এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:২১ | 59.93.241.121
  • ঘটনাস্থলে গেছিল তো শুধুমাত্র শুভজিত।
  • kd | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:১৯ | 59.93.222.184
  • ছেত্রী সাহেব দেখলুম FRCC (USA)। অর্থ কী? কোনদিন শুনিনি (সে তো অবিস্যি অনেক কিছুই শুনিনি)।
  • Santanu | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৪ | 92.99.202.29
  • দিদি এসব কি বলছেন / বলেছেন ওখানে দাড়িয়ে!!! আগের সরকার এদের জমি দিয়েছিল, সেটা আমরা দেখে নেব, সরকারী হাসপাতাল গরীব, সেখানে এরকম কিছু হলে বুঝি তাদের অনএক অসুবিধা আছে, কিন্তু এতা costly হাসপাতাল!!!
  • q | ০৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৯ | 61.12.12.84
  • এদিকে AMRI মেইন বিল্ডিংয়ে দুজন রোগী বিনা চিকিৎসায় মারা গেলেন।
  • siki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৪:১৯ | 122.177.158.47
  • রাজদীপের এসেমেস পেয়ে এতক্ষণে টিভি খুললাম।

    শালা শুয়োরের বাচ্চার দল! ... এর বেশি কিছু লিখতে পারছি না।
  • fevi | ০৯ ডিসেম্বর ২০১১ ১৪:১২ | 77.57.174.244
  • আমরী-র বোর্ড অফ ডিরেক্টর্স-

    Prof. (Dr.) Soumendra Nath Banerjee Chairman
    Prof. M. K. Chhetri Managing Director
    Mr. R S Agarwal
    Mr. R S Goenka
    Mr. S K Todi
    Mr. Aditya Agarwal
    Mr. Prashant Goenka
    Ms. Priti Sureka
    Mr. Ravi Todi
    Mr. Manish Goenka
    Mr. Rahul Todi
    Mr. D N Agarwal Executive Director


    কে কি করবে এদের?
  • de | ০৯ ডিসেম্বর ২০১১ ১৪:০৭ | 180.149.51.67
  • প্রশাসন বলে কিছুই তাহলে নেই আর -- সমস্ত কেঅস যদি মাইক হাতে মুখ্যমন্ত্রীকেই সামাল দিতে হয়! এইবার কিছুদিন আবার দমকলমন্ত্রীর সার্প্রাইজ ভিজিট চালু হবে হয়তো, বা দমকল-দফতরও নিজের হাতে নিয়ে নেবেন!
  • ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১৪:০১ | 202.91.136.71
  • হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রীর - আবাপতে লিখেছে।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫৯ | 220.227.106.153
  • এমডি তো দেখছি সেই প্রবাদপ্রতিম ডাক্তার

    http://www.amrihospital.com/about/md_desk.php

    ইমামির মালিককেও এখনই গ্রেপ্তার করা হোক
  • gandhi | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫৭ | 203.110.243.22
  • সুমন টাকে কেলানো উচিত ... যেন সিনেমা দেখছে... চ্যাংড়ামি..
  • q | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫৫ | 61.12.12.84
  • AMRI ওদের সাইট থেকে বোর্ড অব ডিরেক্টরদের নামগুলো সরিয়ে নিয়েছে।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:৪৪ | 220.227.106.153
  • মাইক নিয়ে খেদাচ্ছেন , পুলিসমন্ত্রীর সামনেই রোগীর আত্মীয়দের ওপর পুলিস লাঠি চালাচ্ছে সেটা নাকি "লেগে থাকা" ।

    সত্যি !
  • fevi | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:৩০ | 77.57.174.244
  • তারানন্দর সুমন বেনিয়াগিরী করে যাচ্ছে। ধিক।

    (বাকী চ্যানেলগুলো দেখতে পাচ্ছ না যদিও)
  • Suvajit | ০৯ ডিসেম্বর ২০১১ ১৩:২৭ | 115.117.235.12
  • এইমাত্র ফিরলাম। লোকের কান্না আর সহ্য করা গেল না। পঞ্চাননতলার চেনা ছেলেরা বার বার বলল, শুয়োরের বাচ্চারা ওদের ভোরবেলা ঢুকতে দেয় নি। সেই সময়ে প্রায় ৫০ জন লোকাল ছেলে ছিল, ওদের ঢুকতে দিলে ওরা পেশেন্টগুলোকে বের করে আনতে পারত।
    এখনে বলা হয়ত খুব শ্রুতিকটু হবে কিন্তু মমতা যেভাবে সকাল থেকে লেগে রয়েছেন, তাতে যে প্রচন্ড ক্যাওস হতে পারত তার অনেকটাই সামলানো গেছে। ক্যাওস এখনো আছে। কার বডি কোথায় শিফট হয়েছে সেই বোর্ডটাই এই কিছুক্ষণ আগে লাগানো হল।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:৩৬ | 117.194.36.60
  • পালিয়ে গেছে কিনা আমি জানিনা। আগুনের হাত থেকে বাঁচতে স্থান পরিবর্তন করেছেও হতে পারে।

    এই নিয়ে আর কিছু লিখবনা ভেবেও লিখে যাচ্ছি। এমনিতেই মাথা তুলতে পারছিনা, তার মধ্যে এইসব।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:৩৫ | 144.160.98.31
  • absurd, ঈশানের ১২ঃ২১ পিএম-এর পরিপ্রেক্ষিতে। যখন দমকল-কে খবর দিয়ে আর প্যারালালি লোকাল মানুষজন ডেকে রেসকিউ শুরু করার কথা, তখন পুরো উল্টো কাজ - অবাস্তব একটা সিনেমা দেখছি মনে হয়। আর 'বডি' কাউন্ট ২০ থেকে শুরু হয়ে চোখের সামনে ৭০-এ পৌঁছে গেল
  • Bratin | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:২৪ | 122.248.183.1
  • আমি টিভি দেখি নি। চাবি নিয়ে পালিয়ে গেছে নাকি? ছি ছি।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:২১ | 117.194.36.60
  • লেখার কি অছে।

    আগুন লাগার পর ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। সব দরজায় তালা মেরে দেওয়া হয়। ধোঁয়া বাড়ার পর সিকিউরিটি চাবিসহ বিল্ডিং ছেড়ে পালায়। যারা হাঁটতে চলতে পারেন, তারা বেরোনোর চেষ্টা করেও পারেননি। আর যারা পারেননা, তাদের কথা বাদই থাক। টিভিতে দেখলাম, এক মহিলা কাঁদছেন, আমার আত্মীয় অর্থোপেডিক পেশেন্ট, চলাফেরা করতে পারেন না, তাঁর কোনো খবর পাইনি -- এই বলে।

    আমি টিভি বন্ধ করে দিয়েছি। অসুস্থ লাগছে। এই পৃথিতেই থাকি এবং থাকব। খামোখা অসুস্থতা বাড়িয়ে লাভ কি।
  • Bratin | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:১৭ | 122.248.183.1
  • সত্যি এই ভাবে যে আমরা বেঁচে আছি সেটাই অবাক কান্ড!!
    ঃ-((
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:১২ | 122.167.244.76
  • নতুন কিছু না। উনি সংসদে বসে আছেন, মন পড়ে আছে কোলকাতার রাস্তায়। এইসব আর কী।
  • fevi | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 77.57.174.244
  • কি লিখছে ডেরেক?
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:০৬ | 122.167.244.76
  • হসপিটালে কর্তৃপক্ষের কেউ নেই, গ্রেপ্তারি এড়াতে সবাই পালিয়েছে।
    এখানে কারুর টুইটার খোলা থাকলে ডেরেককে একটু ফলো কর।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১২:০০ | 122.167.244.76
  • হসপিটাল কর্তৃপক্ষ পলাতক।
  • Du | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৮ | 117.194.194.241
  • ফ্ল্যাটে আমার শসুর শাশুড়ি লোহার কোলাপসিবল গেটে তালা দিয়ে শোন চোরের ভয়ে। মানে ফ্ল্যাটের সবাই তাই করেন। এটা আমার কাছে একটা প্যানিকের ব্যাপার কিন্তু সল্যুশন নেই কারন চোর/ডাকাতের ভয়টাও বাস্তব।
    তবে এদের ক্ষেত্রে সেটা খাটে না -- সিকিউরিটি তো আছে।
  • kumu | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৭ | 122.176.32.39
  • ভাবা যায় না,রোগীদের মধ্যে শিশু,বৃদ্ধ,চলৎশক্তিহীন সব রকমই রয়েছেন।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৬ | 122.167.244.76
  • সেটাই ফরিদা। সবাই মিলে যদি একসঙ্গে রুখে উঠতে পারতাম, না কিছুতেই এইভাবে বাঁচব না আমরা!
  • pharida | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৩ | 61.16.232.26
  • কিছু গ্রেপ্তার, শোকস্তব্ধ পরিবারবর্গের বাড়িতে নেতা নেত্রীদের ভিড়, কাগজে দু একটা পরিবারের মর্মস্পর্শী প্রতিবেদন। নানান মহল থেকে ঢালাও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ, নব্বই দিনের মাথাতে রিপোর্ট পেশ, সেই রিপোর্টের বিরোধিতা, আরো তদন্ত, আদালতে মামলা, তারিখ, মাস, বছর, গ্রেপ্তার হওয়া কিছু জীব ততদিনে স্বাস্থ্যের কারণে হাসপাতল ঘুরে জামিন টামিন পেয়ে গেছে....

    .... ফের আরেক বিপর্যয়।

    জন্মে ইস্তক দেখে আসছি। তাও কোনোদিন কিছু করিনি - ঘেন্না - নিজের ওপরেও।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 72.83.83.28
  • ফায়ার এক্সিট বন্ধ রাখা হত একশো বছর আগে।



    এর পর থেকেই সব জায়গায় এনিয়ে কড়া নির্দেশ আসে। সেটা খোলা রাখার।

    বাংলাদেশে হল গত বছরে।
    লোকজন সব ৯-১০ তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিলেন।

    আর আমাদের দেশে এখনো রাখা হয়। এসব কিছুর পরেও।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৪০ | 72.83.83.28
  • বডি ই তো । ৬০-৭০ সবই খালি কাউন্ট।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 220.227.106.153
  • ৭০ ছাড়িয়ে গেল
  • de | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৫ | 203.197.30.4
  • সর্বত্রই একই অবস্থা, সচেতনতার অভাব! আমাদের আপিসেও ফায়ার ড্রিল হয়, মক অ্যালার্ম ইত্যাদী হয় নিয়ম করে অথচ যেদিন আগুন লাগলো -- অ্যালার্মই বাজলো না, বাইরে আগুন লেগে গ্যাছে, যতক্ষণ অব্দি না সাফোকেটিং লাগলো, বুঝতেই পারিনি কিছু হয়েছে! পরে দরজা ঠেলে বাইরে এসে দেখি কালো ধোঁয়ায় ভর্তি চারিদিক, বেরোবার রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না, সব আলূ বন্ধ, কোনমতে হাতড়ে হাতড়ে বেরিয়েছিলাম!
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৪ | 122.167.244.76
  • পাই, আমি যেখানে থাকি সেই পাড়ায় পনেরোটা বিল্ডিং কুড়ি তলা করে উঁচু, প্রতি তলায় আটটা করে ফ্ল্যাট। সবকটার ফায়ার এক্সিট তালাচাবি দিয়ে বন্ধ থাকত। চাবি থাকত আমাদের বিল্ডিং থেকে হেঁটে দশ মিনিট দূরের একটি বিল্ডিংয়ের নীচের মেনটেন্যান্স আপিসের নীচে। প্রায় পাঁচ বছর ধরে বিল্ডারের সঙ্গে ঝগড়া করে তবে সেই চাবি উদ্ধার করা গেছে কিছুদিন হল।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩ | 144.160.98.31
  • ফরিদা, ঐ ঘটনাটার কথা জানি, অন্য অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ও। ঠিকই বলেছ তুমি।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:৩০ | 122.167.244.76
  • হাসপাতাল কতৃপক্ষকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কম করেও ষাটজন মারা গেছেন।
  • ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২৭ | 202.91.136.71
  • এটা আমাদের অফিসের কথা পাই।

    মাঝে মাঝে মক ড্রিল এক্সারসাইজ হয় অবশ্য।
  • pharida | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২৫ | 61.16.232.26
  • বেশিদিন হয় নি তো, মনে পড়ে সেই এক ব্যাঙ্কের বেসমেন্টে জেনেরেটরের ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজন সিকিউরিটি গার্ডের মারা যাওয়ার খবর - পরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল তাদের গেটের চাবি খুঁজে পাওয়ার চেষ্টা।

    অরণ্য, দেখা উচিত - সবার দেখা উচিত এইসব - দেখে রাগে ঘেন্নায় ফেটে ওঠা উচিত। এখনই।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২৪ | 220.227.106.153
  • এই লেকচার গিন্নিটি রেলমন্ত্রী থাকাকালীন পার্ক স্ট্রীট অগ্নিকান্ডের সময় বলেছিল ভিড় তো হবেই ! মানুষ তো আসবেই

    আর এখন মাইক হাতে কুকুর খেদানোর মত আচরণ করছে , "বডি"র ফান্ডা দিচ্ছে
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২৪ | 72.83.83.28
  • মানে ! ফায়ার এক্সিট ডোরটা পুরো সময়ে বন্ধই ছিল !!
  • de | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২২ | 203.197.30.4
  • ওটাই এদের লেভেল অব ইনটেলিজেন্স -- ভেবেছে বোধহয় দরজা বন্ধ করে রাখলে আগুনও বন্ধ থাকবে। একে এখনো অ্যারেস্ট করেনি?
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:২০ | 122.167.244.76
  • ফায়ার সেফটি তো ছেড়েই দাও। মানুষের তো একটা মিনিমাম কমনসেন্স থাকা উচিৎ। আগুন লাগলে কেউ দরজা তালাবন্ধ করে দিতে পারে? একটা চারবছরের বাচ্চাও জানে ধোঁয়া বেরোলে জানলাদরজা খুলে দিতে হয়।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৮ | 220.227.106.153
  • ইমামি আর শ্রাচি গ্রুপ হচ্ছে এদের মালিক

    এই বেসমেন্টে ইলেকট্রিকাল সুইচগিয়ারের পাশে ডিজেল রাখা কোম্পানীর মালিকদের এখনই গ্রেপ্তার করা হোক এখনই
  • ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৮ | 202.91.136.71
  • * তালা
  • ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৮ | 202.91.136.71
  • ওডিসির ফায়ার এক্সিট ডোরটা এখনো তালাবন্ধ, সিকিওরিটির নামে। আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বাজবে, সিকিওরিটি গিয়ে চাবি খুঁজবে, তাল খুলবে - পুরোটাই ওয়েল ডিফাইনড প্রসেস।
  • de | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৬ | 180.149.51.67
  • ফায়ার সেফটি নিয়ে মিনিমাম সেন্সেরও এতো অভাব -- হসপিটাল, বড় বিল্ডিং, শপিং মল -- সর্বত্রই এক অবস্থা।
  • prateek | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৬ | 180.151.34.130
  • জ্যোতিষে অংক দেখুন, চ্যানেলে চ্যানেলে বুলশিট শুনুন আর রোজ নিরীহ মানুষকে মরতে দেখুন;আর কি করার আছে আমাদের!

    পাইয়ের যেমন প্রশ্ন, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে কিনা হাসপাতালে?
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৪ | 68.38.243.161
  • গণহত্যার ক্লিপিং গুলো বোধহয় না দেখাই ভাল, আমি তো এটাকে গণহত্যাই বলব।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১৩ | 72.83.83.28
  • হ্যাঁ, মানুষ এদের কাছে 'বডি' মাত্র। টাকা জেনেরেট করা বডি। বডির থেকে টাকা জেনেরেট করো।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১২ | 122.167.244.76
  • না এখন তো গেট খুলেইছে, দমকলের ২৫টা গাড়ি আছে। কিন্তু তার আগে অব্দি কাউকে ঢুকতে দেয় নি। ছেলেরা কাঁচের জানলা ভেঙে ঢুকেছে। রোগির বাড়ির লোকজনদের হাত লাগাতে হয়েছে, নিজের লোক চিনে নিয়ে সেই "বডি' টেনে বার করতে।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:১০ | 122.167.244.76
  • হ্যাঁ অরণ্য, এই অ্যাপোলো হসপিটাল, রুবি হসপিটাল, ওকহার্ট এগুলো শুদ্ধু মানুষকে আটকে রেখে তার পরিবারের থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার যন্ত্র।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৯ | 72.83.83.28
  • নাঃ ঐ দৃশ্যের সাথে 'বডি' সংক্রান্ত ঐ ডায়লগগুলো নেওয়া যাবেনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত