মহাভারত কুইজ ৩================
১
"ফলসিদ্ধির তিনটি কারণঃ দৈব, প্রাক্তনকর্ম ও পুরুষকার"।
--মহাভারতে উক্ত অমৃতবচনটি কার উক্তি?
২" শাস্ত্রকারেরা বলেছেনঃ পুর্বাহ্নে ধর্মের, মধ্যাহ্নে অর্থের এবং সায়াহ্নে কামের চর্চা করবে। গৃহবাসীর পক্ষে মোক্ষ নয়, এই ত্রিবর্গের সেবাই শ্রেষ্ঠ"।
--এটি কার উক্তি? কাকে বলা?
৩ "যে পূর্বে তোমার উপকার করেছে সে গুরু অপরাধ করলেও তাকে ক্ষমা করবে। যে না বুঝে অপরাধ করে সেও ক্ষমার যোগ্য, কারণ সবাই পন্ডিত নয়। কিন্তু যারা সজ্ঞানে অপরাধ করেও বলে না বুঝে করেছি, সেই কুটিল লোকদের স্বল্প অপরাধেও দণ্ড দেবে।"
--এই বাক্যটি কে কাকে বলেছিলেন?
৪ "মহাযুদ্ধে গদাঘাতে ভীম তোমার উরুভঙ্গ করবেন"।
--দুর্যোধনকে এই অভিশাপ কে দিয়েছিলেন? কেন?
৫ বনবাসে দ্রৌপদীর তামার পাত্রে রান্না করা ভোজন প্রথমে কারা খেলেন? তারপর কে? সবার শেষে কে?
৬ "দুর্যোধন, তোমার সুখ হেমন্তকালে তালচ্ছায়ার ন্যায় ক্ষণস্থায়ী; অতএব যজ্ঞ দান এবং ভোগ করে নাও। এখন থেকে চতুর্দশ বছরে তোমাদের মহাবিনাশ হবে। "
--এই ভবিষ্যদষ্টা কে? কখন বলেছিলেন?
৭ "প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না"।
--প্রেমের বৈশিষ্ট্য নিয়ে এমন সত্যবচন কোন ঋষির?
হিন্টস্ ঃ বক্তা এক পিতা, শ্রোতা তাঁর কন্যা।
৮ পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে, প্রাণসংশয়ে এবং সর্বস্বনাশের সম্ভাবনায়-- এই পাঁচ অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না।
--এই বিতর্কিত কিন্তু প্র্যাকটিক্যাল অমৃতবচন কে কাকে কখন বলেছিলেন?
৯ ময়দানব ইন্দ্রপ্রস্থে পান্ডবদের জন্যে দিব্য মণিময় সভা নির্মাণ করলেন।
---ক) কত সময় লেগেছিল?
খ) গৃহপ্রবেশ -পূর্ব যুধিষ্ঠির কতজন ব্রাহ্মণকে ভোজন করালেন?
গ) কোন মাংস রান্না করালেন?
ঘ) বিদায়কালে দক্ষিণা কী দিলেন?
১০ ক) কৃষ্ণ ও বলরাম কার ভয়ে মথুরা ছেড়ে পালিয়েছিলেন?
খ) কোথায় গেলেন?
গ) সেখানে আত্মরক্ষার জন্য কী করলেন?