এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:২২ | 14.99.24.254
  • জোক একবার পড়েই অবস্থা কাহিল হয়ে যায়। আবার গীতা'র সঙ্গে?
    এম্নিতে যদিও কুন্দুবাবু আমার বিশেষ প্রিয় ! তবে জোক দিয়ে শুরু করেছিলাম বলে বহুকাল কুন্দেরা ছুঁই নি। ভারী মরবিড। তাছাড়া তখনো বেশ প্রেজুডিসড ছিলাম। আমি লাল পাট্টির সমালোচনা করছি, বেশ করছি-অন্যে কেন করবে- এইরকম ভাব ছিল।
    এইজন্যে Ten thousand miles under the cloudless sky একটু চাপ হয়ে গিয়েছিল। তাই নিয়ে দম ও রঞ্জনদা'র সঙ্গে মতান্তর হয়। এখন হলে দিব্যি মেনে নিতাম।
    তবে এখনো বোধ হয় কিছু মায়া রহিয়া গিয়াছে। কোথাও ঘন্টা বাজে।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:২১ | 198.82.27.213
  • চাপ নেই? বলে কি!
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:২০ | 59.93.163.45
  • কিসের আবার চাপ?
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 198.82.27.213
  • আছি আছি। হেব্বি চাপ। মিনিদির বলা সিনেমাটা দেখিনি। দেখে নেবো।
  • kk | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:১৪ | 76.114.73.71
  • এই তো।
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:১৩ | 59.93.163.45
  • সবাই কৈ গেল?
  • ppn | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:০৪ | 112.133.206.18
  • অন্যের ঝেড়ে পড়েছি। পিডিএফ পড়ে আর সে মজা কোথায় দাদা!
  • kc | ০৭ ডিসেম্বর ২০১১ ০০:০০ | 178.61.96.29
  • ইপিস্তার বায়োগ্রাফিটা আমার কাছে পিডিএফ আছে। পয়সা বেশী না হলে পিডিএফ পড়াটা বুদ্ধিমানের কাজ।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৮ | 178.61.96.29
  • ইন্দো একটা চন্ডালিয় সাজেশন দেই। গীতা যখন পড়বা, তখন ওটার সঙ্গে মিলিয়েমিশিয়ে কুন্দেরার জোকটাও আরেকবার পড়বা। বেশ অন্যরকমের ভাল লাগবে।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 14.99.24.254
  • ফ্লিপকার্টে ইপিস্তোর বায়োগ্রাফি পাওয়া যাচ্ছে। Life of Pi. সে নাকি আবার ম্যান বুকার প্রাইজ পেয়েছে।
  • maximin | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৬ | 59.93.163.45
  • The Bride Wore Black নামটা বিশেষ করে মনে আছে।
  • maximin | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫ | 59.93.163.45
  • দেখতাম একসময়ে।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৫৪ | 198.82.27.213
  • তোমরা কেউ ত্রুফোর সিনিমা দ্যাখো? আমি কাল ফোর হান্ড্রেড ব্লোজ দেখলাম। ভালো লেগেছে।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৭ | 178.61.96.29
  • কেচেছে। এবার শুকোতে দেবে।
  • maximin | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৬ | 59.93.163.45
  • টই কাজ করছে না। পোস্ট হাওয়া হবেনা তো? লিখলাম অনেকক্ষন ধরে।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪৫ | 14.99.24.254
  • টই কই?
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৪২ | 14.99.24.254
  • হ্যাঁ, তবে এই চার্বাক আমাদের চেনা নাস্তিক চার্বাক বোধ হয় নন। আর ওঁকে যুধিষ্ঠির ঠিক মারেন নি, সমবেত ব্রাহ্মণরা ভস্ম করেছিলেন।
  • kk | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩৬ | 76.114.73.71
  • পাই, একদম ঠিক। তোমার মাস্টারমশাইয়ের মেয়ের সাথে আমি কেরিয়ার সুইপ করে নিতে চাইবো। এনি ডে। অবশ্য আমি ওঁর সাথে পুরো একমত। নিত্যনতুন পেস্ট্রি ডিজাইন করা খুবই চাপের কাজ। প্রোফেশন্যাল ডেজার্টমেকিং খুব ফিজিক্যালি ও মেন্টালি ডিমান্ডিং কাজ। আমি বাড়িতে অবসর সময়ে বানানো চকোলেটচীপ কুকি, বা সুপারমার্কেট আর চেনস্টোরের বেকারির কিটকিটে মিষ্টি লাল-নীল ফ্রস্টিং ওয়ালা কাপকেক কি ওভারবেকড্‌ ওয়ান নোটের টেস্টের কেকের কথা বলছিনা। সিরিয়াস পেস্ট্রী আর্ট্‌সে অত্যন্ত প্রিসাইজ সায়েন্সের স্কিল আর ইম্যাজিনেটিভ ক্রিয়েটিভিটি দুটোই খুব বেশি পরিমানে লাগে। যদি রন বেন ইজরায়েলের ফ্লেভার প্রোফাইল বা ক্রিস রাসামের কেক ডিজাইন, অন্তত পক্ষে কৌশিক চৌধুরির শ্যুগার স্কাল্পচার দেখে থাকো তাহলে বুঝতে পারবে কি বলতে চাইছি।

    যাক গে, আলোচনার সুর কেটে দেবার জন্য দুঃখিত। ব্যাক টু মহাভারত।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 14.99.24.254
  • যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক শুরুই হয় চার্বাকের শিরশ্ছেদ দিয়ে, মনে রেখো। রামের যেমন শম্বুক হত্যা।
  • kk | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 76.114.73.71
  • 'থ্যাংকস ফর দি খোঁচা' তো ভূস্বর্গ ভয়ংকরে।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৪ | 14.99.24.254
  • "মন্দবুদ্ধি দুর্যোধনও এই নিষ্কন্টক রাজ্য ভোগ করেছে কিন্তু আপনাদের কাছে সে কোনো অপরাধ করেনি'... পরিশেষে শাম্ব নামে এক বাগ্মী ব্রাহ্মণ ধৃতরাষ্ট্রকে বললেন... রাজা দুর্যোধনও আমাদের প্রতি কোন দুর্ব্যবহার করেন নি। আমরা তাঁকে পিতার ন্যায় বিশ্বাস করে সুখে ছিলাম...'

    তবে ছেলের সৎকারের সময় নয়, বনগমনের সময় বলেছিলেন ধৃতরাষ্ট্র।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:১৭ | 198.82.27.213
  • হুঁ এইটে ইন্টেরেস্টিং বটে। রাজা হিসেবে দুজ্জোধন আর যুধিষ্ঠিরের তুলনা করলে কে বেশি ভালো?
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 14.99.24.254
  • দুর্যোধনও নাকি ভালো রাজাই ছিল? ধৃতরাষ্ট্র যে ছেলের সৎকারের সময় চোখের জল ফেলতে ফেলতে সমবেত প্রজাদের বলেছিলেন- সে যত পাপীই হোক না কেন, আপনাদের প্রতি কোন অন্যায় করে নি- এবং প্রজারাও তো তাতে সায় দিয়েছিল !

    দাঁড়াও, কোট করে দিচ্ছি।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:০৬ | 198.82.27.213
  • ভালো রাজা আদপে দেশের পক্ষে খারাপ। গণতন্ত্র আসতে দেরি হয়। সেই হিসেবেও আমি দুজ্জোধনকেই প্রেফার করবো।
  • nk | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:০৪ | 151.141.84.194
  • এক প্রপিতামহস্থনীয় ভদ্রলোকের দুই পক্ষ ছিলো। প্রথম পক্ষে এক ছেলে, দ্বিতীয় পক্ষে অনেক হয়েছিলো, বেঁচেছে মাত্র একটা ছেলে।
    এখন ফিরে দেখলে বলতে হয় খুবই বাঁচা বেঁচেছে সে সংসার, সব ছেলে (ধরা যাক ৭ কি ৮ জন)থাকলে কুরুক্ষেত্র হয়ে যেত। ঃ-)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:০১ | 173.161.6.201
  • ইচ্ছে দেখতে কেউ ইচ্ছুক হলে -
  • nk | ০৬ ডিসেম্বর ২০১১ ২৩:০০ | 151.141.84.194
  • যে ব্যাটা ইন্দ্রপ্রস্থের ঐ মায়াযাদু প্রাসাদ কেড়ে নিয়েও কোনো এনজয় করতেই পারে না, সে আর সিংহাসনে বসেই বা কী করতো? আকাইয়া দিশা দুর্যোধনের, মানে চোখের খিদে। ঃ-)
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৫৯ | 198.82.27.213
  • অন্যদিক থেকেও তো তাই। গদিটা তো ধৃতরাষ্ট্ররই পাওনা ছিলো প্রথম থেকে।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৫৭ | 14.99.24.254
  • সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু গদি'র ওপরে দুর্যোধনের স্টেকই বেশী।
  • nk | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৫৩ | 151.141.84.194
  • আরে কুন্তীর খানিকটে তো আছে, তাতেই ঢের। প্রতিপক্ষ দাঁড় করিয়ে প্লট ঘোড়েল করা করা নিয়ে কথা ব্যসদেবের,সেই কার্য উদ্ধার হয়ে গেছে।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 14.99.24.254
  • তাও যদি ঠিকঠাক কাজিন হত! কারো গায়ে পাণ্ডু'র রক্ত নেই।
  • nk | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৪৯ | 151.141.84.194
  • ব্যাসদেব তবু কাজিন দিয়ে যুদ্ধটা সেরে দিলেন, নইলে অবস্থা আরো ঘোড়েল হোতো। ভাই ভাইয়ের ঘাড়ে কোপ দিতো।
  • nk | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৪৫ | 151.141.84.194
  • একশো ছেলে কি সোজা কথা? শত্রুপক্ষ হিসাবে পান্ডবেরা না থাকলে এরা নিজেরাই তিন চার দলে ভাগ হয়ে মারামারি করতো।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:৩৯ | 14.99.24.254
  • এইমাত্র একজন মানুষের সঙ্গে কথা হচ্ছিল। মানে তিনিই বলছিলেন। গীতা'র সেই প্রথম শ্লোক-ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যোদ্ধা-যুযুৎসুগণ কী করছেন? কী করছেন কৌরব ও আমার আত্মীয়গণ? কী করছেন পাণ্ডবরা? শোনাও, হে সঞ্জয়-বললেন ধৃতরাষ্ট্র। টীকাকার প্রশ্ন করছেন ( এই টীকাকার চৈতন্যের সহপাঠী, চৈতন্যের ভয়ে ইনি ব্যাকরণ নিয়ে স্পেশলাইজ করেন নি-নাম মধুসূদন কাব্যালঙ্কার কি?), -ধৃতরাষ্ট্র পাণ্ডবদের নাম আলাদা করে উল্লেখ করলেন কেন, তাঁরাও কী তাঁর আত্মীয় নন? এবং তিনি নিজেই তার উত্তর দিচ্ছেন-তবে কী ধৃতরাষ্ট্র ইতোমধ্যে দুর্যোধনের কাছে পাণ্ডবদের মৃত্যুপরোয়ানায় যে সই করে দিয়েছেন, তার মাধ্যমে পাণ্ডবদের আত্মীয়তা তিনি অস্বীকার করে ফেলেছেন এবং সেই বিষাদ , বেদনা, অপরাধবোধ ও সত্যস্বীকারের ফল তাঁর এহেন বচন?

    শুনে বড় মন ভরে গেল।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 129.74.191.152
  • আই সেকেণ্ড কেসি।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:২৪ | 178.61.96.29
  • ইন্দো, অবশ্যই এক ও একমাত্র উদ্বোধন।
  • I | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:১৬ | 14.99.24.254
  • সটীক ও সব্যাখ্যা গীতা-র কোন ভার্সনটা রেকমেন্ড করেন গুরুবোন-ভায়েরা? গীতা পড়তে ইচ্ছে করছে খুব।
  • sda | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:০৪ | 112.79.39.44
  • আমারো। ওনারা এখন স্ক্যান করা বইএর ও কপিরাইট নিচ্ছেন। পোষালো না।
    ফোরামে বলতেই পত্রপাঠ ব্যান।
  • sda | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৫৮ | 112.79.39.44
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৫৭ | 198.175.62.19
  • আমারো
  • ppn | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৪৭ | 112.133.206.18
  • pathagar.net-এ আমার আইডি ডিজেবল করে দিয়েছে। ঃ(

    আর কারো এমন হয়েছে?
  • ppn | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৪৫ | 112.133.206.18
  • ডায়ালগটা মনে পড়ল। কিন্তু কোন গল্প ভুলে গেছি। শেষের দিকের ফেলুদা হলে তো আরো পারব না।

    কৈলাসে কেলেঙ্কারি?
  • aka | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৩৯ | 168.26.215.13
  • দুর আমি তো সবকটা ফেলুদা পড়েছি তাও পারব না।
  • Ho | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:৩৭ | 59.93.247.43
  • ৫ঃ৩৪ এর কোশ্নোটা এখনো উত্তরহীন পড়ে আছে। দেখি কে পারে, কে কত ফেলুদা পড়েছে। ছি-অভিশাপ তো সবাই পারে।
  • Ho | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:১৫ | 59.93.247.43
  • কিন্তু নেতু, ছরি নেত্যকাকা, একদিন কইল না, ডিয়েলেফাইবিয়েমে আইসি। বোতিন্দার সহিত ব্যাটেবলে হইল। সো আমি থিংক করিলাম কি, নেতু, ছরি নেত্যকাকা, ইজ ইন আইবিয়েম। তুমি তবে ইলেক্টিক্টিকের নোক???

    বাই দ্য ওয়ে, হোয়াট হ্যাপেন্ড টু মিনিদি? ওনলি ইন টই, নট ইন ভাটবাজার? হোয়াইইই?
  • achintyarup | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:১১ | 115.111.248.134
  • হ্যাং
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১১ ২০:৫৪ | 198.175.62.19
  • উফ, হ্যাং নয়, হ্যাঁ
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১১ ২০:৫৩ | 198.175.62.19
  • হ্যাং, লুঙ্গীবিষয়ক এক্সক্লুসিভ একটা টই খুলতে হবে।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১১ ২০:৪৮ | 178.61.96.29
  • হুতো, 08:45 PM অসাধারণ, খুব সুন্দর। টইয়ে রেখে দাও।
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১১ ২০:৪৫ | 198.175.62.19
  • দুখানা লুঙ্গী যদি পাই
    একখানা পরি
    অন্যটিতে টাকা বেঁধে নিয়ে যাই ছাঁদা
    যেমন বেঁধেছে অতীতে
    ফলারে লোকেরা
    দুখানা টাকাও যদি পাই
    রাস্তার ধারে বসে খাই
    চা, বুঝে নিই হাঁসেদের মাঝে
    কিরূপ সুখেই থাকে আকুল বকেরা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত