এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:৫৩ | 122.248.183.11
  • লোকজন কেমন রেগে আছে। ভাটাতে ভয় করছে ঃ-((
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:৫০ | 72.83.83.28
  • এগুলো জাস্ট অতিসাধারণীকরণ। সুইপিং স্টেটমেন্ট।
    কেসটা যে এরকম নয় সেটাই বরং এই ফোরাম থেকে বোঝা যায়। যেখানে দিনের পর দিন দু দিকের লোকজন ইন্টার‌্যাকট করহে্‌চন, নানা বিষয়ে মতের আদান প্রদান করছেন, আড্ডা মারছেন।
    তিস্তার জল,টিপাইমুখ বাঁধের মত কিছু সেন্সিটিভ ইস্যু তো আছেই। সেগুলো নিয়ে তো আলোচনার দরকারই। দুদিকের লোকজনের কথা বলার। সেজন্য এইরকম ফোরাম, যেখানে দুদিকের মানুষই প্রচুর আছেন, সেটা ভালো তো।
    এখানে এধরণের কথাবার্তা তখনই হল, যখন জামাতীরা এলেন। ঠিক এরকম ই হয়েছিল,যখন RSS এর লোকজন এসেছিলেন। তখন অভিয়াসলি গালাগালগুলো ঠিক উল্টো দিকে ছিল। তখন হছে্‌হ, আই এক আই এর এজেন্ট। ঐ হিন্দু ব্রাহ্মণ বলার মধ্যে যে ঘৃণা , ঐ তখন মোল্লা বলে নানা গাল পাড়ার ( এবাং নানবিধ বলার অযোগ্য গালাগাল) মধ্যেও তাই ছিল।

    আগেরবারও থেমে গেছিল। এবারেও যাবে। আজই অনেক ঠিক হয়ে গেছে।

    তবে আমার সামহাউ মনে হয়, বাংলাদেশীদের নিয়ে আমাদের এদিকের অনেকের মধ্যেও ঠিক সেরকম গ্রহণযোগ্যতা নেই। এধরণের মন্তব্য আমি প্রায়ই শুনি, ওঃ, ফোরাম তো ঐ বাংলাদেশীতে গিজগিজ করছে !
  • Netai | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:৪৭ | 121.241.98.225
  • জ্যোতিষ টই তেতে গনগন করছে।
    ডিডিদাও আবাজ খেয়ে গেলো।
    খ্যা খ্যা।
  • rky | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:৪৪ | 203.110.247.221
  • টেস্ট "??? ???"
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৬ | 121.242.160.180
  • বলা উচিত নয় হয়ত, তবু বলি, এটা শুধু যে গুচ-ফেবুতেই (আমি ঢুকি না জদিও) আছে তা নয়, অন্য যেসব গ্রূপ/পেজে আমি অ্যাক্টিভ, তাতেও বাংলাদেশীরা অনুরূপ অ্যাটিচুড দেখিয়ে থাকেন। যেন ভারতীয় মাত্রেই তাদের শত্রু, একটা বিদ্বেষভাব, কোথাও তাদের প্রতি যেন দ্বিচারিতা বা অবজ্ঞা দেখানো হয়, মীরাক্কেলের পেজেও দেখি কেউ বাংলাদেশীয় participant বাদ গেলেই এই পক্ষপাতিত্ব ইস্যু করে নিয়ে ওরা শুরু করে দেয়, অকারণে অশ্লীল কুরুচিকর পোস্টও করে।
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:১২ | 122.176.32.39
  • সম্পাদক হো তো অ্যায়সা।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:১১ | 123.242.248.130
  • পাই -- না। আমি খুব একটা ফেসবুক স্যাভি নই, ফেসবুক আমার পোষায় না। কমেন্ট কাল কিছু পড়েছি। আজ আর পড়ব এমন গ্যারান্টি নেই।

    মিথ্যে ঘটনা নয় সবাই জানে। রাজাকার কী সেটাও জানি। কিন্তু অপছন্দের লোক হলেই তাকে রাজাকার বলে দাগিয়ে দেওয়া, এটা বাংলাদেশের লোকজনের মধ্যে খুব কমন ট্রেন্ড। কাল একজন আবুল খায়েরের নামে লিখলেন, ইনি আসলে মুসলমানই নয়, ছদ্মবেশে একজন হিন্দু ব্রাহ্মণ। উক্তিটার মধ্যে খুব ঘেন্না লুকিয়ে ছিল। হোয়াট ইজ দিস? বাংলাদেশের লোকজন খালি পাবলিক কমিউনিটিতে এসে ঘেন্না ওগরায় কেন? সবসময়েই কেমন একটা প্রতিবাদী অ্যাকিউজিং টাইপ অ্যাটিট্যুড।

    আমি এমনিতেও বেশি পড়ি না ফেসবুক কমিউনিটি তার প্রধান কারণ এইটাই, বড্ড বেশি ঘেন্নামেশানো কথাবার্তার আদানপ্রদান চলে। ভালো কথা খুব কম শোনা যায়। যে ক'বার ঢুকেছি, খালি এইই দেখেছি, কাউকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তুই হিন্দু, তুই রাজাকার।

    পোষায় নি, সেটাই লিখে দিলাম। আগে কেমন ছিল, এখন কম না বেশি, বলতে পারব না। কাল পরশু যা দেখলাম, ভালো লাগে নি, সেটাই লিখেছি।
  • Ishan | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫৯ | 117.194.37.156
  • ইকিরে। এরা ফেসবুকে তক্কো করবে। সেই নিয়ে আবার ভাটে তক্কো করবে। সময়ের কোনো মূল্যই নাই।

    দাঁড়াও, আমি সব্বাইকে কঠিন কাজ পাঠাচ্ছি।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫৫ | 72.83.83.28
  • সিকি, তোমার কমেন্টেও তো তো অনেকে মাইন্ড করেছেন ঃ)
    তুমি লিখেছ গুরুচণ্ডালি ফোরামে রাজাকার কথা ব্যবহার করা যাবে না। অনেকেই জানতে চেয়েছেন, কেন। রাজাকার শব্দটার তো একটা ইতিহাস আছে।ওটা তো জাস্ট গালিগালাজ নয় ! ওখানে যাঁরা এসেছেন, তাঁরা জামাতের লোকজন। তাঁদের রাজাকার বলা হলে ভুল কোথায় ?

    আর তুমি ওখানে তো দুদিন গেলে। বাকি কদিনের কত পোস্ট , আলোচনা ইত্যাদি পড়েছ যে এত কনক্লুড করে নিলে ? ঃ)

    যেসব পোস্ট এখানে টইয়ে এলে অনেকেই নানা কমেন্ট করে যাও, সেগুলোর অনেক কিছুই তো প্রথমে ওখানে আসে ঃ)। এখনো গুরুর নানা টইতে ফেসবুকের গ্রুপের অনেক লোকজন ঃ)
    এই অপার বাংলা কি অপর বাংলা বিভাগের বেশিরভাগ লেখাই ওখানকার লোকজনের ঃ)।
    এখানে পোস্ট করতে অসুবিধা হয় , অনেকেই জানিয়েছেন। অনেকে আস্তে আস্তে সড়গড় হচ্ছেন। নতুন গুরু হলে অনেকেই লিখতে পারবেন আশা করি।

    এখানকার ভাটুরেদের ওখানে যাওয়া না যাওয়া নিয়ে কি এল ? ব্যাপারটা তো উল্টো ছিল। ওখানের লোকজন এখানে আসবেন।

    সিপিএম তৃণমূল নিয়ে এখানে ভোটের সময় উত্তপ্ত তর্ক হয় না ? ১৬ ই ডিসেম্বরের বিজয় দিবস ছিল বলে এখন এই ইস্যু নিয়ে এত এত তর্ক।

    গ্রুপ ওঠালেও লোকজন তো উঠে যাবেন না। অন্য কোথাও পোস্ট দেবেন। তার থেকে তো এটা ভাল, এখানে পোস্ট দিছেন, ফেক হলে সেটা ধরা পড়ছে। ঐ ফেকটা কীভাবে এসেছে, সেটা পড়েছ কী ?
    আর ঐ ছবিটা ভুল হলেও, অন্য অনেকে অন্য নানা সঠিক ছবি দিয়েছেন। আর ঘটনাগুলোও মিথ্যা নয়। এটা তো বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বছর ধরেই খুব উত্তপ্ত বিষয়। মুক্তিযুদ্ধে গণহত্যার সংখ্যা, যুদ্ধাপরাধীদের বিচার। একদল তাকে পাতি অস্বীকার করছে। তুমি নিজেই দেখেছ, তারা কী পরিমাণে ধর্মান্ধ। আর একদল তাকে নিয়ে পাতি রাকনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। যারা ঐ ফেক ছবি দিচ্ছে। এবার এরা মুখোমুখি হলে উত্তপ্ত তর্ক তো হবেই। কিন্তু এর মাঝেও এক বিশাল সংখ্যক মানুষ আছেন,যাঁরা রাজাকার বিরোধী, গণহত্যা নিয়ে বিচার চান, তাঁরা তো ব্যাপারটাকে ঠিকভাবেই হ্যান্ডেল করছেন। ঐ ছবিগুলোকে ফেক মেনে নিতে তাঁদের অসুবিধা নেই তো।

    আর বুঝিয়ে বলার পর, লোকজন আপত্তি তোলার পর ঐ জামাতীদের থেকেও গালিগালাজ তো এখন অনেক কম। লোকজন তথ্য দিয়েই কথা বলছেন এখন। তাতে অসুবিধা কী ? তোমার কালকের পোস্টের পরে আরো অনেক পোস্ট পড়ে গেছে, সেগুলো দেখেছ কী ? ঃ)

    আর জামাতী বলেই তাঁদের সব কথাই ফেলে দেবার মত তাও তো না। ছবিগুলো ফেক সেটা ওঁরাই ধরেন। বাঁধ নিয়ে ভারতের উপর রাগ থাকা অস্বাভাবিক তো কিছু না। এবার সেই ভারত মানেই ভারতের সব লোক না, এটা বোঝানোর জ্‌নয়ই তো ফোরামের আলোচনা। গিয়ে দেখো, ওঁরা মেনে নিয়েছেন, ভারতের সবাইকে ওঁরা এরকম মনে করছেন না। এমনকি গুরুর বেশ কিছু লেখাও পড়ছেন, পড়ে অনেক কিছু জানতে পারছেন বলেও জানিয়েছেন ঃ)

    যাই হোক। এইনিয়ে আর বকতে চাইনা। এমনিতেই সারাদিন ওখানে বকরবকর করে সময় গেছে। এবার তাই নিয়ে আবার এখানে বকতে হলেও চাপঃ(
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:৪৯ | 122.176.32.39
  • পাই,দাও।
    সরি ,নাকছাবিটা করতে পারিনি বলে।

    হ্যাঁ,আমি যাই না ফেসবুকে।
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭ | 121.241.218.132
  • মাছভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়া ঠিক হল না। প্রোজেক্ট মিটিং আছে, আর ঘুম পাচ্ছেঃ-(
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:২৫ | 72.83.83.28
  • ঐটি হয়ে গেছে।
    অন্য একটা দেবো ? ঃ)
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:২৫ | 123.242.248.130
  • পাই -- ফেসবুকটা উঠিয়ে দিলে হয় না? একটা প্যারালাল রাজত্ব চালাবার কী মানে হচ্ছে? এখানের রেগুলার ভাটুরের মধ্যে কতজন ফেসবুকের পাতায় যান?

    আমি তো সেদিন রাতে পবিত্রর মেসেজ পেয়ে ফেসবুকে গিয়ে দেখি সেই একই গরুর রচনা চলছে। শালা, যখনই গুচ ফেসবুকে যাই, দেখি, তুই শালা খচ্চর হিন্দু, তুই শালা পাকিপন্থী, তুই শালা রাজাকার, তুই শালা মুসলমান, আর রেটে খিস্তি চলে, কখনও গুচ র-এর এজেন্ট, কখনও আইএসাই, কখনও জামাত, এই লুপের বাইরে বেরোতেই পারে না বাংলাদেশ থেকে লেখা অধিকাংশ মানুষজন। যে কোনও টপিককে এই রাজাকার পাকিপন্থীর টপিকে নিয়ে আসে। এদানিং আবার দেখছি নাজি হলোকাস্টের ছবিগুলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি বলে চালানো হচ্ছে। কী সব রগরগে ছবি!
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৫৭ | 122.176.32.39
  • সেই ---- নাকছাবি?টাইপাবো তাকে?
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৫৬ | 122.176.32.39
  • ঠিক,ঠিক-কাজু,এক্কেবারে ঠিক্কয়েছে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৫৫ | 72.83.83.28
  • তোমাকে যে সেই কবে কাজ দেওয়া ছিল ? আমি তো ভাবলুম তুমি খুব ব্যস্ত, তাই আর খোঁচাই নাই।
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৫৪ | 121.242.160.180
  • দশ বছর বাদে কী হবে জানি না, তবে মায়ের জায়গা কোনোদিন ক্কেউ নি-তে পা-রে না। ঃ))
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৫৩ | 122.176.32.39
  • পাই,ছোটোখাটো কোনো কাজ থাকলে দিতে পারো,কিছুই করতে পারি না,খারাপ লাগে।
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৩৪ | 121.241.218.132
  • আরো ভবিষ্যৎবাণী -

    (১) সামনের মে মাসে ইংল্যান্ডের মধ্যপ্রদেশে তিনটি ছোট শহর - উইগ্যান, বোল্টন এবং ব্ল্যাকবার্নে - শোকদিবস পালন করা হবে।
    (২) ২০৯৯ সালে গুগুল থাকবে না।
    (৩) সামনের লোকসভা ভোটে ইউপিএ-র হাল খারাপ হবে, তবে লুঙ্গি এবং চশমা পরিহিত একটি ভিজেবেড়াল কে বলি দিলে অবস্থার উন্নতি হতেও পারে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৩৪ | 72.83.83.28
  • দিচ্ছি।

    আমারো কাজ রয়েছে প্রচুর। ফেসবুক আর টইতে তক্কো করতে গিয়ে সব গেল ঃ(
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৩২ | 122.176.32.39
  • কাজু,ভোরবেলা লেপের মধ্যে ঐ সব সাপ্লাই দেয়ার মানুষ যার আছে,তার সব আছে।

    এখন একথার মর্ম বুঝবে না (হয়তো),দশ বছর বাদে বলবে,হ্যাঁ,কুমুদি ঠিক্কয়েছিল।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • নাআআ। কাজ অনেক রয়েছে। গুরুরই কাজ।

    কাল যে ডকটা পাঠিয়েছিলাম, সেটা একবার আমার আপিস মেলে পাঠিয়ে দেবে? ঐ লেখাটা একটু ঘষামাজা করার ছেলো।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:২৪ | 72.83.83.28
  • সিকি, কাজ পাঠিয়ে দিচ্ছি ঃ)

    কিন্তু আকাদার টইতে তো সবাই আকাদার হয়ে আকাদার ফরেই লিখে যাচ্ছে। আকাদার মনে তাও দুক্ষু? বয়সের মানে মিডল এজের লক্ষণ নিগ্‌ঘাত ;-)
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:২২ | 123.242.248.130
  • আমরা ইউরোপের সঙ্গে কাজ করি কাজু। আর আমার টিম বসে পুণেতে। আমি গুরগাঁও থেকে তাদের ওপর ছড়ি ঘোরাই। তাই সকালে পুণের সাথে, দুপুরে ইউকের সাথে টেলিকন হলেই দিন কেটে যায়। মাইনে পাই।

    এদিকে আজ থেকেই সায়েবের বাচ্চাগুলো (মোল্লার পো স্টাইলে) সব ক্রিসমাসের ছুটিতে চলে গেছে। মানে আগামী দু হপ্তা লংডংয়ের সঙ্গে জাস্ট কোনও সম্পক্কো নেই।
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:১৮ | 121.242.160.180
  • সকাল সকাল টেলিকন? আর আমার দেখো, সেই রাত ৮ টা না বাজলে কিস্যু হবেক লাই। চুলোয় যাক এই ডেলাইট সেভিং।
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:১৭ | 121.242.160.180
  • আজি হতে শতবর্ষ পরে, মানে ২১১১ সালেও যিশুদাদু শুক্কুরবারে জম্মাবেন। তদ্দিন অবশ্য হাম কাঁহা আউর তুম কাঁহা ...
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:১৭ | 123.242.248.130
  • ক্ষী চাপ! আকা না লিখলে আমি কী করি? আমার যে সকালের টেলিকন ক্যানসেল হয়ে গেল। হাতে আজ অফুরন্ত সময়!!
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:১৪ | 121.241.218.132
  • আমি আরো ভবিষ্যতবাণী করতে পারি। সিটি যতই খেলুক, এই সীজনে প্রিমিয়াল লীগ জিতবে ম্যানিউ। মিলিয়ে নেবেন।
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:১২ | 121.242.160.180
  • কুমুদি, সুখবর।

    কাশি প্রায় ৯৮% সেরে গেছে, পুঁছো কৈসে? গরম গরম বাসক পাতার রস তালমিছরি সহযোগে ফোটানো ঠিক ভোরবেলা উইদিন লেপ। একদিনেই কাশিকে প্রায় মানভূমে পাঠিয়ে দিয়েছি।
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 122.176.32.39
  • ক্ষী মুশকিল,ঐটাই তো।
    খাঁচার পাখী ছিল সোনার খাঁচাটিতে --ইঃ।

    কাজু,কাশি কেমন?ডাক্তার দেখালে?
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 121.241.218.132
  • ছোঃ সিকি আর এমন কি বললেন। ২০৯৯ সালের ক্রিসমাস হল শুক্কুরবারে।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০৫ | 75.76.118.96
  • নাঃ এখন আমি লিখব না। আমি সেন্টু খাচ্ছি কাল সকাল অবধি।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০৪ | 123.242.248.130
  • আকা যাও টইতে লেখো। সবাই তোমার জন্য টই ছেড়ে দিয়েছে।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০১ | 75.76.118.96
  • আমার মনে হয় ইকনমিক্স। কাল জানি কি একটা কিনতে হবে, পরশুও তাই, নরশু আবার ডাক্তারের কাছে যেত্ব হবে। তার আগে যেন ডিসিশন হয়ে জায় ডাক্তারি বিজ্ঞান কিনা। নইলে বড় মুশকিল/ নাঃ আর নয়। এবারে দুই তিন খান অক্ষর দেখছি একসাথে।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১২:০১ | 123.242.248.130
  • এই বছর ক্রিসমাস পড়েছে রোববার। আসচে বছরেতে ক্রিসমাস পড়বে মঙ্গলবারে।

    ভবিষ্যদ্বাণী করে দিলুম।
  • Netai | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৭ | 121.241.98.225
  • কুমুদির টা আমার তো শিব্রামের কবিতার মত লাগলো।
    আশুতোষ ছিলেন বাংলার বাঘ
    আর শিব্রাম কোন ---
    ------------
    মিলন হল দোঁহে

    কিরম ছিল, ভুলে গেছি ঃ(
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৬ | 75.76.118.96
  • কাল ছুটি, তারপরের দিনও ছুটি, তার পরের দিনও, তার পরের দিনও, তার পরের দিনও। এরকম করে এখন nদিন ছুটি। ইহা কি অ্যানেকডোট, না বিজ্ঞান, নাকি জ্যোতিষ, নাকি ইকনমিক্স? কেমন সব জানি গুলিয়ে গেল। ঃ(
  • Netai | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৩ | 121.241.98.225
  • ঃ-O
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৩ | 75.76.118.96
  • এই যে সবাই চক্রান্ত করে আমার টই ভণ্ডুল করে দিচ্ছে, আমাকে লিখতে দিচ্ছে না এর কোন প্রতিবাদ নেই? নয় আমাকে কেউ ইনভাইট করে এখানে আনে নি, নয় আমার নাম কোন সাহিত্য চরিত্রের সাথে মেলে না, নয় আমার বয়স পঞ্চাশের নীচে, হিঁক, তাবলে কি আমি মানুষ নই?হিঁক।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 123.242.248.130
  • পটাশম্যামের কবিতার ছন্দটা তো পুউরো খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, পড়ে যা মনে হল ঃ-)
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৫১ | 123.242.248.130
  • নেতাইকে আজ সন্ধ্যেয় ফোনাবো। নেতাইয়ের জন্য সারপ্রাইজ আছে।
  • Netai | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৯ | 121.241.98.225
  • ঃ))
  • kumu | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৬ | 122.176.32.39
  • সিকি ও ভিসি ছিল দুইটি শহরেতে,যে যার আপনার মনে,
    ভাটের আঙিনায় মিলিত হল তারা,জ্যোতিষ মতে শুভক্ষণে।
  • Ho | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩ | 121.242.160.180
  • ভিসি ছিল, সিকি ছিল, মিল আছে সঠিক-ই
    ধড়ে মুড়ো সন্ধিতে হয়ে গেল ভিসিকি
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:০৮ | 121.241.218.132
  • ওই জ্যোতিষের টইতে একই সময়ে দুটো একদম এক পোস্ট দেখে মনে হলঃ-)
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৮ | 123.242.248.130
  • ভিসি কি কুম্ভমেলায় গেছিলেন ছোটবেলায়? ঃ-)))
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৮ | 123.242.248.130
  • না। কেন? ঃ-)
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৯ | 121.241.218.132
  • সিকির ডান কাঁধে কি একটা তিল আছে?
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:৪১ | 121.241.218.132
  • যাব্বাবা এমন হয়ে গেলো কেন? আমি তো বাংলায় লিখলাম!
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:৩৫ | 121.241.218.132
  • বিখ্যাত ম্যানেজার টোনি অ্যাডাম্‌সের ম্যারেজারিয়াল স্ট্যাট্‌স (games/win/draw/loss):

    oyaaikomb oyaanDaaraars - 53/12/21/20
    porTasamaauth - 22/4/7/11
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত