এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৪৪ | 76.114.73.71
  • হ্যাঁ ব্যাং। এসো তো একবার, তারপর দেখি কত তুমি খেতে পারো।
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৪৩ | 75.76.118.96
  • বলি বাংলায় কত? বয়স্কদের স্নেহভাজন বলিস?
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৪২ | 76.114.73.71
  • হ্যাঁ পিপি, আসলে ক্রিসমাস টিসমাস এই সব বড় ছুটির প্ল্যান অনেকদিন আগে হয়ে যায় তো? তুমি যখন জানিয়েছিলে তখন অলরেডি আমি প্ল্যান করে ফেলেছিলাম। শোন, তোমায় বলা রইলো, বন্ধু আছে যখন আবার তো আসবেই। নেমন্তন্ন করাই রইলো। আমায় একটু জাস্ট তারিখটা বলে দিও। কেমন?
    কাল আমারও দুই বন্ধু আসছে, তাদের নিয়ে হটর হটর যাবো। তারা আবার তোমার খুব প্রিয় (!! ) দুই বন্ধু। চিনেছো নিশ্চয়ই ;-)?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৩৫ | 122.178.229.224
  • উচ্ছেভাজা উচ্ছুগ্যু করে খেলে ঠিক আছে। তবে ঐ ম্যাগি রান্নার বিবরণ আমি শুনতে চাই না।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৩৪ | 122.178.229.224
  • এই তিমি, পাই, এরা নাকি সব আমার স্নেহভাজন!! আচ্ছা হুচি কোথায় গেল? ওকে আর দেখি না কেন?

    পিপি, জমিয়ে আড্ডা দিয়ে খুব আনন্দ করে আয়।

    কেকে, অত দুঃখ কোরো না, বরং লিস্টি বানাতে থাক, আমি তোমার অতিথি হলে কোন বেলায় কোনটা খাওয়াবে।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৩২ | 128.231.22.133
  • ও হ্যাঁ, চিন্তা কোরোনা। তোমাকে ভাজা উচ্ছে উচ্ছুগ্গু করেই খাবোখন।
  • pipi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:২৫ | 173.161.6.201
  • কলি, জানিয়েছিলাম তো! এই ভাটপাড়াতেই। তুমি বলেছিলে এসময় তুমি থাকবে না। মনে নেই?
    তবে নক্সভিল এবার থেকে হয়তো মাঝেমাঝেই যাব। তুমি থাকলে আর তোমার সময় থাকলে বোলো, এক কাপ কফি নিয়ে বসা যাবে'খন।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:২০ | 128.231.22.133
  • টিমের পাঠানো উচ্ছেভাজাগুলো বরম আমি নিলুম। বদলে কিছু উচ্ছেসেদ্ধ পাঠিয়ে দেব।শুভাকাঙ্ক্ষী কিনা। ভাজাভুজি তোমার বারণ না ?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:১৮ | 173.163.204.9
  • আচ্ছা আম্মো ব্যাঙদিকে চাট্টি উচ্ছেভাজা, গোটাদুই কাঁচকলা সেদ্দ আর একবাটি পেঁপের তরকারি দিলুম। খুশি তো?
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:১৪ | 128.231.22.133
  • নিরিমিষ্যিই করতে গেছিলুম। কিন্তু তা অর হল কই ?
  • pipi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:০৭ | 173.161.6.201
  • না তো! কলি তো বোধহয় থাকবে না এখন। মানে, সেইরকমই তো লিখেছিল। আমি যাচ্ছি আমার বেস্টো ফেরেণ্ডের কাছে। পাঁচ বছর আগে সেই যে জার্মানী ছাড়ল.... তাপ্পরে সে আম্রিগা এল, বে কল্ল, একটা পুঁচকি হল, এমনকি পুঁচকিটা দেখতে দেখতে দু বছর হয়ে গেল - অথচ এত গুলো বছরে আমাদের আর দেখা হল না। এ দেশে এসে থেকে খালি পেল্যানই করে যাচ্ছি দেখা করবার, যত পেল্যান করি সব ফেল্যাট হয়ে যায়। এইবারে তাই রোখ চেপে গেছে। কাল দেখা করছিইইই।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:০৭ | 76.114.73.71
  • না গো ব্যাং, আমার কি আর তেমনি কপাল? এই পিপিটা এমনি দুষ্টু যে আগে থেকে আমায় বলেনি যে এই সময়ে আসবে। আমি তো এখন দু সপ্তাহ বন্ধুর সাথে এখানে ওখানে ঘুরে বেড়াবো ঃ(।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:০৩ | 122.178.229.224
  • পিপি, থ্যাংকিউ। তুই বুঝি কলির বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছিস? খাওয়া শুরুর আগে ভালোমন্দ খাবারগুলো একটু-আধটু আমার নামেও উচ্ছুগু করে তবে খাস বাপু!
  • pipi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:০০ | 173.161.6.201
  • ব্যাংদিকে জন্মদিনে এক ঝুড়ি লুচি, একহাঁড়ি রাবড়ি, এক বোতল বোর্দো আর এক গুচ্ছ লিলি। ও, আর এক বোতল নবরত্ন তেলঃ-)

    জনতা, টাটা। রাত পোহালেই নক্সভিল। দেখে আসি কলির দেশ কেমনঃ-)
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:০০ | 122.178.229.224
  • ম্যাগিটা কি নিরিমিষ্যি ম্যাগি? ম্যাগো!!!
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:৫৮ | 128.231.22.133
  • আচ্ছা আচ্ছা, আমিও নাহয় ব্যাঙদির জন্য বাকেটফুল ঝোল ঝোল ম্যাগি দে গেলুম। ঘরে তৈরি।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:৫৭ | 122.178.229.224
  • থ্যাংকিউ কেকে। আমি সেই কবে থেকেই জানি, তোমার মনটা খুব ভালো আর সক্কাল সক্কাল ক্ষীরের চপের নাম দেখেই আমার মনটা ভালো হয়ে গেল।
    বাকিদের কেকেকে দেখে শেখা উচিৎ , জন্মদিনের শুভেচ্ছা কেমনভাবে জানাতে হয়।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:৪৭ | 76.114.73.71
  • আচ্ছা আচ্ছা, ব্যাং কে আমি এই মটরশুঁটির কচুরি, ছোট ছোট আলুর ঝাল ঝাল দম, ক্ষীরের চপ আর ঘরে তৈরী কালাকাঁদ এই সব দে গেলাম ঃ)।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:২৯ | 122.178.229.224
  • পাই, বাকেটফুল শুভেচ্ছা!! বাকেটফুলের রং কেমন? গন্ধটাই বা কেমন? কোন সময়ে এই বাকেটফুল ফোটে? এই বাকেটফুলের উইকি লিংক দে আমাকে?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:২৭ | 122.178.229.224
  • আরো একটু পিছিয়ে ব্রতীনের পোস্ট পড়ুন, দেখুন জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে তিনি আমার জন্য কী রেখে গেছেন? না, দুটো চাঁটি! ঃ-((((
    তোমার ভুবনে মাগো এত পাপ, নাই প্রতিকার........
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:২২ | 122.178.229.224
  • আর শুধুই কি একচোখোমি? জন্মদিনেও এরা আমার সঙ্গে কিরম নিষ্ঠুরের মতন ব্যবহার করে দেখুন - নিশিকান্তর নীচের পোস্টটাই দেখুন দিকি নি আপনারা? বা আগের পাতায় আকা আর তিমির পোস্ট? জন্মদিনেও এরা আমাকে হ্যাটা দিতে ছাড়ে না!
    ভগমান, এর একটা বিহিত করো।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:১৮ | 122.178.229.224
  • সব্বাইকে থ্যাংকিউ জন্মদিনের শুভেচ্ছার জন্য। খুব ভালো লাগল ঘুম থেকে উঠেই শুভেচ্ছাগুলো পেতে। ঃ-))
    ((তবে আমি আগেও লক্ষ্য করেছি অন্য সবার জন্মদিনের সময় যারা শুভেচ্ছা জানাচ্ছে তাদের সবার ঝুলি থেকে কত ভালো ভালো সব খাবার বেরোয়, আর আমার জন্মদিনের বেলায় শুধুই শুকনো শুভেচ্ছা!! এরকম নির্লজ্জ একচোখোমি, পক্ষপাতিত্বের শিকার যে কেন হতে হয় আমাকে!! ঃ-((
  • nk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৬:০৮ | 151.141.84.194
  • ব্যাং, একবাটি বোলতার পায়েস আর গোটা দশ ভীমরুলের চপ দিলাম। শুভ জন্মদিন। ঃ-)
  • achintyarup | ১৬ ডিসেম্বর ২০১১ ০৪:১০ | 59.93.242.62
  • শুভ জন্মদিন, শুভ জন্মদিন ব্যাঙ ঃ-)
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৫৮ | 178.61.96.29
  • সামনের বছর থেকে শিফ্‌ট করে দেব। তারপর মাসে দুবার।
    ফোন নম্বর ফেবুকে মেসেজ করলাম।
  • santanu | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৫৪ | 92.99.140.147
  • তুমি কি weekend পার্টি নাকি!! বউ বাচ্ছা তো তোমার সাথেই থাকে?
    আর পুরো ফোন নাম্বার টা এক্টু দিও তো
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৫৩ | 122.252.231.10
  • পুরনো চোন্দিলকে অনেকদিন পরে পাওয়া গেল যদিও জায়গাবিশেষে ইদানীংকার অভাসবশত মানেবইয়ের মত শ্লথ ও গোব্দা।

    তবুও দুটো মাস্টারপিস দেওয়ার লোভ ছাড়তে পারলাম না (যারা পড়েনি তাদের জন্য)।

    ১। রাইঃ বৃন্দাবনে স্বল্প সময়ে ও স্বল্প বয়সেই যিনি এমন তীব্র তাকধাঁধানো ঝাঁঝ বিতরণ করেছেন, আজও তামসিক ফিশফ্রাই ও ডিমের ডেভিলের পাশে তাঁর স্থান অটুট।

    ২। ষড়যন্ত্রঃ ল্যাপটপ, মোবাইল, আইপড, হাতঘড়ি, টিভি, এসি - শোয়ার ঘরে আমাদের ঘিরে থাকা এই ছটি যন্ত্র।
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৫০ | 178.61.96.29
  • কবে যাবে জানিও, যদি একসঙ্গে যাওয়া যায়, বেশ ভাটাতে ভাটাতে যাওয়া যাবে।
  • santanu | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪৮ | 92.99.140.147
  • ঠিক নাই kc, প্রতি বুধবার ই মনে হয়, যাই এই weekend এ টপ করে ঘুরে আসি - সেটা আর হয় না।
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪৬ | 144.160.226.53
  • এমন ঘুমের ঢেউ আসছে, চেয়ার থেকে পড়ে যাচ্ছি, টেবিলে মাথা ঠুকে যাচ্ছে। লাঞ্চ খাওয়া ছেড়ে দিতে হবে ঃ-(

    আমার আবার দেশ থেকে কিছু টাকা আনতে হবে, অবশ্য বছর কয় পরে। তার মধ্যে ডলার = ৪০ টাকা মত হয়ে গেলে সুবিধে হয়।
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪৪ | 178.61.96.29
  • শান্তনুদা, কলকাতা কবে যাচ্ছ?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪৪ | 198.82.20.95
  • ফরিদার জন্মদিনও গ্যালো নাকি? ক্কি কেলো! বি হ্যা বা
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪২ | 76.114.73.71
  • ওমা, আজ ব্যাং এর জন্মদিন বুঝি? ব্যাং অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম। ফরিদাকেও বিলেটেড শুভেচ্ছা।

    আচ্ছা, ওদিকে ঝিকির কেকটা কেমন হলো বলল না তো?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪২ | 198.82.20.95
  • আশিটাশির কাছাকাছি গেলে একবার জানিও তো। কয়েক লাখ ডলার চেয়েচিন্তে পাঠিয়ে দেবো। এই সোসন আর নেয়া যায়না।
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৪০ | 122.252.231.10
  • আবার টিপে টিপে গাড়ি চালানোর দিন এসে গেল, ভারতীয় বন্ধুগণ।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৩৪ | 128.231.22.133
  • কৌন প্রেডিক্ট কিয়া থা মিনিদি ?
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৩৩ | 128.231.22.133
  • ব্যাঙদিকে বাকেটফুল শুভেচ্ছার সাথে আমি আমার সেই আনন্দমেলাগুলোকেই দানপত্র করে দিলুম। স্ক্যান ট্যান ও আর লাগবে নি। তবে একটা অসুবিধা আছে।
  • santanu | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৩২ | 92.99.140.147
  • এখানে খুব সহজে এক লাখ ডলার মতো পার্সোনাল লোন পাওয়া যায়। লোকজন ৫০-৫১ তে লোন নিয়ে হু হা করে পাঠিয়ে দিয়েছে, এখন প্রতিদিন হিসেব করছে, কতো লস হলো
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:৩১ | 122.252.231.10
  • ব্যাংকে শুভ জন্মদিন। তিনতলা সমান একটা স্ক্যানার দিলাম যাতে শুরু থেকে আজ পর্যন্ত বেরোনো সব আনন্দমেলা একসাথে স্ক্যান হয়। ঃ)
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:২৪ | 59.93.210.182
  • বাকিরা কৈ বাকিরা?
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:২০ | 59.93.210.182
  • তারা যদি আবার চপ কাটলেট না খায়?
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:১৭ | 168.26.215.13
  • আহা যে এমন প্রেডিক্ট করেছে তার মুখে চপ কাটলেট পড়ুক।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:১২ | 59.93.210.182
  • বাট দিস ওয়জ প্রেডিক্টেড।
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০১:১১ | 168.26.215.13
  • ডলার হল ৫৩.৭৭ বাপের জন্মে এমন রেট দেখি নাই।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৫৭ | 59.93.210.182
  • হ্যাপি বার্থ ডে সুচেতনা।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৫৬ | 59.93.210.182
  • ও হো আজ তো ব্যাং এর জন্মদিন। শুভজন্মদিন ব্যাং জি।
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৫২ | 198.82.20.95
  • ঃ-)
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৫০ | 168.26.215.13
  • ব্যাং শান্ত হলে ভগমানও হবে। ঃ)
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৪৮ | 198.82.20.95
  • মনোজ তেওয়ারি বেশ ভালো ফর্মে আছে।
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ০০:৪৫ | 178.61.96.29
  • ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত