার ঐ মিষ্টি ও চাইনে। তখন ভুলভাল যুক্তি দিচ্ছে অসভ্যের মতো। রাগ করে চারবার অসভ্যলোক বলে চলে এলুম। এদিকে মনের ভিতর কেমন হাঁকুপাঁকু কচ্ছে। ধ্যুৎ।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:১২ | 72.83.83.28
  • না না, সাদা। নবম থেকে শাড়ি, লাল পাড় সাদা।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:০২ | 122.176.32.39
  • পাই,সবুজ ড্রেস ছিল,তাই না?

    খুব ভাল স্কুল।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১৮:০০ | 72.83.83.28
  • কুমুদি, নিবেদিতা।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৪৬ | 122.176.32.39
  • আরে,আমি মোটা মানুষ,তাই ঐরকম হয়,তাবলে অন্যেরা লেপ গায়ে দেবে না?
    আমিও তো দিয়েছি,গত বছর থেকেই অসুবিধে হচ্ছে একটু।
    লেপেই তো শীতকালের অর্ধেক মজা।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৪৫ | 121.242.160.180
  • কুমুদি আমারে লিখতে বললেন ওতে, ইহাতেই আমি ধন্য। ওই লেভেলে উঠে গেছে, ও কি আমার কম্মো আর তাল রাখা। হংসমধ্যেবকোযথা হই আর কি !
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৪২ | 122.176.32.39
  • কাজু,একবার নতুন বিষয় টই তে লেখো না!
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৪২ | 121.242.160.180
  • সেকি, কদিন আগে বললেন, লেপ গায়ে দিলে ভয়াবহ স্বপ্নটপ্ন দেখেন, আমি আবার একানড়ে নিয়ে ছড়া লিখলাম সেই নিয়ে, পড়লেন না আপনি রেগেমেগে, ভুলে গেলেন? ইক্ষীরে বাওয়া !
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৩৯ | 122.176.32.39
  • না,না,লেপবিরোধী নই তো।লেপের মত স্বর্গীয় জিনিস হয়?

    "বাচ্চাবেলায় শীতভোরের লেপঘুম যে কি আরামের!"শীর্ষেন্দু লিখেছেন।

    কেসি,শতায়ু হও!!
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:৩১ | 121.242.160.180
  • কুমুদি তো লেপবিরোধীও বটে। শীতকালে লোকে লেপ গায়ে দেবে না? ঠান্ডায় মরার জন্যে নাকি?
  • kc | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:২৮ | 194.126.37.78
  • লুঙ্গি, হাতকাটা গেঞ্জি, সর্‌র্‌র্‌র করে আওয়াজ করে চা খাওয়া এরকম বাজে সব ব্যাপারের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন চলছে চলবে।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:১৪ | 121.242.160.180
  • কুমুদি, সত্যি ! আগেভাগে লুঙ্গিবিরোধী আন্দোলনে দলে টানছে দেখো !

    কুমুদি-র জীবনের মোটো -

    লুঙ্গি কভি ভি বরদাস্ত নহি করুঙ্গি।

    এই মিলটা যাদের ক্ষেত্রে দেয়া যায় অর্থাৎ মহিলারা, তাঁরাই লুঙ্গিবিরোধী আন্দোলনে থাকবেন লজিকালি। কোনো পুং কমরেড আপনি পাবেন না, কারণ মিল হয় না করেঙ্গে-র সাথে।
  • banan | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:০৮ | 117.194.206.102
  • দেবাশিস
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১৭:০৮ | 122.176.32.39
  • আপ্নে চিন্তা কইরেন না দেবাশীষ বাবু।আপনি বাংলা দেখতে না পেলেও আমরা ঠিক বুঝে নেব আপনি কী বলতে চান।এখানে সকলেই খুব ভাল মানুষ,খুবই,শুধু একটি ইস্যু বাদ দিলে।
    সেই ইস্যু নিয়ে যখন ঝগড়া শুরু হবে তখন আপনি কিন্তু আমায় সাপোর্ট দেবেন,হ্যাঁ?
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩ | 123.242.248.130
  • বইমেলা শুরু হতে আর ঠিক একমাস, অথচ বইমেলার সাইটে কেউ হাতটুকুও ছোঁয়ায় নি।

    অসাধারণ!

    http://www.kolkatabookfaironline.com/
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • নাকি পাইন?
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:৪৭ | 123.242.248.130
  • এটা কি দেবাশীস জুবেইল?
  • Debasish Saha | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:৩৪ | 223.223.138.239
  • সিকি।
    বলে দেবার জন্য ধন্যবাদ,
    বাংলালাইভের অনেকে অন্য নাম নিয়ে এখানে আছে,
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:৩১ | 121.242.160.180
  • দেবাশীষদা,

    না বা-লাইভে লিখি না, তবে মাঝেমধ্যে শিবাংশুদার হীরেমুক্তো কিছু ছড়ানো আছে কিনা, খোঁজ নিতে যাই। ঃ))
  • Debasish Saha | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:২৮ | 223.223.138.239
  • কাজু,
    বুঝলাম আপনি বাংলালাইভে আছেন?
    কিন্তু অন্য নামে।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:২৮ | 123.242.248.130
  • দেবাশীস সাহা,

    "বাংলায় আপনার মতামত দিন' কলটা ব্যবহার না করে, "বাংলা লেখার নতুন কল' ব্যবহার করুন। ডানদিকে বাংলা দেখতে পাবেন।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:২৬ | 123.242.248.130
  • কার সাথে খিট্‌ খিট্‌ করলে?
  • kd | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:২৫ | 59.93.163.202
  • দুর!!! বয়স হয়ে যাচ্ছে, বড্ডো খিটখিটে হয়ে গেছি। কিন্তু আমার কিছু করার নেই, তোমাদেরই টলারেন্স লেভেল বাড়াতে হবে। ঃ(
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৫ | 121.242.160.180
  • ইস, ওনাকে আমার দারুণ লাগত ! অমন ডানপিটে লোকটা শেষে কিনা চলে গেলেন প্যারালিসিস হয়ে।
  • vc | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৩ | 121.241.218.132
  • কামু!!!!
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৩ | 121.242.160.180
  • দেবাশীষবাবু মনে হয় দেব-শুভশ্রীর খুব ভক্ত, দেবের উপর আপনার আশীষ বর্ষিত হোক 'খোকাবাবু'-র প্রত্যাবর্তনে। ঃ))
  • Debasish saha | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৩ | 223.223.138.239
  • প্রিয় কামু,
    আপ্নই কোথয় থাকেন?
    পাশে বাংলার বদলে অন্য কিছু আসছে,
  • PM | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:১০ | 86.96.226.87
  • দেবাশিস-বাবু, গুরু হোলো একরকমের স্লো পয়সন নেশা। প্রথমে বুঝতে পারবেন-না। অনেক পরে যখন বুঝবেন তখন আর উপায় থাকবে না। সুতরাং বন্ধু এইবেলা সাবধান
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১৬:০৭ | 121.242.160.180
  • সিকির বাড়ি দিল্লী
    রাগছে যেন বিল্লী
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত