এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:১২ | 59.93.246.122
  • নাঃ কৃ কু কৌ এখন থাকুক। পরে হয়তো পড়তে ইচ্ছে করবে।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:১১ | 178.61.96.29
  • ম্যামিদি, ধুৎ, কীসব লিস্টি দিচ্ছেন? সমারসেট মমের রচনাবলী সবকটা খন্ড আছে আপনার কাছে? বা তেন্ডুলকরের গান্ধি?
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:০৫ | 59.93.246.122
  • প্রথম আলো দু খন্ড
  • nk | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:০৪ | 151.141.84.194
  • প্রেমেন্দ্র মিত্র ই মনে হয় একবার বলেছিলেন, "আমি ভাগ্য জানতে চাই না, কারণ ভালো কিছু থাকলে আগে থেকেই জেনে ফেলে সারপ্রাইজ নষ্ট করতে চাই না, আর খারাপ কিছু থাকলে আগে থেকেই জেনে ফেলে মনখারাপ করে থাকতে চাই না।"
    কথাটা খুবি মনে ধরেছিলো।
    করকোষ্ঠী আর জন্মকুন্ডলী বিচার নিয়ে এত কথা উঠছে, তাই হঠাৎ মনে পড়ে গেল। তবে যারা বিয়ে টিয়ের বা প্রেম ট্রেমের মতন সিরিয়াস ব্যাপারে আছেন, তাদের মতামত আলাদা হতেই পারে।
    ঃ-)
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:০৩ | 59.93.246.122
  • কৃষ্ণা কুন্তী ও কৌন্তেয় ও দিতে রাজি।
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০১:০১ | 59.93.246.122
  • নারায়ন সান্যাল তিনটে। অবিস্মরনীয়া অনির্বচনীয়া গজমুক্তা।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৫৭ | 178.61.96.29
  • লিস্টি বলুন, আমি নেব।
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৫৪ | 59.93.246.122
  • এদিকে আমি বহু বই বিদেয় করতে চাই। কে যে নেবে।
  • nk | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৫২ | 151.141.84.194
  • এদিকে আমি তো ঘনাদার জ্যোতিষ টইয়ে গিয়ে খুব মন দিয়ে পড়ছি, পানিনির কথা গড়গড়িয়ে পড়ে গেলাম, তিনি পণি বংশের লোক শুনে ভাসা ভাসা একটা কেমন সেই পুরানো বেদের আলোচনার সময়ের কথা মনে পড়লো, পণিদের নিয়ে কীযেন একটা ছিলো সেখানে, বিশেষ প্রশংসার কথা না। ওরা নাকি গরু চুরি করে লুকিয়ে রেখেছিলো,সরমা গিয়ে পণিদের কাছে অনেক কিছু বলে টলে ফিরিয়ে আনলো। এরকম ব্যাপার। সে যাক গে, পরে হয়তো ওরা অ্যাবজরভড হয়ে গেছিলো ভালো ভালো কাজ করে টরে।
    কিন্তু বরাহমিহির শকজাতির ছেলে শুনে খুবি কেমন যেন মনখারাপ করে বেচারা বরাহমিহিরের জন্য কানলাম। ঃ-( কেজানে কেন মনে হলো আশেপাশে কালিদাস বেতালভট্ট ধন্বন্তরি এরা সব মূল জনগোষ্ঠীর উচ্চবর্ণের লোক, এদের সঙ্গে মেশার কোনো উপায় পাওয়া শকের ছেলের পক্ষে খুব কঠিন, না?
    তাই হয়তো ভদ্রলোক গাব্দা গাব্দা বই লিখতেন, পঞ্চসিদ্ধান্ত বৃহজ্জাতক ওরে বাবা রে! ঃ-)
    হীরক রাজার দেশে এক জ্যোতিষ ছিলেন, বেশ ভালো, কে অভিনয় করেছিলেন কারু মনে আছে?
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৫১ | 178.61.96.29
  • আমি শুধু একবার ইস্টবেঙ্গল কে ফাইভ নিল মারতে চেয়েছিলাম।

    ম্যামিদি ডাউনলোডাতে হয়।
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৫১ | 59.93.246.122
  • প্রচুর কালেকশন তো। কিন্তু কম্পি হ্যাং করে যাচ্ছে।
  • siki | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৪৮ | 122.177.158.47
  • আমি শুধু একবারের জন্য চাগ্রি থেকে রিটায়ার করতে চেয়েছিলাম।
  • maximin | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৪৪ | 59.93.246.122
  • পাঠাগারে অনলাইন পড়া যায়? নাকি ডাউনলোডাতে হয়?
  • nk | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • অচিন্ত্য, বাঁচতে কেউ দেয় নাকি? কামড় দিয়ে দিয়ে বাঁচতে হয়।
    ঃ-)
  • nk | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৯ | 151.141.84.194
  • বড়াই, এইজন্যেই তো হিসাব মিলাই না, উড়া উড়া থাকি। আমি হিসাব পারিও না। অংকে ১৩ কিনা!
    " নিশিরাতে নীল সাগরে উড়াল হাওয়া বয়" হইয়া বেভুল বইয়া থাকি।
    ঃ-)
  • achintyarup | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৭ | 115.111.248.6
  • আরে চিত্রশিল্পী তো দূরের কথা, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম দাদা। তাই কেউ দেলে না।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৭ | 178.61.96.29
  • তব্বে? আয় তবে ল্যাজ মেলাই।
  • I | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৩ | 59.93.241.8
  • নিশি, হিসাব মিলাতে গিয়ে দেখি/ ভুল সবি ভুল
  • I | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩২ | 59.93.241.8
  • না, আজ থেকে কেশীরে আর আপনি-আজ্ঞে করব না। কেশীও ৮৮ আমিও ৮৮; তবে আর কিসের এত রেয়াত?
  • nk | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:৩০ | 151.141.84.194
  • বড়াই, হইতে চাইহিয়াছিলে তাহা হইলে চিত্রশিল্পী হইলে না কেন????
    তোমাদিগের বাটীর নিকটেই তো চিত্রশিল্পের অধ্যয়ণশালা।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:২৪ | 178.61.96.29
  • প্পন, ডবল থ্যাংকু। জিতে রহো বাচ্চে।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:২৩ | 178.61.96.29
  • আপনি থাকছেন স্যার!
  • I | ১৮ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 59.93.241.8
  • দাদা, আমি কিন্তু চিত্রশিল্পী হতে চেয়েছিলাম!
  • siki | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 122.177.158.47
  • ঘনাদা সমগ্র তিন তিন খণ্ড হার্ড কপি রয়েছে আমার কাছে। একবার বল্লেই নিয়ে যেতাম সেদিন।

    রঞ্জনদাকে সেদিন পহা খচ্চা করে বাংলা ফন্ট, ইউনিকোড অভ্র ইত্যাদি নিয়ে কত্তো ফান্ডা দিলাম। কোনও কাজেই লাগল না দেখি। বিটিডাব্লু, ফ্ল্যাশের প্রবলেমটা নিয়ে মাথা ঘামাবেন না, ওটা ওপরের গুরুর ব্যানারের জন্য হচ্ছে। ব্রাউজারের কেস নয়, অ্যাডোবের ফ্ল্যাস আপনার মেশিনে ডিসেবলড আছে। তবে তার জন্য বাংলা লেখা বা পড়ায় কোনও অসুবিধে হবে না। ওর সঙ্গে বাংলার কোনও লিংক নেই।

    আপনি ওয়ার্ডে বাংলা লেখা, সেখান থেকে গুরুতে পেস্টানো ইত্যাদি নিয়ে কোনও সমস্যায় পড়লে যে কোনও সময়ে আমায় কল করতে পারেন। ঃ)
  • prateek | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩০ | 122.179.98.4
  • গেঁটে বাত জানিনা,গেটে হাসি আছে ঃ)

    রোজ সকালে দেখি একদল লোকে থরথরিয়ে হাসে গেটের সামনে।
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩০ | 112.133.206.18
  • সদা, বেলকাম। ঃ)

    এছাড়া এই সাইটেও লোকজন অনেককিছু তুলে রেখেছে।

    http://koel1bd.blogspot.com/
  • sda | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:২৯ | 117.194.207.214
  • অর্পনদা, থ্যাঙ্কু। গত একমাস বড়ই কষ্টে ছিলাম পাঠাগার আই ডি ব্লক হয়ে গিয়ে।
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:১৯ | 112.133.206.18
  • কেসি, নতুন পাঠাগার এইখানে

    http://natunpathagar.blogspot.com/

    যাক! দল, উপদল এবং বিভাজনের চিরন্তন বং ট্রাডিশন এইখানেও বজায় রইল। ঃ)
  • nk | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:১৯ | 151.141.84.194
  • গেটেড কমুনিটিতে কি গ্যেটে পড়া বাধ্যতামূলক? আর গেঁটে বাতের অবস্থাই বা কীরকম সেখানে?
    ঃ-)
  • prateek | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:১৬ | 122.179.98.4
  • গেটেড কমুনিটি ই বটে ঃ)
  • kiki | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:০১ | 59.93.201.218
  • জানি কেউ বিশ্বাসাবেনা, তবু না বলে ঘুনুকত্তে যেতেও পাচ্ছি না। কাল আমাদের বাড়ীর ভুতটা নাকি রেতের বেলায় ঋভুকে ঘার বেঁকিয়ে দেখছিলো। আমি তারপর ব্যাটাকে চেপে ধরে যা জানলাম, কেমন দেখতে সেটা ও বুঝতে পারেনি, তবে কিনা পুরো মানুষের মতন, আর সেটা একটা লোক।অবিশ্যি ঋভু যখন ঘাবরে তাকিয়েছিলো তারপরেই এক চুটকি সময়ে সে বিলকুল ব্যানিশ হয়ে যায়। তার অল্প আগেই ঋভু কিসব অনুভব করে আমায় ডেকেছিলো। আমি য়াটাকে একটু আদর টাদর করে দিয়ে চলে গেসলুম।তারপর এই কান্ড!

    এদিকে তারপরে ঘুমের মধ্যে আমি আর মানিক ঋভুর ডাক শুনতে পাই। আর আমি ছুটে গিয়ে দেখি ব্যাটা ঘুমে অচেতন। কি করে ডাকলো কে জানে! আমি তারপর সারারাত ঋভুর সাথে ঘুনু করলাম। আর আমি ও কারো প্রেজেন্স অনুভব কচ্ছিলাম। কিন্তু তখন ও আমি ঘটনাটা জানিনা। সেটা সকালে জানলাম। তবে আমরা কেউ ভয় পাইনি। ও খুব ভালো ভুত হচ্ছে। আমার অসংখ্য ভুলের ক্ষেত্রে খুব সাহাজ্য করে।

    যদিও কুলোকে বলছে যে এটা নাকি ঋভুর ভুলভাল মারদাঙ্গা সিন্মা দেখার ফল।
  • phutki | ১৭ ডিসেম্বর ২০১১ ২২:৫৪ | 14.96.216.244
  • ডিফ্রস্টটা হেব্বি।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 178.61.96.29
  • গুগল খুলুন, টাইপান let it snow

    পাই উত্তরাব। ঃ-))
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ২২:৪৩ | 72.83.83.28
  • গেটেড কম্যুনিটি ? ঃ)

    যাই হোক, আই এস আই এর চর অব্দি শোনা গেছিল। এখন নতুন অভিযোগ এসেছে, গুরু র এর চর ঃ))
    উফ্‌ফ, খোরাক কতপ্রকারের হয় !
    তবে বাংলাদেশের রাজনীতি কিছু বিচিত্র বটে !
    জামাতীরা দলে দলে এসে এখন দাবী করছেন, মুক্তিযুদ্ধে নাকি কোন হত্যাই হয় নাই !
  • prateek | ১৭ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 122.179.98.4
  • কি অদ্ভুত! আমার ছেলেকে যে রাখে তার মেয়ে হাই স্কুলে পড়ে। আমাদের কাগজ পড়া হয়ে গেলে তাকে বলেছিলাম নিয়ে যেতে,মেয়ে পড়বে। ও মা গেটের সিকিউরিটি বলে পাঠিয়েছে আমাকে চিঠি লিখে দিতে হবে নইলে কাগজ বাইরে নিয়ে যাওয়া যাবেনা!

    ই কি রে বাবা!!
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ২১:৫৭ | 72.83.83.28
  • পেপে, অনেক থ্যাংকু। ঃ)
    palbhowmicki জিমেইল।

    কেসিদা, মেইল মিসিয়েছিলুম। উত্তরিয়েছি ঃ)
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ২০:২৪ | 112.133.206.18
  • কেসি আর রঞ্জনদা, মেল দেখো।
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ১৯:৪৪ | 122.252.231.10
  • এইবার নিজে ড্রাইভিং শুরু করে দাও। মুক্তি ফ্রম সরদর্দ।
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১১ ১৯:৩৯ | 122.176.32.39
  • বাড়ী যাওয়ার সময় ড্রাইভার গায়েব।আর দশ মিনিট দেখে মেট্রোতে চলে যাব।
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ১৯:১৭ | 112.133.206.18
  • আমারো পোচুর ঘুম্পাচ্ছিল। ঘুনু করে উঠলাম।
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১১ ১৮:৫৫ | 115.111.248.6
  • আমরা হলুম গিয়ে, যাকে বলে, হারাবংশী বীর
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১১ ১৮:৫০ | 122.176.32.39
  • চিন্টুবাবু,ঘুমিও না,কেবল তুমি আর আমি কেল্লা রক্ষা করচি।বাকীরা উইকেন্ডের ছুটিতে গেছে।
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১১ ১৮:৩২ | 115.111.248.6
  • শনিবার সন্ধ্যায় খালি খালি ঘুম্পায়
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ১৬:২১ | 112.133.206.18
  • আমি বাড়িতেই তো! কিন্তু অন্য কম্পুটায় আছে। পাঠিয়ে দেব।
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৮ | 122.176.32.39
  • তা আমায় এট্টু পাঠিয়ে দিও,যখন বাড়ী যাবে।
    মে গড ব্লেস ইউ।
  • ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ১৬:১৪ | 112.133.206.18
  • ঘনাদা নামানো আছে।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১১ ১৫:০৬ | 178.61.96.29
  • কুমুদি, ঘনাদা পুরো সমগ্রটাই পাঠাগারে ছিল। এখন সাইটাতে অ্যাকসেস তুলে দিয়েছে। আমি নামাইনি, হাতের কাছেই হার্ডকপি আছে বলে। অপ্পন নামালেও নামাতে পারে। এখন প্পনই ভরসা।

    ম্যাডাম মল্লর মজাতেই আছে।
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১১ ১৪:৫৭ | 122.176.32.39
  • প্রেমেন্দ্র মিত্র।

    কেসি,ম্যাডাম,মল্লার ভাল তো?
  • kc | ১৭ ডিসেম্বর ২০১১ ১৪:৩৬ | 178.61.96.29
  • কোন ঘনাদা? প্রেমেন মিত্তির না রামকৃষ্ণ ঘনাদা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত