ম্যাক্সিদিদি, আমি জুলি অ্যান্ড্রুজের গান শুনেছি ২০০১ সালে (মনে হয়) রেডিও সিটিতে - অবিস্যি ওটা গান হিসেবে কোয়ালিফাই করবে কিনা জানিনা, অনেকটা সুরে কবিতা পড়ার মতো। সাউন্ড অফ মিউজিকের ফেভারিট থিংসের প্যারডি (বুড়ো বয়সের ফেভারিট কী তাই নিয়ে)।
পরেও নাকি স্টেজে ও সিনেমায় গেয়েছেন। তবে সেই চার অক্টেভ গাওয়ার গলা কি আর ফিরে আসবে।
কুমুদিদি, দিল্লি ভাটের ছবি তো সিকি তুলে দেবার সঙ্গে সঙ্গে দেকেছি।
নিশি, সাত? একই অঙ্গে এত রূপ তো!!! ঃ)))))
Bratin | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:২৩ | 122.248.183.1
অভ্যু দেশে ফিরেই নরেন্দ্রপুরে ঠেক দিতে গেছে। ওর বাবা বললেন।
Ho | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:১৬ | 121.242.160.180
তবে এটা তো জটায়ুর ধারণা। সুতরাং ঠিকঠাকের বিচার করার আগে ভাবা দরকার।
Ho | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:১৫ | 121.242.160.180
তা তো জানি না। আজকে রাতে রেবাবুকে পেলানচেটে ডাকার পেলান করি তাহলে, যে কিঁউ আপনে লিখা থা। তবে কোটে তো ভুল নাই।
না, কিন্তু বুন্দেলখন্ডের লোকেরা কি জেনেরালি গোস্ত খায়?
kallol | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 119.226.79.139
কেউ একটা ভাট ভার্চুয়াল থেকে রিয়াল(৩) টই খুলুক। আমি দুবার চেষ্টা করলাম। গুরু ধন্যবাদও দিলো, কিন্তু কোথায় কি? তাদের দেখা যাচ্ছে না ঃ-((
Ho | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 121.242.160.180
হ্যাঁ, না লিখলে আর জটায়ু ভাবলেন কী করে?
ppn | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:০৬ | 216.52.215.232
হত্যাপুরী বহুদিন পড়ি নাই। কিন্তু বুন্দেলখন্ড জায়গটা কি রেবাবু লিখেছিলেন?
Ho | ১৫ ডিসেম্বর ২০১১ ১২:০০ | 121.242.160.180
এবার থেকে কি ট্রিভিয়া টইতে কুইজ দেব? বেশ জমছে কিন্তু কলিদি-র দৌলতে।
কলিদি যথারীতি ছক্কা মেরেছে, তবে এবার আর সোজা গঙ্গায় পড়েনি, সাইট স্ক্রীনে ধাক্কা খেয়ে ফেরত এসেছে। কারণ কিঞ্চিৎ ভুল আছে।
তার আগে আমার একটি কানমলা প্রাপ্য। শ্রীনিবাস সোমের দোকানকে বারিকের দোকান বলে বসে আছি। কাল আমাদের দোকানের কাϾট্র হেড শ্রীনিবাস ভোগলে (হ্যাঁ ইনি হর্ষবাবুর দাদা) ঘুরে গেলেন, তবু মনে পড়ে নাই। ধরণী দ্বিধা হও !
জটায়ু রূপচাঁদকে বুন্দেলখন্দের বাসিন্দা ভেবেছিলেন, নট নেপাল। ওর তো কাটমুন্ডুতেই বাড়ি ছিল। 'চোয়াল দেখেছ? একেবারে বাজরার রুটি আর গোস্ত খাওয়া চেহারা, আর জোড়া ভুরু।'
লাঠি ধরার কোটটা ৩৯ উত্তর বলে দিতেই লিখেছিলাম। বক্তা সরকার বললে তবেই ঠিক ধরা যাবে, আসল বিলাস তো মারাই গেছিলেন।
রমাই না, রামাই। সে ল্যাখার ভুল ও হতে পারে।
আর ৯-এর টা হয়নি। রাউরকেল্লার কেস নিয়ে কি তোপসে গপ্প লিখেছিল? 'তোপসের লেখা' কথাটা খ্যাল করো নাই। ওটা কিন্তু ওপেন রইল। যাদের উল্লেখ, সে গল্প দুটো বহুবার আপনারা পড়েছেন, অনেকের সব থেকে প্রিয় গল্প।
vc | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৯ | 121.241.218.132
১০৭ এবং বাড়ছে।
kumu | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৮ | 122.176.32.39
বিষমদে ৯০ জন?তাই নাকি?এখানে কাগজে দেয় নি(যতদূর মনে হচ্ছে)।
ppn | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৪৭ | 216.52.215.232
এছাড়া কিছু মেল আইডি থেকে মেল বাউন্স হল কিনা তাও দেখতে হবে। আজ রাতে উইল সর্ট ইট আউট।
(বারবার রাত রাত করছি তার অন্য কুনো কারণ নাই। অফিস থেকে মোটামুটি সবই ব্লকড।)
ppn | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৪৪ | 216.52.215.232
হ্যাঁ, ঐশিক পেয়ে যাবে। কাল রাতের দিকে প্রতীককে ডিএল দিতে গিয়ে ছড়িয়েছি। দোষটা আমারই।
aishik | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৪২ | 122.181.132.130
@ppn লুরুভাট এর মেল আমিও পাই নি ঃ(
de | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৩৯ | 180.149.51.69
বিষমদে ৯০ জন মারা যাওয়ার খবরটা যেন গুরুত্বই নেই -- আবাপ এমন ভাবে ছেপেছে! সমাজের প্রান্তিক গোষ্ঠীর কিছু মানুষ মারা গেলেন বলেই কি? আর্বান পিপল হলে অ্যাতোক্ষণে হইহই পড়ে যেতো!
siki | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৩৫ | 123.242.248.130
ভার্চুয়াল থেকে রিয়্যাল নতুন টই খুলতে পারছি না কিছুতেই।
কোনও নতুন টইই খোলা যাচ্ছে না।
kumu | ১৫ ডিসেম্বর ২০১১ ১১:৩২ | 122.176.32.39
ভাট-ভার্চ্যুয়াল থেকে রিয়্যাল টইতে আর জায়গা নাই, তাই এখানে লিখি। জানিনা কেন,ঐখানে আমার এক পোস্ট তিনবার এসেছে। আর কেডিদাকে দিল্লীভাটের ছবি দেখতে বল্লাম তো,দেখাতে নয়।
কালকে আমার বেস্ট ফ্রেন্ড কৌশিক এসে গেছে ব্যাঙ্গালোর থেকে। তার সাথে লাঞ্চ একটু পরে। ঃ-)
siki | ১৫ ডিসেম্বর ২০১১ ১০:২৩ | 123.242.248.130
দিদির পোচুর টাকা।
আর ইয়ে, আমি গান শুনতে ভালোবাসি তো! এমনকি বাংলা গান শুনতেও বেদম ভালোবাসি।
arindam | ১৫ ডিসেম্বর ২০১১ ১০:২১ | 14.139.193.50
চোলাই বিক্রী এমনিতে অবৈধ...তা সেই জিনিস ব্যবহার করে কেউ মারা গেলে অর্থাৎ সে জেনেশুনে বিষপান করল তার জন্য সরকার ২লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল...মানেটা দাঁড়াল এই যে সরকার চোলাইকে স্বীকৃতি দিল...লিগ্যালি না হলেও মর্যালি... এই শুনি রাজ্যে অর্থ সংকট!
আবাপ যে কত কিছু চেপে যাচ্ছে সেটা একটা দুটো অন্য কাগজ (গণশক্তি বা আজকাল নয়) পড়লেই মালুম হয়। এই যেমন পার্কসার্কাসে দিদির পুলিশের সেমসাইড (আবাপ-র প্যাঁদানি খাওয়া) বা দিদি-উবাচ "থাবড়া মেরে লাল করে দেবো";-)
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:৫৮ | 117.194.193.54
মানে বলতে চাইছি - ডিরেকশন মানাটা আসা উচিত নিজের মন দিয়ে একবার পাস করিয়ে নিয়ে - ডিরেকশন না মানাটাকেও অভ্যেস বানিয়ে তুললে বিপদ তো আছেই ঃ)
Jhiki | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:৫০ | 182.253.0.99
ডিরেকশন না মানার অভ্যাসটাও কি ভালো? আমাদের দেশে তো ডিরেকশন না মানার অভ্যাসটাই প্রকট। আসলে সবকিছুর মধ্যে একটা ভারসাম্য দরকার, দেশের মানুষ পরস্পরকে রেসপেক্ট দিতে না শিখলে এই ভারসাম্য কোনদিনই আসবে না।
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:৪১ | 117.194.193.54
যাই হোক, ম্যাক্সিমিনদির একটা কথা মাঝে মাঝেই মনে আসছে । একদম সহমত যে মানুষের বিবেকের কথা শোনার অভ্যেস নষ্ট করে দিলে/ হয়ে গেলে পৃথিবীটা আর চলবে না। আগে অক্ষ একবার বলেছিল বোধ হয় যে পরীক্ষা করে দেখা গেছে ডিরেকশন মানবার অভ্যেস করিয়ে এটা নষ্ট করে দেওয়া যায়/ দেওয়া হয়েছে অনেকবার (যেমন নাৎসী ক্যাম্পে সান্ত্রীদের, বা অন্য বিভিন্ন সময়ে যখন মানুষকে একটা বৃহত্তর বডির পার্ট হিসেবে ব্যবহার করা হয় যেখানে তার মাথার প্রয়োজন নেই)।
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:২৬ | 117.194.193.54
করলে একটু টাকা বেঁচে যাবে এই আর কি ঃ)
Netai | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:২২ | 121.241.98.225
কাল আমরির ঘটনা আজকালে যেভাবে ছাপা হয়েছিল তাই দেখে মনে হয় আজকাল ধীরে ধীরে তৃন মুখপত্র হবার চেষ্টা করছে।
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:১৫ | 117.194.193.54
* ইত্যাদি অভিযোগ
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৯:১৪ | 117.194.193.54
আবাপ আর তেলি তে দেখলামই না, আজকাল দিয়েছে তৃণমূলের সাথে বিজেপির কি এক সংঘর্ষ হয়েছিল , তারপর তৃণর তরফে 'খুনের চেষ্টা, গুরুতর জখম এবং অপরাধমূলক কাজের ষড়যন্ত্র করা ইত্যাদি আনা হয়'
Jhiki | ১৫ ডিসেম্বর ২০১১ ০৮:৫৬ | 182.253.0.99
কেন?
Du | ১৫ ডিসেম্বর ২০১১ ০৮:৩৭ | 117.194.193.54
তথাগত রয়কে জেল হাজত দিয়ে দিয়েছে !
Bratin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৮:২৪ | 117.194.96.227
একট বই পড়েছি ছোটবেলায় । ' ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট'।
ridhhi | ১৫ ডিসেম্বর ২০১১ ০৭:৪১ | 108.218.136.234
দস্তোভয়েস্কির একটা বই ছিল - ব্রাডার্স কার্মাজোব। বাপ রে! কি বিশাল গাব্দা আর কঠিন। ঐ বইটাতে আমি টাকা লুকিয়ে রাখতাম।
S | ১৫ ডিসেম্বর ২০১১ ০৭:৪০ | 99.26.200.89
আরেকটা কথাও মনে হোলো যে ক্লাসিক জিনিসের কোনো সময়কাল হয় না, সব সময়-ই ভালো লাগে।
Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৭:২৭ | 198.82.20.201
এক্কেরে ঠিক। এইটা আমারো মনে হলো দেখতে দেখতে। ঃ-)
S | ১৫ ডিসেম্বর ২০১১ ০৭:২৪ | 99.26.200.89
তবে একটা জিনিস একিরকম রয়ে গেছে তা হোলো ঃ "আগে খুব ভালো ছিলো, খুব মজা হতো। এখন আর সেরকম নেই"। সর্বকালের জন্যেই প্রযোজ্য।
আরে ভাষা তো এক বিশেষরকম জিনিস, আমার তো কলেজকালে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেগুলো ও সব বিস্মরণ হয়ে আবার নতুন করে যেগুলো লাগলো সেগুলো শিখতে হয়েছে। ঃ-) কালেজে এত এত সব ল্যাব প্র্যাক্টিকাল, ব্রেডবোর্ডে পাওয়ার সাপ্লাই ডিজাইন-কণামাত্র মনে নেই, সব ভস্মে ঘী হোলো। অন্তরে পশে নাই। পরিবেশটাও বড় নিকুম্ভিলা টাইপ ছিলো, অতো মারাত্মক পরিবেশে কি কোনো জ্ঞানলাভ হয়? ঃ-(
Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:২৯ | 198.82.20.201
আমি আজকাল আর কিসুই বুহি্জনা। তেওয়ারি স্যার দেখলে সমস্ত পন্ডশ্রম হয়েছে ভেবে দুঃখ পেতেন। ঃ(
nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:২৫ | 151.141.84.194
আরে "পততি পতত্রে বিচলিত পত্রে" টাইপের সংস্কৃত হলে বুঝি, কিন্তু বাল্মিকীর ভয়ানক সংস্কৃত বুঝবো কী করে? ঃ-)
Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:২২ | 198.82.20.201
তুমি সমস্কিতো বোঝোনা? হুম!
nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:১৪ | 151.141.84.194
দস্তয়েভস্কি পড়ি নি, নাম শুনেই ভয় পাই। তবে পড়বো, সেই প্ল্যান আছে। সামনে একটা শর্ট ছুটি আছে, তখন। আর মূল রামায়ণ পড়ারও ইচ্ছা আছে, সংস্কৃতে তো বুঝবো না, সংস্কৃতের সঙ্গে ইংরেজী অনুবাদ দেওয়া পাওয়া যাচ্ছে দেখলাম, সেটা ও পড়ার ইচ্ছে আছে কিছুটা। কতকিছুই রয়ে গেছে বাকী! ওদিকে সচলপাড়ায় এক বন্ধু আজ ফিনল্যান্ড কাল তিব্বত পরশু কিউবা পরদিন ভেনিস--এইসব নিয়ে দুনিয়ার ভ্রমণ বর্ণনা দেয়! লোকটা এত ঘোরে আর এমন সুন্দর ছবি তোলে!
আসলে সেরকম তেমন কিছু পড়ি না। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে তত সুবিধাও ছিলো না, তবু---বইগুলো যেন সিঁড়ি বা মইয়ের মতন কিছু ছিলো আমার কাছে, এগুলোর সাহায্যে অন্ধকার থেকে বেরোবার চেষ্টা, একটা অবলম্বন। একটা পথ। একটা আশা। আবেগহীন মানুষ তো মানুষ না, রোবট। তাই মানুষ হবার রাস্তা খোঁজা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন