আরেকটা খুবি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বড়াইয়ের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক ম্যাজিকাল লেখাটি কি বই হয়ে প্রকাশিত হচ্ছে বা তার প্ল্যান হচ্ছে? হলে কবে কখন কোথায় পাওয়া যাবে জানতে চাই, বুকিং দিয়ে রাখলাম।
ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:২৬ | 112.133.206.18
রঞ্জনদা, কাল লিখলে হবে? ন্যাড়াদা চমৎকার এক কল বানিয়েছে ইউনিকোডে বাংলা লেখার। স্ক্রিনপ্রিন্ট সাজিয়ে টিউটোরিয়াল বানিয়েছিলাম একখানা একটা ডিডির জন্য। একটু খুঁজে বের করতে হবে সেটা।
অভ্র ডাউনলোডাবার দরকার নেই। ডাউনলোডিয়েছেন যখন সুন্দর করে গুছিয়ে শেলফে তুলে রাখুন ঃ-)
maximin | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:২৫ | 59.93.220.27
কিন্তু সলিল চৌধুরির ন্যাড়ার মত ভালো গলা ছিল কিনা সেটা জানা যায়না।
nk | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:২৩ | 151.141.84.194
আচ্ছা এখানের কেউ কি কখনও চলচ্চিত্র-নির্মাতা হতে চেয়েছিলেন? বা চিত্রশিল্পী? বা লাইট-হাউসের কর্মী? বা ট্রাভেল-গাইড? বা মিউজিয়ামের পরিচালক? আবহাওয়া অফিসের কর্মী?
ranjan roy | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:২৩ | 115.118.146.111
সরি অপ্পন! আগে-পিছে হয়ে গেছে। কাল থেকে ইউনিকোডে লেখা শিখবো, হ্যাঁ, ডিডি পারলে আম্মো পারবো। ও আর আমি এক্স- মৌলানা, এক্স- রাম, এক্স আরো অনেক কিছু।
ম্যাক্সিমিন, থ্যাংক য়ু! বৃন্দেদূতীকেও ট্রাই করবো।
maximin | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:২৩ | 59.93.220.27
আমাকে যে শিখিয়েছিল সে কিন্তু বারে বারে বলেছিল সোলেইমান লিপি নাও।
অপ্পন, ঠিক লাইন ধরেছ। বেশ, এবার নিদান দাও,ঃ কোন ফন্টে লিখলে মামুর কলে হিব্রু হবে না? অথবা মামুর কল নামটা বদলে খুড়োর কল করে দেব?
nk | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৮ | 151.141.84.194
কেকে, স্বাধীনতার খসড়ায় ঐ মিষ্টি বিস্কুটের ব্যাপারটা কোথায় ছিলো? (মানে থাকলে বেশ ভালোই হতো আরকি! ) ঃ-)
maximin | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৭ | 59.93.220.27
আমার ফন্ট (ডিফ্লট) ব্রিন্দা।
ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৭ | 112.133.206.18
রঞ্জনদা, ডরো মাত। কাল ডিটেইলসে মেল করে দেব কীভাবে ইউনিকোডে লিখবেন ও পেস্ট করবেন। ডিডি যখন পেরেছেন আপনিও পারবেন।
nyara | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৬ | 122.172.31.148
আমি অমলকান্তি হতে চাইনি, সলিল চৌধুরীর মতন কম্পোজারও নয় - যদি কটা গান সলিল চৌধুরীর মতন অ্যারেঞ্জ করতে পারতাম, তাহলেই শান্তিতে মরতে পারতাম। বলাই বাহুল্য, আমি এখন সলিল চৌধুরী শুনছি।
ranjan roy | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৫ | 115.118.146.111
আমি ইউনিকোডে লিখতে পারিনা। কেন? অভ্র ডাউনলোড করেছি। তারপর কোন ফন্ট নেব, সোনালী না রূপালী না সোলেইমান লিপি? কিস্যু জানিনা। কেমন বুঝভম্বুল হয়ে যাই। কেন? আপনারা ইউনিকোডে কোন ফন্ট ব্যবহার করেন?
ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 112.133.206.18
রঞ্জনদা, বাংলাপ্লেনে লিখে ওই উইন্ডোতে পেস্টালে তো হিব্রু দেখাবেই। ঈশেনের কল ওই বাংলাপ্লেনে লেখা টেক্সটের ট্রান্সলিটারেশনের ব্যর্থ চেষ্টা করে মরে। ঃ)
aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 168.26.215.13
রঞ্জনদা আমিও পারি না। আপনার পিছনেই আছি। পিছনে কিনা তাই দেখতে পান না। ;)
aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১৩ | 168.26.215.13
জীবনে কি হতে চেয়েছিলাম সে আর মনে নাই। কিন্তু যা হয়েছি তা অবশ্যই চাই নি তা বুইতে পারি, দিব্য।
ppn | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১২ | 112.133.206.18
হ্যাঁঃ, আকা যেন নতুন কিছু কইল। চাকরিতে জয়েন করে লাইব্রেরি থেকে বই তুলেছিলাম কী করে উইন্ডোজ ব্যবহার করে জানতে। প্রথমদিন মিনিমাইজ বাটন খুঁজে না পেয়ে সব উইন্ডো ক্লোজ করে দিচ্ছিলাম সেইটাও মনে আছে।
ranjan roy | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১২ | 115.118.146.111
ম্যক্সিমিন এবং বিবি, না না, আমার প্রবলেম অন্য। গুরুর এডিটরে গিয়ে লিখলে কোন প্রবলেম হচ্ছে না। কালকে নেট খানিকক্ষণ কাজ করছিল না। ভাবলাম, বাঙ্গলাপ্লেইন( jar) খুলে লিখে রাখি। পরে নেট এলে গুরুর টইয়ের এডিটর খুলে আগের বাংলাপ্লেইন থেকে নিয়ে কপিপেস্ট করলাম। কিন্তু হিব্রু হল। আগে একবার এমনি হয়েছিল। সিকি ঠিক করেছিল। সবাই ওয়ার্ডে বাংলা ফন্টে লিখে কপি পেস্ট করে, আমি কেন পারি না? অনেক কিছু পারি না। কেন?(((ঃ
aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১১ | 168.26.215.13
এই অনসাইট-অফশোর মডেলের আসল মানে হল চারজনের কাজ দুইজনকে দিয়ে করিয়ে তিনজনের মাইনে ভাগ করে দাও।
maximin | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:১০ | 59.93.220.27
এখন রঞ্জন সলিউশনটা বুঝলেই হয়।
aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০৬ | 168.26.215.13
ন্যাড়াদা আর এক দলকে বাদ দিয়েছে। এই আমার মতন যারা জীবনে চাকরির আগে মনে হয় বার কয়েক কম্পিউটারে গেমস খেলেছে। প্রথম চাকরির পরে একজন এসে জিজ্ঞেস করল স্কিল সেট কি? বলেছিলাম - দুইখান কম্পিউটার অন আর কম্পিউটার অফ। অভিজ্ঞতার সাথে সাথে রপ্ত হয়েছে সার্চানো আর ঢপ মারা। তো এখন কম্পিউটার অন করি, সার্চাই, ঢপ মারি, মেশিনের উন্নতির সাথে সাথে আর অফ করার দরকার পড়ে না। ভাগ্যিস ডিমাণ্ডের তুলনার সাপ্লাই কম, করে খেয়ে গেলাম।
maximin | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০৫ | 59.93.220.27
থ্যাঙ্ক ইউ বিবি। যদিও আমি ইউনিকোডেই লিখি।
bb | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০২ | 117.195.162.189
দ্যাখসেন মিনিদি, কিছু না জেনেই আপনার প্রব্লেমের কেমন একটা সল্যুশন দিলাম ঃ)
kc | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০২ | 178.61.96.29
তারমানে শান্তনুদা লেভেলে উঠে গেছে।
bb | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০১ | 117.195.162.189
শান্তনু, এটা আমাদের কাজের অঙ্গ- কারণ Time-Zone আর Follow the Sun। আমার আগের কাজে অস্ট্রেলিয়া দিয়ে শুরু করে West-Coast দিয়ে শেষ করতে করতে আরেক দিন শুরু হয়ে যেত। কাজের চেয়ে বাত বেশী ঃ(
maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৯ | 59.93.220.27
বাংলা লেখার নতুন কলে প্রিভিঊ ঠিকই এল।
santanu | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 92.99.140.147
এই সফোরা এতো শোষন শোষন করে, মাঝ রাত অব্দি নাকি সুরে কন্কল করে, তাতে ও কেসির এতো রাগ!! আমার কথা তো বাদ ই দ্যান (সারাদিনের একমাত্র কাজ, কি কাজ করব সেটা খুজে বার করা), বাকি সব তালেবর টেকিদের দেখি, কাজ দু তিন ঘন্টা, বাকি সময়টা সোনার দাম, ডলারের দাম, অফার ইত্যাদি। ৯ ঘন্টা হলো কি পিসি বন্ধ।
maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 59.93.220.27
নতুন কল
bb | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫ | 117.195.162.189
রঞ্জন, আপনার এটা Javaর প্রব্লেম, আমারও হয়েছিল। (যি্দ মিনিদি যা বললেন তাই ইস্যু হয়)। একটা উপায় হচ্ছে বাংলা লেখার নতুন কল ব্যবহার করে দেখতে পারেন।
maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫ | 59.93.220.27
রঞ্জন হিব্রু আসছে কোথায় আসছে? প্রিভিউতে?
maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫২ | 59.93.220.27
বাংলা প্লেনে টাইপ করে আমিও ডানদিকে হিব্রু দেখলাম। কিন্তু পোস্ট হওয়ার পর ঠিক দেখালো। (ক্ষতি টাইপো এরর।)
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫০ | 122.252.231.10
আমার মেয়েও দেখতে বসেছে "মিষ্টিকুটুম'। ঃ)
maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৯ | 59.93.220.27
তাতে খতি নেই
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৯ | 122.252.231.10
রঞ্জনদা, রাগ কইরেন না যেন আবার। আপনার কম্পু না দেখে বলা চাপ। (রোগ জানতে গেলে ডাক্তারের ভিজিট আবশ্যিক)
তবু চেষ্টা করে দেখি। কোন ব্রাউজার?
Du | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৮ | 117.194.202.98
আরে আমিও তো ইষ্টিকুটুম দেখতে পছন্দ করি। তবে আমি দেখি বাসীটা
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৭ | 122.252.231.10
কেউই কি আর জানত না? যাগ্গে! ঃ-)
I | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৩ | 14.96.170.61
ব্যাঙ বেশ ভালো দিনে জন্মেছে। আজ বাংলাদেশের বিজয় দিবস। ব্যাঙ অবিশ্যি না জেনেই জন্মে গেছে।
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪১ | 122.252.231.10
আরে রঞ্জনদা, কোন প্লাগ-ইন মিসিং? সেইটা জানতে হবে তো। সেইটা আবার ইন্সটল করতে হবে। ব্যস।
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৯ | 122.252.231.10
আর সিইও-র পরে তো এসভিপি, তার পরে ভিপি, এভিপি ইত্যাদি।
সব জাহাজের খবর।
byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৮ | 122.167.209.117
কুমুদি আবার কুম্ভমেলার থিওরি প্রুভড। আমিও এখন ইষ্টিকুটুম দেখছি ইউটিউবে। অবিশ্যি আমার এক হপ্তার ব্যাকলগ, এখন সবে ১২ডিসেম্বরের পার্ট ওয়ান চলছে।
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৮ | 115.118.146.111
বড়-মেজো-সেজো! কেউ আমার দুঃখের কতা শুনতে পাচ্চে না। আমি যে কুলিও নই, একেবারে ভিখিরি, কম্প্যু-ভিখিরি! বলছি " মিসিং প্লাগ-ইন'' লেখা আসছে, কি করিতে হইবে? আর বংলাপ্লেইনে ওয়ার্ডে লিখে সোজা কুরু-কুরু টইয়ে কপি-পেস্ট করলাম, কিন্তু হিব্রু আসছে, কেন? কি করে ঠিক হবে?
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৮ | 122.252.231.10
হ্যাঁ, বিবিস্যার তস্য তস্য তস্য মিস করে গেছেন। ঃ(
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৭ | 122.252.231.10
* বিলংস
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৬ | 122.252.231.10
এবং ৯৫% লোকই সুবিধেবাদী। ঃ)
(হেন্স প্রুভড এগেইন, কেসি বিংলংস টু এলিট ৫%)
bb | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৬ | 117.195.162.189
কুমুদি - বড়, মেজ আর তারপর ই সেজ, অর্থাৎ সিইও,ভিপি আর তার পর এভিপি - অর্থাৎ বেশ বড় চাকুরে অপ্পন স্যার।
ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫ | 122.252.231.10
পরিষ্কার কথা, ১ঃ৫০ এক্সচেঞ্জ রেট থাকলে সুবিধাবাদী মানুষজন সেখানেই দৌড়বে। এও তো এক ধরণের মাইগ্রেশন। মাইগ্রেশন তো মানব সভ্যতার আদিযুগ থেকেই হয়ে আসছে।
kc | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫ | 178.61.96.29
নানা আমার রাগ শুধু ন্যাড়াদা বর্ণিত সেকেন্ড প্যারার সফোদের উপর। কারণ বেশীরভাগ ক্ষেত্রেই দেখছি এরা আমাদের থেকে ভাল আছে।
অ কেসি,কোন পাতায় রাগ কল্লে টপ করে লিখে দ্যাও না,এদিকে ইষ্টিকুটুম শুরু হয়ে যাবে যে!
kumu | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩২ | 122.161.155.83
অর্পণ,সেজো? য্যাঃ!!
bb | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩২ | 117.195.162.189
ন্যাড়াবাবু , আরেক দল আছে আমার মত। অন্য জায়গায় কাজ করত, সুবিধা হয় নি। বেশী পয়সার লোভে এখানে ঢুকে ম্যাঞ্জার হয়ে গেছে, কিন্তু কিছুই জানিনা এই ইন্ডাস্ট্রির - কেসির রাগ এই আমার মত লোকেদের প্রতি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন