এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ১০:০৮ | 76.114.73.71
  • vc, না ওটা শেষ লাইন নয়। শেষের একটু আগে। আমি এখুনি আবার দেখে কনফার্ম করলাম। শেষ লাইন কি সেটা আগে লিখেছি।
  • vc | ১৪ ডিসেম্বর ২০১১ ০৯:৫৭ | 121.241.218.132
  • বিজয়নগরের হীরে-র লাস্ট লাইনঃ "হোয়েং গেল, হোয়েং গেল। সবং কিছুং ঠিকং ঠাকং হয়েং গেল। কাকাংবাবু কেমং আছেং?"
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ০৮:১৭ | 117.194.97.51
  • নিশি, সেই.... ঃ-))
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০৫:১২ | 71.187.137.148
  • কেকেদি,

    ধন্যবাদ। না সামহাউ এই গল্প আমি পড়িনি। ভালো, এই সুযোগে একটা গল্প টুক করে জানা হয়ে গেল ঃ)
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ০৪:২২ | 76.114.73.71
  • ওহো, আমি এতক্ষণ পরে এলাম। হ্যাঁ শঙ্খ, আমিই সে ঃ)।
    উদাসী রাজকুমার মনে নেই? সেই যে দুষ্টু প্রধান পুরোহিত ষড়যন্ত্র করে রাজাকে খুন করবে। বড় রাজকুমার দৃঢ়কে বন্দী করে রাখবে। ছোট রাজকুমার তীক্ষ্ণকে নিজের কলকাঠিতে চালাতে চাইবে। নিয়ে তীক্ষ্ণ তো বড় হয়ে খুব বুদ্ধিমান ও বীর হয়ে অনেক রাজাকে হারিয়ে টারিয়ে শেষে পুরোহিতের আসল কীর্তি জেনে দাদাকে উদ্ধার করবে। শেষ অব্দি কোনোভাবে বৌদ্ধ সন্ন্যাসীদের দেখে ওর মনে বৈরাগ্য আসবে। তখন দৃঢ়কে সিংহাসনে বসিয়ে সে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে চলে যাবে। কেন জানিনা আমি এর মধ্যেও কোথায় যেন সামান্য নবীনকুমার ও গঙ্গানারায়ণের ছায়া দেখতে পাই।

    নিশি, জঙ্গলগড়ের চাবি ধারাবাহিক ভাবে বেরিয়েছিলো।
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০৩:৩৩ | 151.141.84.194
  • আরে লামা এত তরুণ? আহা ভোলেভালা জ্যাঠামশাইয়ের ইমেজ নিয়ে এখানে তো লেখেন! এতো দেখি কাঁচাবয়েসী জ্যাঠামশাই! ঃ-)
    উদাসী রাজকুমারের জিস্ট? সে আমার প্রায় কিছুই মনে নেই। কেকে কে বলুন।
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০৩:২৩ | 198.45.19.95
  • উদাসী রাজকুমার? ঠিক মনে পড়ছে না, গল্পটা মনে থাকলে একটু জিস্ট দেবেন?
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০৩:২২ | 198.45.19.95
  • এনকে,
    না না, ক ভৌ হলেন ল্যামিবাবু (লামা)। আমার নেমসেক। ঃ-)

    আমি শু ঘো (ঐ 'পুজোর চিঠি' তে আমার পুরো নাম দেওয়া আছে)। ফেসবুকে আম্মো আছি, কিন্তু উদাসীন হয়ে। ঃ-)

    মানে এককালে অর্কুটে লাফিয়ে ঝাঁপিয়ে ছবি তোলা, জোকস, স্ক্র্যাপ পাঠানো, বন্ধু বাড়ানো এই সব করতুম, ফে বু তেও ফার্মভিল খেলেছি অ্যাডিকটেড হয়ে। ইদানিং আর টানে না। ঐ মাঝে মধ্যে খুলে দেখি আর কি।
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:৪১ | 151.141.84.194
  • শঙ্খ, আপনি কি ক ভৌ? আমার এফ বি পাতায় কেবলই এক ভোলেভালামুখ ভালোমানুষ শঙ্খ ক ভৌ এর ছবি আসে, আর বলে অ্যাড অ্যাড অ্যাড ফ্রেন্ড! ঃ-)
    এই দৃঢ় আর তীক্ষ্ণ ছিলো উদাসী রাজকুমার কাহিনিতে, সুনীল গাঙ্গুলির।
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:৩৬ | 198.45.19.49
  • কেকেদি (কৃষ্ণকলিদি তাই না? আমাকে একজন বললো),

    আলবাৎ হয়। হওয়ালেই হয়।

    বাই দা ওয়ে, ওইটা লাস্ট লাইন নয়? কেন জানি আমার ওটাই মনে হচ্ছিলো লাস্ট লাইন।

    এনকে,

    জানি না তো! কোন গল্প? কার গল্প?
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:৩৪ | 151.141.84.194
  • আচ্ছা কেকে, তোমার কি মনে আছে "জঙ্গলগড়ের চাবি" কবে প্রথম বেরিয়েছিলো? নাকি এটা ধারাবাহিক বেরোতো?
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:১৯ | 151.141.84.194
  • আচ্ছা শঙ্খ, বলুন তো দৃঢ় আর তীক্ষ্ণ এই দুই চরিত্র কোন্‌ গল্পে আছে?
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:১১ | 76.114.73.71
  • শঙ্খ, ঐ টইটা আর ঘাঁটলামনা। এখানেই উত্তর দিই। এটা তো 'বিজয়নগরের হীরে' তে আছে। রঞ্জন গাইছিলো। কিন্তু এটা শেষ লাইন নয়তো। লাস্ট লাইন তো 'সত্যি সত্যি বিজয়নগরের হীরে পাওয়াং গেলো। হোয়েং গেলো। খেল্‌ খতম'। ঃ))।

    ভাই, এই আপুনি আজ্ঞেটা কাটিয়ে দিলে হয়না?
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:১০ | 151.141.84.194
  • আরে টিম, আর্শুলা উর্সুলা ওসব কিসসু না, গ্রহনক্ষত্রের ব্যাপার! গ্রহনক্ষত্র হয়তো তখন ঠিকঠাক পজিশনে এসে পড়েছিলো, তাই। আহা ভাবলেও কেমন রোমাঞ্চ হয়, তাই না? পজিশন মোমেন্টাম এনার্জী টাইম হাইজেনবার্গ স্বর্গ মর্ত্য হোরেশিও একাকার করা সেই বাণী, দেয়ার আর মোর থিংস---
    ডিঃ ম
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:০৮ | 198.82.21.7
  • সবাইকে দিয়েই এক শিশি করে আনিয়ে নে। তারপর কয়েক মাস স্রেফ তালমিছরি খে থাকবি। সব অসুখ একসাথে সেরে যাবে। ঃ-)
  • pipi | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:০২ | 129.74.191.152
  • যষ্ঠীমধুতে কিস্যু হয় না। চিবিয়ে চিবিয়ে চোয়াল ব্যথা হয়ে গেল। গরম জলে আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে ফুটিয়ে ছেঁকে মধু দিয়ে মিশিয়ে খেলে একটু আরাম হয় বটে তবে এত করার সময় থাকলে তো হয়েই যেত। রাতবিরেতে ঘংঘং কাশিতে যা সত্যি রিলিফ দেয় তা হল ১) আদার রস মধু মিশিয়ে এক চামচ অথবা
    ২) এক চামচ অ্যাপল সাইডার ভিনিগারের সাথে এক চামচ মধু মিশিয়ে খাওয়া। - এটা আমার খুব কাজে দিয়েছে।
    তবে ভাবছি এত কিছু যখন করছি/করলাম তখন আর তালমিছরিটাই বা বাদ রাখি কেন। সবাই তো দেশে যাচ্ছে আর দিন কতকের মধ্যে, কাউকে দিয়ে একটা আনিয়ে নেব।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ০২:০১ | 198.82.21.7
  • জ্যান্ত আর্শোলা গিলে খেলে অ্যাজমা সারে শুনেছি। নিশি নির্ঘাৎ ঐ খেয়েছে। কে জানে, হয়ত ঘুমের মধ্যেই...
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০১:৫৫ | 198.45.19.95
  • কাশি সারাবার জন্য তালমিছরি বোধহয় দুলাল চন্দ্র ভড়ও খাননি। ঃ-)
    তবে কিছু একটা মুখে রাখার জন্য হলস এর থেকে বেটার। খেতে খাসা।
    এবারে দেশে গিয়ে একশিশি কিনবো ভাবছি।

    চাটু বা গোল ডালের হাতায় একটু ঘি গরম করে তাতে কয়েককুচি আদা আর একচিমটে নুন দিয়ে খেলেও বেশ আরাম পাওয়া যায় আর জিনিসটা খুব মুখরোচকও বটে।
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০১:২৪ | 151.141.84.194
  • তালমিছরি আমি খেয়েছি, চমৎকার! খেলেই মনে একটা খুশি খুশি ভাব আসে, যেন এক সর্বসুখ সুধা মন থেকে ক্ষরিত হয়, একটা দারুণ ইয়ে হয় যাকে বলে। ঃ-)
    আমার কাশিও ছিলো,আর ছিলো ভয়ানক অ্যাজমা। নানা ওষুধ খেতাম, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সবই, তালমিছরিও খেতাম, অনেক পরে কাশি সেরে গেছিলো, অ্যাজমাও। কীকরে যে সারলো, কেজানে! মানে ওষুধে না তালমিছরিতে নাকি এমনি এমনি সেটা একমাত্র বলতে পারেন ডাক্তারেরা। হয়তো বড়াই পারবে।
    ঃ-)
  • pipi | ১৪ ডিসেম্বর ২০১১ ০১:১৭ | 129.74.191.152
  • আচ্ছা, তালমিছরি খেলে কি সত্যি কাশি সারে? মানে, আমি কখনো খাইনি তাই জানি না। কেউ খেয়ে সত্যি উপকার পেয়েছেন?
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ০১:১০ | 151.141.84.194
  • বয়স হবে না ব্রতীন? সে কী আজকের কথা? সেই যে অ্যারিস্টোটলবাবু সমুদ্রের ধারে ধারে ঘুরতেন আর দ্যাখ না দ্যাখ প্লেটোর কাছে এসে গান গেয়ে যেতেন,প্লেটো রেগে যেতেন, কিন্তু অ্যারিস্টোকে ধরতে পারতেন না, গুলির মতন সে ছুটে পালাতো, কী মোমেন্টাম! কিন্তু এই লোকেরা যে কেন বুঝতো না ভারী জিনিস আর হাল্কা জিনিস একসাথেই পড়বে ত্বরণ এক বলে, সেটাই রহস্য। এক্সপেরিমেন্ট করতো না হয়তো, এসব কামার কুমোরের কাজ বলে নাক সিঁটকাতো। সেই সময় থেকে আমরা এদের চোখে চোখে রেখেছি। ঃ-)
  • Sankha | ১৪ ডিসেম্বর ২০১১ ০০:২০ | 198.45.19.95
  • সিকি,

    আরে বাড়ি পাল্টাবার পরে বালাতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। ;-) সন্ধ্যের পর লোকজন কেটে পড়ে।
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১১ ০০:০০ | 115.111.248.6
  • কাজু, আমার মেলাইডি অচিন্ত্যরূপ অ্যাট জিমেল
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৯ | 117.194.100.227
  • নিশি, ঠিক এখন মনে পড়লো!! আর বয়েস হচ্ছে ঃ-((
  • dd | ১৩ ডিসেম্বর ২০১১ ২৩:২০ | 122.167.43.39
  • Rome oh Rome মাই জিংগল খিল্লি - কইলেন নীরো
    Rhom o Rhom তোর ডিংগলে গুল্লি - কয়েছিলেন হিটলার
  • kc | ১৩ ডিসেম্বর ২০১১ ২৩:১৭ | 178.61.96.29
  • "Roma..oh....Roma....Meri Jungli Billi..." ]Schrödinger(in his lab in 1935)
  • Tim | ১৩ ডিসেম্বর ২০১১ ২৩:১০ | 198.82.21.7
  • দুর, শুদু রিচেস্ট পার্সন হলে কাজ দিতো। অন্যগুলোয় তেমন লাভ নাই।
  • dd | ১৩ ডিসেম্বর ২০১১ ২৩:০৬ | 122.167.43.39
  • olodest person ও ,হায় হায়,বেশীদিন টেঁকে না কোথাও।
  • aka | ১৩ ডিসেম্বর ২০১১ ২২:২০ | 168.26.215.13
  • For a very short period of time, you were the youngest person in the world.
  • nk | ১৩ ডিসেম্বর ২০১১ ২১:৫৩ | 151.141.84.194
  • ব্রতীন, বাতাস-শূন্য স্থান ছাড়াও হবে। বাতাস ওয়ালা স্থানেও করা যাবে।
    গ্যালিলেওবাবু তো বাতাসওয়ালা জায়গাতেই করলেন! সেই যে পিসার হেলানো মিনারে-মনে নেই? ঃ-)
  • Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ২১:১৯ | 59.93.213.241
  • দে-দি, আরে না না অত চিন্তার কিছু না। গলায় সর্দি বসে আছে, ঘগর ঘগর করে তাই কাশি হচ্ছে কথা বলতে গেলেই। ঃ))

    হ্যাঁ তালমিছরি দুলাল ভড়ের, এখন আবার অমিত ভড় উঠেছে। এমনি মিছরিতে কাজ হয় না তেমন।

    কমে যাবে কমে যাবে, চিন্তা মৎ করিয়ো।
  • Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ২১:১৪ | 59.93.213.241
  • অচিন্ত্যদা মেলাইডি মিলেগা আপ কা? তাইলে একটা মেল ভেজুম। ঃ))
  • siki | ১৩ ডিসেম্বর ২০১১ ২০:৪৯ | 122.177.158.47
  • বাংলালাইভ কি সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়, আবার সকালবেলায় খোলে?
  • siki | ১৩ ডিসেম্বর ২০১১ ২০:৪৬ | 122.177.158.47
  • এরা দেখে শেখে না। ইমিডিয়েটলি ডাক্তার দেখাও। কাজু কিকি দুজনেই।
  • kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ২০:০৬ | 59.93.204.26
  • চিন্টুবাবু,
    চিন্তা করিসনা, শিগ্গিরি দেখাবো।ঃ)
  • umesh | ১৩ ডিসেম্বর ২০১১ ১৯:৪৬ | 80.254.147.148
  • vc, ওটা মনে হয় Silence of the Lambs
  • achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ১৯:০৩ | 115.111.248.134
  • কিকি, ডাগদার দেখা তাড়াতাড়ি।

    কুমুদি, আমি তখন আপিসে ছিলুম না তো, ৫টার সময় এলুম।

    ও কাজু, আমারে খুঁজছিলে কেন?

    বতিন, আমি সারারাত মোটেও আপিসে থাকিনা, সাড়ে বারোটা, বড়জোর দেড়টা
  • kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:৫৮ | 59.93.246.98
  • আরে যাচ্ছি না কি আর সাধে! গেলে খালি বেলাড টেষ্ট করালে তো ল্যাঠা চুকতো।যদি ধরে এ দিক ওদিক দিয়ে পাইপ ঢোকাতে বলে তো গেছি।ঃ(

    একবার গলা দিয়ে হাতির শুঁড়ের মতো একখান নল ঢুকিয়েছিলো এন্ড্রোস্কপির জন্য। সয়ে নিয়েছিলাম। তারপর আরেকদিকে চেয়েছিলো,তখন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি।ঃ(
  • de | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:৪৫ | 180.149.51.67
  • ইসে, এটা কিকিকে!
  • de | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:৪৪ | 180.149.51.67
  • আপনেও একখান বেলাড-টেস্ট করান্না -- অ্যাতো ফেলে রাখলে চলে?
  • ppn | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:৪৩ | 204.138.240.254
  • হ্যাঁ, বোতিন দিচ্ছি। রোসো।
  • kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:৩৩ | 59.93.246.98
  • ফরিদাকে হ্যাবাড্ডি।ঃ)

    এদিকে আমার টাইফয়েড হবার সময় যেমন হয়েছিলো তেমন একটা ঘুষঘুষে জ্বর হচ্ছে মাঝে মাঝেই।মাথাটা দিব্যি হালকা আর ফাঁকা মতম হয়ে যাচ্ছে।আজ ও এলো।এদিকে একদিন থেকেই পালিয়ে যায়। অদ্ভুত টাইপ!
  • de | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:২৫ | 180.149.51.67
  • কাজুকে একটা সাবধানবাণী -- ঠিক কতদিন ধরে কাশি চলছে? খুব বেশিদিন হলে ডাক্তার দেখাও আর গ্ল্যান্ড টিউবার কিউলোসিসের টেস্ট করাও, ফেলে রেখো না! পলিউশন থেকেও অ্যালার্জিক কাফ হতে পারে, কিন্তু এই টেস্টটাও করিয়ে নিও।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:১৩ | 122.248.183.1
  • এছাড়া তালমিছরি ও খেতে পারো। আসল দুলালের।
  • Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:১২ | 121.242.160.180
  • যষ্ঠিমধু-ও তো চিবোলাম কতক।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৯ | 122.248.183.1
  • আরে আমি জানি বাসক পাতা খাও। যারে কয় ' আধাটোডা ভাসিকা'
  • vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 121.241.218.132
  • মানে বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 122.248.183.1
  • অপ্পন আছো নাকি ? তোমার আর সায়ন নম্বর টা আমার আগের নাম্বার এ SMS করে দিও তো। একটু দরকার আছে।
  • vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 121.241.218.132
  • কুইজ দিই?

    একমাত্র সিকুয়েল যেটা অস্কার পেয়েছে - কোন সিনেমা?
  • Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৭ | 121.242.160.180
  • কুমুদি বে-র ব্যাপারে এত উৎসাহ আর কবে থেকে বলছি ঝটিতি কাশি হইতে মুক্তি পাবার কোনো উৎকৃষ্ট ভেষজ উপায় বলুন, সে ব্যাপারে রা নেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত