এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pharida | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৯ | 61.16.232.26
  • ব্যাং, তাও "ভদ্রলোক" বলেছে - মানুষের মতো দেখতে তো ঐ জীবগুলো !!

    অক্ষম ঘেন্না লাগছে।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৮ | 72.83.83.28
  • ওখানে আর কেউ গেট খুলে দিতে বলছে না !! মানে, মিডিয়া কি কোন পার্টির কেউ ?

    এখনো কী বলে আটকে রাখে !
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৮ | 122.167.244.76
  • পাই, তাও তো ব্যাংদির পোস্টগুলো পড়ছিস শুধু। কীভাবে, কী উপায়ে মানুষগুলোকে বার করছে দমকল সে দৃশ্য যদি দেখতিস! ঈশান ঠিকই বলেছে, দাঁতে দাঁত চেপে দেখে যাওয়া ছাড়া আর কিছু করার নেই।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৭ | 68.38.243.161
  • সুপার স্পেশালিটি না মুন্ডু। ভারতে অন্য প্রদেশে কি হয় জানি না, কলকাতায় এই AMRI, APOLO এরা সব জাস্ট টাকা খ্যাঁচার মেশিন। রোগী মারা যাচ্ছে, তখনও গাদা খানিক টেস্ট অর্ডার করছে, বিলের সব টাকা না মেটালে বডি দেয় না - ভয়াবহ অভিজ্ঞতা আমার এদের সম্বন্ধে।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 122.167.244.76
  • পাই আমার ১০ঃ৫৩ দ্যাখ। ভদ্রলোকের নাম যদ্দুর মনে পড়ছে মানসমুকুল।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৫ | 72.83.83.28
  • আর যে পুলিশ এই অবস্থায় লাঠি চালায় তাদেরও।
    তবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই চালাচ্ছে নিশ্চয়।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৩ | 72.83.83.28
  • ওঃ,ব্যাংঅদির পোস্টটা পড়লাম।একে তো সবার আগে জেলে ঢোকানো উচিত !
  • de | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০৩ | 180.149.51.67
  • :! কি সাংঘাতিক!

    আমাদের দেশে বেঁচে থাকাটাই যেন কেমন "বাই চান্স" হয়ে যাচ্ছে দিনে দিনে, এমতাবস্থায় চ্যানেলে চ্যানেলে বাবা আর জ্যোতিষীরাই ভরসা!
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১১:০২ | 72.83.83.28
  • দরজা আটকে রাখছে কার নির্দেশে !!
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৯ | 68.38.243.161
  • ঈশান, জানি। আমারই ভুল প্রশ্ন।
    তবে দেশে তো যে কোন দুর্ঘটনায় স্থানীয় মানুষেরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে, সেখানে বস্তির লোকেদের কেন ঢুকতে দেয় নি কে জানে - হয়ত যদি জিনিসপত্র লুঠপাট করে সেই ভয় - কিছুই বলার নেই, আগে গেট খুলে দিলে আরও কটা লোকের প্রাণ বাঁচত।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৭ | 122.178.205.221
  • বক্তৃতার ধারাভাষ্য দেওয়া ছাড়া আর কীইবা করতে পারি!
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৪ | 122.178.205.221
  • ভিড়টা একটু কমান, ভিড়টা একটু কমান। এভাবে প্রেশার দেবেন না। এভাবে প্রেশার দিলে কাজ্‌কম্মো চালানো যাবে না।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫৩ | 122.178.205.221
  • কর্তৃপক্ষের একজন জানালেন, তিনি রাতেই খবর পেয়েছিলেন, ওনাকে হাসপাতাল থেকে জানানো হয়েছিল, আগুন লেগেছে, উনি বলেছেন ""গেট বন্ধ করে দাও''।
    আগুন লাগলে গেট বন্ধ করে দিতে হয়, এটা যিনি বলতে পারেন, তিনি পাগলাগারদে না থেকে, একটা হাসপাতাল চালানোর মত অবস্থায় আছেন, এটা জানার পর থেকে কেমন একটা হয়ে গেছি।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫১ | 220.227.106.153
  • এরা নাকি আবার The Week পত্রিকার বিচারে ভারতের দুনম্বর সেরা সুপার স্পেশালিটি হসপিটাল !

    http://www.amrihospital.com/ এই লিংকের পপ আপ তাই তো বলছে !!
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫০ | 122.178.205.221
  • পুলিশ লাঠি চালাচ্ছে মূলতঃ পেশেন্টের বাড়ির লোকজনের উপর, যারা নিজের লোকের একটা খবরের জন্য ওখানে ৪-৫ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৫০ | 68.38.243.161
  • ভাল লাগে না, সব কেমন যেন অদ্ভুত, উদ্ভট লাগে
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৮ | 122.178.205.221
  • এখন বেসমেন্ট থেকে দমকে দমকে ধোঁয়া বেরোচ্ছে। তারানন্দর সুমন-ও প্রবল কাশছে রিপোর্ট করতে করতে।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৮ | 117.194.36.60
  • ভারতে রেসকিউ প্রসেস বলে কিছু হয়না। বস্তির ছেলেরা ভেঙে ঢুকেছে। কর্তৃপক্ষ দরজা বন্ধ করে দিয়েছেন। দমকল দড়ি বেঁধে লোক নামাচ্ছে। আত্ম্যীয়রা ঝগড়া করে ভিতরে ঢুকে "বডি' আনছেন। দমকল জল ছিটোচ্ছে। পুলিশ লাঠি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী লেকচার দিচ্ছেন।

    কতজন মারা গেছেন কাল জানবেন। ভেবে লাভ নাই। আর জেনেই বা কি হবে।
  • pharida | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৭ | 61.16.232.26
  • আমার এক বন্ধু, ডাক্তার, ভেতরেই আছে - খানিক আগে জেনেছিলাম নিরাপদে আছে - আমি আশা নিয়েই আছি।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৫ | 122.178.205.221
  • হ্যাঁ অরণ্য, এখনও উদ্ধার চলছে। টিভিতে দেখাচ্ছে। দমকলের লোকেরা এখনও উদ্ধর করার চেষ্টা করছেন, একজন বয়স্ক মানুষকে যেভাবে দড়ি বেঁধে পাঁচতলা থেকে নামানো হল, দেখে শিউরে উঠলাম।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৫ | 117.194.36.60
  • মানে রোগিরা আটকে আছে বললাম।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৪ | 68.38.243.161
  • রেসকিউ প্রসেসটা কি ফলো করছে আর ধোঁয়া কমানোর জন্য কি করছে - কেউ একটু বলবে?
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৪ | 117.194.36.60
  • আছে। তারা জীবিত না মৃত জানা নেই।

    আমি দাঁতে দাঁত চেপে টিভি দেখে যাচ্ছি।
  • el | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৪ | 220.227.106.153
  • কেউ এমন নেই যে মাইক টা কেড়ে নেয়! অসভ্য বর্বর
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪৩ | 68.38.243.161
  • ৫০ জন !!!!
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪২ | 121.241.218.132
  • আস্ত মানুষ কত সহজে "বডি" হয়ে যায়!
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪২ | 68.38.243.161
  • এখনও কি কিছু রোগী ভেতরে আটকে আছে ? বেশ কয়েক ঘন্টা তো হয়ে গেল
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪০ | 122.178.205.221
  • লেকচারেরও কী ভাষা!!
    আপনারা এখানে ভিড় না করে পিজিতে যান, পিজিতে গিয়ে বডিগুলো আইডেন্টিফাই করুন। এখানে ভিড় করবেন না।
    সূর্য্যকান্ত মিশ্রটাও গিয়ে উপস্থিত হয়েছে।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৪০ | 121.241.218.132
  • সাবোটেজ বলে দেননি তো? বিশ্বাস নেই।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৩৮ | 117.194.36.60
  • অন্ততঃ ৫০ জন মারা গেছেন। অন্ততঃ।

    মমতা হাসপাতালের সামনে মাইক নিয়ে লেকচার দিচ্ছেন। অসহ্য।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৩৬ | 117.194.36.60
  • টিভি নেওয়া যাচ্ছে না।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৩৪ | 122.178.205.221
  • যেসব ক্লিপিংস দেখছি, জাস্ট সহ্য করা যাচ্ছে না। পুলিশ আবার লাঠিচার্জ করছে। হাসপাতালের সিকিউরিটির সাহস আর উপস্থিত বুদ্ধি দেখে হতবাক হয়ে যাচ্ছি, আগুন লেগে গেছে, আর তারা বস্তির লোকজনদের ঢুকতে দেবে না!!!
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:৩০ | 68.38.243.161
  • নিয়ম না মানার কথায় ভূপাল গ্যাস ট্র্যাজেডির কথা মনে পড়ল - ইউনিয়ন কার্বাইড - সে তো আরও কত বড় কোম্পানি
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:২১ | 68.38.243.161
  • AMRI-এত পয়সাওলা বড় সংস্থা, তারাও যদি নিয়ম না মানে ....। অবশ্য দেশে কেউই বোধহয় নিয়ম মানে না।
  • Du | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:২০ | 117.194.194.241
  • সত্যি ফ্রী কাϾট্র ।
    দোকানের সামনে পাকা ফুটপাথ তো আছে -- শোকেসগুলো সকালে দোকান থেকে বার করে ওখানে রেখে দাও। আর একতলা পার্কিংএর জন্য ফাঁকা পড়ে থাকবে এ কখনো হয়। ও মাঝে মাঝে এইসব হলে কিছু লোক মরে যাবে। এটা হিসেবে ধরা আছে।
  • kiki | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:১২ | 59.93.195.61
  • আমার বাপের বাড়ীর সামনের রাস্তাটা পাশে দুই বাড়ী দুফুট করে মেরে দিয়েছে, একজন রাস্তার উপরে বাড়ী তুলে দিয়েছে, আরেকজন পাঁচিল। কিছু বলার নেই। বাবাদের কোয়াপারেটিভের বাড়ীটা মানে বিসিরায়ের বাগান বাড়ী দখল হয়ে গেছে। পিছনে যারা থাকতো তারা এদ্দিন হুক করতো। এখন মিটার পেয়ে গেছে। এখানে প্ল্যানিং , নিয়ম এসব মানা মানে অবাক ব্যাপার। হ্যাঁ , আমার বাবার মতো কিছু ভীতু মানুষ নিয়ম মানে।একবার বাবার অফিসে গিয়ে ছিলাম, তো একজন কাকু বললেন তোমার বাবা ঝাড়ুদারের ও আগে এসে পরেন। বলে নিজের মজা করাতে নিজেই খুব হেসেছিলেন।বাবা রিটায়ার করার পর বাড়ীতে ফোন আসতো বিভিন্ন বিষয় মানে কোথায় কি আছে, কিভাবে কি হবে জানার জন্য। এটাই বঙ্গদেশ।যাগ্গে নিজের ফ্রাস্টু আর উজার করে লাভ নেই। যারা বেঁচে আছে তারা তাড়াতাড়ি বিপদমুক্ত হোক।
  • e | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:০৭ | 61.12.12.84
  • বেসমেন্টে মোবিল, ডিজেল এইসব রাখা ছিল। সেখান থেকে আগুন লেগেছে।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:০৭ | 128.231.22.133
  • ফায়ারিং, ফায়ার, একদিনে আর কী কী খবর আসবে কে জানে।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:০৬ | 121.241.218.132
  • না, আগুন নিভে গেছে। কিন্তু ধোঁয়াই এখন কিলার। যাঁরা মারা গেছেন সবাই সাফোকেশনে। আগুন বেজমেন্টের ওপরে ওঠেনি।
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ১০:০২ | 68.38.243.161
  • ভিসি যা লিখছেন, এটা তো জঘন্য অপরাধ। আগুন কি জ্বলছে এখনও?
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৯ | 121.241.218.132
  • কারণ জানি না, কোথাও শুনলাম না। তবে গুদাম হলে অনেক কারণই হতে পারে।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৮ | 121.241.218.132
  • আর স্যাংশনড প্ল্যান এবং অ্যাকচুয়াল বাড়ির মধ্যে বিস্তর ফারাক হওয়াটা তো আম ঘটনা। বেজমেন্টে পার্কিং হওয়ার কথা ছিলো, সেখানে গুদাম হয়েছে।

    তিন আঙুলে টাইপ করতেও অসুবিধা হচ্ছে, অথচ মাথার মধ্যে গজগজ করছে বলে থামতেও পারছি না।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৮ | 128.231.22.133
  • ঐ মাঝরাতে কীকরে আগুন লাগলো জানা গেছে ?
  • aranya | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৬ | 68.38.243.161
  • কি ভয়ঙ্কর।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৬ | 121.241.218.132
  • ঢাকুরিয়ার AMRI যেখানে তৈরী, মানে ব্রীজের ঠিক পাশে, সেখানে একটা দমকল ঢুকলে আরেকটা ঢোকার জায়গা নেই। শুধু ফায়ার অ্যালার্ম/সেফটি নয়, একটা বাড়ি তৈরী করতে গেলে প্ল্যানিং-এর সময়ে যে ব্যাপারগুলো ভাবা উচিত সেগুলো কেউ ভাবে না। ঘনবসতি এলাকাগুলোয় ঘুরলে মনে হবে many such incidents are waiting to happen.
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৫ | 128.231.22.133
  • মানে সব অকেজো ?
  • pi | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫৪ | 128.231.22.133
  • তারানন্দ ? গুলির লড়াই আমি দেখিনি। ভিডিও দেখতে গিয়ে ঐ কিষেণজীর বাহাদুর সিরিজ মার্কা একটা ক্লিপ দেখে আর কিছু দেখতে সাহস করিনি।
  • ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫১ | 122.252.231.10
  • ফায়ার অ্যালার্ম সিসিটিভি সব শুধু নামেই। নিজের অফিসেই দেখছি।
  • Du | ০৯ ডিসেম্বর ২০১১ ০৯:৫০ | 117.194.194.241
  • ছোট হাসপাতাল বা নার্সিং হোমে থাকলে এই দুর্ভোগ হত না। ওফ্‌হ কি অবস্থা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত