চিন্টুবাবু এত তাড়াতাড়ি আপিসে এলে? আমরা দাম্পত্যকলহের পর এইরকম কত্তুম।
achintyarup | ১৩ ডিসেম্বর ২০১১ ১৪:০৭ | 141.0.9.156
ফরিদাকে বড় এক বাস্ক নলেনগুড়ের শুভেচ্ছা
vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১৪:০৬ | 121.241.218.132
মামীরা তো মামার বাড়িতে থাকে! গুচ-তে থাকে নাকি?
Jhiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১৪:০২ | 182.253.0.99
আমি যেমন এখন একটু মামীকে খুঁজছি, কিন্তু পাচ্ছিনা।
Netai | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৪২ | 121.241.98.225
ডিডিদাকে খুঁজতে হলে সেন্নাইয়ের সেমিনার হলগুলিতে যান যেখানে মিটিংএ সামোসা বিতরন হচ্ছে।
Netai | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৪০ | 121.241.98.225
নেতাইকে এখন খুঁজবেন না। কোথাও না। ওর সবে হল বিয়ে হয়েছে।
kc | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭ | 62.150.68.26
আগে দেখতে হবে আপনি কাকে খুঁজতে চাইছেন, পাইকে চাইলে ভাটপাতায় খুঁজুন। বোতীনকে খুঁজুন অক্কুটে। আকাকে খুঁজুন ওই ছিরিয়াছ টইয়ে। বাকীদের ফেসবুকে। শুধু, মামুকে চাইলে কোথ্থাও পাবেননা। ওনাকে ফোন কত্তে হবে। একএকজনের জন্য একএকরকম দাওয়াই। জোতিষীও তাই বলেন বটে।
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৩৫ | 121.242.160.180
বাঃ এটা মন্দ না। দেখলেন এতক্ষণ এত লোক এত কথা বল্লেন, হবে না, বয়ে গেল ইত্যাদি। কুমুদি সহজভাবে ভেবে বেশ একটা কাছাকাছি সলিউশন দিলেন। তবে কে কাকে কোন টই বা ভাটে ঠিক কটার সময় স্মরণ করেছেন সেটাও থাকতে হবে। তাতেও যদিও সেই ১০০ পাতা পেছোবার চাপটা থেকেই যাচ্ছে। ঠিক জায়গায় ডাইরেক্টলি চলে যাবে না। তবু ঠিক আছে। প্রব্লেমটা কিন্তু জেনুইন, ১০০% খাঁটি।
Jhiki | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৩১ | 182.253.0.99
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে....
kumu | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:২১ | 122.176.32.39
এক্কাজ কর্লে হয় না? খোঁজাখুঁজি বা এইরকম কোন নামে এট্টা টই খোলা হোক।ধরেন,আমি কিকিকে চাই,তো ঐ টইতে লিখে এলুম,কিকি,যেখানেই থাকো ইঃ। সকলে গুরু খুলে একবার ঐ টই দেখে নেবে,খুব ভীড় নাথাকায় দেখতে সমস্যা হবে না। ডুবে গেলে সার্চিয়ে ভাসিয়ে নিতে হবে।
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:০৫ | 121.242.160.180
অন্য কারুর কথা জানি না, আমার নিজের কথা বলি। প্রচন্ড চাপ থাকলে আমি গুচ খোলার কথা ভুলেও ভাবি না। এবার সারাদিন পরে সে বাড়ি ফিরল রাত সাড়ে ১০ টায়। নেট করার টাইম ধরুন মেরেকেটে ১০-১৫ মিনিট। তাতে সে ওপর ওপর আমার মত দুচাট্টি বাজে হাবিজাবি বকে পালালো। মানে, সেইটুকুই তার ভাটানোর সময়, সে চায় ভাটাতে কিন্তু উপায় নেই। তখন Taggingটা হেল্প করে যেটুকু না বল্লেই নয়, সেটুকু উত্তর দিয়ে কেটে পড়তে। আইটির লোক, বুঝছেন না? সবাই তো আর ম্যাঞ্জার নয়। ঃ-))
হো, এ'সব কেউ করবে কখন? দরকারি সব কাজ সেরে যতটুকু সময় পাওয়া যায়, তখন তুমি হ'লে কী করতে? কোড লিখতে? না ভাটাতে?
আর ""অযথা সময় নষ্ট'' যে করতে চায় না, তার কথা ভেবে লাভ কি? সে কি আর ভাটাতে আসে?
ঃ)
de | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৪ | 203.197.30.4
শুভ জন্মদিন ফরিদা, আরো সুন্দর সুন্দর কবিতা লিখো!
kumu | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৪ | 122.176.32.39
সিকি,মেল দেখো। ব্রতীন,জানিনা কবে যেতে পারব।কলি ও লুরু যাওয়া খুবি দরকার।
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৩ | 121.242.160.180
পাইদি, ভুল বুঝো না। সব সময় বলছি না, ধরো আমি কউকে কিছু বল্লাম, সে কোনো কারণে ১০ দিন এলো-ই না। পরে পিছিয়ে দেখলো-ও না। আবার তার ফোন মেলাইডি-ও জানি না। বা মেলাইডি জানলেও, হয়ত তার স্বল্প অবকাশে সে মেল খুব একটা দেখে না, গুচ দেখে তাও প্রথম ক পাতা। তাকে যে জানানো যে মেল করেছি দেখো, পিছিয়ে না দেখলে সে তো জানবেই না, অথচ আমার খুব আর্জেন্ট। হয়ত বারবার বল্লাম কিন্তু হাজার কথার ভীড়ে তলিয়ে গেল। সেই সব কেসে বলছি।
pharida | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৩১ | 61.16.232.26
গুরু খুলতেই মনিটর থেকে টুপটাপ উপহার আসতে শুরু করল - আহা বেঁচে থাকা বড় আনন্দের ঃ))
পড়ে যদি সময় নষ্ট , কেবল কে আমাকে কি বল্লো সেটি জানার ব্যাপার থাকে,তো এখান থেকে জানা কেন ? ঃ) মেইল করে সেই বলাবলিটা করে নিলেই হয় ঃ)
vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২৮ | 121.241.218.132
শুভ জন্মদিন।
ফরিদার সঙ্গে আলাপ নেই যদিও।
Netai | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২৪ | 121.241.98.225
ফরিদাবাদীকে নয়ডাবাদের অভিনন্দন
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২৪ | 121.242.160.180
আরে নতুন নতুন চাহিদা আসবে, তার সাধ্যমত সমাধান হলে তবেই না নতুনত্ব আসবে, নতুন version আসবে, Innovative না হলে যে এক জিনিস বছর বছর চলতে থাকলে তো আলুনে আলুভাতে হয়ে যাবে। যে টাইমে লোকে ৫০ পাতা পিছিয়ে পড়ে আসবে, সে সময়ে তার অনেক কাজ এগিয়ে যাবে, সে বেকার সময় নষ্ট করবে কেন? এসব ভাবতে হবে বস।
ইউজার অ্যাকাউন্ট করে ট্যাগিং তো সেই টিপিকাল ফেবু হয়ে গেল। সেটা না করে করা তো যায়-ই। সেখানেই তো ইনোভেশান। হয় না বলে কিছুই হয় না। ঃ))
siki | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২৩ | 122.177.158.47
কী হয়েছে?
সকাল থেকে কারেন্ট নেই। টিভি চালাতে সাহস পাচ্ছি না।
kumu | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২৩ | 122.176.32.39
শুভ জন্মদিন,মহাকবি।অনেক ভালোবাসা,শুভ-ইচ্ছা,আদর দিদি ও জামাইবাবুর পক্ষ থেকে।পায়েস,ফুল নিও মনে মনে(এত কাছে থেকেও ভার্চুয়ালি এসব পাঠাতে খারাপই লাগছে)।
কবিতায় ভরে থাকুক জীবন।
vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২২ | 121.241.218.132
বাই এনি চান্স, এটা কী বাঘাযতীনের দিকে হয়েছে?
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২২ | 122.248.183.1
সুমন জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরো ভালো ভালো কবিতা লেখো।
kd | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২০ | 59.93.202.65
পুলিশের মার খেয়ে এই টিভি সাংবাদিকেরা বড় দাগা পেয়েছেন। পুলিশের নামে যা পাচ্ছেন, বলে যাচ্ছেন। সত্যিই তো, একদম ঠিক হয় নি। এদের ঘটনাস্থলে না যেতে দেওয়ায় আমরা জানতেই পারলুম না, সদ্যপ্রয়াত ভদ্রলোকের স্ত্রীর নিজের মুখে, উনি এই মূহুর্তে কতখানি শোকাহত, দেশের এই অবস্থা সম্বন্ধে ওনার কী অভিমত ইত্যাদি।
পৃথিবীর ইতিহাস অসম্পুর্ণ রয়ে গ্যালো। ঃ(
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:১৯ | 122.248.183.1
ভুলভাল কাজ করলেই পেটানো ই উচিত। কী হয়েছিল দেফু?
siki | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:১৬ | 122.177.158.47
কিন্তু আজ যে মহাকবি ফরিদার জন্মদিন, তা কি আপনারা কেউ জানতেন?
ট্যাগিং করতে গেলে ইউজার অ্যাকাউন্ট লাগবে - মনে হয় সেটাই বড় নেগেটিভ, তাই না?
y | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০৬ | 61.12.12.84
সারাক্ষণ এই সর্টকাটের ধান্দা করে করে জাতটা উচ্ছন্নে গেল। 8-)
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০৪ | 121.242.160.180
*করতে পড়ে গেছে এক্ষট্রা
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০২ | 121.242.160.180
এইতো ভিসিদা ঠিক বুঝেছেন। আরে ফেবু-র মত রূপ দিতে কে বলেছে? যাকে বলা হচ্ছে, সে না দেখলে আর লাভ কী? আর কার অত সময় আছে এত ঘেঁটে দেখবে? তোমরা ৫০ পাতা প্রলাপ বকবে সারা রাত্তির, সেসব খুঁজে দেখতে যে কারুর-ও বয়ে যেতেই পারে। পারলে tagging-টা তো করতে কোরো, মানে চেষ্টা আর কি। পারবে কিনা সে তো অনেক দূরের কথা। ;-))
y | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৫৫ | 61.12.12.84
তারানন্দর সাংবাদিককে পুলিশ বেধড়ক পেঁদিয়েছে।
kumu | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৫০ | 122.176.32.39
নেতাই,৬/৭ বছর তো অনেক সময়।আসলে রুবি আমায় জিগালো, রাজাবাজার সায়েন্স কলেজ চেনেন তো? তখন এত কথা গলার কাছে ঠ্যালাঠেলি কর্তে লাগল যে কিছুই কইতে পার্লাম না।যা হোক ওকে বোলো,ঐ কালেজেই আমার ও তোমাদের দাদার জীবনের অনেকটা সময় কেটেছে।
vc | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৯ | 121.241.218.132
তা ঠিক, তবে ট্যাগিং জিনিসটা করতে পারেন। খোঁচাগুলো তাহলে জায়গা মতন পৌঁছয়;-)
siki | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৬ | 122.177.158.47
না, ভেবে দেখব না। জগতের যা কিছুই চোখের সামনে দেখব তাকেই ফেসবুকের মতন রূপ দিতে হবে, এমন সাজু নিয়ে মাথা ঘামাতে আমার বয়ে গেছে।
গুরু গুরুর মতই থাকবে। পিরিয়ড।
Netai | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৬ | 121.241.98.225
জিজ্ঞাসা করবো কুমুদি। কিন্তু মনে হয় না চিনবে। কারন রুবি বড় হয়েছে কল্যানিতে। কলকাতায় এসেছে অনেক পরে। ৬-৭ বছর আগে।
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৩১ | 121.242.160.180
ইয়েস, উদ্দেশ্য সফল !! তা কাজুর সাজুটা এট্টু ভেবো, বড় সুবিধে হত। ঃ)
kumu | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৩০ | 122.176.32.39
এট্টা সিরিয়াস কতা ছেল নেতাইএর সাথে।রুবির বাড়ী সায়েন্স কলেজের পাশেই ,তাই তো?ভুল শুনি নি আশা করি। তাহলে ও কি ঐ পাড়ার অনুপ পাঠক নামে একজন কেমিস্ট্রীর প্রফেসরকে চেনে?কোন কলেজ জানি না।
siki | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:২৮ | 122.177.158.47
কাজু আমাদের ভাটিয়ালির পোস্টগুলোকে প্রলাপ বল্লে? হ্যাঁ? বলতে পাল্লে? হ্যাঁ?
পোবোল সেন্টি খেলাম।
Bratin | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:২৬ | 122.248.183.1
কবি বলেছেন ' নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে'
Ho | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:২৩ | 121.242.160.180
তব অচিন্ত্যরূপচরিতমহিমা, তব অচিন্ত্য...
কার কথা বলছি বুঝলেন তো? না লোকজন কীসব অন্য জিনিস নিয়ে প্রলপিত কলরব করছে।
আরে অচিন্ত্যদা বাজারে আসছে না আজকাল? দরকার ছিল। তা হ্যাঁ হে সব বড়বড় কোড-লিখিয়েরা, বলি গুরুতে ফেবু-র মত ব্যবস্থা করা যায় না - 'অমুক তোমার নাম স্মরণ করেছেন', অমনি সেটিতে গিয়ে টুক করে দেখে নিলুম কী ব্যাপার, হ্যাঁ? মানে তাহলে আর ১৪-১৬ ঘন্টা আগের প্রলাপ ঘেঁটে দেখতে হয় না। পিছিয়ে পড়ার চাপও কমে যায়। অবশ্য সে অনেক বুদ্ধি লাগে তেমন কোড লিখতে, সে এসব কোড-লিখিয়েদের দিয়ে হবে বলে মনে হয় না। এত মুরোদ বোধায় নেই। (ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কিন্তু ঃ)) )
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন