কিন্তু এইখানে বউয়ের ছিল বিধহয় সাপ্লিমেন্টারি কার্ড, প্রাইমারি নয় (যেমনটি লিখেছ)। এনিওয়ে ওকে ফরওয়ার্ড করে দিলাম।
santanu | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৬ | 92.99.140.147
কুমুদি আপনার সেই এটিএম এর টাকাটা ফেরত পেয়েছিলেন?
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৪ | 202.91.136.71
সিকি, থ্যাংকু।
Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩ | 121.242.160.180
বাঃ ওপাড়ার ছেলে দারুণ পয়েন্ট পেয়ে গেছেন না এতদিন পরে এসে? আপনি কে বলুন তো? আগে কোন নামে লিখতেন? বেশ করেছি বলেছি, যিনি ইয়ার্কি বোঝার তিনি ঠিকই বুঝবেন, সবেতে আপনার নাক না গলালেও চলবে।
siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩ | 123.242.248.130
Should you lose your Card, you are covered from the liability of any purchases or cash withdrawals on the Card for up to Rs. 1,50,000. Liability cover period is from 96 hours prior to reporting of loss to Citibank.
Protection against unauthorised usage due to lost or stolen cards of up to RM300,000 (after notifying CPP).
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৫ | 202.91.136.71
মার্চেন্টের নাম দেখাচ্ছে চন্দনা টেক্সটাইলস। জাস্ট ডায়াল থেকে জানা গেছে তাদের ফোন্নং। তাদের ফোং করার পরে জানা গেছে তাদের ক্রেডিট কার্ড ট্রানজাকশন সিস্টেমই নেই।
dd | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪ | 124.247.203.12
তবে একটা ট্র্যানস্যাকশনেই যদি ৯৩ হাজার খরচা হয়ে গ্যাছে তো চান্সেস তার মানে চোরের সিসিটিভিতে ছবিও উঠে গেছে। সব বড় দোকানেই পেমেন্ট কাউন্টারের পিছনে ক্যামেরা থাকে - জানতেন না?
de | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩ | 180.149.51.67
বাপরে কিসব শুনছি! আমার এমনিতেই সব হারিয়ে ফেলার টেন্ডেন্সি!
কিন্তু ফ্রড ট্রানজ্যাকশন ব্যাংক আইডেন্টিফাই করতে পারে না? কোন উপায় নেই? ৯৩০০০ তো বিশাল অ্যামাউন্ট! ই-স্টেটমেন্ট দেখলেই তো ধরা পড়ে যাবে কোথায় কেনা হয়েছে!
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪২ | 202.91.136.71
হুঁ, যুক্তি হ্যাজ।
dd | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪১ | 124.247.203.12
কার্ডের দায়িত্ব গ্রাহকদের। পুরোপুরি। অসাবধানে হারিয়ে গেলে চুরি হলে তখুনি ফোন করলে ব্যাংক তখুনি সব ট্র্যানস্যাকশন বন্ধ করে দেবে। এর পরের দায়িত্ব ব্যাংকের। এর পরেও কোনো ট্র্যানস্যাকসন হলে ব্যাংকের লায়াবিলিটি।
অপ্পনের বন্ধু তো তা করে নি। যখন ব্লক করার রিকোয়েস্ট করেছে তখন ট্র্যানস্যাকশন অলরেডি হয়ে গ্যাছে। পোস্ট ফ্যাক্টো।
এরকম না হলে তো ব্যবসাই উঠে যাবে। আমি সিকির কার্ড নিয়ে তিন লাখ টাকা খরচা করবার পরে সিকিকে জানাবো, ও তখন কার্ড ব্লক করে কইবে আমি পয়সা দিমু না। তার পরে হপ্তায় আমার কার্ড থাকবে সিকির কাছে - আর সিকি ত্রিশ হাজার টাকার (ওটাই আমার লিমিট,স্যার)ফুর্ত্তি উড়িয়ে দেবে। পয়সা দেবে ব্যাংক।
বা আরো ভালো। আমার কার্ড নিয়ে আমি নিজেই লাখ খানেক উড়িয়ে দিয়ে এসে বলবো কার্ডটা কি করে জানি না হারিয়ে গেসলো,জানেন? অন্য কেউ খরচা করে ফেলেছে। মা শীতলার দিব্বি ,এইবারে কার্ডটা ব্লক করুন আর ঐ খচ্চাটাও আপনেরাই দিয়ে দ্যান।
ইল্লি।
kumu | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৩৭ | 122.176.32.39
আর কইও না অর্পণ। মাত্তর পনেরো হাজার টাকার জন্য সেই কলিগ আমার হাত খামচে কেঁদে অস্থির।তার সাথে ব্যাংকে গিয়ে প্রচুর যুক্তি তক্কো করেও কোন সুবিধে হল না। যা বুঝলাম ব্যাংক ব্যাপারটা দেখে অন্য দৃষ্টিকোণ থেকে।অনেকে নাকি একটা বিরাট অ্যামাউন্ট খচ্চা করে তারপর থানায় গিয়ে ফলস এফাইআর করে।
Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
সরি অপ্পন । আমার কোন চেন জানা নেই। ঃ-((
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:৩৩ | 202.91.136.71
হ্যাঁ, উকিলের পরামর্শ নিতে বলা হয়েছে। আমাদের বসের ভাই উকিল। এই সুযোগে তিনি ওকে ভাইয়ের নাম্বার দিয়ে দিলেন।
siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:২৭ | 123.242.248.130
আইসিআইসিআই ব্যাঙ্কে তো এই সিস্টেম নয়! রিপোর্ট করলে আর টাকা দিতে হয় না!
না দিয়ে চেপে বসে থাকুক। সিটিব্যাংক উকিলের চিঠি দেখাবে। তখন এফআইআরের কপি দেখিয়ে বলা হোক যে ওটা আমি খচ্চা করি নি, তাই আমার ওপর দায় বর্তায় না।
সিটিব্যাঙ্ক ব্যাঙ্ক হিসেবে অতি অতি জালি।
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:২১ | 202.91.136.71
কুমুদি, তাই তো দেখছি। অদ্ভুত লাগছে এইটা ভেবে যে এসেমেস পাবার সাথে সাথে ব্যাঙ্ককে কল করলেও তারা কী করে বলতে পারে যে তারা কোন ব্যবস্থা নিতে পারবে না?
আমার কলিগের বউ ক্রেডিট কার্ড হারিয়েছে। কলিগের কার্ডের সাথে সাপ্লিমেন্টারি কার্ড। হারিয়েছে জানত না। আজ সকাল দশটায় কলিগের মোবাইলে এসএমএস আসে যে তার প্রায় ৯৩০০০ টাকার একটা ট্রান্জাকশন হয়েছে। সে ইমিডিয়েটলি কল করে কার্ড ব্লক করায় কিন্তু সিটিব্যাঙ্কের যে কল ধরেছিল সে জানায় এই টাকাটা গ্রাহককে দিতে হবে।
কোন উপায়? ওর বউ আর ভাই মিলে এফাইআর করতে গেছে।
siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫ | 123.242.248.130
কাশি ড্রাই কাফ হোক বা কফ-ওয়ালা, যদি দু সপ্তাহের মধ্যে না থামে, অতি অবশ্যই কার্ডিওলজিস্ট / পালমোনারি স্পেশালিস্টকে দেখাইবা।
Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৪২ | 121.242.160.180
দেখি কালকে, তবে ঠিকঠাক লোকের কাছে যেতে হবে, যেটা আজকাল খুবই অভাব। বয়স্ক ডাক্তারদের কাছে আগে অনেকবার গেছি, দেখে মনে হয় কী করবে কে জানে, অথচ ম্যাজিকের মত রোগ সারিয়ে দিয়েছেন তাঁরা।
de | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৯ | 180.149.51.67
কাশিকে কক্ষনো হালকা ভাবে নেওয়া উচিত না -- ইমেডিয়েটলি ডাক্তার দেখাও -- সিকি ঠিক্কইচে!
Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭ | 121.242.160.180
কোন্টই?
phutki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৬ | 121.241.218.132
সিকির ঘটনাটা মারাত্মক । টই তে পড়েছি।
phutki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৫ | 121.241.218.132
এসবের রিয়্যাল লাইফ এক্সপিরিয়েন্স না থাকাই ভাল। তবে আমি এই দশদিনের জ্বরে অদ্ভুত ব্যাপার দেখলুম। কোনো ডাক্তারই টেস্ট করতে দিলেন টিলেন না। খুব নিশ্চিত হয়ে বলে দিলেন, টেস্ট এ কিচ্ছু আসবে না। এক সপ্তাহ ঝামেলা থাকবেই। আমি এক সপ্তাহই শুয়ে ছিলাম।
Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 121.242.160.180
সেকি? কবে? এবারে নাকি?
siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:৩৩ | 123.242.248.130
কাজু, কাশির জন্য আমাকে তিরিশ হাজার টাকা ক্যাশ, হাসপাতালে আটটি দিন, আর প্রায় সমস্ত জীবনীশক্তি দিয়ে দিতে হয়েছিল।
ইগনোর কোরো না।
Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:২৮ | 121.242.160.180
ফুটকির কাছ থেকে বেশ রিয়াল লাইফ সিনারিয়ো ইনস্ট্যান্স পাওয়া যায়। কাশির জন্যেও যদি ৩০০/- ডাক্তারের দক্ষিণা দিতে হয়...যাক গে।
এখানে জলজ্যান্ত একজন ইন্দোডাগদার আছেন। তিনি এত শুনেও একটু ওষুধ বলতে পারছেন না? নাকি ফ্রিতে বলা বারণ বোধায়। আরে পাতি ঠান্ডা লাগা কাশি। না তার এই টেস্ট করো, ওই টেস্ট করো, সত্যি ! আরে মশাই করলে তো সবই করা যায়, গালে ফুসকুড়ির জন্যেও 'পরের হপ্তায় দেখা করুন' বলে ৫০০ টাকা পোড়ানো যায়।
বাবার পুজোর পরে ভাইরাল ফিভার হল, একজন ডাক্তার দেখানো হল। টিসি ডিসি যা যা হয় সব হল, ১৫০০/- গচ্চা গেল, ৫০০/- ওষুধ, এক হপ্তায় প্রায় সুস্থই বলা যায়, রিপোর্ট দেখাতে গেল, 'ব্লাড কাউন্ট একটু বেশী বুঝলেন, এই ওষুধগুলো খান', বলে আরো ২০০ টাকার ওষুধ, 'খেয়ে আরেকবার সব টেস্ট করান, নিয়ে পরের হপ্তায় আসুন'। বাবা পর দিন থেকেই ফিট অ্যান্ড ফাইন, সেকেন্ডবারের ওষুধগুলো প্রায় নাষ্টই হল। এই হল আজকালকার ডাক্তার। ও হ্যাঁ, ফোন করেছি জ্বর নাবছে না কী করি, 'সেরম হলে নার্সিং হোমে দিতে হতে পারে, দেখে মোটেই ভাল লাগেনি আমার ওনাকে'। বুঝুন !
আর লোকেরও পয়সার গাছ হয়েছে আজকাল, কতায় কতায় ডাক্তার।
phutki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:২১ | 121.241.218.132
আর সাবধান ব্রতীন! এই শীতের শুরু টা এত্ত জ্বালায় না। বিরক্ত হয়ে গেলাম.. আমি , আমার ডাক্তার দুজনেই।
dd | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:১৮ | 124.247.203.12
কাশিকে নেগলেক্ট কর্বেন না।
কাশি প্রকৃতির নিয়মে একদিন না একদিন স্বাভাবিক ভাবেই মারা যাবে না। ওটাকে মারতে হয়।
দুম দাম OTC কাফ সিরাপ খাবেন না। বিজ্ঞাপন কি বেশী বোঝে?
সব কাশি ই এক নয় যে এক অষুধে সেরে যাবে। অন্যের ওষুধ ধার করবেন না,রুমাল ও নয়।
কাশি একটা উপসর্গ, আরো গভীরে কি জিলিপির প্যাঁচ আছে জানতে ডাক্তার দেখান।
সকল কেশোর প্রতি সবিনয় আবেদন, প্লিজ ইগনোর না করে ইমিডিয়েটলি ডাক্তার দেখান। পালমোনারি স্পেশালিস্ট দেখান। এক্ষুনি।
siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:০৯ | 123.242.248.130
ওয়েটুএসেমেস তো আমি ইউজ করি। রেগুলার। বাবার কলকাতা বিএসেনেল মোবাইল। আমার দিল্লি ভোঁদাফোন। ভোঁদাফোন দিল্লি থেকে কলকাতা বিএসেনেলে এসেমেস ভেজা যায় না। একমাত্র ওয়েটুএসেমেস দিয়ে ভেজি।
phutki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৪:০৮ | 121.241.218.132
এক ফাইল কোরেক্স, এক ফাইল রেস্পিরা, এখন ভিস্কোডাইন। কাশি কাশির মতই বর্তমান। মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে গেছি। অত্ত ভেবে লাভ নাই কাজু স্যার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন