এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৫ ডিসেম্বর ২০১১ ০৪:৫২ | 72.83.83.28
  • তবে এই একটা গান শুধু ভাল লাগেনা, খুবই ভাল লাগে।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৩ | 72.83.83.28
  • না, লাগে। তবে খালি এটাই লাগে। একথাটা আসলে ঐ পঃ আঃ টইতে যাওয়া উচিত।
  • kc | ২৫ ডিসেম্বর ২০১১ ০০:২৬ | 178.61.96.29
  • 'ভাল লাগত' মানে? এখন আর লাগেনা?
    ঃ-)
  • pi | ২৫ ডিসেম্বর ২০১১ ০০:২০ | 72.83.83.28
  • ওহো। ছোটাইদি দিয়েছে।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১১ ০০:১৯ | 72.83.83.28
  • আমার এইটি ভাল লাগত।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:৫৩ | 72.83.83.28
  • মামু, মেইল দেখে নিও।
  • siki | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:৪৮ | 122.177.189.106
  • ভয়ংকর খবর।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:২৭ | 72.83.83.28
  • বাপ্স রে, নরওয়েতে বাকি ভারতীয়দের সাথেও এমনি হয়েছে নাকি ! অনেক কিছুই তো দেখলাম কালচারাল পার্থক্য জনিত আপত্তি ।
  • m | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:২৪ | 117.194.41.207
  • ঋতু গুহ চলে গেলেন।
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:০০ | 112.133.206.18
  • দিন দুয়েক আগে পোতিদিনের ফার্স্ট পেজে খবরটা বেরিয়েছিল।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ২০:৫৯ | 72.83.83.28
  • পটকেদার লিং তো ২০০৯ এর কারগিলে নিয়ে চলে যাচ্ছে !
  • siki | ২৪ ডিসেম্বর ২০১১ ২০:৫৬ | 122.177.189.106
  • ইকীরে! চার বছর বয়েস থেকে স্টেজে কবিতা বলছি। ঘর ভত্তি প্রাইজ।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১১ ২০:২০ | 75.76.118.96
  • ভারতের আম স্কুল - ইংরিজি শিখুন।

    #!
  • aka | ২৪ ডিসেম্বর ২০১১ ১৮:২০ | 75.76.118.96
  • সিকিও কবিতা আবৃত্তি করত।
  • siki | ২৪ ডিসেম্বর ২০১১ ১৬:২০ | 122.177.189.106
  • ** শনিবার সকালে হাওড়া**
  • siki | ২৪ ডিসেম্বর ২০১১ ১৬:১৯ | 122.177.189.106
  • শেষবার গেছিলাম ২০০১ সালে। ফেব্রুয়ারি মাস। ভুবনেশ্বর থেকে পুরী এক্সপ্রেস ধরে শনিবার সকালে হাওড়, সেখান থেকে ধর্মতলায় পৌঁছেই লাফ দিয়ে বহরমপুরের বাসে। হাতে ছিল কালকূট সমগ্র প্রথম খণ্ড। অমৃতকুম্ভের সন্ধানে পুরোটা পড়ে ফেলেছিলাম কলকাতা থেকে বহরমপুরের রাস্তায়।

    ছোটবেলায় অজস্রবার গেছি বহরমপুর, আবৃত্তি প্রতিযোগিতায় দু একবার প্রাইজ জিতেও এসেছিলাম, কিন্তু ছোটবেলার সেই বহরমপুরকে আর খুঁজে পাই নি দুহাজার একে গিয়ে।

    গেছিলাম বন্ধুর বিয়েতে। তার বাড়িতেই উপবেশন। বিয়ে, দোর ধরে টাকা নেবার হুল্লোড়ে শালীদের দঙ্গল থেকে বন্ধুকে উদ্ধার, এবং সারারাতব্যাপী বাসরঘরে পরের পর গান গেয়ে যাওয়া।

    পরদিন সকালে মালদা টাউনের বাস। আমার প্রেমিকা তখন গাজোলের রেভিনিউ অফিসার। হাতেকলমে দেখছে "ভূমিসংস্কারের' সুফলসমূহ। সারাদিন প্রেম করে রাতের কোন একটা ট্রেন ধরে পরদিন সকালে ব্যান্ডেলে ফেরত। আবার রাতের টেরেনে ভুবনেশ্বর।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১১ ১৬:১৯ | 141.0.10.49
  • *বিশেষভাবে
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১১ ১৬:১৬ | 141.0.10.49
  • আর ছিল বহরমপুর জেলের মোড়ে সন্টুর (নাকি সেন্টুর) দোকানে আড্ডা। সেখানে স্পেশাল বিড়ি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল আমাকে। অতিথিদের জন্যে বিশেষ্‌ব্‌হাবে প্রসেস করা সেই বিড়ি, এক মাস আগে থেকে জলে ভিজিয়ে রোদে শুকিয়ে ঘুলঘুলিতে তুলে রাখা। তাতে এক টান দিলে ব্রহ্মতালু পর্যন্ত চড়াক করে ওঠে।
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩ | 122.252.231.10
  • (কেসিকে শুনিয়ে শুনিয়ে)

    ভাত, সোনামুগের ডাল, আলু-বিটের তরকারি, ফুলকপির ডালনা, রুই মাছ ভাজা, মুরগির ঝোল, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা।

    ঘরের কাছে নতুন বেঙ্গলি পাইস হোটেলে জম্পেশ করে খেয়ে এলাম। হেউ!
  • kumu | ২৪ ডিসেম্বর ২০১১ ১৫:৪০ | 122.176.32.39
  • পাই,বহরমপুর যাওয়ার সময় আমায় দিল্লী থে তুলে নিও।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১১ ১৫:০০ | 141.0.8.247
  • বহরমপুর গিয়েছিলম অর এক জন্মে। এক দিন সকালে মনে আছে গোরাবাজার থেকে সাইকেলে হাজারদুয়ারী, ফেরার পথে কাটরা মসজিদ, প্রচণ্ড বৃষ্টি ভিজে শেষ দুপুরে যখন ফির্লুম, দেখি বন্ধুর মা হাতে চ্যালাকাঠ নিয়ে দড়িয়ে আছেন, আমাদের দুজনের পিঠে ভঙ্গবেন বলে।
  • kc | ২৪ ডিসেম্বর ২০১১ ১৪:৪৮ | 194.126.37.78
  • শীতের এইসময় মন বড্ড উতলা হয়ে থাকে, এই সময় চাই ফুলকপি ভাজা, আর নুচি সঙ্গে থাক পাঁঠার মাংস, শেষপাতে নলেন গুড়ের রসগোল্লা, আর ফেলে আসা শহর ফেলে আসা নদী, গ্রাম।

    সেসব ছেড়ে যারা কুর্গ কোডাইকানাল, আর পান্ধিকারি আর রসমের নামে হিট খায়, তারা বংসন্তান নয়। তাদের গুরুচন্ডালি থেকে বিদেয় করা হোক।

    অনেক কষ্ট করে একটা পলিটিক্যালি ইনকারেক্ট কথা লিখতে পেরেছি। ঃ-))

    পাই, অলওয়েজ বেলকাম।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০১১ ১৪:০৫ | 117.194.102.244
  • বিশেষ করে চন্দননগরের বাঁধানো গঙ্গার ধার। জাস্ট কোন কথা হবে না।
  • siki | ২৪ ডিসেম্বর ২০১১ ১৩:৫০ | 141.0.9.206
  • আমার তো ব্যান্ডেল চুঁচড়োর রাস্তাঘাট দেখলেই কেমন একটা পন্ডিচেরি পন্ডিচেরি ভাব আসে। ঃ-)
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০১১ ১৩:৪৭ | 117.194.102.244
  • এ কী রে ভাই , যে যাকে পারছে টেনে খেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি ও রকম নই। তাই বেলুড় কে কোন জায়গার স্কটল্যান্ড বললুম না ঃ-))
  • prateek | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:৪৭ | 122.179.49.254
  • হক কতা অপ্পন,আরনটি স্যার কবেই কয়েছেন "রেকেছো বাঙালী করে ....."

    বলি ও কেশী, পন্ধি কারি খাইসো নি? অবশ্য ওতে চিনি থাকেনা ঃ)
  • potke | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:৪৩ | 122.179.49.254
  • কুমুদি,আমার সাথে গম্ভীর। বাকিদের সাথে তো দেকি বেশ মিষ্টি করে কথা কয়!
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:৪২ | 112.133.206.18
  • কুর্গে লোকে যায় পর্ক কারি খেতে। কোডাই শহর তো আমেরিকানদের বানানো।

    এরে যারা তেঁতুলের দ্যাশ কয় ঈশ্বর তুমি অগোরে মার্জনা কইর‌্যা দিও। পোলাপান নয়, নেহাতই অবোধ বঙ্গসন্তান।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:৩২ | 72.83.83.28
  • গুরুভাইয়ের বাড়ি আগাম বুক করে রাখলুম। কোনো এক দুদিনের জন্য।
  • kc | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:২৯ | 194.126.37.78
  • কোডাই কুর্গ, সব তেঁতুলের দ্যাশ। ওসবে মন ভরবেনা। শুধু খাওয়ার কথা ভাবলেই হাড় হিম হয়ে যাবে। তা সে ঠিক আছে, শিলং যদি নাই গেলেন, তো যান তবে কালিম্পং। সেখানে যান ডেলো পাহাড়। এই পাহাড়ের মাথায় একটাই গেস্ট হাউস। হেঁ হেঁ আগে থেকেই বুক করে রাখবেন। সেখানে শুধু বসে থাকুন। সকাল থেকে সন্ধে। মনে মনে ভাবতেই পারেন আপনি তখন স্কটল্যান্ডে।

    হল? সেখান থেকে নেমে সোজা আসুন বহরমপুর। উঠুন গিয়ে কোনও এক গুরুভাইয়ের বাড়ি। অসম্ভব ঠান্ডা সে বাড়ি। হনুমান টুপি মাথায় দিয়ে চাদর জড়িয়ে একটা আরামকেদারা দখল করে বারান্দায় আসা একটু রোদে পা দিয়ে বসে থাকুন, হাতে থাকুক সমারসেট মম। একটু খাটতে ইচ্ছে হলে কলের গানের যন্তরটা পোস্কার করে রেকর্ড চাপাতে পারেন। না পারলে ঐ বাড়ির এক অর্বাচীন ছোকরা অনেক গান বাজনা কম্পিউটারে চালায়। ঐ একখানা কানে গুঁজুন। কোথাও কাউকে দেখতে পাবেননা, লোকের উপস্থিতি শুধু টের পাবেন যখন বুঝবেন চায়ের ফ্লাস্কটা কে যেন ভরে রেখে যাচ্ছে। দুপুরের পর রিক্সা করে হয় যান সারগাছি আশ্রম, নয়তো হাজারদুয়ারী। গিয়ে দেখবেন আপনার মন পড়ে আছে ওই স্যাঁতসেঁতে ঠান্ডা বাড়িটায়। এরকম করে দুদিন কাটান, তারপরে পালিয়ে আসুন কলকাতায়, ভাগিরথী এক্সপ্রেসে।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 72.83.83.28
  • হ্যাঁ, ও ভাল লিখতো তো।

    ওদিকে টই আপডেট হচ্ছেনা।
  • kumu | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 122.176.32.39
  • তিনি কি খুব গম্ভীর নাকি,অ পটকে?
  • prateek | ২৪ ডিসেম্বর ২০১১ ১২:০২ | 122.179.49.254
  • কাব্লিদা বলেছিলাম। তা তিনি তো আমার মত ফ্যা-ফ্যা ওয়ালা নন তাই তিনি লেখার সময় পাননা!
  • kumu | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 122.176.32.39
  • পটকা/পটকে ভাল নাম।প্রতীক বল্লেই ক্যামোন অঙ্কের মাস্টারমশাই মনে হয়।
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৫০ | 144.160.226.53
  • ওয়ান স্পোর্ট নেশন, ক্রিকেটই তো একমাত্র খেলা। কোথায় সব জেলা থেকে গুচ্ছ প্লেয়ার উঠবে - সিএবি-টা অপদার্থ।
  • kumu | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৫০ | 122.176.32.39
  • কেডিদাটা কেমন হয়ে যাচ্চে।
    ক্ষমা না করতে বল্লুম তো,ঐ যে বা যাহারা আমার টই ডুবিয়ে দিচ্চে তাদের।
    চিন্টুবাবু অবিশ্যি টই টেনে তুলেচে।
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৪৭ | 112.133.206.18
  • ঠিকই আছে। বাংলার ট্যলেন্ট পুল খুব খারাপ। মনোজ, দিন্দা, ঋদ্ধিমান এরা সব কম করে বছর চারেক আগের আবিষ্কার। লক্ষ্মীর রিটায়ার করার সময় হয়ে গেল। নতুন প্লেয়ার কই?
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 144.160.226.53
  • একটুর জন্যে কত কিছু হল না ঃ-(

    প্রচুর সময় ছিল। ৩৪টা রান উইকেট না হারিয়ে তোলা গেল না !!! অফুল শ্লা ঃ-((((
  • kd | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 59.93.205.219
  • প্রতীকের মৌখিক ভার্সান হ'লো পটকে। বৈয়াকরণেরা একেই বলেন অভিশ্রূতি। পরীক্ষায় আসে। যে এই নাম দিয়েছেন সে নিশ্চয়ই বাংলায় ভালো - গুরুতে লিখতে বলো (এই বাক্যটি গুরুচন্ডালীর একটি উদাহরণ)।

    নাঃ, সকালে কী যেন করে, করে আসি।
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:২৯ | 112.133.206.18
  • ৩৬/১, হল না। ঃ((
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:২৬ | 112.133.206.18
  • থ্রি মাচ!

    বরোদা ১৩৯ রানে অল আউট। ৩৪ রান উইকেট না হারিয়ে তুললে বাংলা পরের পর্বে!!
  • prateek | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:২৪ | 122.179.49.254
  • পাই, এইসব কঠিন প্রশ্ন করে আমায় প্যাঁচে ফেলার তাল?

    তেনারে সরাসরি জিগা।
  • prateek | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:২১ | 122.179.49.254
  • কেশী বিপথগামী করছে, ডিসেম্বরে আসুন কুর্গ-মুন্নার-কোডাই। অল্প ঠান্ডা,মিস্টিক মিস্ট,নিলগিরির কফি আর সটেড পর্ক নিয়ে জমিয়ে বসুন!
  • pi | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:২১ | 72.83.83.28
  • প্পন, পাঠিও ঃ)

    পটকেদা, তখনি বুঝেচি। এত ভাল নাম আর কার মাথা থেকে বেরুবে ? ঃ)
    তো সে পাগলি আছে কেমন ?
  • prateek | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:১৮ | 122.179.49.254
  • পাই তোর বেন্ধু আমায় ঐ নামে ডাকে ঃ)
  • santanu | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:১৫ | 92.99.138.56
  • সিঙ্গুরের জমির মামলাটা কতদুর, কেউ জানেন? খবরের কাগজ তো ভুলেই গেল।
  • ppn | ২৪ ডিসেম্বর ২০১১ ১১:১৪ | 112.133.206.18
  • ঃ)

    পাই, তোমাকে ডিসেম্বরের কোডাইয়ের ছবি পাঠাবো। অসম্ভব সবুজ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত