এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:০৫ | 59.93.210.173
  • ভোর হয়ে এল। ঘুমোতে গেলাম। সবাই ভালো থেকো।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৪:০২ | 59.93.210.173
  • একদিন আমিও মনের বিষ স্রোতের জলে ধুয়ে নেব।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫৯ | 59.93.210.173
  • বোঝার চেষ্টা করছি নিশি। তাই বুঝি তুমি অত পড়ো?
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫৭ | 59.93.210.173
  • আমাদের কৃষ্ণা চট্টোপাধ্যায় তারও একই কেস। কী জানি কেমন লেগেছিল তাঁর।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫৬ | 151.141.84.194
  • আর আমার অবস্থাটা বোঝি ম্যাক্সিদি, জীবনের প্রথম উনিশ কুড়ি বছর আমি গানের প্রতি এমন হোস্টাইল, সব গানই ন্যাকামি আর প্যানপ্যানানি আমার কাছে। তখন, ঐ গোটা সময় জুড়ে। ইচ্ছাকৃত বিদ্বেষ। অবজ্ঞা। আর সেটা সাবধানে লুকানো। শুধু গান কেন, কবিতা টবিতাও। যা দিয়ে কোনো কাজ হয় না তাই ন্যাকামি। যাতে আবেগ লাগে তাই ন্যাকামো। এমনকি জীবনটাও একটা অর্থহীন ন্যাকামো।
    অনেক দূরে চলে গিয়ে আস্তে আস্তে মনের বিষ স্রোতের জলে ধুয়ে ধুয়ে তারপরে এসব ভালোবাসতে শিখলাম।

    এ হে, কীসব প্রলাপ বকছি। ঃ-)
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫৫ | 59.93.210.173
  • কী গলা আর কী স্পন্টেনিয়াস গাইতেন।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫৪ | 59.93.210.173
  • আরে জুলি অ্যানড্রুস মানে সাউন্ড অফ মিউজিকের গায়িকা। ডো আ ডিয়ার।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৫০ | 59.93.210.173
  • আমি শুনি শুধুমাত্র ইনডিয়ান ক্লাসিকাল আর অতুলপ্রসাদী। ব্যাস।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪৯ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, দেখলাম গুগলকাকুকে জিগ্গেস করে। ভদ্রমহিলা তো লেখালিখি আর অভিনয়ও করেন।
    আমার কেন জানি মনে হয় পশ্চিমী কালচারে ইন্সট্রুমেন্টাল মিউজিক যেন বেশী ডমিনেটিং, আমাদের পুবের দিকে যেমন কন্ঠসঙ্গীত। তরুণ সাহেব মেমদের অনেকেই দেখি গিটার ভায়োলিন এসব আরো নানা চেনা অচেনা যন্ত্রে সুরসৃষ্টি করেন একেবারেই কোনো লিরিক বা গান ছাড়াই। শুধু শব্দ শুধু বাজনা আর তাল।
    কীজানি এসব এমনিতেও তেমন বুঝি না।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪৭ | 59.93.210.173
  • আমি দক্ষ ছিলাম না। তবে গান করতে ভালোবাসতাম।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪৫ | 59.93.210.173
  • আরে কেডি ওটা এমনি বল্লাম।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪৩ | 59.93.210.173
  • যাকগে আমি সামান্য লোক। কুইজে যার কথা বলেছি কল্পনা করতে পারো, তাঁর নাম জুলি অ্যানডরুজ?
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৪০ | 151.141.84.194
  • এদিকে আমার খুব ছোটোবেলা থেকে সবচেয়ে কাছের যে বন্ধুনী, সে গানে বিরাট দক্ষ, গান তার প্যাশন। আমাকে সন্ধেবেলার ছাদে তারা ফুটে ওঠা আকাশের নিচে খুব যত্ন করে শোনাতো "আকাশভরা সূর্যতারা","বহে নিরন্তর অনন্ত আনন্দধারা" "মহাবিশ্বে মহাকাশে" চিরসখা হে আগুনের পরশমণি--এইসব গান।
    সেই থেকে কবে যেন গানের প্রতি হোস্টাইল অবস্থা(কিন্তু লুকান) থেকে ধীরে ধীরে গানের বশ হয়ে গেলাম। ঃ-)
  • aka | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৮ | 168.26.215.13
  • কেকে ওটা মনে হয় আকার ঠিকুজি ছিল। ঃ))
  • kd | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৮ | 59.93.211.113
  • ম্যাক্সিদিদি, কী করে নেমন্ত করবো? আমাকেও তো কেউ করে নি। এমনকি কোথায় হচ্ছে তাও কেউ বলে নি। মানে দিল্লিরটা জানতুম, কিন্তু পুরো ভুলে গিয়েছিলুম। এমনকি লাস্ট মোমেন্টে মনে পড়লেও হত, আমার তো ট্রেনের টিকিট পেতে অসুবিধে নেই, কিন্তু বরাতে নেই, কী হবে। ঃ(

    তবে কথা না বল্লেও ক্ষতি নেই। কালা মানুষ (সারাজীবন বৌ তো তাই বলেছে আর বৌকে অবিশ্বাস করবে তেমন পুরুষসিংহ আমি নই), বল্লেই বা কি, না বল্লেই বা কি!
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৮ | 59.93.210.173
  • আমি যেটা করেছিলাম একটা সেকেন্ড হ্যান্ড ভায়োলিন কেনার চেষ্টা। কেউ বিক্রি করল না। নতুন কেনার মত টাকা ছিল না। ইচ্ছে শুধু এইটুকুই ছিল, দশ বছরের চেষ্টায় সা বাজাব।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৫ | 59.93.210.173
  • বাংলা গান শুনতে আমার কষ্ট হয়।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৫ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, তোমার লেখাটা দেখিনি আগে। সমবেদনা জানাবার অধিকার নেই, নিজে অনেক ইচ্ছে থাকা সত্বেও গান শিখতে পারিনি আর গাইতেও পারিনি কোনোদিন।তাই গানের ব্যাপরটা সেভাবে কোনোদিন বুঝতে পারিনি। ঃ-(
    তবে গানের সঙ্গে যারা যুক্ত, তারা কোনো কারণে গান ছেড়ে দিলে পরে অন্য কোনো শিল্পে নিয়োজিত হয়ে যান। যেমন আঁকা। বা যন্ত্রসঙ্গীত। বা সূচীকর্ম। এইরকম। অপালার গল্প মনে পড়ে।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩৪ | 59.93.210.173
  • কী করে শোনাবো? ভোকাল কর্ড এমনই ড্যামেজ হয়েছিল একদম সাইলেন্ট হয়ে বসেছিল। তারপর ৬ টি বছর বোর্ডে লিখে পড়াতাম।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩২ | 59.93.210.173
  • ইচ্ছে করে বল্লে নিশি?
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩২ | 59.93.210.173
  • কুইজ ভোকাল কর্ড ড্যামেজ হয়ে (এবং অপারেশন করিয়ে) এক বিখ্যাত গায়িকার গান চিরকালের মত বন্ধ হয়ে গিয়েছিল। কে? ক্লু ইংরেজি গান। ফিমেল।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩০ | 151.141.84.194
  • না না ম্যাক্সিদি, ধরে নিচ্ছি গান তুমি শুনতে ভালোবাসো।
    আর শোনাতে যদি ভালোবাসো আমরা তো রইলামই।
    ঃ-)
  • kk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:৩০ | 76.114.73.71
  • নিশি, এই কবিতাটা তো আকা লিখেছিলো -- একা ডিম/ গন্ধ কুসুমে ঃ))।
    না সত্যি কবিতাটা আমার মনে নেই, আমি কবিতা মনে রাখতে পারিনা। কিছু বুঝিনা তো?
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৯ | 59.93.210.173
  • বুঝলাম কলি।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৮ | 59.93.210.173
  • ভোকাল কর্ডে ড্যামেজ হয়ে একদিন যার গান বন্ধ হয়ে যায়, তার কিন্তু অন্য ফীলিং হতে পারে। যাকে বলে বোবা যন্ত্রণা।
  • kk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৮ | 76.114.73.71
  • ওমা, বেকড্‌ অমলেট তো আমি ভালোবাসি। ডিমের সাদা দিয়ে করলে তো সাদা মতোই হবে। ওর মধ্যে চাট্টি হট স্যস দিয়ে নিতে হয়।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৮ | 151.141.84.194
  • আরে টিম, কে যেন নামকরা কবি কবিতা লিখেছিলেন তাতে এক লাইন ছিলো "একা ডিম অন্ধ কুসুমে/ একা ডিম বন্ধ কুসুমে।"
    বেরিয়েছিলো সেই বছর পনেরো কি কুড়ি আগের দেশ এ। ওঃ, কী ফ্যানমেইলের বন্যা সম্পাদক সমীপেষুতে!!!! বাপ রে বাপ! কী ভালো যে নাকি লেগেছে সবার!
    ঃ-)
    কারু মনে আছে? কেকে, ও কেকে?
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৬ | 59.93.210.173
  • নিশি তুমি ধরে নিচ্ছ সকলেই গান কেবল শুনতেই ভালোবাসে।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৬ | 198.82.20.201
  • মিনিদির নামের এইযে ডুয়ালিটি, এইটা আমায় মুগ্‌ধ করে। কখনো ওয়েভ কখনো পার্টিকল।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৪ | 151.141.84.194
  • খেয়াল করেছি ম্যাক্সিদি, তবে কিনা টাইমল্যাগ আছে তো! ঠিক চ্যাটের স্পীডে তো হয় না কিনা
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৪ | 198.82.20.201
  • ওসব বিষাক্ত মুরগি, খেতে নেই। একটু পুরোনো ডিমের কুসুমে বিষতীরের আরক হয়।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৩ | 151.141.84.194
  • আহা ম্যাক্সিদি, সঙ্গীতসুধা কি সোজা কথা? আত্মা মন পেট, সবই ভরপুর। পরমহাঁসের কাটলেটের মতন। ঃ-)
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২৩ | 59.93.210.173
  • দূর ছাই নিশি খেয়াল করল না।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২২ | 59.93.210.173
  • স্টেকের কুচি দিয়ে ভালো। তবে চিজ টোমাটো দিয়ে আরও ভালো।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২১ | 151.141.84.194
  • টিম, এমন কেসে অভ্যুর ফ্রিজে তো ছোটো ছোটো মুরগীছানা হয়েছিলো, সে সেগুলো উদ্ধার করে ফার্মে দিয়ে দেশে বেড়াতে গেল, ফিরে এসে ওদের থেকে চিকেন পেয়ে গেলো। ঃ-)
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:২০ | 59.93.210.173
  • এবারে নিশিকেও আপনি করে বলব।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৯ | 59.93.210.173
  • সিঙ্গাপুর এয়ারলাইনসে বেকড ওমলেট দেয়। সাদা মত। কী বাজে খেতে।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৯ | 151.141.84.194
  • ম্যাক্সিদি তোমাকে গান, তোমাকে গান শোনাবে।
    সঙ্গীতসুধা পান করাবে। ঃ-)
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৯ | 198.82.20.201
  • না না একবার আমি তিনখানা ডিমের সত্যি সত্যি অমলেট খেয়েছিলাম বানিয়ে। আসলে হয়েছিলো কি, বাড়ি চলে যাচ্ছিলাম, আর ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তাই অগত্যা....
    আমার মিশরীয় বন্ধু শুনে বল্লো, এ আর এমন কি আমি তো চারটে ডিমের অমলেট স্টেকের কুচিটুচি দিয়ে ভারী না করলে খেতেই পারিনা।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৭ | 59.93.210.173
  • হ্যাঁ কলি আর আমি বাদ।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৭ | 151.141.84.194
  • একটা ডোমেস্টিক ফ্লাইটে (মনে হয় জেট)আমাকে চপের মতন একটা কী দিয়েছিলো, কী ভালো যে ছিলো!
    ঃ-)
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৬ | 59.93.210.173
  • এ বাবা স্বপ্নে! কিন্তু আমার বর সত্যি করে চারটে ডিম একসঙ্গে ফেটিয়ে ওমলেট বানাত। অবশ্য সেটা তিনজনের জন্যে।
  • pipi | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৬ | 129.74.191.152
  • আম্মো তিমির মত। রোজ কত কি স্বপ্ন দেখি ব্রেকফাস্টের। তাপ্পরে বিছানায় গড়াই আর মিনিট পাঁচেক পরে মিটমিট করে ঘড়িটা দেখি। ফের চোখ বুজি। তারপরে লম্ফ দিয়ে উঠে ঝম্প করে রেডি হয়ে এক গেলাস জুস চোঁ চোঁ করে নামিয়ে দৌড়! আপিসের ড্রয়ারে একটা বিস্কুটের প্যাকেট রাখা আছে। ল্যাবে এসে সেখান থেকে গুটিকতক নিয়ে কুটকুট। ব্যস!
  • kk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৫ | 76.114.73.71
  • হ্যাঁ, এখানেও তো স্ট্যান্ডার্ড অমলেটে তিনটে ডিম দিয়ে করে।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৫ | 198.82.20.201
  • দেশে ডোমেস্টিক ফ্লাইট সবচে সস্তা ও পুষ্টিকর কি ইন্ডিগো? মুম্বই জানা হ্যায়।
  • kk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৫ | 76.114.73.71
  • আমাকেও টুকে রাখতে হবে যে কার জন্য কি বানাবো। নইলে দেখবো টিমকে দিয়েছি গাম্বো, আকাবাবুকে মটরডাল, নিশিকে চোপিনো আর পিপিকে কি যেন একটা। দেখেছো? এখনই ভুলে গেছি !!
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৪ | 151.141.84.194
  • টিম, তাই ঠাকুর বলতেন, "ওরে ভোলা, পকেটে ক্র্যাকার রাখিস।"
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১৩ | 59.93.210.173
  • হোটেল নয়, স্বামীস্ত্রী মিলে গেস্ট রাখে। বললাম এগস অ্যান্ড বেকন। জিগেস করল কটা ডিম? দুটো। তাতে বলে 'ওনলি টূ?'
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১২ | 198.82.20.201
  • কলিদি, টুকে রাখলুম খাতায়।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০৩:১২ | 151.141.84.194
  • গুজরাতীদের কল্যাণে আমাদের পাড়ার দোকানেও এখন দিব্যি মটড্ডাল এসে গেছে। দেশি মুগও। আগে তো সেই সবুজ মুগ আনতে হতো।
    ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত