এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৯ | 112.133.206.18
  • - ক্ক-কী-ঈ-ঈ বোঝা যায়?

    (একটু পজ দিয়ে)

    (আবার একটু পজ দিয়ে)

    (আবার পজ)

    - এর থেকে এটাই বোঝা যায় যে, একজন বাঙাল একশজন ঘটির সমান।

    খ্যাক খ্যাক খ্যাক
  • nyara | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৮ | 203.83.248.37
  • ছেলেবেলায় একবার এক বাঙাল বাড়িতে খুব ঝাল রসগোল্লা খেয়েছিলাম।
  • gandhi | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৮ | 203.110.243.22
  • এখানে ও ঘটি-বাঙাল শুরু হয়েছে নাকি ???
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৪ | 59.93.210.173
  • অনুমান ঘটিদের মধ্যে ঐক্য বেশি।
  • ppn | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫২ | 112.133.206.18
  • আবার মীরাক্কেল স্টাইলেঃ

    মিঠু আর অপ্পন মিলে একপাল ঘটির যখন মোকাবিলা করে তখন বাকি বাঙালেরা ল্যাদ খায়।

    এর থেকে কী বোঝা যায়, ওস্তাদ?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 59.93.210.173
  • আজ যদি বড় আই আসরে নামে কেউ পারবে তাকে হারাতে?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫০ | 59.93.210.173
  • প্পন লড়ে যাও দেখি। আমিও বাঙাল।
  • ppn | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪৯ | 112.133.206.18
  • ফাইট, ঘটি ফাইট।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪৬ | 59.93.210.173
  • এদিকে ইবে মোবা কিছুই বুঝিনি। কিন্তু তাতে কী?
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪৬ | 117.194.98.241
  • এখন ঘটি বাঙাল হয় মাঝে মাঝে। কিন্তু বাঙাল গুলো পারে না। এক মাত্র মিঠু আর অপ্পন খানিক টা ফাইট দেয়। ঃ-))
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪৩ | 59.93.210.173
  • কুইজটা আর দিলাম না তাহলে।
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪১ | 76.114.73.71
  • মিনিদি,না না, আমি অনেক কুইজই পারি না।

    কেসি, এক কালে আমি এপাতায় ঘোষিত ঘটি ফাইটার ছিলাম ঃ)।
    আর ভাই, আপনার অ্যাডোবো চিকেনটিও খাসা। আপনি তো বেজায় ভালো রাঁধুনে গো মশাই।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৪০ | 117.194.98.241
  • কুইজ পারা মোবা রাও পাবে ঃ-)
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৭ | 178.61.96.29
  • কেকেদি, যেদিন দেখেছি বাঘ্য বেকার, গেঁড়িগুগলী আর নঙ্কা ছাড়াই, জিঞ্জারম্যান ব্রেড আর হরেকরকমের কেক বানাতে পারে, সেদিনই জানি বাঘু মোবা না হয়েই যায়না। ঃ-)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৫ | 117.194.98.241
  • ও হ্যাঁ হ্যাঁ ছুঁচ ফুটিয়ে মারবে। সত্যবতী চা য়ে চিনি দিতে ভুলে গিয়েছিল কারন আগেই জানতো মারা গেছে।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 59.93.210.173
  • প্লট টোকা নিয়ে আমি একটা কুইজ দিতে পারি যেটা কৃষ্ণকলিও পারবে না।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 117.194.98.241
  • kc আমরা যেদিন মীট করবো। সেদিন তোমাকে খাওয়াবো। বুইলে।
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩২ | 76.114.73.71
  • অর্থমনর্থম বল্লাম যে?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩২ | 59.93.210.173
  • তা সত্বেও গল্পগুলো পড়তে এত ভালো লাগে যে দোষ দেওয়া যায়না।
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩১ | 76.114.73.71
  • শুধু ইবেদের নেওতো ঃ(? আমি তো প্রচন্ড মোবা।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩১ | 117.194.98.241
  • kk সত্যানেষ্বী তে?
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩০ | 178.61.96.29
  • আমাকে কে খাওয়াবে? অনেককটা খাওয়া পাই। একটা পাইএর কাছে। একটা নিনাদির কাছে, একটা মামীর কাছে, একটা মামুর কাছে। টিম আর অপ্পন আমার কাছে খাওয়া পায়।
    অবিনাশবাবুর কি বায়ু চড়লো?
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৩০ | 117.194.98.241
  • তুমি কি ইবে? ঃ-)
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 59.93.210.173
  • লিখলাম ও হল উ।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 117.194.98.241
  • হ্যাঁ।

    টিমঃ কবি বলেছেন ' জওয়ানী চার দিন কা চাঁদনি হ্যায় , মজা লে লে' ঃ-))
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 76.114.73.71
  • মিনিদির প্রশ্নটা দেখেও মনে হলো, শরদিন্দু আগাথা ক্রিস্টির দ্বারা ভালোই ইন্সপায়ার্ড ছিলেন। অর্থমনর্থমের উইল, চায়ে চিনি মেশানো এসব দেখে বেশ বোঝা যায় পোয়েরোর 'দি বার্ডেন' থেকে অনুপ্রাণিত।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৮ | 59.93.210.173
  • বোতিন নেমন্ত খাওয়াচ্ছে ঊঊ
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৭ | 117.194.98.241
  • ওফ!! কোন কথা হবে না!!
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৬ | 59.93.210.173
  • জিও জিও পারিনা পারিনা।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৬ | 198.82.20.201
  • বোতিন্দা, নেমন্তন্ন অ্যাকসেপ্টেড। তবে মোবা ততদিনে রেলিগেটেড হয়ে গেলেও কি তোমার অমন দরাজ মন থাগবে? দেখো বাপু, শেষে ডুবিও না।
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৫ | 76.114.73.71
  • ঊনচল্লিশ। নেপাল।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২৫ | 117.194.98.241
  • উড়িষ্যা র নাকি?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২২ | 59.93.210.173
  • কিন্তু সরকার নিজের বয়েস কত বলেছিলেন? আর রূপচাঁদ সিং কে জটায়ু কোথাকার বাসিন্দা ভেবেছিলেন?
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:২০ | 117.194.98.241
  • জ্জিও!!! kk, জিন্দাবাদ!! ঃ-))
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:১৮ | 59.93.210.173
  • ১। সরকার নিজের বয়েস কত বলেছিলেন।
    ২। জটায়ুর কত বয়েসে হুপিং কফ হয়েছিল?
    ৩। ডুংরু কার বাজনা নিয়ে বাজাচ্ছিল?
    ৪। শ্যামলাল বারিক কে? তাঁর দোকানের নাম কী? কার নামে?
    ৫। জটায়ু বৈ ম-র ভুবনেশ্বর নিয়ে কবিতাটি কোথায় আবৃত্তি করেছিলেন?
    ৬। নুলিয়া ছেলেটির নাম কী?
    ৭। খুন হওয়া ড্রাইভারের নাম কী? জটায়ু তাকে কোথাকার বাসিন্দা ভেবেছিলেন?
    ৮। সরকারের বাড়ির ঠিকানা কী?
  • aka | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:১৫ | 168.26.215.13
  • তাহলে সার্ভারে বোম মারব।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:১৪ | 59.93.210.173
  • এঃ হে প্রশ্নগুলো ভুলে গেছি। কৃষ্ণকলি বড্ড দেরি করলেন।
  • kk | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:১২ | 76.114.73.71
  • এই রে, কাজু দেখি আমার ঘাড়ে গুরু দায়িত্ব চাপিয়েছে ! আচ্ছা, দেখি কটা পারি। ট্রিভিয়ার টইটা খুঁজে পাচ্ছিনা, এখানেই লিখলাম। কেসিবাবু গো, রাগ করেন না।

    ১। এটার প্রশ্নটা কি? কে বলেছিলেন? তাহলে বিলাস মজুমদার।
    ২। হুপিং কাফ সাড়ে সাত বছরে।
    ৩। বাজনাটা সব্জিওয়ালার, নাম গুরুং, শ্যাম গুরুং বোধহয়।
    ৪। এটায় একটু ধন্দে পড়লাম। শ্যামলাল বারিক তো হোটেলের ম্যানেজার ছিলেন। ওঁর আবার দোকান কোথায়? দোকান ছিলো শ্রীনিবাস সোমের। দোকানের নাম হেমাঙ্গিনী, ওঁর মায়ের নামে ।
    ৫। এটা .... এটা.... এটা... মুক্তেশ্বর কি?
    ৬। এটা সোজা, রমাই।
    ৭। এও সোজা, রূপচাঁদ সিং।
    ৮। কত নম্বর যেন একটা মেহের আলি রোড।
    ৯। এই রে, এটা পারবোনা। একবার ফেলুদা রাউরকেল্লা গিয়ে কি কেস সল্‌ভ করেছিলো সেইটা বলছো কি? আরেকটা কি? বলে দাও হে।

    বাপ্স !!
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:১০ | 59.93.210.173
  • কে আছ?
  • I | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:০৯ | 14.99.53.141
  • কে ভয় দেখাচ্ছে? কে ? থাবড়িয়ে গাল লাল করে দেব !
  • pi | ১৪ ডিসেম্বর ২০১১ ২১:৪০ | 72.83.83.28
  • ট্রিভিয়ার একটা টই আছে তো।
    আর হ্যাঁ, আমিও আয়ু সংক্রান্ত আশীব্বাদ কল্লাম।
  • Ho | ১৪ ডিসেম্বর ২০১১ ২১:২৭ | 59.93.201.123
  • আর হ্যাঁ,

    ওসব বয়কট ফয়কটের ভয় দেখিয়ে লাভ নাই। খোলা পাতায় কুইজ চলছে চলবে চলছে চলবে চলছে চলবে ...

    আরে কলিদি আছে বুঝেছেন? একাই একশো। ঃ))
  • Ho | ১৪ ডিসেম্বর ২০১১ ২১:২৬ | 59.93.201.123
  • বাঃ অনেকেই দীর্ঘায়ু হবার আশীব্বাদ করেছেন দেখছি, বাট হোয়্যার ইজ কুমুদি?

    একবার ভাবুন তো, এই লাল রুমালের ভরসা করে আর অপদার্থ গ্যাংম্যানদের খাইয়ে পরিয়ে রেল কদিন ঠিকঠাক চলবে আর? আর এই মেদনীপুর, অন্যতম নটোরিয়াস জায়গা হয়ে উঠছে দিন দিন। ওখান দিয়ে কোনো গাড়ি সহি সলামত বেরোতে পারলে ঈশ্বরকে শতকোটি ধন্যবাদ দেয়া উচিত।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২১:০০ | 117.194.96.136
  • চিরন্তন মান্না দেঃ

  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:৫০ | 117.194.96.136
  • জি টকে পিং করেছি kc

    টিম খেতে চাইছিল একট প্রস্তাব দিলাম রাজী হচ্ছে না, kc একটু দেখবে?
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:৪৫ | 178.61.96.29
  • কালেকে পাঠাব বোধ হয়।

    অপ্পন ঃ-)),
    সবুজ কি আর লাল হয়রে ভাই? তবে ক্ষেত্রবিশেষে সবুজ জিনিষ নীল হতি পারে। পাইকে জিগিয়ে দ্যাখ। ;-)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:৪১ | 117.194.96.136
  • অত পয়সা নেই বস। টাকায় রোজগার করি। ঃ-))

    এই মাসে দুটো প্রিমিয়াম দিয়েছি+ PPF । তাই ২০-২২ মধ্যেই দেখছি।

    আর তুমি আমকে একটা মেল পাঠাবে বলেছিলে?
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:৩৪ | 178.61.96.29
  • যাই হোক মানে? তাই বলে তুমি স্যামসুং কিনবে? আমি বলেছি বলে আইফোন ফোরএস কিনবেনা? এত রাগ কিন্তু বাপু ভাল লয়। ঃ-))
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:৩০ | 117.194.96.136
  • ইয়ে আগে থেকে খোলা থকলে সেই টই তেই লিখতাম। যাই হোক!! ঃ-))
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২০:২৮ | 178.61.96.29
  • আরে ক্ষুলতো বটেই। কিন্তু তুমিই কিনা অন্য এক রাজনৈতিক নেতার ভাষাব্যবহার নিয়ে অল্পকয়েকদিন আগেই টইঅখুলে হিজিবিজি লিখছিলে কিনা! থাই ঐ ক্ষ্যুইজটা তোমার জন্যই ছেল। ক্ষুল ম্যান। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত