রুবি নিশ্চয়ই নেতাইকে পোচুর বকাচ্ছে, কথা বলাচ্ছে। নেতাইয়ের তাই কান্না পাচ্ছে।
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:১৮ | 122.248.183.1
আমি লাস্ট দেখেছি ' ই মৃ'। সত্যি অনেক পেন্ডিং। 'ডার্টি পিকচার'। 'টিনটিন' । 'গোঁসাই বাগানের ভুত' ।
kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:১৫ | 59.93.243.227
এখন ও দেখিনি । ইচ্ছে আছে ছেলেকে নিয়ে যাবার। তবে এত সিন্মা একসাথে আসছে যে পকেট হাল্কা হয়ে যাচ্ছে।ঃ(
এবার রানতে যাই। আর ভাল্লাগেনা।আবার শিকার করে কাঁচামাংস খাবার দিন ফিরে এলেই হয়।
ম্যামিদি,স্যরি। আর আমার কথা নিয়ে কেউ মাথা ঘামায় না। আপনিও অত দুঃখু পাবেন্না।
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:০৭ | 122.248.183.1
কিকি, 'গোঁসাই বাগানের ভুত' দেখলে?
kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:০৫ | 59.93.243.227
ঃ) সেই সিন্মাটা হ্যারিসন ফোর্ডের,একসঙ্গে পুলুশ ও ব্রোকার হয়েছিলো। কিচ্ছু মনে রাখতে পারি না আজকাল।
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:০১ | 122.248.183.1
না না আমদের জৈবন কালে এই সিল্ক স্মিতার সিনেমা দেখতে যেতুম। তখন তোমরা হও নি। সে কি আর আজকের কথা?
kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:৫৮ | 59.93.243.227
নাও! বড়দের সিন্মা হলে তো ব্রতীনের দেখা উচিত নয়।:P
এদিকে আমার পোলা বড়দের সিন্মা দেখছে। এই সেদিন কি সিন্মা দেখছিলো যেন, তা কেবলই ফরোয়ার্ড করে দিতে হচ্ছে। আমি আর মানকে ছিলুম বলে। তা আবার দেখি কে যেন জামা কাপড় খোলার তাল করছে , দেখে আর পাল্লুম্না, ঋভু আবার এগো বলে ঋভুর ঘারের উপর দিয়ে লাফ মেরে ঘর থেকে বেরিয়ে পরলাম। সঙ্গে সঙ্গে ধপাস আবাজ। মানকেটা আমায় অনুসরন করতে গিয়ে খাট থেকে পরে গেছে। এই একটিই আমি গাছে চড়তে পারে না, ঘুড়ি ওড়াতে পারে না, এমনকি হাসতে থাকলে লাফাতে পারে না এমন লোক দেখলুম, ম্যাগো!
তা সে যাহোক, সেদিন এসে তিনি ঘোষনা করলেন হেলেন অফ ট্রয় দেখবেন, এবং আমরা যেন তাকে উৎপাত করতে সে ঘরে আর না থাকি।
পনেরোদিনও হয়নি, এর মধ্যেই কান্না চলে এলো স্যার? এখনো কত বছর বাকি;-)
kiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:৪৫ | 59.93.243.227
নেতাই ডার্টি পিকচারের রিভু লেখো নাই কেন? দেখতে যাবো কিনা এখন ও মন করতে পাল্লাম্না।ঃ(
Netai | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:৪৩ | 121.241.98.225
কে বলেছে শূন্য? শূন্য নহে শূন্য নহে। কবির নীরব বেদনায় ভরে আছে।
ভেউ ভেউ আমার সশব্দ কান্না মিশিয়ে দিলেম খানিক।
kabi | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:১৯ | 122.177.158.47
কী এত পৃষ্ঠকণ্ডূয়ন চলছে?
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:১৬ | 122.248.183.1
এ কি রে তিন ঘন্টা হয়ে গেল ভাট পাত শুণ্য? ঃ-))
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ০৭:১১ | 117.194.96.250
নিশি, যে কিছু তেই হতে পারে এখানে গুরুত্বপূর্ণ হল বায়ুশুণ্য স্থান। ঃ-))
কিন্তু অচিন্ত্য দা গেঞ্জি পরে আপিস করে ক্যান ( নাকি গোল গলা টি শার্ট?) তেমন তো গরম ও নাই। যাই হোক!!
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:১৬ | 59.93.246.128
কোনটা?
(উত্তরটা কাল দেখব। আপাতত যন্ত্র বন্ধ করছি)
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:০৯ | 151.141.84.81
এদিকে আমি অ্যাটেনবরো সায়েবের ডকু একটা দেখেই এমন ফিদা হয়ে গেছি যে কেবল সেগুলোই দেখবো ঠিক করেছি। ঃ-)
pi | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:০৭ | 128.231.22.133
ডকুটার নাম সরস্বতী দিলে পারতো।
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:০৬ | 151.141.84.81
পর্বে পর্বে কবিতায় ফরিদা আর টিম, আর অন্য সুতোয় এই হুতোর অসাধারণ সব রাধিকা সিরিজ, এসব পড়ে কোনোরকমে বেঁচে আছি কংসপুরে। কিন্তু এখন তো দেখি সে টই আর ভেসেই ওঠে না! গেলেন কোথায় কবিরা?
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:০০ | 59.93.246.128
আপাতত আমি বীট টরেণ্ট দিয়ে দ্য লস্ট মিউজিক অব রাজস্থান নামের একটি ডকুমেন্টরি ডাউনলোড করছি। প্রায় হয়ে এসেছে।
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০৪:৫৪ | 151.141.84.81
বীট খান, বীট খেলে নাকি ভালো কবিতা লেখা যায়। ঃ-) আপনারা এমনিতেই এত ভালো লেখেন, বীটের ঝোল খেলে না জানি কী লিখবেন!
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০৪:২৭ | 59.93.246.128
হে প্রভু! (দীর্ঘশ্বাস) তুমি এদের এবারকার মত ক্ষমা করে দিও।
r2h | ১৩ ডিসেম্বর ২০১১ ০৩:৪৭ | 198.175.62.19
অচিন্ত্যদার কথা শুনে অধোবদন হতে হতে ঘাড় ব্যথা হয়ে গেল। অহেতুক বিনয়ের এমন পরাকাষ্ঠা নেহাৎ বিরল ঃ( একবার কোথাও লিখেছিলাম গুরুতে একেকজন লোকের লেখা পড়ে মনে হয় তাদের নেমন্তন্ন করে চায়ে মিশিয়ে সেঁকোবিষ খাইয়ে দিই। নিতান্ত চেনাশুনো লোকজন এমন ভয়ানক অসাধারন লিখবে এ কেমন কথা। তো অচিন্ত্যদাও যে সেই লিস্টিতে আছে তাও তো কিছু গোপন নয়।
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০৩:৩৯ | 59.93.246.128
গেঞ্জি পরে আছি বলে কলার তুলতে পারলুম না। যাগ্গে।
Tim | ১৩ ডিসেম্বর ২০১১ ০৩:৩৫ | 198.82.22.250
অচিন্ত্যদা, এই এলাম একটুখানির জন্য। কি বলবো, এমন সাট্টিপিটিতে ( তা সে যত অপাত্রেই হোক) কে না খুশি হয়? কাব্যপ্রতিভা নিয়ে বিনয় কোরোনি, ইচ্ছে হলেই তুমি অনেক কবির কান কাটতে পারো সে কি আর দেখিনি? ঃ-)
আপাতত আমি সোসনযন্ত্রে পিষ্ট হচ্চি, তাই কম আসবো। আরো একমাস এমনি চলবে। ঃ-(
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০৩:১৪ | 59.93.246.128
সোসন কমেনি, বোঝা যাচ্ছে। তাহলে এই ফাঁকে গুহ্য কথাটা একটু কয়ে যাই। দিন তিনেক আগে, এই ভাটপাতায় আমার কাব্যপ্রতিভার যে প্রবল বিচ্ছুরণ ঘটেছিল সেই প্রসঙ্গে কথা। সেখেনে শেষ যে দুই পংক্তি আমি লিখেছিলুম, তাতে চালশে চোখ সন্তরণ-অপটু যে উটকো মানুষটির কথা বলা হয়েছে সে ব্যক্তি কবি নিজে। বোঝাতে না পেরে থাকলে তার জন্য সেই সন্তরণ-অপটুতাই দায়ী।
আরও একটি কথা। আমি হুতো এবং তিমির পদ্যের দারুণ ভক্ত। তাদের মত লেখা যদি কোনোদিন শিখে উঠতে পারি তবে গর্ববোধ করব এ বিষয়ে আমি নিঃসন্দেহ। কিন্তু তা যে কোনোদিন ঘটে উঠবে না সে বিষয়েও সন্দেহের অবকাশ বিশেষ নাই।
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ০২:৫৭ | 59.93.246.128
অ টিম, ধারেকাছে আছ নাকি? সোসন একটু কমল?
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:৩১ | 151.141.84.215
ম্যাস স্পেক্ট্রোমিটার এর সোসন না তো???
Tim | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:৩০ | 198.82.22.149
ঃ-)
আসি এখন। পোবোল সোসনে ভুবন অন্ধকার।
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:২৯ | 151.141.84.215
মাস মাইনে। ঃ-)
Tim | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:১৯ | 198.82.22.149
ম্যাস কেন, মাস কইতে পারোনা? মাসে বেশ একটা বাংলা ভাব আসে। আচাজ্জিমশায় থাগলে এইরকম বলতেন। মাস কলাই, মাস কাবার, মাস স্পেক্ট্রোমিটার.. ম্যাস শুনলেই ম্যাসাচুসেটসের মত ক্যাট ক্যাট লাগে।
nk | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 151.141.84.215
হ্যাঁ গো ব্রতীন, গিনি আর পালক ছাড়া আর কিছু দিয়ে পরীক্ষা করা কি বারণ? ঃ-) মাধ্যাকর্ষণ তো যেকোনো ম্যাস ওয়ালা জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য। ঃ-) আসলে আমাদের স্কুল লেভেল থেকেই যদি জিনিসগুলোকে এত পুঁথিগত না করে হাতে হাতে চেনা চেনা ব্যাপারমত করে পড়ানো হয়, তবে হয়তো বিজ্ঞানমনস্কতা বাড়লেও বাড়তে পারে। তবে নিশ্চিত নই, নাও বাড়তে পারে। কিছুতেই বিজ্ঞান আমাদের হোলো না, আমদানী করা ভয়ভক্তির জিনিস হয়ে রইলো। ঃ-(
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৫৪ | 117.194.101.16
ঃ-))
'বিদায় বলিতে নাই বসন্ত উৎসবে , নতুন চৈত্র দিনে আবার দেখা হবে' ঃ))
বোতীন, শীতকালটা এক্কেরে চেগে উঠলেই ঝিলপিপির পুরোনো পাড়ায় একবার যেতে হবে। সেখানে থেকে ফ্র্যাঙ্কফুর্ট হয়ে কইলকেতা। আরে তুমি নিশ্চিন্তে আইফোন ফোর এস কিনে ফালাও। আমি তো ভালো বলছিই, আজ্জো আর রিমিকেও জিগাও। পিপিরও বোধহয় আইফোন ফোর এসই। তা আমার কথা ছেড়েই দ্যাও, এইসব গুণীলোকেদের কথাওতো ভাববেতো নাকি?
ppn | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪ | 112.133.206.18
জানি না বস। আদার ব্যপারি।
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪ | 117.194.101.16
FB তে কালকের পিকনিক র ফোটো দেখো
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৩১ | 117.194.101.16
কিন্তু অপ্পন আই ফোন ৩ র সাথে ৪ র অনেক তফাৎ নাকি? ১৭-১৮ k দাম বেশী।
ppn | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৩০ | 112.133.206.18
মনে হচ্ছে কেসি আইফোন কিনে জ্বালা জুড়োতে আরেকজন মুর্গি খুঁজছে। ;-)
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 117.194.101.16
ঠিক।
মানে সুর্য্য আগের রাতে বলে ছিল বস ইন্দ্র আসবে ও ই সব নিতে দিও না। কিন্তু কঋন বললো ও ই সময় যে যাই চাইবে আমি দেবৈ। তখন উপায় না দেখে ও ই একপুরুষঘাতিনী টা বাগিয়ে নিতে বলছিল। ঘটোৎকচের জ্বালায় অস্থির হয়েও মারে নি। কিন্তু দুর্যোধন বলতে আর কী করে।
nk | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:২০ | 151.141.84.194
সুইসাইড স্কোয়াডেরটা ঠিক হয়েছে। বানান মনে হয় সংশপ্তক। ঃ-)
nk | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:১৯ | 151.141.84.194
ইন্দ্র নিজের ছেলে অর্জুনকে মারার বাণ দিয়ে গেল????
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:১৯ | 117.194.101.16
সংশিপ্তক।
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:১৭ | 117.194.101.16
কর্ণ। অর্জ্জুন কে মারবে বলে ইন্দ্র র কাছ থেকে নিয়েছিল কবচ কুন্তল র বদলে।
nk | ১২ ডিসেম্বর ২০১১ ২২:৪৪ | 151.141.84.194
ঘটোৎকচের উত্তরটা একাঘ্নী ও হতে পারে( জেন্ডার বায়াস কমাবার জন্য সেই নামেও অস্ত্রটাকে ডাকা হতো ঃ-)) কার হাতে ছিলো সেটা? সে কার কাছ থেকে পেয়েছিলো? কাকে মারার জন্য রেখেছিলো?
nk | ১২ ডিসেম্বর ২০১১ ২২:৪২ | 151.141.84.194
যাঁরা নিজের শ্রাদ্ধ নিজেরাই করে নিয়ে যুদ্ধে যান, সেই সুইসাইড স্কোয়াডের যোদ্ধাদের মহাভারতে কী নামে উল্লেখ করা হয়? ঃ-)
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২২:৩৩ | 117.194.104.243
আমার খুব প্রিয় গানঃ
Bratin | ১২ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 117.194.104.243
kc দেশে আসছো কবে?
kc | ১২ ডিসেম্বর ২০১১ ২২:১৯ | 178.61.96.29
বিমান বসুর ফোনই নাই। দায়িত্ব নিয়ে বলছি। কারাতবাবুদের খবর জানিনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন